Boli O Nanadi Aar Dumutho ||বলি ও ননদী আর দু মুঠো || Dance Drama ||

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2023
  • গ্ৰাম বাংলাৱ অপৱূপ সুন্দর ৱূপ ফুঁটিয়ে তোলাৱ চেষ্টা কৱেছি আমাদের নৃত্যেৱ মাধ্যমে।
    Boli O Nanadi Song Is Originaly Sung by Swapna Chakraborty. This Same Folk Song Is Sung By Pousali Banerjee, Apily Dutta Bhowmick, Dipali Banerji And Many Various Artists In Their Own Way. Thakur Jamai Elo Barite Lyrics.
    Song : Boli O Nanadi Aar Dumutho
    Singer : Apily Dutta Bhowmick
    Originaly Sung by : Swapna Chakraborty
    Lyrics : Traditional
    Label : Beethoven Records
    Boli O Nanadi Song Lyrics In Bengali :
    বলি ও ননদী আর দু মুঠো
    চাল ফেলে দে হাঁড়িতে
    ঠাকুর জামাই এলো বাড়িতে,
    লো ননদী,
    ঠাকুর জামাই এলো বাড়িতে।
    ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে,
    ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে
    দেখেন তোরে দেখছে কেমন
    ড্যাবড্যাবিয়ে চেয়ে।
    আমি তাই তো বলি চুল বেঁধে সাজ,
    আমি তাই তো বলি চুল বেঁধে সাজ
    হলুদ রাঙা শাড়িতে।
    ঠাকুর জামাই এলো বাড়িতে,
    লো ননদী,
    ঠাকুর জামাই এলো বাড়িতে।
    বলি ও ননদী আর দু মুঠো
    চাল ফেলে দে হাঁড়িতে
    ঠাকুর জামাই এলো বাড়িতে,
    লো ননদী,
    ঠাকুর জামাই এলো বাড়িতে।
    পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ,
    পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ
    আর কিনতে হবে রাঙা আলু,
    আর কিনতে হবে রাঙা আলু
    পটল গোটা পাঁচ।
    আবার এমন সময় মিনসে দেখি,
    আবার এমন সময় মিনসে দেখি
    সাবান ঘষে দাড়িতে।
    ঠাকুর জামাই এলো বাড়িতে
    লো ননদী,
    ঠাকুর জামাই এলো বাড়িতে।
    বলি ও ননদী আর দু মুঠো
    চাল ফেলে দে হাঁড়িতে
    ঠাকুর জামাই এলো বাড়িতে,
    লো ননদী,
    ঠাকুর জামাই এলো বাড়িতে..
    বলি ও ননদী আর দু মুঠো লিরিক্স :
    Boni o nonodi aar du mutho
    Chal fele de harite
    Thakur jamai elo barite
    Lo nanadi Thakur jamai elo barite
    Istition er babur moto misti paan kheye
    Dekhen tore dekhche kemon debdebiye cheye
    Ami tai to boli chul bedhe saaj
    Holud ranga sharite
    People in villages are very social. They value and respect each other. They visit one another quite often and celebrate all the occasions together. This is good for the growth and development of the children as well as a plus for the elderly people who are often isolated in the cities.
    #village #villagelife #villagelifestyle #trending #villagedancevideo #villagedancer #group #groupdance
    perform by - pinki, tanushree, hamida, Riya ,gouri, Monisha Banerjee, samridhi,

Komentáře •