Brishti tumi by Jannate Romman Tithi, Kalpotithi, বৃষ্টি তুমি

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2021
  • বৃষ্টি তুমি' ..
    বৃষ্টি তুমি অঝর ধারায় ঝরো
    আমার চোখের নীরব কান্না
    একটু আড়াল করো
    অঝর ধারায় ঝরো।
    বৃষ্টি তুমি আমায় আপন করো
    চোখ ভিজে যাক, মন ভেঙে যাক
    তবুও ঝরে পড়ো
    বৃষ্টিধারায় ভিজিয়ে দাও নীরব অভিমান
    আমি বৃষ্টিই চাই
    বৃষ্টি আনুক অসময়ের গান।
    বৃষ্টি তুমি আমায় যেওনা ভুলে
    ঝরবে যখন পড়বে মনে
    তুমিই আপন ছিলে
    দুঃখ ভুলে বৃষ্টির জল
    আজ তোমাকে চাই
    চোখ ধুয়ে যাক, মন ভুলে থাক
    তোমারই গান গাই।
    শিল্পী: জান্নাতে রোম্মান তিথি (কল্পতিথি)
    কথা ও সুর: জান্নাতে রোম্মান তিথি (কল্পতিথি)
    সংগীতায়োজন: বিনোদ রায়

Komentáře • 7

  • @sanatansarddar7552
    @sanatansarddar7552 Před 11 měsíci +1

    কী অনবদ্য সৃষ্টি ..!
    কোন অচেনা লোক থেকে যেন ভেসে আসছে এই সুর । বারে বারে বেজে চলুক এই হৃদয় গ্রথিত সঙ্গীত..!!❤🌹♥️

  • @akteruddinhelali
    @akteruddinhelali Před 2 lety +1

    গানের কথা ও গায়কী হৃদয় ছোঁয়া।

  • @RiponChowdhuryOfficial
    @RiponChowdhuryOfficial Před 3 lety +2

    খুব সুন্দর হয়েছে। গানের সাথে চিত্রায়ণ খুব সামঞ্জস্যপূর্ণ!

  • @mycreations6568
    @mycreations6568 Před rokem +1

    কিযে সুন্দর...!!! ♥️♥️♥️

  • @bidyutroy8597
    @bidyutroy8597 Před 2 lety +1

    চমৎকার কথা সুর। আর সব সময়ের মতোই সুন্দর গায়কী। কম্পোজিশন ভালো লাগলো। অনেক শুভ কামনা করছি।

  • @kheyapar8199
    @kheyapar8199 Před rokem +1

    Telephone cable could be avoided
    Very clear voice
    Go far better..