কাঁঠালের উপকারিতা | কাঁঠাল খাওয়ার উপকারিতা | Kathal khawar upokarita /Jackfruit benefits in Bengali

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • কাঁঠালের উপকারিতা | কাঁঠাল খাওয়ার উপকরিতা | Kathal khawar upokarita | Jackfruit benefits in Bengali
    ‪@sujatakumar99‬
    Health tips
    #healthtips
    #jackfruit
    #jackfruitbenefits
    #Banglavideo
    jackfruit for pregnant women
    kathal khawar upokarita ki
    কাঁঠাল এর 20 টি আশ্চর্য উপকারিতা
    কাঁঠাল খেলে কি হয়
    কাঁঠাল খাওয়ার উপকারীতা কী
    health benefits of jackfruit in Bengali
    health benefits of jackfruit
    Jackfruit benefits for health
    food
    Health tips in Bengali
    Bengali health tips
    Tips for life
    jackfruit benefits
    health benefits of jackfruit
    jackfruit
    benefits of jackfruit
    jackfruit health benefits
    jackfruit benefits in Bengali
    jackfruit health benefits in bangla
    curry leaves benefits in bengali
    renal diet recipes in bengali
    jackfruit curry recipe in bengali
    bengali
    fruits in bengali
    benefits of eating jackfruit
    benefits of jackfruit betting
    jackfruit benefits bangla
    fruits names in bengali
    jackfruit seeds benefits
    jackfruit benefits for health
    রান্নাঘরের কিছু
    টিপস
    Kitchen Tips
    Rannaghorer tips
    Bangla video
    rannaghorer Bangla video
    time saving tips
    কাঁঠাল এর গুণাগুণ ও সতর্কতা
    কাঁঠালের বীজের উপকারিতা, পাকা কাঁঠালের উপকারিতা, গর্ভাবস্থায় কাঁঠালের উপকারিতা, কাঁঠাল পাতার গুনাগুন, কাঁঠাল পাতার বৈশিষ্ট্য, কাঁঠাল গাছের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি।
    এ ফলটি আকারে বেশ বড় হয়ে থাকে। এর পুষ্টিগুণ রয়েছে অনেক। কাঁঠালের ৪-৫ কোয়া থেকে ১০০ কিলো ক্যালরি খাদ্য শক্তি পাওয়া যায়। এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন ‘এ’ সমদ্ধ। ২-৩ কোয়া কাঁঠাল আমাদের এক দিনের ভিটামিন ‘এ’ এর চাহিদা পূরণ করে। সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল। শিশু, কিশোর, কিশোরী এবং পূর্ণ বয়সী নারী- পুরুষ সব শ্রেণীর জন্যই কাঁঠাল খুবই উপকারী ফল। গর্ভবতী এবং যে মা বুকের দুধ খাওয়ান তাদের জন্য কাঁঠাল দরকারি ফল। শরীরে ভিটামিন ‘এ’ এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়ে যায়। শরীরের লাভণ্যতা হারিয়ে ফেলে এজন্য কাঁঠাল প্রতিরোধ করতে পারে। এ ছাড়া কাঁঠালের মধ্যে ভিটামিন ‘সি’ এবং কিছুটা ভিটামিন ‘বি’ আছে। পাকা কাঁঠাল যেমন উপকার রয়েছে, তেমনি কাঁচা কাঁঠালও কম উপকারী নয়। কাঁচা কাঁঠাল আমিষ ও ভিটামিন সমৃদ্ধ তরকরি। পাকা কাঁঠালের বিচি বাদামের মতো ভেজে যেমন খাওয়া যায়, তেমনি তরকারি হিসেবেও খাওয়া যায়। ১০০গ্রাম কাঁঠালের বিচিতে ৬.৬ গ্রাম আমিষ আছে ও ২৫.৮গ্রাম শর্করা আছে। সবার জন্যই আমিষসমদ্ধ কাঁঠালের বিচি উপকারী।
    একদিকে কাঁঠালের অনেক উপকারিতা রয়েছে। একই সময়ে, এটি কিছু লোকের জন্য ক্ষতিকারকও হতে পারে। বিশেষ করে, যাদের বার্চ পোল এলার্জি আছে তাদের মধ্যে। এটি বসন্ত ঋতুতে একটি বায়ু এলার্জি। এছাড়া যাদের শরীরে রক্ত জমাট বেঁধেছে তাদেরও কাঁঠাল খাওয়া এড়িয়ে চলা উচিত। এছাড়াও, কোনো ধরনের অস্ত্রোপচারের আগে বা পরে কাঁঠাল খাওয়া উচিত নয়। কিডনির যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রেও কাঁঠাল খাওয়া এড়িয়ে চলতে হবে।
    হজমের সমস্যা হতে পারে।
    ওরাল এলার্জি সমস্যা হতে পারে।
    ডায়াবিটিস রোগীদের মধ্যে গ্লুকোজের মাত্রা আরও খারাপ হতে পারে।
    এটি পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের কারণও হতে পারে।
    এর অত্যধিক সেবন ইমিউন সিস্টেমের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
    এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যার কারণে পেট খারাপ হতে পারে।
    ডায়াবিটিস রোগীদের জন্য কাঁঠাল ওষুধ নাকি বিষ?
    বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। আপনার প্রতিদিনের ফাইবারের চাহিদা মেটাতে আপনি আধা কাপ বা 75 গ্রাম পর্যন্ত কাঁঠাল খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা কাঁঠাল পাকা কাঁঠালের চেয়ে বেশি উপকারী কারণ এতে চিনি ও ক্যালরির পরিমাণ অনেক কম।
    সবাই সুস্থ ও ভাল থাকুন ।
    ধন্যবাদ 🙏
    Disclaimer
    এই ভিডিও টি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার সঙ্গে জড়িত নয়। তাই বিস্তারিক জানতে সর্বদা আপনারা চিৎকসকের সঙ্গে পরামর্শ করে নেবেন ||

Komentáře • 4