সরকারি তদন্তে বেরিয়ে এলো আসল সত্য | তরবারি, জামা কি সিরাজউদ্দৌলার | Descendant of Nawab Sirajuddoula

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2022
  • চট্টগ্রামের রাউজানের মাহদী উদ-দৌলার দেখানো তরবারি, পোশাক ও জুতো কি আসলেই নবাব সিরাজউদ্দৌর? সরকারি তদন্তে বেরিয়ে এসেছে আসল সত্য।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #নবাব_সিরাজউদ্দৌলা_তরবারি #রাউজান

Komentáře • 2,5K

  • @rifatahmed7814
    @rifatahmed7814 Před 2 lety +24

    অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে একটা বড় সত্য এবং সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।

  • @BengalDatina
    @BengalDatina Před 11 měsíci +14

    সুমন ভাই কে অসংখ্যা ধন্যবাদ এমন অবহেলায় থাকা সত্য ইতিহাস তুলে ধরার জন্য।।

  • @mukarji
    @mukarji Před 2 lety +16

    Regardless of the conclusion, I hope no one hurt the old man. And thank you for following up on the story, we all can move onto the next story :)

  • @sportsdaily7387
    @sportsdaily7387 Před 2 lety +84

    বিজ্ঞানের ছাত্র হিসাবে তাদের যাচাই বাচাই, পরীক্ষা নিরিক্ষা কে ০ দিলাম। এইগুলাকে আবারো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিক্ষা করার অনুরোধ রইলো। বিষয় টা খুব ই গুরুত্বের৷

    • @sakibulsarkar6868
      @sakibulsarkar6868 Před rokem +2

      Hmm right

    • @fafpresents1081
      @fafpresents1081 Před 7 měsíci

      আমার কাছে মনে হয় এগুলো ৫০-৬০ বছর আগে পাওয়া কোন জমিদারের যন্ত্রপাতি। তিনি এগুলোতে খোদাই করেছে৷ ফারসি নাম ইত্যাদি।
      সিরাজউদ্দৌলা এর জিনিস এর দাম রয়েছে বিশ্বব্যাপী। সিরাজের জিনিস থাকলে অনেক আগেই জাদুঘরে চলে যেত। কারন সিরাজের পরাজয়ের মাধ্যমেই সমগ্র ভারতবর্ষ ইংরেজদের হাতে চলে যায়। বিশ্ব ইতিহাসে সিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। জিনিস সত্যি হলে এতোদিনে ইউরোপীয়রা নিয়ে যেত কোটি টাকা দিয়ে। তারা বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থা ব্যবহার করে প্রাচীন জিনিস সংগ্রহ করে ইউরোপের বিখ্যাত জাদুঘর গুলোতে রাখে।

    • @ARGAMINGTV1
      @ARGAMINGTV1 Před 4 měsíci +4

      Right 100%

    • @shamimahamed7588
      @shamimahamed7588 Před 4 měsíci

      যার আক্কল হয় নয় বছরেই হয় আর যার হয় না নব্বই বছরেও হয় না।। সাধারণ গ্যান এ ই এইটা বুঝা যায় এইগুলা সব ভুয়া, তলোয়ার এর রাউন্ড চুম্বক গুলো ছোট সাউন্ড বক্স এর এই ধরণের চুম্বক দিয়ে ছোট বেলায় অনেক খেলেছি। দলিলের উপর কালার প্রিন্ট বা যে কলম দিয়ে লেখা ঐ ধরণের প্রযুক্তি ২৫০ বছর পূর্বে ছিলো না রে বলদা। আর পোশাকে যেই সমস্ত জরির কাজ করা এইগুলো কাপড়ের আধুনিক মেশিন দারা বুনা হইছে যা ঐ সময় ছিলো না।। বলদা কোথাকার। অটো পাস এর ফল এইগুলা। আবার বলে বিজ্ঞান এর ছাত্র 😄😄😄😄

    • @RIAZhossain-d3c
      @RIAZhossain-d3c Před 3 měsíci +1

      দোনের ছাত্র তুমি 😂😂

  • @telescope3801
    @telescope3801 Před 2 lety +268

    আমার প্রথম থেকেই সন্দেহ ছিল এগুলো আসল কিনা।কারণ এগুলো দেখে এতটা পুরানো মনে হয়নি।সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো মনে হয়েছে।এছাড়া জামাটা যখন মাহাদি উদ দৌলা পড়েছিল তখন একেবারে গায়ে গায়ে এটে গিয়েছিল যা কখনো সম্ভব না।কারণ সিরাজ উদ দৌলা অনেক লম্বা মানুষ ছিলেন।যদি এটা নবাবেরই হত তাহলে জামাটা আরও ঢিলা ঢালা আলখাল্লার মত দেখাত।কাগজ পত্র গুলো ও এত পুরাতন মনে হয়নি।জুতাটাও নতুন নতুন ছিল।দেখার মত চোখ আর বোঝার মত মাথা থাকলে এত বিশেষজ্ঞ হতে হয় না।তাতে আমি ওকে প্রতারক বলতে চাই না।কারণ এমন ও হতে পারে তার বাপ দাদারাই গুজব বানিয়ে প্রতারণা করত।বংশ পরম্পরায় তিনি তার বাপের কাছে যা শুনেছেন তাই বলেছেন।

    • @kanizfatema124
      @kanizfatema124 Před 2 lety +9

      ঠিক

    • @ridoymj9037
      @ridoymj9037 Před 2 lety +7

      Apni to onek chalak

    • @user-vl9gv4ww6n
      @user-vl9gv4ww6n Před 2 lety +15

      সিরাজ উদ দৌলা পৌনে সাত ফুঁট লম্বা ছিলেন

    • @sukantasarkar9939
      @sukantasarkar9939 Před 2 lety +3

      100% thik.

    • @যমদূত
      @যমদূত Před 2 lety +8

      পোশাকের ব্যাপারটা আমিও বহুবার বলেছি আগে। মুশকিল হল অতি-আবেগি মূর্খদের মাথায় চোখের সামনে দৃশ্যমান এইসব জ্বলজ্যান্ত সত্য বোঝার মত যথেষ্ঠ ঘিলু নাই। তাই দেখেন এখনও কিছু মূর্খ তোতাপাখির মত ল্যাব-ফরেনসিক-মেডিসিন এইসব কথার মানে না বুঝেই অনবরত আউড়ে যাচ্ছে!!! তারা এখনও বুঝতে পারছে না এবং নবাব সিরাজুদ্দৌলা বিরক্ত হয়ে কবর থেকে উঠে এসে যদি বলে যায় যে এগুলি তার না - তাহলেও বুঝবে না এরা!!! 🤣😂😆

  • @travelwithsazib8902
    @travelwithsazib8902 Před 2 lety +118

    সালাহউদ্দিন সুমন ভাইয়ের সাথে দেখা করতে টাংগাইল থেকে ছুটে গিয়েছিলাম ঢাকার বই মেলায়। আর তিনি যে এতটা আন্তরিকতার সাথে আমার সাথে দেখা করলেন ভাবতে পারিনি।
    এবং তার সাথে একটা ভিডিও করেছিলাম

  • @msma365
    @msma365 Před rokem +1

    Very Informative video.

  • @swapnabiswas3885
    @swapnabiswas3885 Před 2 lety +126

    পূর্ব পুরুষের কেউ হয়তো যাত্রা পালাতে নবাবের রোল করছিলো আর উনারা বংশ পরম্পরায় এগুলো সত্যি মনে করে আকরে আছেন।

    • @shamimahamed7588
      @shamimahamed7588 Před 4 měsíci

      Right you are,,,

    • @mohammadrazib6895
      @mohammadrazib6895 Před 4 měsíci +4

      swapnabiswas3885 আপনার কথাটা অনেক যৌক্তিক এবং মজার😁😁😁

    • @Eamad113
      @Eamad113 Před 4 měsíci

      😢😂বভ@@mohammadrazib6895

    • @jaytube6107
      @jaytube6107 Před 2 měsíci

      ভাই জাত্রা পালায় সাধারাওনত আসল তরবারি ব্যাবহার করেন না হয়তো এটা কোন বাংঙ্গালী যোদ্ধার জিনিসপত্র এভহাভে উনাদের ছলে জাওয়া উচিত হয় নাই অন্য কনো দেশ হলে তদন্ত কএ দেখতো

    • @user-mm3qh1yb1j
      @user-mm3qh1yb1j Před 2 měsíci

      Kintu ai dolil nd onnanno jinish ki jattra theke paichilo????

  • @nazimul340
    @nazimul340 Před 2 lety +81

    সমালোচনার ঝড় উঠবেই তারচেয়ে বরং কার্বন ডেটিং করে জিনিস গুলোর বয়স নির্ধারণ করে নিলেই সত্যমিথ্যা যাচাই হয়ে যাবে। ২ শতাব্দী ধরে অনেক যত্ন করলে কোন জিনিষ ভালো থাকতেই পারে কিন্তু উপযুক্ত পরীক্ষা নিরক্ষা করে তারপর একটা পর্যায়ে আসা যেতে পারে। আমরাও চাই আমাদের ইতিহাসের ভান্ডার সমৃদ্ধ হোক। ধন্যবাদ।

    • @tanixbd2187
      @tanixbd2187 Před 2 lety +6

      কার্বন ডেটিং এর যোগ্য নয় এগুলা।

    • @mdnujrul3758
      @mdnujrul3758 Před měsícem

      একজন নবাবের পোশাকের মান এর চেয়ে আরো হাজার গুণ উন্নত হবে বলে আমার মনে হয়@tanixbd2187

  • @SohelRana-yf5cb
    @SohelRana-yf5cb Před 2 lety +14

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।সত্য উদ্ধারের জন্য ।আপনার এই সব দুরদান্ত কাজ আমাদের খুব ভালো লাগে💖💐💖

  • @ictg4567
    @ictg4567 Před 3 měsíci +2

    Apnake onek donnobad sattita utgatohn korara jonno Oni nowakahlir batfar

  • @Selim120
    @Selim120 Před 2 lety +1

    মুর্শিদাবাদ এর লালবাগ থেকে আমি আছি অনেক সুন্দর হয়েছে

  • @user-bm3rb2od2k
    @user-bm3rb2od2k Před 2 lety +306

    ধন্যবাদ জানায় সুমন ভাই কে অসমাপ্ত কাজটা সমাপ্তি করার জন্য
    ধন্যবাদ সকল কর্মকর্তা কে যাঁরা এতোদিন ধরে এই কাজটার জন্য সময় দিয়েছেন

    • @Juel113
      @Juel113 Před 2 lety +2

      হুম

    • @mirajulazam803
      @mirajulazam803 Před 2 lety +4

      ইউটিউব ব্যবহার করে বেশি ভাগ স্বল্প শিক্ষিতরা। তাই তাদের মন্তব্য গুলোও সেই ভাবেই হয়েছে। ফেসবুকে তো এ ভিডিওর অনেক সমালোচনা দেখেছি।নিজেদের মনগড়া মন্তব্য দিয়ে একজন মানুষকে ভুয়া প্রমাণ করা কি ঠিক? এটা একটা ভাইরাল বিষয়, তাই যেনতেন কথা বলে ভুয়া প্রমাণ করে ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানোর ধান্ধা কতটুকু যৌক্তিক? সরকারী যে লোক গুলো দেখলাম তাদের চেহারা চিন্তাধারা দেখলেই বুঝা যায় তারা খায় আর ঘুমায় - কোন দিনও জ্ঞান পিপাসা বিশেষজ্ঞ হতে পারে না। এ ভিডিওতে বলা হচ্ছে দলিল দাস্তাবেজ ভুয়া, এমনকি তলবারিও ভুয়া। আর তদন্তকারী বিশেষ অজ্ঞরা চোখে দেখে বলে দিলো। তলবারির চম্বুকে না কি সাল লেখা আছে। কোন সাল লেখা আছে বলা হয়নি। বলেছে ৩০/৪০ বছর আগের। যদি এ বিশেষ অজ্ঞরা ফার্সি জানতো তাহলে জাতিকে ফার্সিতে কি লেখা আছে পড়ে শুনাতো। আসলে এ ভাবে অনুমান নির্ভর হয়ে কাউকে মিথ্যা বলা কি উচিত? আমার অভিযোগ মাহাদী দৌল্লাহর বিরুদ্ধে নয় এই তথাকথিত বিশেষ অজ্ঞদের বিরুদ্ধে। কারণ কাউকে ভুয়া প্রমাণের জন্য যথেষ্ট যোগ্যতা আপনাদের নেই। বাংলাদেশে না কি ফার্সি বিশেষজ্ঞ ও আছে? যদি যাকে পন্ডিগিরি না করে জাতির কাছে সকল দলিল দস্তাবেজ আপলোড দেন। এবং সব হাবিজাবি ফার্সি লেখার অনুবাদ করেও দেখান। যাদের কোন কিছুতে কৌতুহল থাকে না, তাদেরকেই মূর্খ বলা হয়। শুধু পড়ালেখা করলে শিক্ষিত হয় না

    • @malihanargis603
      @malihanargis603 Před 2 lety +1

      👍

  • @priyasdailyworks5885
    @priyasdailyworks5885 Před 2 lety +198

    চোখে দেখেই যদি সব বোঝা যেত তাহলে পরীক্ষা নীরিক্ষার আধুনিক যন্ত্রপাতি , মেডিসিন কেনো আবিষ্কার হলো? বর্তমান বাংলাদেশ খুব উন্নত উচিত ছিলো এগুলো পরীক্ষা করা, আমি শুধু আমার মতামত ব্যক্ত করলাম।

    • @zeeshanfamilyvlogs
      @zeeshanfamilyvlogs Před 2 lety +3

      right

    • @ridoymj9037
      @ridoymj9037 Před 2 lety

      Onara ashole bolod apnar moto ekjon eto chalak ekta lok ke pathano uchit chilo

    • @যমদূত
      @যমদূত Před 2 lety +4

      আপনাকে আমি যদি একটা আধুনিক স্মার্টফোন দেখিয়ে বলি এটা বাদশাহ আকবরের আমলের জিনিস আর আমি তার বংশধর, তাহলে আপনি সেগুলি কি ল্যাবটেস্টের জন্য পাঠাবেন নাকি আমাকে পাগল এবং বাটপার হিসাবে দৌড়ানি দিবেন??? এই জোকারটা যেসব জিনিস দেখিয়েছে সেগুলি খালি চোখেই বুঝা যায়। পরীক্ষা নীরিক্ষার আধুনিক যন্ত্রপাতি , মেডিসিন কোনো কিচ্ছুর দরকার নাই, ঠিক যেমন আধুনিক স্মার্টফোন দেখে আমাকে আপনার সম্রাট আকবরের বংশধর মনে হবে না। এই পাগলা যেসব দলিল দেখিয়েছে সেগুলির মধ্যে জেনুইন কিছু লেখা নাই, সব আবোল তাবোল কথাবার্তা লেখা। এই বুইড়া নিজেই লিখছে। জাল করছে। ভাবছিল কেউ বুঝবে না। এগুলি বুঝার জন্য কোনো ল্যাব বা মেডিসিন দরকার নাই বা, মেডিসিন দিয়ে ভাষা বুঝা যায় না। দরকার ভাষা বিশেষজ্ঞ হওয়া। দরকার মাথায় জ্ঞান থাকা। এননাদের একজন ভাষা বিশেষজ্ঞ, প্রাচীণ দলিল বিশেষজ্ঞ। এনার মাথায় জ্ঞান আছে, এনার মাথাটাই ল্যাব এবং মেডিসিন!! আর যার জ্ঞান আছে সে এক নজরেই বুখে, যে মূর্খ তাকে নবাব সিরাজুদ্দৌলা নিজে এসে বললেও বুঝবে না!!!! এনারা এনাদের মাথার ল্যাব দিয়েই বুঝে গেছে ঐ আবোল-তাবোল লেখা ফালতু দলিল মূর্খ লোককে ঠকানোর জন্য যথেষ্ঠ হতে পারে, কিন্তু জ্ঞানী মানুষদের না। তরবারি আর পোশাকগুলি তো গাধা ছাড়া যে কোনো মিনিমাম কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক চোখে দেখলেই বুঝবে এগুলি জাল। ওনারা আরও ভালভাবে সেটা বুঝেছেন কারন ওনাদের এই বিষয়ে জ্ঞান আছে। এই জ্ঞানের মূল্য মূর্খরা বুঝবে না। ল্যাব-ট্যাব দিয়ে পরীক্ষা তখনই করার দরকার যদি প্রাথমিক খালি চোখের পরীক্ষাতে এগুলি পাশ করে যেত। এটা একটা বেসিক কাণ্ডজ্ঞান ভিত্তিক পদ্ধতি। যে বেসিক কাণ্ডজ্ঞানের ভিত্তিতে আপনার কাছে খালি চোখে দেখেই আমার স্মার্টফোটনটা সম্রাট আকবরের আমলের মনে হয় নাই, ল্যাব টেস্ট করার জন্য পাঠানোর দরকার মনে হয় নাই, সেই একই কাণ্ডজ্ঞানের কারনেই তারা এই ভণ্ড বুইরার রাবিশগুলি সরকারি ল্যাবে পাঠিয়ে খামাখা মানুষের সময় ও অর্থ নষ্ট করেন নাই!!! কেউ চিলে আপনার কান নিয়ে গেছে বললে চিলের পিছনে না দৌড়িয়ে আগে নিজের কানে হাত দিয়ে দেখেন জনাব!!! 🤣😂😆😛😝😜

    • @malihanargis603
      @malihanargis603 Před 2 lety +1

      Right

    • @mlmehedihasan4940
      @mlmehedihasan4940 Před 2 lety +1

      রাইট

  • @junaeidsheikh9081
    @junaeidsheikh9081 Před 2 lety +1

    এটার অপেক্ষায় ছিলাম স্যার

  • @AliHossain-em8fc
    @AliHossain-em8fc Před 2 lety +1

    আপনাকে ধন্যবাদ সত্য আমাদের মাঝে তুলে দরার জন্য।

  • @IBNEKAYESH
    @IBNEKAYESH Před 2 lety +32

    অপেক্ষার নোটিফিকেশন! ধন্যবাদ সুমন ভাই।

  • @ultimategaming5661
    @ultimategaming5661 Před 2 lety +13

    অনেক অপেক্ষায় ছিলাম তবে শেষ টা দেখে মন খারাপ হলো, কারন আমরা বাঙালিরা বেশি আশাবাদী হয়ে থাকি। Love you ❤️ সুমন ভাই

  • @pritamchakraborty5274
    @pritamchakraborty5274 Před 2 lety

    Anekdin dhore apekha korchilam.. sumon bhai.. anek anek bhalobasa apnake.. india theke..

  • @jakirvsfokir52
    @jakirvsfokir52 Před rokem +15

    এই সবগুলো ঢাকায় নিয়ে গবেষণা করা উচিত ছিল কারন এটা আমাদের বাংলার ইতিহাস। অন্যান্য দেশ হলে যেকোনো পুরনো জিনিস কে ভালোভাবে গবেষণা করা হয়।

  • @fullhouse5052
    @fullhouse5052 Před 2 lety +5

    সুমন ভাই আপনি অনেক প্রফেশনাল। আপনার প্রতি ভালোবাসা ও দোয়া থাকবে।এভাবে সত্য ঘটনা তুলে ধরবেন।❤️❤️❤️❤️

  • @user-ww7yn6hh6y
    @user-ww7yn6hh6y Před 2 lety +23

    সালাউদ্দিন ভাই আপনার ভিডিও আপেখয ছিলাম ধন্যবাদ জানাই ⚘🇮🇳🌹🇧🇩🌹এই পর্বে দেওয়ার জন্য ধন্যবাদ

  • @Jibon_o_jibika758
    @Jibon_o_jibika758 Před 2 lety

    জানতাম এমটাই হবে।তার পরেও অপেক্ষায় ছিলাম শেষটা দেখার জন্যে।ধন্যবাদ সুমন ভাঈ

  • @darknight8103
    @darknight8103 Před 2 lety

    Great job bro

  • @user-by1ue9fb1v
    @user-by1ue9fb1v Před 2 lety +223

    ফলাফলের অপেক্ষায় ছিলাম। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। মুর্শিদাবাদ থেকে শুভেচ্ছা নেবেন।

    • @asifahmed420.
      @asifahmed420. Před 2 lety +2

      কোনরকম ল্যাব পরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত নেওয়াটা বোকামি

    • @sagirhossain7389
      @sagirhossain7389 Před 2 lety

      @Me Mahiul Karim mintu Mintu আপনার বাড়ী কোথায়??

    • @sabbirroni3494
      @sabbirroni3494 Před 2 lety

      Sax

    • @debasishgangopadhyay4389
      @debasishgangopadhyay4389 Před 4 měsíci

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arpan-iw1wp
      @arpan-iw1wp Před 3 měsíci

      amaro bari murshidabad a

  • @old9552
    @old9552 Před 2 lety +259

    শেষটা দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ সুমন ভাই ❤️

    • @motcagamer657
      @motcagamer657 Před 2 lety +3

      Amioo

    • @rimiimran2754
      @rimiimran2754 Před 2 lety +5

      Ami o....

    • @ambiamunsi8925
      @ambiamunsi8925 Před 2 lety +5

      আমিও,,,তবে আমার সন্দেহ ই সত্য মনে হচ্ছে

    • @shahriarrimon7263
      @shahriarrimon7263 Před 2 lety +1

      আমি ও

    • @travelentry1791
      @travelentry1791 Před 2 lety +4

      Ata Amon o hote pare nabab Siraj dullah dress gulo tar kase kew dise. Dress thaklei je nabab siraj dullar bangsodor hobe amon ki proof

  • @AmitSarkar-vk4mv
    @AmitSarkar-vk4mv Před 2 lety

    Good job Dada

  • @SyedMustak
    @SyedMustak Před 2 lety +98

    আমার মনে হয় উনি প্রতারণা না করলেও।। হয়তো উনার আগে যারা দিয়েছে উনাকে তারা হয়তো সঠিক টা পায়নি।।। হতেও ও পারে

  • @bornoheenashik8038
    @bornoheenashik8038 Před 2 lety +7

    ধন্যবাদ সুমন ভাই। আপনাকে আর আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা। ❤️

  • @jbiswas6572
    @jbiswas6572 Před 2 lety +2

    তাকিয়েছিলাম আমি অনেক দিন ধরে,সত্য টা জানানোর জন্য ধন্যবাদ সুমন ভাই।পলাশী নদিয়া, পশ্চিম বংগো।ভারত

  • @dearprakton8282
    @dearprakton8282 Před 2 lety +19

    সালাউদ্দিন ভাই নবাব সিরাজদৌলা কে নিয়ে প্রথম যে ভিডিওটি বানিয়েছিলেন.. আমি সেই ভিডিওতে বলেছিলাম এই জিনিসগুলো আসলে কোনটাই সত্যি নয় এবং তা আজ প্রমাণিত হলো.. আসল সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই 🙏🙏 এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য love from India 🇮🇳

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 Před 2 lety +8

    শেষটা দেখার অপেক্ষায় ছিলাম অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ ❤️❤️

  • @fariarahman1870
    @fariarahman1870 Před 2 lety +3

    এমনটাই হবে অনুমান করেছিলাম। সত্য উন্মোচনের জন্য ধন্যবাদ। অসাধারণ প্রতিবেদন..!!

  • @jwmusicplay92
    @jwmusicplay92 Před 2 lety +7

    কনফিডেন্স আছে বলেই ওনি এই গুলো দেখিয়েছেন পরীক্ষা হাতে করা হয় এরি নাম সোনার বাংলা

  • @SaifKhan-rr3er
    @SaifKhan-rr3er Před 2 lety +1

    This is the first time I found Sumon bhai , who dedicated his journey towards historical events.

  • @sbm1294
    @sbm1294 Před 2 lety +151

    এটা হতে পারে মিথ্যা, কিন্তু উনারাও এতো টা অভিজ্ঞ নয় যে, হাতিয়ে, খালি চোখে এভাবে ফয়সালা দিয়ে দিতে পারেন।
    যেহেতু এটা এতো বড় একটা পর্যায়ে পৌছে গেছে, এটার বৈজ্ঞানিকভাবে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ফয়সালা দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। এতে একজন এর মান সম্মান টাও জড়িত।

    • @sumonhimu6981
      @sumonhimu6981 Před 2 lety +1

      Apni thik bolechen vai

    • @abryan8117
      @abryan8117 Před 2 lety +10

      মাল পানি চাহিদা মত পায় নাই মনে হয়

    • @hanifsk5264
      @hanifsk5264 Před 2 lety +1

      copy korlam

    • @islamicodinerkotha2730
      @islamicodinerkotha2730 Před 2 lety +1

      @@abryan8117 আমারও তাই মনে হয়

    • @Chowdhury_Tahmid
      @Chowdhury_Tahmid Před 2 lety +4

      উনারা স্পষ্ট ভাবেই বলেছে এগুলো তেমন কিছুই না। যদি হতো তাহলে অবশ্যই ল্যাবে নিতো!

  • @introductiontobangladesh5276

    আপনাকে ধন্যবাদ। এই বিষয় টি নিয়ে ভালো ভাবে তদন্ত করার জন্য

  • @farukmiah2484
    @farukmiah2484 Před 2 lety +1

    সত্যি বলতে কি আমি খুব খুশি হয়েছি জিনিসগুলি গিয়ে উদ্ধার হয়েছে এবং ভালোভাবে সংরক্ষণ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে একজন বীরের স্মৃতিগুলি

  • @mohammadnasersajjadkhan7084

    There is still confusion. I think visual examination is not enough to justify such goods. it will be better if the goods are teasted at the laboratory to eliminate all confusions at once,

  • @Shanjoydas
    @Shanjoydas Před 2 lety +196

    এতকিছুর পরও কিছু কথা থেকে যায়। খালি চোখে দেখে বা কারো হাতের লেখার সাথে মিলিয়েই সব সমস্যার সমাধান করা যায় না। কাগজপত্র গুলোর আরোও পরীক্ষা-নিরিক্ষা করা দরকার ছিল। এমনিতেই সরকারী লোকদের উপর সাধারণ মানুষের বিশ্বাস কম।

    • @nirihopothik4188
      @nirihopothik4188 Před 2 lety +3

      ঠিক

    • @gkjahid8863
      @gkjahid8863 Před 2 lety +3

      Thik

    • @labibaslife9702
      @labibaslife9702 Před 2 lety +3

      Right

    • @ShamimHasanplabon
      @ShamimHasanplabon Před 2 lety +5

      সাধারন জ্ঞান থাকলে নিজেই বুঝে নিতেন এইগুলা নকল। সরকারি লোক লাগতো না।

    • @baharulamin5394
      @baharulamin5394 Před 2 lety +9

      এত কিছুর পরও মনে হয় কিছু রয়ে গেছে আমাদের দেশের প্রেক্ষাপটে মন নিজেকে বলছে কোনোটাই বিশ্বাস করিস না,

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial Před 2 lety +17

    ধন্যবাদ সুমন ভাই। ❤️ বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে যেভাবে ঘাটাঘাটি করেন অনেক অনেক ভালো লাগে। 😍এগিয়ে যান ভাই অনেক দূর। ❤️❤️

    • @mirajulazam803
      @mirajulazam803 Před 2 lety

      ইউটিউব ব্যবহার করে বেশি ভাগ স্বল্প শিক্ষিতরা। তাই তাদের মন্তব্য গুলোও সেই ভাবেই হয়েছে। ফেসবুকে তো এ ভিডিওর অনেক সমালোচনা দেখেছি।নিজেদের মনগড়া মন্তব্য দিয়ে একজন মানুষকে ভুয়া প্রমাণ করা কি ঠিক? এটা একটা ভাইরাল বিষয়, তাই যেনতেন কথা বলে ভুয়া প্রমাণ করে ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানোর ধান্ধা কতটুকু যৌক্তিক? সরকারী যে লোক গুলো দেখলাম তাদের চেহারা চিন্তাধারা দেখলেই বুঝা যায় তারা খায় আর ঘুমায় - কোন দিনও জ্ঞান পিপাসা বিশেষজ্ঞ হতে পারে না। এ ভিডিওতে বলা হচ্ছে দলিল দাস্তাবেজ ভুয়া, এমনকি তলবারিও ভুয়া। আর তদন্তকারী বিশেষ অজ্ঞরা চোখে দেখে বলে দিলো। তলবারির চম্বুকে না কি সাল লেখা আছে। কোন সাল লেখা আছে বলা হয়নি। বলেছে ৩০/৪০ বছর আগের। যদি এ বিশেষ অজ্ঞরা ফার্সি জানতো তাহলে জাতিকে ফার্সিতে কি লেখা আছে পড়ে শুনাতো। আসলে এ ভাবে অনুমান নির্ভর হয়ে কাউকে মিথ্যা বলা কি উচিত? আমার অভিযোগ মাহাদী দৌল্লাহর বিরুদ্ধে নয় এই তথাকথিত বিশেষ অজ্ঞদের বিরুদ্ধে। কারণ কাউকে ভুয়া প্রমাণের জন্য যথেষ্ট যোগ্যতা আপনাদের নেই। বাংলাদেশে না কি ফার্সি বিশেষজ্ঞ ও আছে? যদি যাকে পন্ডিগিরি না করে জাতির কাছে সকল দলিল দস্তাবেজ আপলোড দেন। এবং সব হাবিজাবি ফার্সি লেখার অনুবাদ করেও দেখান। যাদের কোন কিছুতে কৌতুহল থাকে না, তাদেরকেই মূর্খ বলা হয়। শুধু পড়ালেখা করলে শিক্ষিত হয় না

    • @RayhanVlogsOfficial
      @RayhanVlogsOfficial Před 2 lety

      @@mirajulazam803 মনের কথা গুলো বলছেন এইভাবে কি গবেষণা করে নাকি এরা গবেষণার গ ই জানে না

  • @RubelAhmed-ff7gr
    @RubelAhmed-ff7gr Před 12 dny +1

    সিরাজউদ্দৌলার পোশাক কিভাবে হতে পারে,সিরাজউদ্দৌলা কি এত ছোটখাটো মানুষ ছিল,উনি অবশ্যই অনেক সুঠাম দেহের অধিকারী ছিল।

  • @JahidHasan-tj6rh
    @JahidHasan-tj6rh Před 3 měsíci +6

    এগুলো নবাব সিরাজউদ্দৌলার হলে কি ক্ষতি হবে আমি তো বুঝলাম না। হতেই পারে নবাব সিরাজউদ্দৌলা তো এই দেশেই ছিল। এসব জিনিসের খোঁজ না করে উনার বংশ পরিক্রমা তদন্ত করুন এবং যদি সত্য হয় উনাকে সম্মান দেওয়ার ব্যবস্থা করুন।

    • @princetoser2143
      @princetoser2143 Před 2 měsíci

      Onare gua Maira dimo Magir pula

    • @niazahmad350
      @niazahmad350 Před měsícem

      যাচাই করাটা স্ট্যান্ডার্ড প্র‍্যাকটিস৷ এটা না করলে অনেকেই নকল জিনিস দিয়ে সুবিধা নিয়ে নিবে।

    • @SMCMAYSHAN-yu6wj
      @SMCMAYSHAN-yu6wj Před měsícem

      Apni bujen na ata etihas,,,akhonto batpari

  • @MrBibeks
    @MrBibeks Před 2 lety +6

    ~ ভাই তোমার মতো করে স্বপ্ন দেখা শুরু করলাম।
    জানি নাহ কতো দূর যেতে পারবো। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইল 💖💖💝🥰😘

  • @patitkumarmandal6957
    @patitkumarmandal6957 Před 2 lety +3

    অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আপনার আগের প্রতিবেদন দেখে মন বড়ই ধক ধক করছিল আজ সেটা শান্ত হলো।

  • @sakinakhatun5422
    @sakinakhatun5422 Před rokem

    Nice Bhaiya

  • @user-gx6we7xy3f
    @user-gx6we7xy3f Před měsícem +1

    আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র ছিলাম। তখন বিশিষ্ট ইতিহাসবিদ এবং প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা বিশেষজ্ঞ গবেষক শ্রদ্ধেয় ড.আবদুল করিম স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মাহদী উদ-দৌলা তাঁকে দিয়েও তো এসব করাতে পারতেন। ঘরের কাছে এমন একজন ইতিহাসের মহীরুহ থাকতে তখন তিনি কোথায় ছিলেন?

  • @amibangali8078
    @amibangali8078 Před 2 lety +110

    ভাইরে পাগলের সুখ মনে মনে। ধন্যবাদ সুমন ভাই, অকপট সত্য উন্মোচনের জন্য। জানিনা কি কারনে, তবে আমি প্রথম থেকেই সন্দিহান ছিলাম, জিনিষগুলোর অবস্থা এবং তা সংরক্ষনের পদ্ধতি দেখে। ভালো থাকবেন সুমন ভাই, নারিন্দা খ্রীষ্টান কবরস্তান নিয়ে আপনার পর্বগুলো দুর্দান্ত ছিলো।❤️❤️❤️

    • @blackdragonbd5226
      @blackdragonbd5226 Před 2 lety +4

      ছাগলের সুখ যাদুঘরে। ধরলাম এগুলো ভূয়া কিন্তু এ দেশের পুরান আমলের এন্টিক স্পেশালিষ্টরা এতটা দক্ষ না তারা ভালভাবে যাচাই করেনি

    • @reayadahamed6940
      @reayadahamed6940 Před 2 lety +2

      @@blackdragonbd5226 ভাই তুমি চেক কর আসল না নকল।

    • @blackdragonbd5226
      @blackdragonbd5226 Před 2 lety

      @@reayadahamed6940 তুমি টাকা দাও তাহলে চেক করি

    • @commodusmeridius4718
      @commodusmeridius4718 Před 2 lety

      Sumon Miya lok ta khub vala

    • @ambiamunsi8925
      @ambiamunsi8925 Před 2 lety

      ঠিক ই বলেছেন,একদম আমার মনের টা বলেছেন

  • @mabrarrubaiyatislam5653
    @mabrarrubaiyatislam5653 Před 2 lety +16

    আমার ধারনা ছিলো, দুই একটা জিনিস হয়তো আসল হবে। কিছু জিনিস যে ওই আমলের না তা বোঝাই যাচ্ছে। তবে দুই একটা স্টাম্প সিরাজের আমলের না হলেও একটু পুরাতন হবে। যাই হোক, হয়তো উনি নিজে ভাবছেন এগুলা অনেক পুরাতন কিছু কিন্তু ঘটনা তেমন না। তার আগের প্রজন্ম হয়তো এইগুলা সিরাজের অভিনয় করে যাত্রাপালায় দেখাতো। হয়তো উনি ছোটবেলায় পেয়েছেন এগুলা। পরে ক্লিয়ারলি না বুঝেই দাবি করছেন।

  • @mdasadujjamanllm8192
    @mdasadujjamanllm8192 Před 5 měsíci

    অবশ্যই উন্নত প্রযুক্তি নিয়ে যাচাই-বাছাই করা প্রয়োজন।

  • @shahabuddinahmmed1246
    @shahabuddinahmmed1246 Před 3 měsíci +1

    sumon vhai a gulo amader dadar amoler jatra palar jinis potro

  • @mominulislam4926
    @mominulislam4926 Před 2 lety +12

    অধীর অপেক্ষায় ছিলাম শেষটা জানার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই সত্য তুলে ধরার জন্য।

  • @arifislam1467
    @arifislam1467 Před 2 lety +172

    আসলে তার সংগ্রহীত পোষাক, জুতা, তরবারি সব কিছুই অত্যন্ত সস্তা লেগেছে আমার কাছে। একজন নবাবের ব্যবহৃত জিনিস পত্র এতো সস্তা হবে তা কখনোই মাথায় আসে না।

    • @mdarifchowdhury209
      @mdarifchowdhury209 Před 2 lety +1

      @Gamer 👻 সঠিক কথা

    • @km99999
      @km99999 Před 2 lety +10

      Yes , the clothing worn by would been made fine slik and muslin of that time not some rag clothing as shown ! Fake.

    • @taptichaudhuri1051
      @taptichaudhuri1051 Před 2 lety +20

      আমি অবাক হয়ে গেলাম জুতো থেকে জামা সব ওনার মাপে!

    • @tanvirhossain6789
      @tanvirhossain6789 Před 2 lety +16

      Asole ogula aj theke 40/50 year aga jatra palar dress

    • @commodusmeridius4718
      @commodusmeridius4718 Před 2 lety +2

      Uni akjon aabeg tarito Rajakar

  • @rumonbaul
    @rumonbaul Před 2 lety

    খুব ভালো লাগলো এই টপিকের সাথে সম্পর্কিত সবকটি ভিডিও দেখেছি।
    তবে খুব জানতে ইচ্ছে করে আসলেই, এই সব কাগজে কি লেখা ছিলো।।
    ফার্সি লেখা গুলা ট্রান্সলেট করার মত কোন ব্যক্তি বা প্রযুক্তি থাকলে হয়তো আরো সুবিধা হতো।।

  • @theworldoflina4414
    @theworldoflina4414 Před 2 lety

    উনিতো মীরজাফরের থেকেও বড়ো বিশ্বাস ঘাতকতা করলেন আমাদের পুরো বাংলাদেশের মানুষের সাথে। অনেক আশা করেছিলাম।

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 Před 2 lety +82

    আগেই মন্তব্য করেছিলাম এসব সত্য নয় কারণ ইতিহাসে পরাজিত কোন নবাব, রাজা, সম্রাট, বীর যোদ্ধা, কিংবা কোন ধর্ম যাজকের এতো সব কিছু পর্যায়ক্রমে সংরক্ষিত থাকা বাস্তব সম্মত নয়...

    • @wriimonmir
      @wriimonmir Před 2 lety +4

      আমিও তাই মনেকরি ! কিন্তু সাইন্টিফিক টেস্ট ছাড়া কনক্লুসন কিভাবে আসে !

    • @abuzaformohammedaman9205
      @abuzaformohammedaman9205 Před 2 lety

      @@wriimonmir right vai

    • @joelandreu8347
      @joelandreu8347 Před 2 lety

      @@wriimonmir 9ruu9999rrrrrrrrrr

    • @commodusmeridius4718
      @commodusmeridius4718 Před 2 lety

      BHAI Tui amar buk a ay

    • @usa5443
      @usa5443 Před 2 lety +1

      @@wriimonmir আপনি কি ভিডিওটা পুরো দেখেছেন ওখানে কি বলা হয়েছে, সেখানে স্পষ্ট ধরা পড়েছে চুম্বক গুলা তোরবাড়িতে লাগানো সেটা মাত্র 40 বছর আগের পুরোনো তাহলে কিভাবে হয় এটা সিরাজউদ্দৌলার , ভাই মাথা ঘাটাল আবেগ দিয়ে কোন কিছু বিবেচনা করবেন না

  • @alwadudenterprize
    @alwadudenterprize Před 23 dny

    ❤❤❤❤ অসাধারণ 🎉🎉🎉🎉

  • @SetuTv
    @SetuTv Před 2 měsíci

    ভালো লাগলো

  • @MdIsmail-jg4hg
    @MdIsmail-jg4hg Před 2 lety +93

    ভাই বাংলাদেশের বর্তমান যারা সরকারী কর্মকর্তা আছে, তাদের প্রতি আমরা সাধারন জনগন ভরসা বা বিশ্বাস রাখতে পারিনা।

    • @যমদূত
      @যমদূত Před 2 lety +9

      তাহলে আপনি নিজে গিয়ে পরীক্ষা করে দেখেন!!! কিন্তু আপনার কি সেই যোগ্যতা আছে???

    • @muneerkhan3354
      @muneerkhan3354 Před 2 lety +5

      খালেদা জিয়ার তিন টা জন্ম তারিখ এই বিষয়ে অনেক গবেষণা করে তারপর প্রমাণ করতে হবে উনি তিন বার জনমিয়াছেন ।

    • @neverbored8589
      @neverbored8589 Před 2 lety

      @@muneerkhan3354 মুজিবের পূর্বপুরুষেরা ইরাক থেকে মুনির নামের একজনের ঘরের মেয়েদের পিছন মারতে এসেছিল, এর প্রমাণ আছে? 🤔

    • @mdkabirahmed8740
      @mdkabirahmed8740 Před 2 lety +1

      এটা কোন কথা হলো, জাদুঘর থেকে যারা গিয়েছেন তারা নাকি ফারসি ভাষা মোটামুটি জানেন, বিষয়টা একটু দূর্বল হয়েছে এখানেই।
      আর দলিল দস্তাবেজ কত বছর আগে লেখা হয়েছে সেটা পরীক্ষা করলেই তো হয়। বিষয়টা ভালো করে পরীক্ষা নীরিক্ষার আবেদন রইলো।

    • @mrittunjoymultimedia
      @mrittunjoymultimedia Před rokem

      @@muneerkhan3354 hahaha...😁🤣

  • @mr.Pappusmriti03
    @mr.Pappusmriti03 Před 2 lety +17

    সুমন দাদা 🇮🇳🇮🇳🇮🇳 থেকে আমি,,,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে, গত ৪/৫ মাস ধরে অপেক্ষায় ছিলাম, যাক অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, ভালো থাকবেন, আপনার আরও নতুন কিছু ঐতিহাসিক তথ্য পাওয়ার জন্য অপেক্ষায় রইলাম 🥰🥰🥰🥰🥰

  • @farukmiah2484
    @farukmiah2484 Před 2 lety +7

    আলহামদুলিল্লাহ দেরি হলেও, জিনিসগুলি যে শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে এটাই খুশি,
    নবাব সিরাজউদ্দৌলার শেষ স্মৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিন, একজন বীরের স্মৃতি

  • @wriimonmir
    @wriimonmir Před 2 lety +2

    এগুলা সাইন্টিফিক টেস্ট করা উচিত ।

  • @Smasad6771
    @Smasad6771 Před 2 lety +4

    সুমন ভাইয়ের ভিডিওগুলো তথ্যবহুল। অসংখ্য ধন্যবাদ ভাই।💞💕💖💝🙏🙏🙏🙏

  • @twilightnaimbd5709
    @twilightnaimbd5709 Před 2 lety +242

    প্রতারণার কিছু নাই। সত্ত মিথ্যা যাচাই বা জানার ছিল। সেটা হয়ে গেছে।
    উনার বংশের লোকজন উনাকে দিছে তাই অনাকে প্রতারণার দোষ দেয়ার দরকার পরে বলে আমি মনে করিনা।

  • @indunivmukherjee3462
    @indunivmukherjee3462 Před 2 lety

    Dada india theke apnar vedio dekhi, khub valo lage❤❤❤

  • @MdJahid-ky7wt
    @MdJahid-ky7wt Před 2 lety

    right sumon vai

  • @fazlerezwan524
    @fazlerezwan524 Před 2 lety +5

    ধন্যবাদ সুমন ভাই, সুন্দর একটা সত্য তুলে ধরার জন্য

  • @setusworld
    @setusworld Před 2 lety +4

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সত্য এবং সঠিক তথ্য শেয়ার করার জন্য।

  • @srisom4096
    @srisom4096 Před 2 lety +2

    He izz not fake....He izz Real🤝

  • @Banglartapasroy
    @Banglartapasroy Před 29 dny

    খুব ভালো লাগছে ❤️

  • @riajuddin8519
    @riajuddin8519 Před 2 lety +110

    অনেকদিন ধরে এর শেষের অপেক্ষা করছি। কিন্তু শেষটা এমন হবে আশা করিনি😞😞 আমি চাই প্রযুক্তির মাধ্যমে এগুলো শনাক্ত করা হোক আসল নাকি নকল।

    • @namurofgod3293
      @namurofgod3293 Před 2 lety +15

      08:38 যে লোক দাবী করে যে তার কাছে নাকি ইমাম হূসেইন রাঃ মাথার চুল আছে তার চেয়ে বড় ভণ্ড আর কে হতে পারে? ঐ ভাবেই ভণ্ডরা নিজের মিথ্যাচার কে ঢাকার জন্য ধর্ম কে ব্যাবহার করে।

    • @zeeshanfamilyvlogs
      @zeeshanfamilyvlogs Před 2 lety

      Right

    • @syedirfanali9945
      @syedirfanali9945 Před 2 lety +2

      @@namurofgod3293 ঠিক বললেন

    • @kolorobmahfujulalam6582
      @kolorobmahfujulalam6582 Před 2 lety

      Amio cai

    • @souravbarik3057
      @souravbarik3057 Před 2 lety +2

      Dada jinis gulo dekheo bujhte paren ni je egulo oto purono hotei parena

  • @DeshiGan
    @DeshiGan Před 2 lety +79

    আমার মতে এগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আসল তথ্য বের করা যেতো, কেননা সব কিছু সব সময় খালি চোখে সব কিছু বুঝা যায় না!!

    • @যমদূত
      @যমদূত Před 2 lety +14

      এখানে যেসব জিনিস আছে সেগুলি খালি চোখেই বুঝা যায়। যার জ্ঞান আছে সে এক নজরেই বুখে, যে মূর্খ তাকে কোনো ফরেনসিক-মরেনসিক দূরে থাকুক স্বয়ং নবাব সিরাজুদ্দৌলা নিজে এসে বললেও বুঝবে না!!!! 🤣😂😆😛😝😜

    • @asrafulalam6569
      @asrafulalam6569 Před 2 lety +7

      বলদেরা না বুঝলেও বিশেষজ্ঞরা খালি চোখেও অনেক কিছু বুঝে। নবাবেরা ইংরেজি তারিখ বসানো তরবারি নিয়ে নিশ্চয়ই যুদ্ধ করবে না।

    • @jollyroger6411
      @jollyroger6411 Před 2 lety +8

      এমবিবিএস ডাক্তারের কাছে ক্যান্সার / জটিল কোনো রোগী গেলে আধুনিক ল্যাবে তার পরীক্ষা করা লাগে কিন্তু কেউ যদি জ্বর, সর্দির মত ছোট বিষয় নিয়ে এমবিবিএস ডাক্তারের কাছে যায় তবে কি তার জন্য বড় পরীক্ষার প্রয়োজন !!!

    • @mirarman
      @mirarman Před 2 lety

      Hmm

    • @mdsaif2897
      @mdsaif2897 Před 2 lety

      @@যমদূত right

  • @jiaulislamchy5293
    @jiaulislamchy5293 Před 2 lety +1

    প্রথম দিকেই আমার সন্দেহ লাগছিল 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @sumonmiah8310
    @sumonmiah8310 Před 2 lety +1

    বাঙালী পারে না পৃথিবীতে এমন কোনো কাজ বাকি নেই। সেলুট বাঙালী। সত্যি তুমি মহান,

  • @SRana
    @SRana Před 2 lety +62

    এক জন নবাবের জীবনে এতো নিম্নমানের জিনিস ব্যবহার করে, আমার বিশ্বাস হলো না, নবাবী মানে ব্যাপারিই আলাদা

    • @chandandas65
      @chandandas65 Před 2 lety +1

      110%✓✓✓✓✓

    • @m.a.haquemanik9148
      @m.a.haquemanik9148 Před 2 lety +2

      @@nilakash3994 তুই তো মিরজাফরের বংশধর

    • @RaGib890
      @RaGib890 Před 2 lety

      @@nilakash3994 মীর জাফরের রিয়েল বংশধর

    • @SRana
      @SRana Před 2 lety

      @@RaGib890 ভাই আপনার সাথে আমি এক মত

    • @nilakash3994
      @nilakash3994 Před 2 lety

      @@RaGib890 মীরজাফর আমার কাকা ত'র সমস্যা কি!💀

  • @mdshahinreza8927
    @mdshahinreza8927 Před 2 lety +101

    তলয়ারটি দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, একটি রাজকিয় তলোয়ার এতো নিম্ন মানের কেমনে হয়।

    • @SayfHussain
      @SayfHussain Před 2 lety +14

      আমি সব কিছু মানতে রাজি ছিলাম কিন্তু তরুয়ালের বিষয় মানতে রাজি ছিলাম না কারণ এত বড় ব্যক্তির তরুয়াল এত সাধারণ কোন ভাবেই মেনে নিতে রাজি ছিলাম না।

    • @mdshahinreza8927
      @mdshahinreza8927 Před 2 lety +12

      @@SayfHussain এই তলোয়ার টি পাঠা কিংবা গরু জবাই করা তলয়ার হবে মে বি, এটা কখনোই সিরাজ এর তলয়ার হবে না।

    • @user-ot3tf5xq3i
      @user-ot3tf5xq3i Před 2 lety +10

      @@mdshahinreza8927 সেই...আর নবাব নিশ্চই ওইরকম চকমকে জামাও পড়তেন না 🙄। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিলো। 50বছর আগেকার কাগজপত্র ঠিকমত সামলে রাখা যায় না, আর উনি কিনা 200 বছর আগেকার নবাব সই করা কাগজপত্র বিনা কোনো সঠিক সংরক্ষন পদ্ধতি তে রেখে দিয়েছেন!! ব্যাপারটা কেমন অবাস্তব না?

    • @adrikanath4948
      @adrikanath4948 Před 2 lety +7

      Jamakapor gulo dekhei mone hocchilo jatrapalar

    • @bktvbd
      @bktvbd Před 2 lety +2

      সিনেমার তলোয়ার আর বাস্তবের তলোয়ার এক না

  • @sonalikhatun1162
    @sonalikhatun1162 Před 2 lety +2

    আজ থেকে প্রায় চার পাঁচশো বছরের আগের পোশাক এত জ্বল জ্বল করার কথা নয়। ওটা স্বাভাবিক ভাবে অবাস্তব দাবি মনে হচ্ছে, কিন্তু
    দলীল গুলো নিয়ে ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা করলে এটা স্পষ্ট হতে পারে যে তিনি সত্য নবাবের বংশ ধর কি না।

  • @banendratripura661
    @banendratripura661 Před 2 lety +1

    Experienced people need to be researched. There is no sign of any skill experience in those who are being assigned to the research.

  • @তথ্যজানা
    @তথ্যজানা Před 2 lety +11

    আমার কাছে মনে হয় তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত যাতে আরো গবেশনা করে সময় নিয়ে ফলাফলটা দিতে।

    • @যমদূত
      @যমদূত Před 2 lety +2

      গবেষণার পয়সা আপনি দিয়েন!!!

  • @Savage-qh2cw
    @Savage-qh2cw Před 2 lety +303

    ওনার পুর্ব পুরুষ রা হয়েতো যাত্রাপালায় মানুষ কে এসব দেখাতো। এটাই আসল ঘটনা, এগুলো সত্য হলে উনি এসবে অটুট থাকতেন কিন্ত তিনি তা করেননি, ওনার ফোনে কথা বলাই বুঝা যায়। এগুলো আসলে নকলই🙂

    • @abdulwahidrimon7413
      @abdulwahidrimon7413 Před 2 lety +7

      Ekdom sothik kotha bolchen vai

    • @masudRana-lh7st
      @masudRana-lh7st Před 2 lety +7

      দলিল পেলো কই

    • @NishsongoGrohocharey
      @NishsongoGrohocharey Před 2 lety +15

      @@masudRana-lh7st দলিলে যা লেখা তা সব অর্থহীন কথাবার্তা।
      ফারসি ভাষা বিশেষজ্ঞ এমনটাই মত দিয়েছেন

    • @blackdragonbd5226
      @blackdragonbd5226 Před 2 lety +15

      মানলাম কিন্তু এই বুড়ো লোকটি একজন অজপাড়াগাঁয়ে সামান্য ইমাম এত ইতিহাস জানার কথা না আর ফারসি এসব দলিল সাধারনত সব মানুষের কাছে থাকে না

    • @blackdragonbd5226
      @blackdragonbd5226 Před 2 lety +18

      @@NishsongoGrohocharey ভাই ফারসী ভাষার দলিল সবার কাছে থাকে না আমি একজন তালুকদার বংশের ছেলে হয়ে বলছি। আর এ ফারসী ভাষা সবাই জানেনা তবে বর্তমানে প্রাতিষ্ঠানিকভাবে শিখলে আলাদা কথা । এসব সবগুলো অরিজিনাল তা বলছিনা । তবে ফারসী ভাষার দলিল নবাব, জমিদার তালুকদার বংশের লোকদের কাছে রয়েছে। উনার পূর্বপুরুষদের এসব মুদ্রা দলিল যাত্রায় দেখানোর কোন প্রয়োজন নেই মনে করি

  • @user-zd7ns9jg2j
    @user-zd7ns9jg2j Před 11 dny

    হুজুর মানুষ তাই প্রথমেই অবিশ্বাস।

  • @Rasel_Tv846
    @Rasel_Tv846 Před 2 lety

    সুমন ভাই আমার কাছে মনে হচ্ছে উনার পূর্ব পুরুষের মধ্যে কেউ একজন প্রফেশনাল যাত্রা দলের সদস্য ছিলেন তারা এ কাজগুলো করে রাখছিলেন যাত্রা কাজে ব্যবহার করার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের সত্য ঘটনা টা জানার জন্য।

  • @AnikaBashar679
    @AnikaBashar679 Před 2 lety +3

    আমার কাছে প্রথম থেকেই কেমন যেন সন্দেহ লাগছিল।যাই হোক শেষটা দেখার জন্য অপেক্ষা করছিলাম।
    ধন্যবাদ সুমন ভাই, অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য

    • @srrss9270
      @srrss9270 Před 2 lety +1

      তুমি খুব সুন্দর Anika Bashar

  • @twistofjoy
    @twistofjoy Před 2 lety +29

    যাই হোক ওনার জন্য শুভ কামনা৷ যাই হোক ওনি ও একটা গবেষণা কারার মত ব্যাক্তি।

  • @soumalyosarkar9824
    @soumalyosarkar9824 Před 2 lety +2

    আমি এক ভারতীয় ও ভারতীয় দের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা র এর টি গর্বের নাম এবং সন্মানীয় । তার নাম ব্যবহার করে জনপ্রীয় তা নেওয়া জন্য এই সব করা হয়েছে । আমি বাংলাদেশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এই ঠক ও জোচ্চোর এর শাস্তি চাই।

    • @swapnamandal5927
      @swapnamandal5927 Před rokem

      আমিও ভারতীয় ভারতীয়দের কাছে কোনো মুসলমান গর্বের কারণ হতে পারে না

  • @user-ku6yc8iq8c
    @user-ku6yc8iq8c Před 4 měsíci +2

    এটাই সত্য যে এনার অনেক আগের পূর্বপুরুষ যাত্রাপালা করতো এবং নবাব চরিত্রের অভিনয় করতে,, সেখান থেকে হয়তো বা গুছিয়ে রেখেছি জিনিসগুলো,,, আমার মনে হয়, ধন্যবাদ সকলকে

  • @jahidhasansunny5365
    @jahidhasansunny5365 Před 2 lety +9

    সরকারি কর্মকর্তারা পর্যালোচনা করতে আসছে, অথচ তারা নিজেরাই জানে তারা কি দেখলো, আর কি ই বা পর্যালোচনা করবে😂😂🙄

  • @shahidchy7754
    @shahidchy7754 Před 2 lety +4

    ধন্যবাদ সুমন ভাই সত্য উন্মোচন করার জন্য

  • @backbanach9310
    @backbanach9310 Před 2 lety

    ধন্যবাদ সুমন ভাই,বাংলার মালীকদের বংশধর রা কষ্ট করবে কেনো

  • @shameemrahman6722
    @shameemrahman6722 Před 2 lety

    সালাউদ্দিন সুমনের সব গুলো ভিডিও আমি দেখি ।।
    অনেক প্রতিভাবান একজন প্রতিবেদক উপস্থাপক সুমিষ্ট ভাষ্যকর ।।
    অনেক শুভ কামনা ।।
    সালাউদ্দিন সুমনকে বলছি ---
    * ফরিদপুর জেলার "গের্দা " নামে একটি গ্রাম আছে , ওখানে ঐতিহাসিক কিছু নিদর্শন সংরক্ষিত আছে ।।

  • @abdullahilbaki9057
    @abdullahilbaki9057 Před 2 lety +13

    অনেক ধন্যবাদ সুমন ভাই। এতোদিন অপেক্ষায় ছিলাম অবশেষে আসল সত্য বেরিয়ে এলো। আমাদের মুর্শিদাবাদ জেলার মানস দাদা ( মানস বাংলা ইউটিউব চ্যানেল ) কে অনুরোধ করছি এই বিষয় টি নিয়ে কিছু বলার বা ভিডিও করার জন্য। মুর্শিদাবাদ থেকে। ♥️♥️

  • @kayesmahmud1985
    @kayesmahmud1985 Před 2 lety +3

    অনেক দিন দরে অপেক্ষায় ছিলাম সত্যি টা জানবার জন্য,,খুব ভালো লাগলো সত্যি টা শুনে,,, তবে আরও ভালো লাগতো যদি এগুলো আসল প্রমাণ হতো।

  • @indianarmygirl7949
    @indianarmygirl7949 Před 4 měsíci

    আমার নবাব😌❤ love from Murshidabad ❤

  • @alomgirkhanjeet7245
    @alomgirkhanjeet7245 Před 2 lety

    প্রথম যেদিন এই নোয়াখালীর চাচার জামা কাপড় গুলো দেখছিলাম তখনই মনে সন্দেহ ছিল এত শত বছর পুরনো জামা কাপড় কিভাবে ভালো থাকতে পারে

  • @mohammedkamruzzaman5692
    @mohammedkamruzzaman5692 Před 2 lety +7

    ধন্যবাদ সুমন ভাই অধিকতর গুরুত্ব দিয়ে সঠিক তথ্য তুলে আনার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম কখন আসবে জুকারের দানদালী

  • @kajaldutta7160
    @kajaldutta7160 Před 2 lety +9

    আমি প্রথমেই আমাদের নবাবের মাথার তাজ দেখে বুঝতে পেরেছি যে ওটা নকল কারন যত
    কম দামি জড়ি দিয়ে বানানো 🙏🏼🙏🏼

  • @Animakundu3456
    @Animakundu3456 Před 2 lety

    ইনি যে জামা কাপড় গুলো দেখালেন সেই গুলো থেকে আমার ছোট বেলার জামা গুলো এর থেকে বেশী পুরনো লাগে।।। 😁😁

  • @somnathmaparu8078
    @somnathmaparu8078 Před 2 lety +1

    আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেয়।

  • @palashmondol2676
    @palashmondol2676 Před 2 lety +4

    শুরু হওয়া গল্পটার শেষ দেখার অপেক্ষায় ছিলাম।
    ধন্যবাদ সুমন ভাই❤️।

  • @mdIrfan-ow1ij
    @mdIrfan-ow1ij Před 2 lety +7

    ১ম কমেন্ট করলাম,,,উনাকে সাহায্য করা হোক,,ধন্যবাদ সুমন ভাই