স্বল্প মুল্যর গহনা রুলি বালা তৈরি হচ্ছে নওগাঁয়

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #rnewsbd24 #rnews_bd24
    স্বর্ণের আকাশ চুম্বি দামের কারণে বিকল্প গহনার দিকে ঝুঁকছেন নিন্ম ও মধ্যবৃত্তরা। ফলে জনপ্রিয় হয়ে উঠেছে পিতলের তৈরি রুলিবালার। স্বল্প মূল্যের এ গহনার চাহিদার কারণে প্রান্তিক পর্যায়ে নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ঈদ সামনে রেখে নওগাঁ শহরের দপ্তরি পাড়ায় প্রায় ৬শ নারী পুরুষ ব্যস্ত তৈরি রুলিবালা তৈরিতে।
    প্রথম দেখায় মনে হতে পারে যেনো কোনো সোনার খনিতে কাজ করছেন শ্রমিকরা। কেউ পিতলের পাত সাইজ করে কাটছেন, মুখ জোড়া দিচ্ছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন।
    পিতল থেকে তৈরি হচ্ছে হাতের চুড়ি বা বালা। বর্তমানে ব্যাপক কদর বেড়েছে পিতল থেকে তৈরি এ চুড়ির। স্বল্প মূল্যের এসব চুড়ির চাহিদা বাড়ে মেলা বা উৎসবে । আসছে ঈদে বাড়তি সরবরাহে চুড়ি তৈরির এসব কারিগরদের তাই দম ফেলার সময় নেই । নওগাঁ সদরের দফতরি পাড়ায় পিতলের এ রুলিবালা তৈরির চলছে এ কর্মযজ্ঞ |

Komentáře • 3

  • @TaponMozumder-ce4iv
    @TaponMozumder-ce4iv Před 17 dny

    যোগাযোগ নামবারটা কি পাওয়া যাবে

  • @moynulislam6712
    @moynulislam6712 Před rokem

    আপনাদের সাথে যোগাযোগের নাম্বার দিন