Mango tree grafting A2Z / আম গাছের কলম কিভাবে করে | Best grafting technique সহজে নিজ বাসায় কলম করুন

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Mango tree grafting technique.আম গাছের কলম কিভাবে করে৷সবাই ব্যর্থ হলেও আপনি সফল হবেন,যদি এই পদ্ধতিতে গাছে কলম করেন৷ যারা বারবার ব্যর্থ হয়েছেন তারা এই পদ্ধতি একবার চেষ্টা করে দেখুন দেখবেন কত সহজ ভাবে নতুন ভাল জাতের চারা তৈরি হয়ে যায়৷ শুধু তাই নয় এই পদ্ধতির মাধ্যমে তৈরী গাছগুলিতে খুব তাড়াতাড়ি ফল ধরতেও দেখা যায়৷
    চ্যানেলটিতে দেওয়া অন্যান্য কলম পদ্ধতি গুলি: -
    🌱ছোট গাছে ফল ধরানো এখন আরো সহজ৷
    • ছোট গাছে ফল ধরানো এখন ...
    🌱লেবু পাতা থেকে কি চারা তৈরি করা যায়?/কিভাবে পাতা থেকে চারা হয়৷
    • লেবু পাতা থেকে চারা তৈ...
    🌱How do you grow (New Technique) rose from cutting at home.
    • How do you grow (New T...
    🌱গোলাপ গাছ বাড়িতে থাকলে, ভিডিওটি অবশ্যই দেখুন৷
    • গোলাপ গাছ বাড়িতে থাকল...
    🌱পুরাতন কাপড় ব্যবহার করে গাছে কলম করুন৷
    • পুরাতন কাপড় ব্যবহার ক...
    🌱গাছে বাঁকল কলম করার সবচেয়ে সহজ পদ্ধতি | How to propagate with Grafted for fast Grafting.
    • গাছে বাঁকল কলম করার সব...
    🌱এক বছর বয়সী চারাগাছে ফল ধরাতে এইভাবে কলম করুন /NEW GRAFTING.
    • আম গাছে কলম করার সবচেয...
    🌱আম গাছে কলম করার সহজ পদ্ধতি৷
    • আম গাছে কলম করার সহজ প...
    🌱Mango grafting easy nursery process
    • Mango grafting easy nu...
    🌱ছোট্ট চারা গাছে ফল ধরাতে চাইলে নার্সারীর পদ্ধতিতেই গাছে কলম করতে হবে
    • ছোট্ট চারা গাছে ফল ধরা...
    🌱কাটিং পদ্ধতির মাধ্যমে গাছের চারা তৈরি
    • কাটিং পদ্ধতির মাধ্যমে ...
    🌱How to Can Grow Guava tree from cutting
    • How to Can Grow Guava ...
    🌱Mango grafting new technique
    • Mango grafting new tec...
    -----------------------------------------------------
    আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিবারের মতো এবারও আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই৷
    ----------- ---------- ---------- ------------
    #Natureagriculture

Komentáře • 23

  • @sound-sleep8949
    @sound-sleep8949 Před 2 lety +2

    চারা তৈরীর বেশ ভালো একটি চ্যানেল "নেচার এগ্রিকালচার", আরো ভিডিও আশা করি । ছবি ও কথা দারুন ভাবে স্পষ্ট ।

    • @NATUREAgricultureGardening
      @NATUREAgricultureGardening  Před 2 lety +1

      অনেক ধন্যবাদ আপনাকে৷ খুব খুব ভাল থাকবেন৷

  • @kawsherjannat464
    @kawsherjannat464 Před 2 lety +2

    ধন্যবাদ

  • @tanayajana9435
    @tanayajana9435 Před rokem

    নমস্কার দাদা আপনার চ্যানেলটা আমি দেখলাম পদ্ধতি টা খুব সুন্দর আমিও মাজে সাজে গ্রাফটিং করি

  • @habibullah8905
    @habibullah8905 Před rokem

    সুন্দর সাবলীল ভাষায় প্রকাশ করার জন্য ধন্যবাদ। তবে কলম বাঁধার প্লাষ্টিক এর পরিবর্তে স্কচ টেপ ব্যবহার করলে কেমন হয়।

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 Před 2 lety

    Dhonnobad dada. Khubee valo kore bujieasen. Kolom successful hower por je soto pata ber hoy tokhon ta kivabe jotno korbo? Jate kalo hoea kolom ti nosto na hoy. Janaben please. From Bangladesh.

  • @samsungj-ne6wj
    @samsungj-ne6wj Před 2 lety +3

    পেয়ারা গাছের জোড় কলমের ভিডিও দেন

  • @syamakole4254
    @syamakole4254 Před měsícem

    দাদা,
    Grafting knife কিভাবে কোথা থেকে পাব জানিয়ে উপকার করবেন ?

  • @sanjibdas5444
    @sanjibdas5444 Před 2 lety +1

    কলম করার জন্য আপনি যে ছুরি ব্যবহার করেছেন সেটা কোথায় কিনতে পাওয়া যাবে।

  • @ifadulgazi1044
    @ifadulgazi1044 Před 2 lety +1

    দাদা স্কিনে দেখানো লাল রঙের আমটির নাম কি।

  • @OmorHosen-jx3ty
    @OmorHosen-jx3ty Před 10 měsíci

    দাদা পলিথিন দিয়ে বাধলে হবে 😍😍😍🥰🥰🙀🙀

  • @kosterjibon3470
    @kosterjibon3470 Před 2 lety +1

    জমিনে জন্মানো নতুন চারা গাছে কলম করা যাবে কি?
    নাকি পলি ব্যাগ এর চারায় কলম করতে হবে

  • @mdsahabuddink
    @mdsahabuddink Před rokem

    ভাই ুসময় বলতে কোন সময়।ধন্যবাদ

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 Před rokem

    Novamber Mase Kalam Kara Jabe

  • @amit4534
    @amit4534 Před 2 lety

    Grafting toh thik hobe kintu first a e Apnar lekha(title) Bhul

  • @rshadow1097
    @rshadow1097 Před 2 lety

    আমি কলম করি but success pi না

  • @hafizurrahman4311
    @hafizurrahman4311 Před rokem +1

    কোন মাস বা সময় গ্রাফটিং এর জন্যে আদর্শ তা আপনি না বলে, বলেছেন "এই সময়টাই ভালো"! পরবর্তী সময়ে যারা আপনার ভিডিওটা দেখবেন, যেমন আমি আজ ২৯ জুলাই ২০২৩ এ দেখলাম, কি ভাবে বুঝবো "এই সময়টা" বলতে আপনি কোন সময় বুঝিয়েছেন?

    • @mohsinreza7541
      @mohsinreza7541 Před 11 měsíci

      ঐ বোকাচোদা বুঝতে পারিনি তার ভিডিওটি অনেকদিন পরেও মানুষ দেখবে। তাই মাসের নাম বলেনি।

  • @mdnurulhaquetohin3209
    @mdnurulhaquetohin3209 Před 2 lety

    কোন মাসে করলে ভালো হবে

  • @prodipmurmu9132
    @prodipmurmu9132 Před 2 lety

    কি রকম করে কাটব ১ বছর পর বললেন না