Best feeding and management of hatchlings. ডিম পোনা বা রেণু পোনা পালন পদ্ধতি। শিং মাছের চারা তৈরী।

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2022
  • Sahana Fish Hatchery, Jamalpur, Purba Barddhaman, West Bengal.
    For Seeds kindly contract no +919732272071

Komentáře • 159

  • @Ag-kc7xs
    @Ag-kc7xs Před 2 lety +8

    নমস্কার স্যার।
    আমি বনগাঁ থেকে বলছি।
    দারুন একটা শিক্ষামূলক ভিডিও পেলাম।
    প্রাথমিক শিক্ষা টাই বড় শিক্ষা।
    আমি মনে করি আপনার সিস্টেম মেনে কাজ করলে নতুন বন্ধুদের ৮০% সফলতা আসবে। কারণ আপনার মতো করে কেউ বোঝাইনা এমনকি কোনো ট্রেনার ও না।
    আপনি এভাবেই আমাদের পাশে থাকলে
    আমরা অনেক এগিয়ে যেতে পারব আশা রাখি। ভালো থাকবেন নমস্কার।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +1

      আপনি আমার ভালবাসা নেবেন। শুভকামনা রইলো।

  • @gopalsarkar7744
    @gopalsarkar7744 Před 2 lety

    খুব ভালো লাগলো পরের ভিডিও জন্য অপেক্ষা থাকলাম

  • @jhumabarman2410
    @jhumabarman2410 Před 2 lety

    খুবই কাজে লাগছে আপনার ভিডিওগুলি।।

  • @payelkhatun384
    @payelkhatun384 Před 9 měsíci

    Sir apnar video dekhe first time sofol dim pelam ...❤❤

  • @iamkiron5058
    @iamkiron5058 Před 5 měsíci

    আমি বীরভূম থেকে লিখছি সুন্দর আলোচনা করেছেন, ধন্যবাদ স্যার আপনাকে

  • @samajitchakrabarty9270

    KHUB KHUB VALO LAGCCA.KHUB UPOKRITO HOCCHHI.

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।

  • @rameshmunda4562
    @rameshmunda4562 Před 2 lety

    ভিডিও ভালো লেগেছে। খুব খুব ভালো থাকবেন। নমস্কার নেবেন।

  • @rajibhalder1497
    @rajibhalder1497 Před 2 lety +1

    ভেবেছিলাম হ্যাচারি করতে পারব না।
    কিন্তু এই ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +1

      এই বছর আপনাকে অন্তত একবার করে দেখাতেই হবে।আপনি পারবেন।

    • @rajibhalder1497
      @rajibhalder1497 Před 2 lety

      @@goodfarming4395 আপনি এই ভাবে সাপোর্ট করলে, অবশ্য ই পারব স্যার। আমার কাজ চলছে ট্যাঙ্কের।

    • @firojmolla6491
      @firojmolla6491 Před rokem

      ​@@rajibhalder1497 ভাই আপনি কি হ্যাচারি শুরু করেছেন।দঢয়াকরে বলবেন

  • @anganmaiti
    @anganmaiti Před 6 měsíci +1

    Sir barite ki bhave Sobuj jol toiri korbo tar upor ekta details e ekta video banan....🙏🙏

  • @Goodfoodnow24
    @Goodfoodnow24 Před rokem

    আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি দাদা

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem +1

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @mukul13244
    @mukul13244 Před 2 lety +1

    It was a wonderful lesson ... I am sure that , many of us are highly benefited as, most of the fish breeders even are not aware of such magnificent experiences .. Thank you so much Tapas Ji ..
    Mukul Talukdar , Guwahati , Assam .

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +1

      Sir, kindly accept my pranams. I'm sharing my observations. Definitely it will help to draw a road map for the beginners. Thank you. keep in touch.,🙏

    • @mukul13244
      @mukul13244 Před 2 lety

      @@goodfarming4395 Tapas Ji .. I am waiting for the second part of the previous episode very eagerly .. please try to transmit it at the earliest ... Regards,
      Mukul Talukdar , Guwahati , Assam .

  • @bijoypagag5079
    @bijoypagag5079 Před 2 lety

    Thanks sir for advice , I always remember you,

  • @amitmajhi4090
    @amitmajhi4090 Před 2 lety

    ধন্যবাদ আপনাকে

  • @user-qv8eb7jy5x
    @user-qv8eb7jy5x Před 7 měsíci

    Beautiful.

  • @mrsamar123
    @mrsamar123 Před 2 lety +1

    Nice sir

  • @mdamiruddin3191
    @mdamiruddin3191 Před 2 lety

    অশেষ ধন্যবাদ মহাশয় আপনাকে।এই নতুন ভিডিও টা দেবা্র জোন্য।

  • @dilipkumarbakshi7807
    @dilipkumarbakshi7807 Před 2 lety

    Very nice dada

  • @sabirmallick576
    @sabirmallick576 Před rokem

    অসাধারণ

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।

  • @sumitdas7758
    @sumitdas7758 Před 2 lety +1

    আমি দীর্ঘ সময় হাইব্রিড মাগুরের হ্যাচারিতে কাজ করেছি। আপনার ভিডিও গুলো দেখে চেস্টা করছি নিজের হ্যাচারি করার । আপনি একটু পাশে থাকবেন। ভালো থাকবেন স্যার নমস্কার।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      ঠিক আছে, আপনি এগিয়ে চলুন।

    • @sumitdas7758
      @sumitdas7758 Před 2 lety

      @@goodfarming4395 thank you sir

  • @danianulalam1577
    @danianulalam1577 Před rokem

    দাদা আমার স্বশ্রদ্ধ আদাব। প্রথমেই বলে রাখি আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনার ভিডিও সমুহ দেখে থাকি এবং রোজ রোজ সমৃদ্ধ হই। আমি আপনার একজন গুনগ্রাহীও বটে!
    দাদা, আমার বড় জায়গা না থাকায় আমি সহসা ট্যাঙ্কে মাছ চাষ শুরু করতে যাচ্ছি এবং তা এ মাসেই!
    মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে প্রথমে দু লক্ষ লিটার ট্যাঙ্কে, এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে আট লক্ষ লিটার কালচারের প্রজেক্ট করার পরিকল্পনা গ্রহন করেছি।
    দাদা, আপনার মুল্যবান পরামর্শ আমি সব সময় প্রত্যাশা করছি। আশা করি সব সময় পাশে পাবো।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem +1

      আপনাদের ভালোবাসাই আমার বাঁচার অক্সিজেন। ট‍্যাঙ্কে মাছচাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যেন সর্বদা ঠিক থাকে সেটি বজায় রাখা। প্রথমেই অধিক ঘণত্বে মাছচাষ না করাই ভাল।

  • @user-qv1xr3qj4w
    @user-qv1xr3qj4w Před 8 měsíci

    Ok

  • @saikatpramanik9235
    @saikatpramanik9235 Před 2 lety

    আপনার কথা গুলো মনে দিয়ে শুনি,আমি একবছর ধরে এই লাইনে এসেছি।
    এইবছর আমি শিঙ্গি মাছের ব্রিডিং করেছি, কিন্তু ব্যর্থ।
    কিন্তু হাল ছাড়বো না।
    আপনার এই ভিডিও থেকে অনেকটা আশ্বাস পেলাম‌।
    ভালো থাকুন, পাশে থাকুন

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      আপনি অবশ্যই পারবেন । আপনাকে পারতেই হবে। আমার প্রথম 11টা বছর ব‍্যার্থতাতেই কেটেছিল।

  • @devbaidya4133
    @devbaidya4133 Před 2 lety +1

    এখন CZcams খুললে প্রথম দেখি আপনি video দিয়েছেন কিনা।

  • @samarbikemechanick758

    Thanks sir

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।

  • @mahamudulhassan2768
    @mahamudulhassan2768 Před 2 lety

    আপনার ভিডিও তথ্যবহুল। কাজে লাগার মতো বিষয়। কিন্তু বড্ড লম্বা হয়ে যাচ্ছে। কম সময়ে সংহত করে ভিডিও বানালে ভাল হয়।

  • @sulaimanhaiderseddique3590

    আস্সালামু আলাইকুম ভাইয়া, খাবার সম্পর্কিত পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকলাম। আমি আম্ফান ঝড়ের সময় RAS পদ্ধতিতে শিং মাছ করেছিলাম পরীক্ষামুলক ভাবে, ২০১৮ থেকে নিজের পর্যবেক্ষণ আর অনুসন্ধান থেকে পুরো সিস্টেমটা একদম নিজের মতন ডিজাইন করে নিয়েছিলাম, খুবই সাশ্রয়ী কিন্তু কার্যকর ছিলো। এরপর কিছু বিরতী দিতে হয়েছিলো। এবার আগামী ৪/৫ দিনের মধ্যেই শিং মাছের ২৫০ গ্রাম ডিম নিবো ইন-শা-আল্লহ; গত দেড় মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ভালো কোনা গাইড পাচ্ছিলাম না। খুবই প্রয়োজনের সময় আপনার ভিডিও গুলো পেলাম। যদিও আমার তৈরী আগের সিস্টেম ছিলো মাত্র ১ হাজার লিটার পানির জন্য, এবার ৪ হাজার লিটার পানিতে শুরু করছি, ফলে পুরো সিস্টেম এখন’ও প্রস্তত না, তবুও আপনার ভিডিও গুলো দেখে সাহস পেলাম, পুরো সেটআপটা তৈরী করা আমার সাদ্ধের মধ্যেই আছে আলহাম্দুলিল্লহ। এখন রেণুর খাবার সম্পর্কে আরও বিস্তারিত জানার অপেক্ষা আছি। আমি বংশপরম্পরায় শহরের মানুষ, এখানে উপযুক্ত তেমন পুকুর নাই, ফাইটোপ্লাঙ্কটন কিভাবে তৈরী করবো, সেটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। আর ওয়াটার রিজার্ভারে অক্সিজেনেশন প্রকৃয়ার যদি কোনো ছবি বা ডায়াগ্রাম থাকে তবে আর’ও একটু ভালো বুঝতে পারতাম।
    এবং আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো। 💝💝💝

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +1

      আপনি আমার প্রাণের ভালোবাসা ও শুভকামনা নেবেন। আপনার বিষয়গুলি মাথায় রাখলাম। আগামী দিনে অবশ্যই ঐ বিষয়ে ভিডিও দেব।

  • @deepakmondal9464
    @deepakmondal9464 Před 29 dny

    Sir I Love y

  • @fakaruddinsekh6788
    @fakaruddinsekh6788 Před 10 měsíci

    THANK. YOU

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 10 měsíci

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @skarfulali6155
    @skarfulali6155 Před 2 lety

    ধন্যবাদ sir 🙏🙏🙏 নমস্কার নিবেন।

  • @Chandigarh222
    @Chandigarh222 Před 5 měsíci

    স্যার চিংড়ি মাছের সম্পূর্ণ ভিডিও দিন,ডিম ফোটানো থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত, কোন কোন সময় কি কি খাওয়া দিতে হবে এটা একটু বলবেন।

  • @RajkumarMondal-p8h
    @RajkumarMondal-p8h Před 6 dny

    Sair kamon achan

  • @yes-mv9rh
    @yes-mv9rh Před 2 měsíci +1

    একুরিয়ামে টেট্রা ফিশের বাচ্চাকে পুকুরের সবুজ জল সরাসরি দেওয়া যাবে?

    • @goodfarming4395
      @goodfarming4395  Před měsícem

      হ্যাঁ, প্ল্যাংটন নেটে ছেঁকে ঐ জল দেওয়া যাবে।আপনাকে ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।

  • @jhumabarman2410
    @jhumabarman2410 Před 2 lety

    Sir,,,, শিঙ মাছের ডিমপনা ছাড়ার আগে পুকুর প্রস্তুতি সম্পর্কে জানালে খুব ভালো হয়🙏

  • @shibasamanta9032
    @shibasamanta9032 Před 2 lety

    Sir renu ponar jaigati poriskar korar upor akti video din... 🙏

  • @narayanprasadpradhan5590

    দেশি ট্যাংরা ব্রিডিং পদ্ধতি এবং ট্যাংরা মাছের ফুল একটা ভিডিও দিন স্যার 🙏🏻

  • @tanmayhaldar2871
    @tanmayhaldar2871 Před rokem

    Dada water ar T.D.S ar PH koto rakha dorkar aki vedio din please.

  • @mostofamuradskps-1699
    @mostofamuradskps-1699 Před 4 měsíci

    শিং মাছের বয়স কত হলে ব্রিডিং বা হরমোন ডোজ করানো যাবে?

  • @user-yg3ty2st3h
    @user-yg3ty2st3h Před 4 měsíci

    ভাই আমার ২টি গোল ঢেক আছে বিতরে ১২ ফুট উচতা৷ ৪ ফুট তার বিতরে কতটুকু জল আছে তা আমাকে জানাই দেবেন পিলিজ ভাইয়া আদাব

  • @maksedurislam1489
    @maksedurislam1489 Před 2 lety

    Sir apnar video gulo dekhe ami sidhanto niyece akta hatchari Korbo.
    Help korben sir

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      অবশ্যই, যে কোনো ভালো কাজে আমি সাধ‍্যমত পাশে থাকব।ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।

  • @janardansarkar3667
    @janardansarkar3667 Před 2 lety

    Dada akta mahatpurno jankari dilen

  • @rabindraarchana3207
    @rabindraarchana3207 Před 5 měsíci

    দাদা আমি মাছ তো বড় করে ফেলেছি -তিনটা পুকুর আছে কিন্তু মাছটা বিক্রির জন্য কোন বড় পার্টি পাওয়া যাচ্ছে না, কোন অর্ডার পাওয়া যাচ্ছে না এই অরদরের ভিডিও, বড় মাছ কেনার পাটিদের নম্বর, দাও,

  • @user-hv7vs5nd1r
    @user-hv7vs5nd1r Před rokem +1

    রেনু চাষের ক্ষেত্রে কোন কি মেডিসিন ব্যবহার করা হয়। জানালে উপকৃত হতাম।

  • @goutamdhali541
    @goutamdhali541 Před 2 měsíci

    Namaskarm

  • @rajibraja
    @rajibraja Před 2 lety +13

    নমস্কার স্যার...যে পাত্রে রেনুপোনা রাখব, সেখানেই খেতে দেব তো? সেক্ষেত্রে জায়গাটা পরিস্কার কিভাবে করব? সাইফন করলে ময়লার সাথে রেণুও তো বেড়িয়ে যাবে...

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +11

      পরিস্কার করা ও জল পাল্টানো বিষয়ে একটি আলাদা ভিডিও করে দেব

    • @newkiller018
      @newkiller018 Před rokem +2

      Hmm sir akta video pls deben

    • @vhscollection2328
      @vhscollection2328 Před rokem

      ​@@goodfarming4395àtns

    • @baghthedarkhorse7229
      @baghthedarkhorse7229 Před 2 měsíci

      Ei porishkar Kora r jol paktano r akta video deben.koi r dim fotar por ki kore porishkar korbo sei nea

  • @DJsmall-hs5rm
    @DJsmall-hs5rm Před 2 měsíci

    স্যার টেনিং করাবেন আমি trening নিতে চাই

  • @sudipsarkar9301
    @sudipsarkar9301 Před 2 lety

    Sir sing macher brading korar jonno female and male ake e hormone use korte hobe naki alada alada hormon use korte hobe

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      একই হরমোন কিন্তু ডোজ আলাদা।হরমোনের ভিডিও টি দেখুন সব বুঝতে পারবেন।

  • @toptenindia6921
    @toptenindia6921 Před 2 lety

    Renur zol paltanu ba cleaning er video banana please.

  • @user-pd2po1yc2n
    @user-pd2po1yc2n Před rokem

    বাংলাদেশ থেকেবলছি

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @soumenprodhan6582
    @soumenprodhan6582 Před rokem

    Sir khbar dey ,jol ki vaby poriskar korbo,saiphun korly to renu beriey as6y

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      সাবধানে সাইফনিং করতে হবে। আউটলেটের কাছে একটি নেট দিতে হবে। যদি কোনো বাচ্ছা বেড়িয়ে যায় তা ঐ নেটে আটকে যাবে। ঐখান থেকে বাচ্ছাদের আবার ট‍্যাঙ্কে ফিরিয়ে দিতে হবে।ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @surajithalder3414
    @surajithalder3414 Před rokem

    Water

  • @tapasmandal5046
    @tapasmandal5046 Před 2 lety

    বড় জায়গায় (২' * ৪' * ২' বা আরও বড় ) কিভাবে ইনফুসুরিয়ান্স তৈরী করা যায় এবং তা দীর্ঘ দিন ধরে তৈরি হতে থাকবে এমন কিছু অভিজ্ঞতা আশা করছি। এছাড়া ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না।আমি এটুকু বলতে পারি আপনার প্রতিটা কথা আমি মর্মে মর্মে উপভোগ করছি । নিশ্চিত পরের এপিশোডের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন ‌।

  • @AliAhmad-xw8yi
    @AliAhmad-xw8yi Před 2 lety

    দাদা শুধু আপনার ভিডিও গুলো দেখে আমি ছোট আকারে একটি হ্যাচারি করার সাহস করছি, আসাকরি সহযোগিতা করবেন দাদা।বাংলাদেশ থেকে।

  • @chandanbanerjee3434
    @chandanbanerjee3434 Před rokem +1

    আমি দেখে এসেছি
    চারা মাছ এনেছি একটাও চারা মারা যায় নি

  • @binaymani2217
    @binaymani2217 Před 2 lety

    golda chingre breding paddati ta bolben please,

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      আমি কিছুটা জানি কিন্তু প‍্যাকটিক‍্যাল কাজের অভিজ্ঞতা নেই।

  • @zakirmizi470
    @zakirmizi470 Před 2 lety +1

    ধন্যবাদ দাদা খাবার দেয়া সুরু করলে কি পানি এক্সচেঞ্জ কন্টিনিউ করতে হবে বা গ্যাস হবেনা জানাবে পিলিজ

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +2

      আমি গামলায় থাকা অবস্থায় দিনে একবার বা দুই বার জল চেঞ্জ করি।কোন রানিং ওয়াটার নয়। চেম্বারে যাবার পরে 3/4 দিন পর জল চেঞ্জ হয়।

    • @zakirmizi470
      @zakirmizi470 Před 2 lety

      Think you

  • @satyabiswas3028
    @satyabiswas3028 Před 4 měsíci

    টিউবয়েলের আইরন যুকত জলে ডিম ফোটানো যাবে কি না জানতে চায় ।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 4 měsíci

      খুব বেশি আয়রন থাকলে সমস্যা হয়। সেক্ষেত্রে বৃষ্টির জলে বাচ্ছা ফুটিয়ে নিন।

  • @gazialiashraf7177
    @gazialiashraf7177 Před rokem

    আমি বেকার বর্ত মানে হলেও
    কোন সময় বেকার ছিলাম না
    এখন আমার ছেলে মেয়েরা
    কিছু করতে দেয়না,,, তাই
    বাধ্য হয়ে বেকার হতে হয়েছে।
    বসে বসে জীবন কাটানো বডো কষ্টের। তাই ওদের বলেছি আমার
    একটা ছোটো পুকুর আছে কিছু মাছের বাচ্চা ফুটাবো পকুরে
    ছাড়বো, আমার ঐ বাচ্চা বিক্রয়
    করার দরকার না।
    দরকার কাজ নিয়ে থাকা তোমরা আমাকে এ ব্যপারে উৎসাহ দিতে
    না পারো ব্যাগড়া দেবেনা।
    দাদু আপনাকে ধন্য বাদ
    আপনার ভিডিও আমাকে
    নূতন করে বাঁচবার তাগিদ
    দিয়েছে।
    বাংলা দেশ থেকে
    গাজী আলী আশরাফ
    সাতক্ষীরা, সদর।

  • @darshaninindia
    @darshaninindia Před 11 měsíci

    স্যার আমার আমার মা মাছ গুলো ১৫০গ্ৰাম করে আমি ৮০গ্ৰাম
    দুইটি পুরুষ মাছ দিয়ে ছিলাম।ডিম দিয়েছে কিন্তু ডিম গুলো সাদা। কোথায় ভুল হচ্ছে দয়াকরে জানাবে।

  • @satyabiswas3028
    @satyabiswas3028 Před 4 měsíci

    শিঙগি ও মাগুর মাছ মা ও। বাবা মাছ এক সঙ্গে রাখা যাবে কি জানতে চায় । ।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 4 měsíci

      হ্যাঁ, কোন অসুবিধা নেই। প্রকৃতিতে এরা তো একসাথেই থাকে।

  • @mahbubali5952
    @mahbubali5952 Před rokem

    Thanks

  • @gobindasardar516
    @gobindasardar516 Před 11 měsíci

    দাদা নতুন চাষ করতে চাই কি কি করবো শিং বোহাল এনে

  • @mrsamar123
    @mrsamar123 Před 2 lety

    স্যার বলছি তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে আসেন

  • @ImRanKhan.66_
    @ImRanKhan.66_ Před rokem

    Sir pls macer ranu taka 15 day bayos haoya porjonto akta macer hesab a katota kaber dabo ke ke kaber dabo katota distance a dabo details akta video din pls ami fast hatching suru korta caice 1 week pora

  • @aadvikfishfarmfarming1075

    Sir hindi me v kuch video baniya

  • @sujoy2117
    @sujoy2117 Před 11 měsíci

    ৪ ফুট বাই ৬ ফুট জলের উচ্চতা ৩ ফুট কত গুলো শিং মাছ চাষ করা যাবে?

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 9 měsíci

      প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করেছি, দেখুন। ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @osomarfaruk3577
    @osomarfaruk3577 Před rokem

    ഈറ്റ

  • @NurulIslam-nx3xu
    @NurulIslam-nx3xu Před rokem

    Vhai Ami shoffal

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।

  • @saptasinghkalai6291
    @saptasinghkalai6291 Před 2 lety

    দাদা, প্রাথমিকভাবে ই যদি পচা খৈল দিই কোন অসুবিধা হবে ? আমিতো দিয়েছি

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      অসুবিধা হবার চান্স বেশি।

  • @samarpitasarkar5173
    @samarpitasarkar5173 Před 2 lety

    Sir infusury jolta ke vaba dado sir

  • @user-pd2po1yc2n
    @user-pd2po1yc2n Před rokem

    বাংলাদেশ থেকে বলছি আমি দেখা করতে চাই পাসপোর্ট আছে আমার দাদা আপনার সাথে দেখা করতে চাই

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem +1

      আপনি প্রথমে আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিন। আমি সাধারণত সরকারি ছুটির দিনে ফার্মে থাকি। আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসবেন। শুভকামনা রইলো।

  • @barendrajena1602
    @barendrajena1602 Před 2 lety

    Apni soja kothay nagie besibokchhen

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety +2

      অনেক যন্ত্রণা থেকে ঐ কথা গুলো বলেছি। দিনে যদি200টা ফোন ধরে 195 জনকে বলতে শুনি ডিমটা নস্ট হয়ে গেল চেম্বারে থেকে তখন মনের অবস্থা কেমন হয় সেটা অনুভব করুন।কি করলে ভালো হয় সে ব‍্যাপারে পই পই করে বুঝিয়ে বলার পরেও যদি মানুষ বার বার ভুল করে- একটা স্বপ্ন ভেঙ্গে যায় খুব খারাপ লাগে। ঐ ক্ষোভ থেকেই শুরুতে ঐ কথা গুলো বলেছি। রাজহাঁস হয়ে দুধটুকু গ্রহণ করূন।🙏

  • @pankojroy9722
    @pankojroy9722 Před rokem

    Sir sobuj jal ki bujhie din

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      যে পুকুরের জল সবুজ রঙের সেই জল।

  • @sandippakhira537
    @sandippakhira537 Před 2 lety

    স্যার শিং মাছ, মাগুর মাছের চারা কে, কত দিন বয়সের পর থেকে দিনে দুবার করে খাবার দেয়া শুরু করব?

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      রেণু পোনার খাবার ভিডিও তে সব বলে দিয়েছি। না টেনে মন দিয়ে দেখুন, উত্তর পেয়ে যাবেন।

    • @sandippakhira537
      @sandippakhira537 Před 2 lety

      @@goodfarming4395 thanks dada,

  • @subhankarmaity9687
    @subhankarmaity9687 Před 2 lety

    স্যার কতদিন বয়সের মাছকে আটিমিয়া খাওয়াব।

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      প্রথম দুইদিন সবুজ জল ও ইনফোসুরিয়া খাওয়ানোর পর আটিমিয়া খাওয়াবেন।

    • @subhankarmaity9687
      @subhankarmaity9687 Před 2 lety

      স্যার আটিমিয়ার পরিবর্তে জুপ্লাংকটন দেওয়া যাবে ?

  • @RayhanKhan-ej7rn
    @RayhanKhan-ej7rn Před 2 lety

    আমি বাংলাদেশ থেকে বলছি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে কথা বলা যায়

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      রবিবার WhatsApp call এর মাধ্যমে কথা হতে পারে। ভালোবাসা নেবেন।

  • @dalutudu8760
    @dalutudu8760 Před 2 lety

    Sir ami ranu touri karte parchina

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      চেষ্টা করুন নিশ্চয় পারবেন।

  • @tanmoymondal7161
    @tanmoymondal7161 Před 2 lety

    স্যার চারদিনের থেকে দশ দিনের বাচ্চা বয়সের বাচ্চাকে কত ইঞ্চি জলে রাখবো?

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      দেড়-দুই ফুট হলেও কোন সমস্যা নেই। আমার ভিডিও টি না টেনে দেখে নিন সব সবিস্তারে বলা আছে।

    • @tanmoymondal7161
      @tanmoymondal7161 Před 2 lety

      @@goodfarming4395 sir ame 4inch rakase kono poblem nai too ektu janabe🙏

  • @surajithalder3414
    @surajithalder3414 Před rokem

    Sorry oxygen

  • @ashissardar9635
    @ashissardar9635 Před 2 lety

    ডিম কুসুম দেওয়া যাবে

  • @sasankasekharmandal3390

    Step by step ছবি গুলো দেখান না।

  • @butumishra6647
    @butumishra6647 Před rokem

    ମାଗୁର ମାଛର. ଛୁଆଦେବାଟାଇମ୍ କେବେ

    • @goodfarming4395
      @goodfarming4395  Před rokem

      Kindly accept my love and regards. I don't understand your language. Kindly write it in English language. Thanks.

  • @growtogether555
    @growtogether555 Před 2 lety

    Oxygen jal

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      অবশ্যই হবে।অভিঞ্জতা সঞ্চয় করুন ছোট জায়গায় কাজ করে।

  • @sandippakhira537
    @sandippakhira537 Před 2 lety

    স্যার একটি তিন কাটা সাইজের পুকুর যাতে তিন লক্ষ লিটার আপাতত জল আছে,তাতে প্ল্যানটন তৈরি করার পর যদি এমোনিয়া 4 হারে হঠাৎ বেড়ে যায় কোন কারণবশত!তাহলে কি ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব?

    • @goodfarming4395
      @goodfarming4395  Před 2 lety

      1/3 ভাগ জায়গায় কচুরিপানা দিয়ে দিলে ও যদি জলে রোদ পরে 7-8 দিনের মধ্যে আ্যমোনিয়া কমে যাবে।

    • @sandippakhira537
      @sandippakhira537 Před 2 lety

      @@goodfarming4395 dada very very thanks,

    • @viveksarkar5613
      @viveksarkar5613 Před rokem

      স্যার ট্রেনিং করাবেন কবে থেকে