বাউল সুকুমার | সেরা দশ | বৈরাগী মনে ভাবের দহন | Top Ten | Hit Songs | Baul Sukumar | Baul Hits Songs

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • বৈরাগী মনে ভাবের দহন
    গীতিকার: জয়নুল আবেদীন
    কণ্ঠ শিল্পী: বাউল সুকুমার
    মনকবি মিউজিক
    ১। ওরে মন বুঝলিনারে!
    ২। আমার এই তীল তরী!
    ৩। লোভ থেকে ক্রোধ!
    ৪। বাউল মন!
    ৫। পারের নৌকা!
    ৬। ভাবের ঘরে!
    ৭। বিধিরে!
    ৮। বৈরাগী দহন!
    ৯৷ কত মানুষ!
    ১০। ভবের হাট!
    মনকবি মিউজিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মনকবি মিউজিক একটি মৌলিক গানের ইউটিউব চ্যানেল। আমরা বিশ্বাস করি সংগীত চিত্তের বিনোদন। সংগীত আত্মার বিকাশ ঘটাতে সাহায্য করে। এখানে আপনি সকল ধরনের মৌলিক বাংলা গান শুনতে ও দেখতে পাবেন। আমরা দেশের গান, ব্যান্ড সংগীত, লোকসংগীত, বাউল গান, প্রেম ও ভালোবাসার গান করে থাকি।
    নতুন নতুন গান শুনতে এবং ভিডিও আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না!!
    আমাদের সাথে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: monkobi.net
    ফেসবুক: / monkobimusic
    / joynulabedinmk
    টুইটার: www.titer.com/m...
    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
    Lyrics: মন বুঝলি নারে
    কথা: জয়নুল আবেদীন
    ওরে মন বুঝলি নারে, কে যে তোমার আপন?
    কে যে তোমার পর??
    ওরে মন তুমি দেহ ছেড়ে যাবে যখন
    কেহ কাটবে বাঁশ, রেডি হবে তোমার গাড়ী।
    মাটির ঘর নয়তো আগুন তোমার বাড়ী,
    রইবে পড়ে তোমার গড়া বাড়ী গাড়ী সবই।।
    ওরে মন কেন তুমি কর অন্যায়ের গোলামী?
    আপন বলে দাবী যাদের সবাই এখন বড় ব্যস্ত!
    কখন হবে দাফন নয়ত দাহ্য--
    তাড়াতাড়ি করবে, নইলে ধরবে যে পঁচন।।
    ওরে মন বুঝলি নারে, কে যে তোমার আপন?
    কে যে তোমার পর??
    মন তুমি সদা রেখ মনে
    যেতেই হবে যখন তখন,
    কোথায় রবে আপন? কোথায় রবে পর?
    মাটির ঘর নয়তো আগুন তোমার বাড়ী,
    রইবে পড়ে তোমার গড়া বাড়ী গাড়ী সবই।।
    তীল তরী
    কথা ও সুর ৩২৮
    আামার এই তীলতরী ভাসছে
    দূর ঐ অজানা তোমার জোয়ারে।।
    বন্ধু কানে শুনি চোখে দেখি
    তোমায় তবু পাই না কাছে।।
    ভালোবাসায় পোড়া অন্তর জ্বলে
    আমার এই যৌবন আধাঁরে,
    সীমাহীন কষ্ট পেরিয়ে
    তোমায় খুঁজি অন্তর জমিনে।।
    অন্তরে অন্তর ঝরনা ধারা
    বহিছে যেন সুখের বায়ু।
    পরান জ্বালা অন্তর দহন
    কোথায় তুমি দেখি না যে?
    মনে হয় সুখের বায়ু
    দুঃখের মতন।।
    হিংসা থেকে ক্রোধ
    কথা ও সুর ৩৩৬
    প্রাণ সখীরে লোভ থেকে হয় বুঝি হিংসা,
    হিংসা থেকে হয় বুঝি ক্রোধ,
    ক্রোধ থেকে পায় যে বুদ্ধি লোপ,
    বু্দ্ধি লোপ পেলেই যে হয় সর্বনাশ।।
    প্রাণ সখীরে কারে দিবে দোষ?
    কারে করবে তোমার প্রিয় জন?
    লোভে ভোগে সকল মানুষ,
    হিংসাতে জ্বলে স্বর্গ নরক।।
    প্রাণ সখীরে লোভ থেকে হয় বুঝি হিংসা,
    হিংসা থেকে হয় বুঝি ক্রোধ।।
    মাথার উপর আষাঢ় মাস
    হিংসার বৃষ্টি ছাতাতে পড়ে না,
    মানুষের জন্য ক্রোধ,
    প্রাণ সখী হিংসা থেকে হয় না।।
    প্রাণ সখীরে লোভ থেকে হয় বুঝি হিংসা,
    হিংসা থেকে হয় বুঝি ক্রোধ,
    ক্রোধ থেকে পায় যে বুদ্ধি লোপ,
    বু্দ্ধি লোপ পেলেই যে হয় সর্বনাশ।।
    বৈরাগী তরঙ্গ
    কথা ও সুর ২৮৫
    কোন রসের সন্ধানে যাওরে মন আমার
    থাকতে তোমার সংসার জলের সমুদ্র
    মন তুমি খুজলে বৈরাগী তরঙ্গ।।
    তরলে গরলে মরলে মন আমার
    নিবসতি দহনে জীবন করলে ক্ষয়,
    সহজ রাস্তা রেখে করলে কষ্টের সাধন!
    চিরদিন ঘুরলে ফিরলে বৈরাগী দহনে
    সংসার সাগরে সাঁতার শিখলে না,
    অজানা সাধনে জীবন করলে ক্ষয়।।
    জানতে যদি মন আমার
    বৈরাগী সাধনে মুক্তি তোমার নাই!
    সংসার সাগরে সাঁতার দিতে হাই!!
    রসের রসিক চিনতে যদি মন আমার
    জীবন সখী তোমার হইত আপন
    সংসার হইত সুখের তরঙ্গময়।।
    কথা ও সুর ২৯৬
    বন্ধু রে ---
    তোমার মত আপন কেহ নাই।
    কত মানুষ---
    বন্ধু তোমার বন্দরে!!
    আমার বন্দরে বন্ধু ---
    তুমি ছাড়া কেহ নাই।।
    মেঘে মেঘে----
    সবাই গেছে ছেড়ে,
    বন্ধু তুমি ছাড়া
    কেহ নেই আমার অন্তরে।
    ভবের মায়া--
    মায়াবী মানুষ,
    বন্ধু রে --
    আমি তোমাতেই বেহুশ।।
    বন্ধু রে ---
    আমার স্বর্গ নরক নাই
    তোমার মায়া ছাড়া,
    কি বা আছেই আমার?
    সেই তো আমার বৈরাগী প্রেম
    তোমার মায়ার শক্তি আমার অন্তরে।।
    Key Words:
    top 10, sukumar baul, hits of baul song,top ten baul sukumar, baul sukumar all song,top ten baul sukuar songs, top ten monkobi music,baul sukumar bangla song, biaul sukumar new song, baul sukumar baul gan, baul sukumar er gaan, baul sukumar gaan 2022, baul sukumar gane, baul sukumar sad song, baul sukumar er gaan, বাউল সুকুমার সেরা দশ গান, ভাবের সেরা দশ গান, গীতিকার জয়নুল আবেদীন, শিল্পী বাউল সুকুমার, মনকবি মিউজিক, জীবন নদীর ঘাট, ভীষন এক আধাঁরে বন্দী আমি, আজ আমি ভিক্ষারী, বৈরাগী তরঙ্গ, প্রেমের লীলা, যে মানুষ আছে তোমার মনের অন্তরে, বিধি রে, সাধু তোমার ভাবের ঘরে, লোভের বশে, বন্দরের বন্ধু, top Ten baul gaan, best baul sukumar songs 2022, hits 10 baul sukumar songs, baul top songs, best bangla baul gaan 2022,baul sukumar all new song,
    Tags:
    #monkobimusic
    #Baul_Sukumar
    #Top_Ten_Baul_gaan_2022
    #baul_sukumar_all_song
    #top_ten_sukumar_baul_monkobi_music
    #sukumar_baul_top_ten
    #hits_of_baul_songs
    #baul_sukumar_best_10(ten)
    #top_ten_hit_songs_of_baul_sukumar
    #baul_song
    #baul_gaan_বাউল_গান
    #hits_baul_gaan
    #all_baul_gan
    #সেরা_দশ_ভাবের_বাউল_গান_২০২২

Komentáře • 84