গ্রামের আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন । ৬ রুমের টিনশেড বাড়ির ডিজাইন ও খরচ

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2022
  • গ্রামের আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন । ৬ রুমের টিনশেড বাড়ির ডিজাইন ও খরচ
    ৬ রুমের টিনশেড বাড়ির ডিজাইন ও গ্রামের আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন ও খরচ এর হিসাব, ৫৮ ফিট ৪৯ ফিট জমি তে টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব ।
    যারা বাংলাদেশে ৬.৫ শতক জমিতে চার ৬ রুমের বর্গাকার জায়গায় বাড়ির ডিজাইন ও খরচ হিসাব জানতে চান তাদের জন্য এই ভিডিওটি অতান্ত গুরুত্বপূর্ণ ।
    ৬ রুমের টিনশেড বাড়ির এই ডিজাইন এর সাহায্যে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে অতান্ত সুন্দরভাবে সাজাতে পারেন । ৬ বেডরুমের একতলা সুন্দর বাড়ির ডিজাইন টি সঠিক ব্যাবহার করে আপনারা কম খরচে বাড়ি নির্মাণ করতে পারবেন ।
    আসসালামু আলাইকুম
    ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ।
    যদি ডিজাইনটি ভাল লেগে থাকে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ।
    ডিজাইনটি নিতে চাইলে যোগাযোগ করুন "
    ০১৭১৩-৭৭৭৪৭২ ( imo , WhatsApp, Viber )
    বিঃদ্র ঃ ভিডিওতে উল্লেখিত খরচ পুরোপুরি আনুমানিক। এছাড়া ভিডিওগুলো আগে বানানো হওয়াতে খরচের অনেক তারতম্য হতে পারে। এছাড়া আমার দেয়া হিসেবে কিছু ভুল রয়েছে। এবং এখানে খরচের ক্ষেত্রে কন্সট্রাসন খরছ ধরা হয় না।আমি সবসময় চেস্টা করি আপনাদের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখানোর কিন্তু খরচের হিসাব এর ক্ষেত্রে আমি অনভিজ্ঞ। তাই আপনাদের অনুরোধ করছি খরচ এর হিসাব নিয়ে কনফিউজড হবেন না।আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্লান সংগ্রহ করে ইস্টিমেটর কে দিয়ে খরচের হিসাব করিয়ে নিতে পারেন।আমাদের এই ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উৎসাহ দিবেন জাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারি।ধন্যবাদ
    আমরা যেকোনো এলাকার সফলভাবে ডিজাইন করে থাকি।সল্প খরচে ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা আমাদের ডিজাইন এর মাধ্যমে আপনার সপ্নকে বাস্তবায়িত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্‌।
    আমাদের সার্ভিস সমূহ ঃ
    ১. বাড়ি তৈরির প্ল্যান /নকশা
    ২. বাড়ির ৩ডি ভিউ
    ৩. পৌরসভা প্ল্যান পাস
    ৪. বাড়ি তৈরির ডিটেইল ড্রয়িং
    ৬.বাড়ি তৈরির খরচ
    ৬. মাটি পরীক্ষা
    ৭. সাইট সুপারভিসন এর মাধ্যমে প্লানের সঠিক বাস্তবায়ন
    ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।
    ধন্যবাদান্তে
    Axis Architect's and Engineering

Komentáře • 123

  • @DelowarHossain-hg5dy

    ভাড়া দেওয়ার জন্য ১০ রুমের একটা বাড়ি, প্রতি রুমে এটাস্ট টয়লেট থাকবে,বড় একটা কিচেন থাকবে। এমন একটা বাড়ির ডিজাইন চাই।

  • @pearlislandhotelapartment9964

    onk sundor vai ami apanke cal;l deyci

  • @Mizan918
    @Mizan918 Před rokem +1

    অনেক ভালো লাগলো ভাই আমি চিন্তা করছি এই ডিজাইন দিয়ে করবো

  • @mdmonirujjaman4470

    অনেক সুন্দর ডিজাইন ❤❤❤❤

  • @fahad.hossain
    @fahad.hossain Před 2 lety

    অনেক সুন্দর ডিজাইন. এটার ছাদসহ একটা ভিডিও দেন.

  • @AxisArchitectsEngineering

    বিঃদ্র ঃ ভিডিওতে উল্লেখিত খরচ পুরোপুরি আনুমানিক। এছাড়া ভিডিওগুলো আগে বানানো হওয়াতে খরচের অনেক বেশি তারতম্য হতে পারে। এছাড়া আমার দেয়া হিসেবে কিছু ভুল রয়েছে। এবং এখানে খরচের ক্ষেত্রে কন্সট্রাসন খরছ ধরা হয় না।আমি সবসময় চেস্টা করি আপনাদের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখানোর কিন্তু খরচের হিসাব এর ক্ষেত্রে আমি অনভিজ্ঞ। তাই আপনাদের অনুরোধ করছি খরচ এর হিসাব নিয়ে কনফিউজড হবেন না।আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্লান সংগ্রহ করে ইস্টিমেটর কে দিয়ে খরচের হিসাব করিয়ে নিতে পারেন।আমাদের এই ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উৎসাহ দিবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারি।ধন্যবাদ

  • @nimurmolla2636
    @nimurmolla2636 Před 2 lety

    অনেক সুন্দর

  • @junaedbillah1318

    সিলিং কি দিয়ে করা

  • @msohanmahmu8463

    ভালো লেগেছে ডিজাইন

  • @sufimiah1034
    @sufimiah1034 Před 2 lety +1

    ভাই sylhet এলাকায় কেউ banaite chaile parben কি sohojugita করতে

  • @NayanDas-le5xs
    @NayanDas-le5xs Před rokem

    বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে

  • @mdrazibhossin3178
    @mdrazibhossin3178 Před rokem +1

    ২ভাই এর ৬রুমের টিনসেট এর প্লান দেখান।যার পিছনে কোনো জানালা বা বাতরুম দরজা হবে না।

  • @mdjapor8386

    Vai Onk Sundor Hoice Kintu koto taka Lagbe Seta To Bollen Na

  • @kalpanatripura9152
    @kalpanatripura9152 Před rokem

    আমার খুবই পসন্দ হয়েছে ঘরটি

  • @mokithchowdhory3122
    @mokithchowdhory3122 Před 2 lety

    এড ভসষ্টার টিনের এবং সামনে ফোর্স সহ আরো নান্দনিক ডিজাইন দিয়ে একটি টিনশেডের বাড়ির ডিজাইন চাই আমি গ্রামে বাড়ীটি করতে চাই।ধন্যবাদ।মুকিত

  • @omanjalan5195
    @omanjalan5195 Před rokem +1

    ভাই এই ঘর টি করতে ইট,বালু, রট, সিমেন্ট , কি পরিমান ,আর তৈরি খরচ , , আস্ত কি পরিমান সিমন্টে নিতে হবে ,কত টাকা যাবে , সব কিছু কম্পিলিট সব

  • @mdminhaj7640
    @mdminhaj7640 Před rokem

    মাঝের ছাদের পানি বের হওয়ার বিষয়টা একটু পরিষ্কার করে বুঝায়দিলে সুবিধা হয়তো

  • @mgraphstudio

    Ay design a 4 room a korte cai tahole ki kora jabe