ইসলাম কি মুসলিম উম্মাহর জীবন ব্যবস্থা?Islam is the life system of the Muslim Ummah?

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • Bristy Model school kadamtali,কদমতলী, প্রতি দিনের এসেম্বলির একটি অংশ দেখানো হয়েছে। প্রতিদিনের এসেম্বলির শুরুতে কুরআন তেলাওয়াত তারপর ইসলামী সঙ্গীত, পিটি ৮ রকমের, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল সম্মান প্রদর্শন করে সবাই সুশৃঙ্খল লাইনে ক্লাশ রুমে গমনের মধ্য দিয়ে দিনের প্রথম কাজটি সম্পন্ন হয়। সেই ধারাবাহিকতায় বৃষ্টি মডেল স্কুল এর নিয়মিত পরিবেশনকৃত অ্যাসেম্বলির অংশ বিশেষ দেখানো হলো।
    প্লে শ্রেণির পরিচালনায় সমাবেশে শপথ পরিবেশন ও কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে।
    আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালা আমাদের বেঁচে থাকার জন্য এবং শৃঙ্খলাবদ্ধ জীবনের জন্য প্রয়োজন আল্লাহর বিধান গুলো জানা এবং মানা তাই, কুরআন তেলাওয়াত অনেকেই করেন কিন্তু অর্থ না জানার কারণে মহান আল্লাহর বিধান গুলো জানা সম্ভব হয় না। আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থী যাতে পবিত্র কুরআন কে ভয় না করে তা মাতৃভাষায় জানতে পারে মহান আল্লাহ তায়ালার বিধি নিষেধ।
    Dear Sudhi, Every day in our school assembly one topic of Islam is discussed. So that students can learn contemplative ethics. You can know the history of Islam. You can use the main ideals of Islam in your life. If you like this school-centric channel, please subscribe.
    প্রিয় সুধী, আমাদের স্কুলের অ্যাসেম্বলিতে প্রতিদিন ইসলামের একটি করে বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাতে শিক্ষার্থীরা মননশীল নৈতিকতা শিখতে পারে। ইসলামের ইতিহাস ও জানতে পারে।নিজের জীবনে কাজে লাগাতে পারে ইসলামের মূল আদর্শ। এই স্কুল কেন্দ্রীক চেনেলটি ভালো লাগলে অবশ্যই সাবসক্রাইব করবেন।

Komentáře • 4