TUMI AREKBAR ASHIA - TAPOSH FEAT. RATHINDRANATH ROY : OMZ WIND OF CHANGE [ S:06 ]

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • TRACK - TUMI AREKBAR ASHIA
    TAPOSH FEAT. RATHINDRANATH ROY
    SINGER: RATHINDRANATH ROY
    LYRICS - GAZI MAZHARUL ANWAR
    TUNE - ALAUDDIN ALI
    RE-COMPOSITION & KEYS - KAUSHIK HOSSAIN TAPOSH
    DRUMS : GERGO BORLAI
    BASS : ANTON DAVIDYANTS
    GUITAR : MEKAAL HASAN
    GUITAR: EBGENY
    KEYS : ANNA VIBE
    VIOLIN : ANNA RAKITA
    FLUTE : AHSAN PAPU
    MIXING & MASTERING : PAVEL AREEN
    Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION
    All rights reserved by ONE MORE ZERO GROUP, BANGLADESH
    Wind of Change is an international manifesto of cultural exchange, originating from Bangladesh. It is currently the most diverse musical fusion platform in the World!
    In a world full of differences and disagreements, music is the most eloquent instrument to bring people together. “Wind of Change” brings talented musicians from across the globe collectively on one stage to create musical masterpieces. This noble concept symbolizes that the world is one through the sync of soul and achieving universal peace is not just a cliché.
    The main objective of ‘Wind of Change’ is to have a positive impact on the world by making music for goodwill and unity. The “Change” is meant not just for music itself but the people and by extension the various cultures it affects.
    The creators of ‘Wind of Change’, Taposh & Munny have been working relentlessly towards fulfilling the integral goal of the project, which is ‘Music for Peace’.
    A prized possession of TM PRODUCTION, ‘Wind of Change’ is a dedication to standing up against injustice, inequality and all form of negative energies that try to mar our beautiful world.
    Let us unite the world through music!
    #windofchange #musicforpeace

Komentáře • 909

  • @siboprasadde6145
    @siboprasadde6145 Před 3 lety +256

    আমি আশ্চর্য হয়েছি এই এত সুন্দর গানটা এত কম মানুষ শুনেছে। আমি সত‌্যিই হতবাক। কি অসাধারন গায়কী!!!!

    • @sprselimsprselim8804
      @sprselimsprselim8804 Před 3 lety +3

      সত্যিই দারুণ।

    • @nazmulhossain9709
      @nazmulhossain9709 Před 3 lety +3

      Kal joey gan.

    • @jugolvhaktogibon4244
      @jugolvhaktogibon4244 Před 3 lety +1

      অসাধারণ গানটি

    • @user-fr1sw5qo8e
      @user-fr1sw5qo8e Před 3 lety +4

      মানুষ এই গানের মর্ম বুজে না

    • @shamimkaptai6184
      @shamimkaptai6184 Před 3 lety +4

      ভাই যারা সত্য প্রেমে পড়েছে, তারা এই গান এখনো শুনে/শুনি।
      সত্য প্রেমে অনে............ক সুখ।

  • @imumojumder3941
    @imumojumder3941 Před 3 lety +226

    উনার গলা ৩০ বছর আগের মতই আছে। এরাই প্রকৃত শিল্পী। ধন্যবাদ স্যার

  • @salawatullah2587
    @salawatullah2587 Před 4 lety +221

    স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। এখনও গলায় কী দারুণ জোর! একুশে বই মেলায় একবার সামনাসামনি এই মহান শিল্পীর গান শোনার সৌভাগ্য হয়েছিলো। এমন শক্তি দিয়ে হারমোনিয়াম বাজাচ্ছিলেন মনে হচ্ছিলো ওটা বোধহয় ভেঙেই ফেলবেন।
    শিল্পীর জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। ❤❤

    • @anbExplore
      @anbExplore Před 4 lety +3

      *রথীন্দ্রনাথ রায়

    • @salawatullah2587
      @salawatullah2587 Před 4 lety +1

      @@anbExplore ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।

    • @user-zk7zg3xn5t
      @user-zk7zg3xn5t Před 4 lety +3

      উনার শরীর ঝাকুনি দিয়ে হারমনিয়াম বাজানোর দৃশ্যটি ছোটো বেলার স্মৃতি, ভেবেছিলাম আজকেও ঝাকুনি হবে কিন্তু.............. হলোনা।

    • @niloy192
      @niloy192 Před 4 lety

      ok

    • @niloy192
      @niloy192 Před 4 lety

      💌🌻🎬💓👌💘💑

  • @ratankumardas7017
    @ratankumardas7017 Před 2 lety +27

    শিলিগুড়ি India - গানটা যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি বার বার শুনি আর চোখ ভিজে যায়। গান টা গুনগুন করলে গলা ধারে আসে। বুকের ভেতর টা দুমরে মুঢরে ওঠে। তাপস ভাই আপনার এই প্রচেষ্টা কে অনেক অনেক ধন্যবাদ। you are a genius. আপনার সমস্ত কলাকুশলী দের জানাই অনেক অনেক ভালোবাসা।

  • @jalaluddinrumyemon
    @jalaluddinrumyemon Před rokem +87

    বাঘ বুড়ো হলেও বাঘের থাবা কখনো বুড়ো হয় না । এই গানটা তারই প্রমাণ ❤️❤️❤️

  • @ziaulhoquepolash6460
    @ziaulhoquepolash6460 Před rokem +33

    একটা মানুষকে কতোটুকু ভালোবাসলে মৃত্যুর পরেও তার সঙ্গী হবার চিন্তা থাকতে পারে,😔 আমার জানা নাই,,,, গানটির লেখককে অসংখ্য ধন্যবাদ এমন একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য,,,,, রবীন্দ্রনাথ রায় স্যার কেও ধন্যবাদ এতো মায়াদিয়ে গানটি গাওয়ার জন্য,,,,, বেচে থাকুন হাজার বছর আমাদের অন্তরে,❤️❤️❤️❤️❤️

  • @delowerhossainamanullaha3256

    কল্পনার বাহিরে ছিলো যে এই গানটি আবার শুনতে পারবো😍😍❤ ধন্যবাদ তাপস ভাইয়া কে 💞

  • @moslemkabirarif9929
    @moslemkabirarif9929 Před 4 lety +11

    না বাঁধিলাম ডাংগাতে ঘর না ডুবিলাম জলে,
    না পাইলাম কুল কারো মনে না ভাসলাম অকূলে
    তোমায় নাইবা পেলাম এ জনমে- সঙ্গী হবো তোমার সনে
    সকল বন্ধন ছিড়া যখন ওই পারেতে যাই...
    আহা !!! কী চমৎকার

  • @ImranHasan-vb9gj
    @ImranHasan-vb9gj Před 4 lety +157

    উপমহাদেশের বিখ্যাত গজল শিল্পী মেহেদী হাসান গেয়েছিলেন, 'রানঝিস হি সেহি, আ ফিরসে মুঝে ছোড়নে কে লিয়ে আ..'
    আর আমাদের দেশের বিখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ গেয়েছেন, 'তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।'
    ভাষা আর সুর ভিন্ন হলেও আবেদন আর আকাঙ্ক্ষা একই।

    • @ibrahimeducationcenter9540
      @ibrahimeducationcenter9540 Před 3 lety

      হুম

    • @suvobarai461
      @suvobarai461 Před 3 lety

      What about religion........?

    • @ImranHasan-vb9gj
      @ImranHasan-vb9gj Před 3 lety +8

      @@suvobarai461 Music has no religion brother. And humanity should be the only religion of ours.

    • @md.humayunkabir7000
      @md.humayunkabir7000 Před 3 lety +1

      ঠিক বলেছেন ভাই

    • @narayanganjeralo6225
      @narayanganjeralo6225 Před 2 lety

      ধন্যবাদ ভাই মন থেকে,,,সামাজদার শ্রোতা আছে বলেই গাজল বেচে আছে। শুধু এটা কেন ---বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি,,,শুয়া চান পাখি ------------ব্যয়ড়ি কোয়েলিয়া কুহ ছুনায়ে,,,,মুঝবিন হানকা জিয়া রা জ্বালায়ে,---ইয়াদ পিয়া কি আয়ে

  • @sadiasultana4331
    @sadiasultana4331 Před 3 lety +223

    খুব অসাধারণ আওয়াজ আপনার🙂 আপনাকে দেখলে আমার আব্বুর কথা মনে পড়ে যায় 😶 সেও আপনার মতো দেখতে আর গানও করতো এমনভাবেই!🙂 আল্লাহ আমার আব্বুকে বেহেশত নসিব করুন আমিন 🙂❤️

  • @user-bi8ti1nk5b
    @user-bi8ti1nk5b Před 5 měsíci +2

    সেই কোন ছোট বেলায় প্রতিদিন বিটিভিতে ওনার কণ্ঠে এই গানটা শুনে দিন শুরু হতো। এত বছর পরে আবারও ওনাকে দেখে ভালো লাগলো।

  • @pallabray5124
    @pallabray5124 Před 4 lety +82

    আমার কাকুর ক্যাসেট প্লেয়ারে গানটি যখন বাজত তখন ভাবতাম লোকটি কিভাবে ক্যাসেটের ছোট্ট জায়গায় ডুকে আছে।যাক এখন সেই গানটি নতুন অনুভুতিতে শুনলাম।প্রান ভরে গেল।

  • @asiblimon9760
    @asiblimon9760 Před 4 lety +45

    যেমন কথা, তেমন সুর, তেমন গায়কী! লিজেন্ডারি গান ❤❤

  • @shayanparvez2933
    @shayanparvez2933 Před 4 lety +47

    বহুত দরদ দিয়ে গাইছে গানটা😍

  • @jahangiralam-ux4pf
    @jahangiralam-ux4pf Před rokem +2

    অতুলনীয়। আশীর্বাদ রইল। ভাল থাকবেন। যশোর।

  • @HridoyKhanVEVO
    @HridoyKhanVEVO Před 10 měsíci +2

    ভালো বাসার
    ❤আর এক নাম...
    ভালো না থাকা😊

  • @Tahmin753
    @Tahmin753 Před 4 lety +204

    আমি তাঁর গায়কীর সাথে বহু দিন থেকে পরিচিত। তখন আমি খুব ছোট ৪ / ৫ বছর হবে বয়স। টিনের বাড়িতে ভাড়া থাকতাম খিলগাঁও এ। ঘরের বাইয়ে কলপাড়। তার পেছনে কারা যেন সকাল সন্ধ্যা রেড়িও শুনতো! আর রথীন্দ্র নাথ রায় এর কণ্ঠে এই গান শুনে কত যে কেঁদেছি! মজার ব্যাপার ছিলো, ভাষার ভুল প্রতিক্রিয়া!! সেটা হলো, "" তুমি আর এক বারআ শিয়াল! যাও মোরে কান্দাইয়া! " কিন্তু এটা বুঝতাম না যেএর মানে কি? শেয়াল কিভাবে কান্দায়...!! আর গান টা এত দুঃখের ছিলো যে কান্না ও করেছি কতো!
    এখন এ গান শুনে এর অর্থ বুঝতে পারি কত হাসি পায় যে কত ভুল ছিল আমার ভাবনায়! এখন অর্থ নিয়ে ভাবলে মন খারাপ হয়ে যায। এত ভাল কেউ কেন বাসে, এই দুঃখ অন্য জন কেন বোঝে না! কেন দূরে চলে যায়? ভালবাসলে দুঃখ কেন সঙ্গী হয়? কান্না আর জ্বালা সইতে হয়! কবি উপন্যাসের কবি লিখেছিলেন, ভালবেসে এ-ই বুঝেছি, সুখের সার সে চোখের জলে, সই জীবন এত ছোট কেনে...!!
    আমার নিরন্তর ভালবাসা আর শ্রদ্ধা আমার প্রিয় শিল্পী ও কবি কে।
    তাহমিন সুলতানা
    ২৮/০৫/২০২০.

    • @akash-jp3db
      @akash-jp3db Před 4 lety +2

      Best

    • @la.illahaa.illallah
      @la.illahaa.illallah Před 4 lety +8

      আপু ভালোবাসা নেবেন।সত্যি গানটা শুনে যতোটুকু কষ্ট পেয়েছি আপনার কমেন্ট পরে তার কিছু কম পায়নি।সত্যি ভালোবাসা খুব অদ্ভুত একটা ব্যাপার এ জেনো বেঁচে থাকার সাধ টাই কেড়ে নেই।বয়স মাত্র ২০ এর মধ্যে ভালোবাসার তিতা মিঠা সাধ পেয়ে এখন ভালোবাসা নামক শব্দটি শুনলেই ভয় লাগে।এই বুঝি হারানো মানুষটি হৃদয় ছিড়ে দিলো। এ যে কি ব্যাথা শুধু ভুক্তভোগী বুঝবে তার বেদনা।🤐😥

    • @Tahmin753
      @Tahmin753 Před 4 lety +2

      @@la.illahaa.illallah Thanks. 😇🌿🌸

    • @la.illahaa.illallah
      @la.illahaa.illallah Před 4 lety +1

      You are most wlc apu

    • @laughinghubpro2379
      @laughinghubpro2379 Před 4 lety +1

      আপু সালাম নিবেন।
      সত্যিই দারুন বলসেন

  • @JaneAlam-sx1kv
    @JaneAlam-sx1kv Před rokem +11

    সস্তা জনপ্রিয়তার চেয়ে হাজার বছর প্রিয় থাকাটা ভালো। এই গান গুলো হল কালজয়ী। যে বুঝে সে খুঁজে। সবাই এই গানের মর্ম বুঝেনা। 🥰🥰🥰

  • @user-lm1ro2ye9p
    @user-lm1ro2ye9p Před 5 měsíci +1

    এসব গান শুনলে নিজেকে দ্বরে রাখা সত্যি কঠিন।
    মনের অজান্তে প্রিয় মানুষ এর কথা মনে করে বুকের ভিতর ধুৃমরে মুচরে যা।
    একতরফা ভালোবাসা সত্যি খুভয় কষ্টের 😢পৃথিবির সব ভালোবাসা পূর্ণতা পাক ❤❤

  • @sadiasultana4331
    @sadiasultana4331 Před 3 lety +16

    এইসব গান এখন খুব মনে পড়ে। যদি আবার সেই আগের দিনগুলোর মতো হতো, আবার যদি ফিরে পেতাম ওইদিন গুলো🙂

  • @mdarifulalamsoikat8071
    @mdarifulalamsoikat8071 Před 4 lety +16

    নীলফামারীর গর্ব উনি আমাদের নীলফামারীর মানুষ ❤😘❤😘❤ধন্যবাদ তাপস ভাই কে❤🙂অসাধারণ একটি গান❤😘

  • @prokashbasfor4367
    @prokashbasfor4367 Před 4 lety +20

    হে বীরমুক্তিযোদ্ধা আপনাকে লাল সালাম।

  • @sottojitsd7612
    @sottojitsd7612 Před rokem +1

    Choto bela thekei gan ta radio te onk bar sunce..
    Ajka vedio te dekhe vlo lagca..
    Onk sundor gan..❤️💙

  • @mdshahalom92
    @mdshahalom92 Před rokem +8

    ❝পোড়া বুকে দারুণ খড়া চোখে পানি চোখে নাই❞
    অশান্ত মনে মানসিক শান্তি মিলে এমন গানের সুরে।
    ❝আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পায়❞
    -চাঁদমুখি🌺

  • @mgrabbi
    @mgrabbi Před 3 lety +7

    কালজয়ী গানগুলি ছোট বেলায় শোনতাম, রেডিওতে আব্বু শোনতেন আর এরপর স্কুল কলেজে পড়ার সময় একা একা শোনে হুদাই কেন যেন কাঁদতাম, এখনো সেই আগের ফিলিংস হলো।
    ভালো থাকুন সুস্থ্য থাকুন স্যার , আব্বা বেচে নাই বেচে থাকলে হয়তো নতুন রের্কড শোনাতে পারতেন। (আল্লাহ্ সকল বাবাদের জান্নাত নসিব করুন)

  • @anebashnath6825
    @anebashnath6825 Před 4 lety +26

    স্যার নমষ্কার,,,,,
    এই গানগুলো শুনতেই শুধু মন চায়, অসাধারণ অতুলনীয়। সিলেট।

    • @horayrahh8372
      @horayrahh8372 Před 2 lety

      নমষ্কার এর অর্থ কী?🤔

    • @mdalemran5599
      @mdalemran5599 Před 10 měsíci

      ​@@horayrahh8372amar o khub janar eccha

  • @superrandomvideos976
    @superrandomvideos976 Před 4 lety +11

    এটা কি প্রেমে ব্যর্থ মানুষের গান??
    জীবনের অপ্রাপ্তি কে এভাবে ফুটিয়ে তুললো কি বলবো।
    এই গানগুলোর দর্শক শেষ হবে না।
    কারন আসল ভালোবাসা আপনার হওয়ার নয় 😔

  • @FaizurMiltonStation
    @FaizurMiltonStation Před 4 lety +45

    এই বয়সে যেভাবে গেয়েছেন শ্রদ্ধা ভালবাসা জানানোর কোন ভাষা খুজে পাচ্ছিনা ।
    শুধু এই টুকু বলতে ইচ্ছে করছে শ্রদ্ধেয় রথিন্দ্রনাথ রায় , শ্রদ্ধেয় আব্দুল জাব্বার, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী, শ্রদ্ধেয় বশীর আহম্মেদ, শ্রদ্ধেয় মাহমুদুন্নবী, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন , এবং শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লা' র মত গুনি এবং শক্তিশালী কন্ঠ এদেশের এবং বাংলা গানে চিরস্থায়ী , হাজার বছর পরও আপনাদের কন্ঠ এবং গান বেচে থাকবে বাংলাদেশের গানে ।

    • @MohidEntertainment
      @MohidEntertainment Před rokem

      মনির খান,আসিফ আকবার,এন্ড্রু কিশোরের নাম বললেন না যে

  • @mr_r3z4
    @mr_r3z4 Před 3 lety +5

    এতো এনার্জিটিক গান।
    ধন্যবাদ গানবাংলাকে এভাবে লেজেন্ডারি গায়কদের গান শোনার সুযোগ দেওয়ার জন্যে।

  • @psiddiqi9501
    @psiddiqi9501 Před 4 lety +62

    এই কন্ঠ কবে উপরওয়ালার ডাকে সারা দিবে জানিনা
    তবে আর একটি জন্ম নিতে কতশত বছর লাগবে.......😶

  • @Alaminahmedtoron
    @Alaminahmedtoron Před rokem +1

    এত দরদ দিয়া কেমনে গাইলো,,তাও band music এর সাথে।।। অতুলনীয় ❤️❤️❤️

  • @mdsumonsheikh508
    @mdsumonsheikh508 Před rokem +5

    আমি এই পৃথিবীতে আমার জিবনের চাইতে সবার চাইতে তোমাকে সবচেয়ে বেশি ভালবেসেছিলাম, অনেক চেয়েছিলাম তোমাকে অনেক অনেক কেদেছি কাদতে কাদতে তোমার পায়ে প্রজন্ত ধরেছি তারপরও তুমি আমার হলেনা। মনে রেখো তোমায় নাইবা পেলাম এই জিবনে সংগি হব তোমার সনে সকল বন্ধন ছিড়া যখন অই পারেতে জাই....

  • @nazimnazu6235
    @nazimnazu6235 Před 4 lety +17

    আমি মনের সুখে আর একবার কানতে চাই।
    - রথিন্দ্রনাথ 👌 স্যার

  • @abutalha6462
    @abutalha6462 Před 3 lety +1

    এই গানটার আবহের জন্য সুরের দরকার পড়ে নাহ৷ শুধু দরদ দিয়ে গাইলেই হয়। আর সেটা এই শিল্পীর গলায় প্রচুর অবশিষ্ট রয়েছে ❤💙

  • @juwelmozunder1498
    @juwelmozunder1498 Před 3 lety +2

    তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কানতে চাই। সত্যি অসাধারণ।। ❤️❤️

  • @nayemahmed2859
    @nayemahmed2859 Před 3 lety +4

    💝অসাধারণ চমৎকার একটা বিরহের গান ভালোই লাগছিল হটাৎ চুক্কু দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো 👌😥😥😥😭

  • @shakwatador4622
    @shakwatador4622 Před 4 lety +5

    এর চেয়ে সুন্দর গান হতে পারেনা! যতবারই শুনছি মনে হচ্ছে প্রথম বার শুনছি।

  • @hasanmahammud3761
    @hasanmahammud3761 Před 3 lety +2

    খুব অবাক হয় যখন দেখি এত সুন্দর একটা এত কন বিউ আসলে এসব দিয়ে আমাদের রুচির বহিঃপ্রকাশ পায় আমরা কেমন প্রজন্ম

  • @mdjahidulalam9571
    @mdjahidulalam9571 Před rokem +3

    🌺🌺নীলফামারীর কৃতি সন্তান, 🌼🌼🌸🌸আমাদের নীলফামারীর গর্ব

    • @jahangiralam2539
      @jahangiralam2539 Před rokem

      আমাদের নীলফামারীর কৃতি সন্তান

  • @ehteshamulhaquetanim1373
    @ehteshamulhaquetanim1373 Před 4 lety +77

    প্রায় ১৮ বছর পরে গানটা শুনলাম।৷ তখন স্কুলেও ভর্তি হয়নি।৷ 😓

  • @javedmamun
    @javedmamun Před 3 lety +8

    'Having come once again
    you would make me cry,
    once I want to cry with joy, a scorching drought on this heart and there is no tears in this eyes.
    neither I could live nor I could die
    even I failed to catch that love bird,
    I went hither and thither and kept my eyes on stations, I was longing for meeting with you, neither I build my habitat on up nor I plunged into the water, nor I got someone to live with, nor I adrift here and there, if I not get you in this life, I'll be your accompany from the life hereafter...

  • @MdRasel-ck6iv
    @MdRasel-ck6iv Před rokem +1

    জানো প্রিয় এই গানটা যখন শুনি।
    আমাদের ৫বছরের হাজার স্মৃতি মনে পড়ে যায়। চোখ দিয়ে এক সমুদ্র পানি বের হয়।তবুও দোয়া করি ভালো থেকো প্রিয় অন্য কারো ভালোবাসা 😢

  • @parvejmahmud1406
    @parvejmahmud1406 Před 3 lety

    Pora buke darun khora choker pani chokhe nai...... Aha ki dorod bora voice....... Feeling missing someone 💔

  • @jahidurrahman607
    @jahidurrahman607 Před 4 lety +11

    কলিজায় আঘাত লাগার মত গান। অসাধারণ।

  • @bmddarshonamfbrac9040
    @bmddarshonamfbrac9040 Před 4 lety +9

    খুবই সুন্দর একটি গান।।।হৃদয় ছূয়ে যাওয়ার মতো!!!

  • @mdshaharali3295
    @mdshaharali3295 Před 2 lety +1

    Ahaa golai ki dorod ... ki chomotker vaba gayacn ... sir apnaka onk onk donnobad 🥰🥰💝💝

  • @nazmulalompalash3839
    @nazmulalompalash3839 Před 2 lety +1

    তাপস ভাই আপনাকে মন থেকে অশেষ ধন্যবাদ। যে আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের গানের সুলতানদের এক এক করে তাদের লিজেন্ডারি গান শুনিয়ে আমাদেরকে নতুন চমক দেন। তাদের মধ্যেই অনেককে আমরা হারিয়ে ফেলেছি। আপনার মাধ্যমেই তাদের পুরনো গান গুলোকে নতুন রূপে নতুন প্রজন্ম আবার শুনতে পারবে আপনার জন্য অশেষ ধন্যবাদ

  • @jasimuddinkhan9207
    @jasimuddinkhan9207 Před 4 lety +10

    গানটি শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম রথীন্দ্রনাথ স্যার আপনার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা রইল

  • @mavricknadim9542
    @mavricknadim9542 Před 4 lety +4

    গানটি চমৎকার আগে থেকেই, নতুন করে আবার আসায় আর বেশী চমৎকার লাগছে......

  • @SobeTeyAmi
    @SobeTeyAmi Před 10 měsíci +1

    মানুষ আনন্দ হওয়ার জন্য গান শুনে আমি কষ্টের জন্য গান শুনি খুব ভালো লাগে sad soong । শুনি আর কষ্ট পাই এত ভালো লাগে কি বলবো ভাই। love u sad soong.

  • @billalmollah9501
    @billalmollah9501 Před rokem +2

    কি অসাধারণ জীবন ধর্মী গান।। মানুষ এ গানের মর্ম বুজবে না

  • @seekclick2863
    @seekclick2863 Před 4 lety +4

    রথীন্দ্র নাথে পরিবেশনা শেষ কবে দেখেছিলাম ভূলে গেছি। তবে তখন কেবল বিটিভি ছিল।
    ভাউইয়া গানের জনপ্রিয় শিল্পী। ওরে গাড়িয়াল ভাই....
    তুমি আরেকবার আসিয়া ... গায়কিটা সেই ১৮-২০ বছর আগের মত। তারপর গত বছরের শেষ দিকে জ্যাকসন হাইট সাবওয়ে থেকে উনি বের হচ্ছেন আমি প্রবেশ করছিলাম। চিনতে পেরেও শিউর হতে হতে দূরত্ব বেড়ে যায়।

  • @sathiakter5232
    @sathiakter5232 Před 3 lety +8

    Really speechless.... Hearing such a emotional song one can felling taste of real love.....

    • @princenobo1626
      @princenobo1626 Před 2 lety

      আসোলেই অনেক সুন্দর কন্ঠ

  • @nadiabinteamin6167
    @nadiabinteamin6167 Před 4 lety +2

    না পারিলাম পিরিতের ঐ সোনার পাখি ধরতে.....
    অসাধারণ!

  • @raselahsan9377
    @raselahsan9377 Před rokem +1

    ভালো কাজের প্রসার কম-ই হয়; এই গানটি তার প্রমাণ। এতো অসাধারণ একটা গান, অথচ সেই তুলনায় মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা একদমই নস্যি!!

  • @kamruzzamanfaruk7400
    @kamruzzamanfaruk7400 Před 4 lety +5

    শিল্পির মধুময় কন্ঠ,,
    বাঁশির সুর,,
    ড্রামস,,, গিটারিস্ট,,,
    অসাধারণ কম্বিনেশন,,,
    বেঁচে থাকুন সকলের হৃদয়ে,,,,
    শিল্প রথীন্দ্রনাথ,,,

  • @gurudarshan8902
    @gurudarshan8902 Před rokem +9

    এই গান গুলো কখনওই পুরোনো হবে না, আহা কি কথা কি সুর🙏🙏🙏

  • @jahangiralam2539
    @jahangiralam2539 Před rokem +2

    এই গান গুলো অমর হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে।

  • @nurunnaharbaby2435
    @nurunnaharbaby2435 Před 3 lety +1

    অসাধারণ সুন্দর এক পরিবেশ ও না রথীন্দ্রনাথ রায় চিরদিন বেঁচে থাকবে ভক্তদের মাঝখানে। আমার প্রিয় গান প্রাণের গান।

  • @myisabhuiyanmimmyisa1919
    @myisabhuiyanmimmyisa1919 Před 2 lety +4

    He is the best singer in Bangladesh
    And he is our proud ❤️❤️😊 who's agree with me 🙄🙄🙄

  • @ibrahimeducationcenter9540

    এক সাথে ১৫ বার শুনাল তবুও মজা শেষ হয়নি, এক কথায় অসাধারণ,

  • @biswajitbera1945
    @biswajitbera1945 Před 6 měsíci +1

    অসাধারণ একটি গান অল টাইম হিট❤

  • @mdmezanurrahaman5462
    @mdmezanurrahaman5462 Před rokem +4

    হৃদয় ছোয়া গান, এত এত ভালোলাগা আর কখনও কোন গানে আসেনি!!

  • @shamimbokshi1884
    @shamimbokshi1884 Před 4 lety +10

    গান টার সাথে আমরা চোখের পানির মিতালি আছে😍😭

  • @jahirulvlog6815
    @jahirulvlog6815 Před 3 lety +3

    ছোটবেলা থেকেই বাবার মুখে গান টা শুনে আসছি, গানটা নাকি ওনার বাবার খুব পছন্দের গান ছিল,
    এখন আমারো পছন্দের গান❤️

    • @salahuddinaziz2198
      @salahuddinaziz2198 Před 2 lety

      এই গান নিয়ে অনেক কাহিনী আছে। এক লোক ঘাটে বসে অপেক্ষা করে প্রতিদিন। চার পাচ যুগ। আশি বছরের বৃদ্ধ। চুল দাঁড়ি সাদা , থুর থুরে। তারপরও তার অপেক্ষা শেষ হয় না। সন্দ্ব্যায় ঘরে ফিরে যায় একা একা।
      আর রথীন্দ্রনাথ হলো মরমী গানের সাধকপুরুষ। তার বাবা হরলাল রায়ে তৎকালিন বাংলা ব্যকরন বই তৎকালিন প্রতি ঘরে ঘরে থাকত।
      সত্যি , এমন দরদী লোক - অধিক পাওয়া যাবে না।

  • @shahidaakter1942
    @shahidaakter1942 Před rokem +1

    Onk din por sunlam just osadharon

  • @shobujroy611
    @shobujroy611 Před 2 lety +2

    ধন্যবাদ তাপস দাদা এ বং GB কে এবং সকল কলাকৌশলি, দের আবিরাম ভালো বাসা

  • @user-of4mk5tg4o
    @user-of4mk5tg4o Před 4 lety +6

    We are proud feeling our legend as like boss..taposh Dada, you leading our bengali music. It's so good . Your features music & tune so nice.

  • @mrdreambazz7768
    @mrdreambazz7768 Před 2 lety +5

    অসম্ভব সুন্দর একটি গান💜 ২০২২ সালে এসেও এই গানটি কে কে শুনছেন?

  • @shamsadbegum2609
    @shamsadbegum2609 Před 2 lety +2

    অসাধারণ গেয়েছেন, অসাধারণ লিখেছেন ও অসাধারণ শিল্পী যে গান মানুষের মনকে নাড়া দেয় আজীবন মনে রাখার মত,অনেক ধন্যবাদ আপনাকে।

  • @kochinaher3083
    @kochinaher3083 Před rokem +2

    আমার আব্বুর খুব একজন প্রিয় শিল্প ছিলেন উনি আর গান টা তো সব সব সময় শুনতেন। কত অসাধারণ গান গুলো এখনও 😊

  • @mdshayek4902
    @mdshayek4902 Před 3 lety +21

    বুকটা ধুকধুক করে গানটি শুনলে,,
    ভালো থাকুন আজীবন স্যার

  • @towhidrupom2580
    @towhidrupom2580 Před 4 lety +3

    bujher boyos thekei shuna ei gan,,,,,,
    emotion k kothay eto maya diye tune korte pare shilpi r gitikar vaba jay na

  • @sarminsultana1196
    @sarminsultana1196 Před 3 měsíci +1

    মন টা জুরায় গেল। 😢। ❤❤❤

  • @shadmanshadijahin7918
    @shadmanshadijahin7918 Před 2 lety +1

    মাস্টারপিস। বহুদিন ধরেই শুনি,প্লেলিস্টে রাখছি। আজ কমেন্ট করে গেলাম

  • @shuvoranjanroy3460
    @shuvoranjanroy3460 Před 4 lety +9

    Everything about the song is just mesmerizing..!!!
    The vocal, drum, guitars, & the flute of course, OMG..!! Flute is so hypnotizing... Just Love it...

  • @hasanshakil5245
    @hasanshakil5245 Před 4 lety +13

    আমার বাবার আমলের গান, আমিও শুনছি কি নিদারুণ ভাবে। সাবলীলতা 💗

    • @anupbiswas240
      @anupbiswas240 Před 2 lety

      আমাদের পরবর্তী প্রজন্ম ও এই গান শুনবে, তাতে সন্দেহ নেই৷৷৷

  • @ChuadangaDepot
    @ChuadangaDepot Před 11 měsíci +1

    UNBELIABLE . ALWAYS IT'S COME ONE TIME......

  • @anjumanara6746
    @anjumanara6746 Před 2 lety +1

    খুবই সুন্দর, ভালো থাকবেন

  • @Jahid_Hassan0007
    @Jahid_Hassan0007 Před 4 lety +104

    দেশী সংগীত ও শিল্পী কে প্রোমট করার জন্য ধন্যবাদ

  • @rezwansagor4888
    @rezwansagor4888 Před 4 lety +3

    গিটারিস্ট বেস্ট!!!!👌👌👌

  • @afridiab974
    @afridiab974 Před 3 lety +2

    এত সুন্দর আবেগ মাখানো এক কন্ঠে এত সুন্দর একটা গান সুনতে পেড়ে সত্যিই মনটা শান্ত হয়ে গেলো। 💓💓💓💓 (২August 2021)

  • @jmjakir1342
    @jmjakir1342 Před 9 měsíci +1

    Absolutely great song❤❤ And background tune fantastic ❤️❤️❤️composer brilliant nice he is a legend composer 😍😍😍 I love wind of change also songs😍😍😍

  • @tanvirmedicalus
    @tanvirmedicalus Před 3 lety +15

    One of the best song i heard..great meaning ❤️

  • @rakibpwf
    @rakibpwf Před 4 lety +18

    তুমি আরেকবার আসিয়া
    যাও মোরে কান্দাইয়া
    আমি মনের সুখে
    একবার কানতে চাই 😭😭

  • @beautkhatun5571
    @beautkhatun5571 Před 2 měsíci +1

    Gan ta joto bar Suni totoy sunte isse Kore oshadharon.

    • @JeetuBepari
      @JeetuBepari Před dnem

      আমি তো আপু গান টার মায়ায় পরে গেছি

  • @Cricketsedix
    @Cricketsedix Před měsícem +2

    Agun song🔥🔥🔥🔥💔

  • @rakeshchakraborty3256
    @rakeshchakraborty3256 Před 3 lety +9

    স্যার" আপনার ঐ গান যখন আমার কানে আাসে প্রতিবার সময় নিয়ে হলেও তা শোনার চেষ্টা করি।

  • @shafkwathossain9389
    @shafkwathossain9389 Před 4 lety +3

    কি দরদ গলায়। চোখে পানি চলে আসছে

  • @jakirjack5954
    @jakirjack5954 Před 6 měsíci

    এই বয়সেও এত দরদ দিয়ে আগের মতই গাওয়া। এটাই প্রকৃত শিল্পীর গুণ। আহ! কি অসাধারণ গায়কী❤️🥰

  • @anupbiswas240
    @anupbiswas240 Před 2 lety

    এমন একটা গানে কিছু একটা না লিখে রাখলে আমিই হয়তো একমাত্র পাপী থাকবো যে এমন একটা গানে কোনো শব্দ লিখলো না৷৷ ধন্যবাদ জানাই উপস্থাপন করা কতৃপক্ষের কাছে৷৷

  • @miranahmed2616
    @miranahmed2616 Před 4 lety +5

    I love this song,,❤❤
    আমি চোখ বন্ধ করে ১০০০ বার এই গান শুনে নিতে পারবো,,❤❤

  • @beargrylls158
    @beargrylls158 Před 4 lety +4

    গান শুনে কাঁদলাম।

  • @polashmiazy8107
    @polashmiazy8107 Před 9 měsíci +1

    কি দরদ গলায় আহ্ অসাধারণ

  • @salmashaeen2425
    @salmashaeen2425 Před 4 lety +2

    গীতিকার,
    সুরকার
    কন্ঠ
    বাদ্যযন্ত্র
    দারুণ বাঁশি
    বাজুক সবার
    প্রেম আকুতি।

  • @RuhulAmin-yh6zf
    @RuhulAmin-yh6zf Před 3 lety +5

    অসাধারণ ❤️❤️❤️
    যতোবার শুনি ততোই ভালো লাগে 😢

  • @subrotochakraborty3741
    @subrotochakraborty3741 Před 4 lety +24

    Oh what a Meaningful song with great music

  • @AllinOne-ro1uz
    @AllinOne-ro1uz Před 4 lety +1

    ওহঃ পুরনো দিনের কথা মনে পড়ে গেল।সেই এফএম রেডিওতে শুনেছিলাম।আজও সেইরকমই কণ্ঠ

  • @ruponaftabrupo7058
    @ruponaftabrupo7058 Před 4 lety

    Ai generation k ai legend er gan sunar sujuk kore deyar jnno Baan Bangla and Taposh vai k extremly tnx...

  • @promicanon7061
    @promicanon7061 Před 4 lety +3

    ওহ্হ মন জুড়িয়ে গেছে, গানটি শুনে।।