না বলতে শিখুন Book Summary. মানুষকে কিভাবে " না " বলতে হয় আপনি কী জানেন ?

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • ☆ Book Name : না বলতে শিখুন।
    Amazon non-associate link :
    amzn.eu/d/4GFteyd
    ☆ English Book Name : learn to say No if you don't want to say Yes .
    Amazon Affiliate link :
    amzn.to/3GaBJ4W
    আজ আমরা জানবো কীভাবে মানুষকে " না " বলতে হয় । বিষয়টি জানবো " না বলতে শিখুন " এই বইটি থেকে ।
    লেখক প্রথমেই বলছেন, ☆. আপনি মানুষকে " না " বলতে না পারলে আপনি আপনার সময় ও জীবনের ওপর নিজের কোনো control নেই।
    ☆. আপনাকে ভালো মানুষ হতে হবে । কিন্ত আপনার ভালো মানুসিকতার যেন কোনো মানুষ তার নিজের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থসিদ্ধীর জন্য অন্যায় ভাবে ব্যবহার না করে সেদিকে নজর রাখতে হবে ।
    ☆. বর্তমান সমাজ স্বার্থবাদী। তাই নিজের স্বার্থ আগে দেখুন , তার পর অন্য মানুষদের স্বার্থ দেখবেন ।
    ☆. আপনার মধ্যে থাকা খারাপ গুন সম্পর্কে আপনাকে জানতে হবে । আপনার এই খারাপ আভাস যেন আপনার শত্রু কখনও আপনাকে ধ্বংস করার কাজে ব্যবহার না করতে পারে ।
    ☆. মানুষ কে না বলা শুরু করতে হবে খুব ছোটো ছোটো বিষয়ের । যাতে তাদের হৃদয়ে আঘাত না আসে ।
    ☆. নিজের চরিত্র বদলাতে হলে বদলাতে হবে । আপনার কাছে সময় খুব সীমিত। সময় খুব সচেতন হয়ে নষ্ট করুন ।
    ☆. ভাষা । আপনার ভাষা হতে হবে সমুধূর। মিষ্টি ভাষায় মানুষকে মানা করুন । দেখবেন আপনার কাজ হয়ে গেছে এবং সামনে থাকা ব্যক্তির ওপর কোনো কুপ্রভাব পড়ে নি ।
    ভদ্রভাবে না বলার ৫ টি পদ্ধতি :
    1. আপনি যে কাজটি করতে পারবেন না , তা সরাসরি বলে দিন কোনো রকম ছলনা না করেই।
    2. আপনার নিজের ব্যস্ততার কথা উল্লেখ করুন । ওই সময়ে আপনি কোনো বিশেষ কাজ করবেন বা কোনো মানুষের সাথে সাক্ষাত করার কথা আপনি দিয়ে রেখেছেন বলে না করুন ।
    3. নিজের অসুবিধা সম্পর্কে বলুন । আপনার সমস্যার কথা বিস্তারিত বুঝিয়ে বলুন তারপর " না " বলুন।
    4. আপনার যে এই কাজটি করার যোগ্যতা নেই, সেটা প্রকাশ করুন । আপনি বলতে পারেন এই কাজটি আপনার দ্বারা হলে কাজের অবনতি হতে পারে এই বলে " না " বলুন ।
    5. আপনার সামনে থাকা ব্যক্তিকে ওই কাজ করার জন্য অন্য কোনো যোগ্য মানুষের নাম তাকে বলুন । এবং মিষ্টি ভাষার ব্যবহার করে তাকে বোঝানোর চেষ্টা করুন , সে আপনার থেকেও কাজটি ভালো ভাবে করতে পারবে ।
    এই ভাবে আপনি মানুষ কে সহজে ও ধীরে ধীরে " না " বলতে পারবেন । আর আপনার কাছে থাকা সময় আপনি আপনার নিজের জন্য ও নিজের পরিবারের জন্য ব্যবহার করতে সক্ষম হয়ে ওঠবেন ।
    Disclaimer
    ------------------
    FAIR USE
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    In this video I used various picture and videos . The picture and video are used to represent our own content attractively. All the picture and videos taken form www.pixabay.com and www.pixel.com which give us the right ✅️ to use free video and picture for fair uses without changing moral theme. I will suggest all of you to visit www.pixabay.com and www.pixel.com to know about the original creators who give us the right to use their content for fair uses. The credit for pictures and videos goes to their original owner.
    Also I used Canva.com to create thumbnail and small video and pictures editing. Lot of Thanks www.pixabay.com , www.pixel.com and www.canva.com to give us used free video , images etc.
    ☆ Facebook I'd: Amit Sarkar
    Link:
    -------
    profile.php?...
    ☆ Instagram I'd: Amit Sarkar
    Link :
    -------
    amitylovelyindi...
  • Jak na to + styl

Komentáře • 25

  • @BMED940
    @BMED940 Před 2 měsíci +1

    আপনার কাছে অনুরোধ রইল আপনি আরো এমন এইরকম Book summary নিয়ে আসবেন।
    অসংখ্য ধন্যবাদ❤

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 2 měsíci +1

      ধন্যবাদ আপনাকে ... অনেক ভালো থাকবেন ❤️ 😍 🙏

  • @Amatullah_Bushra
    @Amatullah_Bushra Před 6 měsíci +2

    এই বইটা বর্তমানে পড়তেছি। বইটা শুধু নিজেকে উন্নত করার জন্যই না বরং মানুষের মননশীলতা বুঝতেও অনেক সাহায্য করছে

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 6 měsíci

      খুব সুন্দর একটা বই... বাস্তবের সাথে নিজেকে কীভাবে মানিয়ে নিতে হবে তাই শেখানো হয়েছে এখানে... বিবেক বোধ কে বাঁচিয়ে রাখতে হবে .. শুধুমাত্র অন্যদের জন্য নয় , নিজের জন্যও... অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে video দেখার জন্য এবং এত সুন্দর comment করার জন্য... অনেক ভালোবাসা আপনার জন্য.

  • @bapidas825
    @bapidas825 Před 8 měsíci +1

    Khub valo laglo

  • @subhankarsarkar1356
    @subhankarsarkar1356 Před 8 měsíci +1

    Good Amit da 🎉

  • @afsarahammad9402
    @afsarahammad9402 Před 7 měsíci

    Thank you sir

  • @protapmallick2145
    @protapmallick2145 Před 4 měsíci +1

    Thanks

  • @suketanbhattacharya4529
    @suketanbhattacharya4529 Před měsícem +1

    Robert greene er "the 48 laws of power" Book tir bangla anubad er kono book hoy kina kindly ektu janaben dada

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před měsícem

      The 48 laws of power..... আমার কাছে English version এর book আছে.... হিন্দি version এর book আছে এই বইটার... কিন্ত আমি এখনও পর্যন্ত বাংলা version এর এই বইটা দেখতে পায়নি ... রাম রাম ... ভালো থাকবেন।

  • @user-nn9hj2rr9q
    @user-nn9hj2rr9q Před 8 měsíci +1

    Bhaiya, কথা গুলা slow slow বললে শুনতে অনেকটা ভালো লাগতো। 🎉

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 8 měsíci +1

      অনেক ধন্যবাদ ভাই। কথা তারাতারি বলাটা habit হয়ে গেছে আমার। এরপর থেকে কথা ধীরে ধীরে বলার বিষয়টা মনে থাকবে আমার 😊 .

    • @payelpaul3500
      @payelpaul3500 Před 6 měsíci +1

      Vih ata apnar ekta art bolte paren

    • @payelpaul3500
      @payelpaul3500 Před 6 měsíci +1

      Amrar to tara tari khata bola jih ki vabe pear day practice kri

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 6 měsíci

      Thank you so much 💓
      কথা বলা practice করতে হবে তাহলে আপনিও তারাতারি কথা বলতে পারবেন। আমি student দের পড়াতে পড়াতে আপনা আপনি তারাতারি কথা বলা শিখে ফেলেছি। ধন্যবাদ আপনাকে comment করার জন্য। অনেক ভালো থাকবেন ।

  • @srimantaguin1770
    @srimantaguin1770 Před 11 dny +1

    Dada book ta kibhabe pbo ??

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 10 dny

      Flipcart and amazon এ পেয়ে যাবে 150 টাকার মতো দাম হবে ।

  • @user-nu4zs9cn2o
    @user-nu4zs9cn2o Před 3 měsíci +1

    আমি না বলতে পারি না

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 3 měsíci +1

      এটা তোমার জীবনের জন্য খুব খারাপ.... না বলতেই হবে ... না হলে মানুষ তোমাকে তাদের প্রয়োজনে বারবার ব্যবহার হতে থাকতে হবে ... প্রয়োজন শেষে যখন তারা তোমাকে তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে ...তখন নিজের ওপর সব থেকে বেশি ঘৃণা সৃষ্টি হবে যা তোমাকে শান্ত থাকতে দেবে না ..... জীবন তখনই সহজ হয়ে ওঠবে যখন অপ্রয়োজনীয় বিষয়গুলির কাজ করা কে না বলতে শুরু করবে । ছোটো ছোট বিষয়ে না বলতে শুরু করো ... ধীরে ধীরে অভ্যাসে পরিনত হবে । জীবনে বাঁচার মতো বাঁচতে চাইলে না বলতেই হবে ... তোমার সুন্দর জীবনের জন্য প্রার্থনা থাকলো .. 🙂

  • @hridoyhasanjoy797
    @hridoyhasanjoy797 Před 2 měsíci +2

    এই দুর্বলতায় ভুগছি 😢

    • @AmitSarkar-MythologySpeaker
      @AmitSarkar-MythologySpeaker  Před 2 měsíci

      এটা কোনো দুর্বলতা নয় ... সেই মানুষদের প্রতি ভালোবাসা। কিন্ত মানুষ প্রয়োজনকে ভালোবাসে । তোমাকে বুঝতে হবে তুমি কোন মানুষের প্রিয়জন আর কোন মানুষের প্রয়োজন। যাদের প্রয়োজন তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলতে হবে । না হলে সেই মানুষগুলি তোমার জীবনের গতিপথ কে নরক বানিয়ে দেবে। একটু চেষ্টা করো ... দেখবে খুব সহজেই না বলতে পারবে মানুষকে ।