Sonargaon Panam City Narayanganj। সোনারগাঁও পানাম নগর । কবে যাবেন, কিভাবে যাবেন ।Panam Nagar Tour ।

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • panam city, panam nagar, panam city sonargaon, sonargaon panam city, panama city, panam city sonargaon bangladesh, panama city tour, panam city in bangladesh, panam nagor, panam,panam nagar the lost city, panam nogor, panam city bd, panam city vlog, panam city dhaka, panam city video, city, panam city entry fee, sonargaon panam nagar, পানাম নগর, পানাম সিটি, সোনারগাঁও, সোনারগাঁ, পানাম নগরী, পানাম, ঈশা খাঁ,
    কালের বিবর্তে হারিয়ে যাওয়া শহর | পানাম নগর | Panam City |
    Sonargaon Panam City Narayanganj। সোনারগাঁও পানাম নগর । কবে যাবেন, কিভাবে যাবেন । Panam Nagar Tour । Narayanganj Sonargaon Panam City, Sonarogan
    ১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁ'য়। বড় নগর, খাস নগর,এবং পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। মূলত পানাম ছিলো বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর।
    মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু বৃটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগীতা করায় বৃটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনবার্সণ শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তির্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তির্ণ এলাকা ধ্বংস হয়ে যায়।
    Panam City was an ancient city, the archaeological ruins of which is situated at Sonargaon, Narayanganj in Bangladesh. It is one of the earliest cities in Bangladesh that is still standing. Among the three cities of the time period: Boro nagar, Khas Nagar and Panam Nagar; Panam Nagar was the most attractive one.
    ✅কবে যাবেন:
    ---------------------------------------------
    পানাম নগর মঙ্গলবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পুর্যন্ত খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
    শীতকালে পানাম নগর সকাল নয়টা থেকে বিকেল ৫টা পুর্যন্ত খোলা থাকে,আর সোমবার দিন খোলা থাকে দুপুর ১:৩০ থেকে বিকাল ৫টা পুর্যন্ত।
    পানাম নগর প্রতি রবিবার বন্ধ থাকে।
    ✅কিভাবে যাবেনঃ-
    ------------------------------------------
    প্রথমে গুলিস্থান আসতে হবে । এখান থেকে বাসে(দোয়েল, স্বাধীন, বেরাক, বি আর টি সি এসি সার্ভিস )করে মোগরাপাড়া নামতে হবে। ভাড়া নিবে জনপ্রতি ৪৩-৬০ টাকা অবধি। মোগরাপাড়া থেকে অটোতে করে জাদুঘর চলে আসবেন ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা। রির্জাব নিলে ৫০-৬০ টাকা অবধি। জাদুঘর থেকে বের হয়ে হেটেই চলে আসতে পাবেন পানাম নগর। অথবা রিক্সা নিয়ে চলে যেতে পারবেন ভাড়া নিবে ১০-১৫ টাকা।
    ঢাকা থেকে পানাম নগর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের মোগড়াপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে স্বদেশ,বোরাক, এবং দোয়েল সহ আরো বেশ কিছু বাস মোগড়াপাড়া পুর্যন্ত যাতায়াত করে। গুলিস্তান থেকে মোগড়াপাড়া পুর্যন্ত যেতে ভাড়া নিবে ৬৫ টাকা,আর সময় লাগবে ১ ঘন্টা ত্রিশ মিনিট।
    মোগড়াপাড়া চৌরাস্তা আসার পর অনেক সিএনজি ও অটোরিকশা দেখতে পাবেন। এইগুলো দিয়ে পানাম নগর যেতে পারবেন। ভাড়া নিবে জনপ্রতি ১৫ টাকা করে, চাইলে সিএনজি এবং অটোরিকশা রিজার্ভও করতে পারবেন।
    ✅টিকিট
    ----------------------------------------
    পানাম নগর প্রবেশের টিকেটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা।
    #পানাম_নগর
    #panamnagar
    #পানাম_সিটি
    #panam_city
    #সোনারগাও
    #sonargaon
    #panamcitysonargaon
    #panamnogor
    #TouristPlaceInNarayanganj
    #DayTourNearDhaka
    #sonargaon_panam_city
    #panam_city_sonargaon
    sonargaon museum,bangladesh folk art & craft foundation,ishakha palace,panam city,sonargaon travel guide,vromon guide,day long tour,sonargaon,সোনারগাঁও,banglar taj mahal,mayadip,পানাম নগর,মায়াদ্বীপ,বাংলার তাজমহল,লোক ও কারুশিল্প ফাউন্ডেশন,একদিনে সোনারগাঁও ভ্রমণ,panam nagar,bangladesh,sonargaon narayanganj,sonargaon panam city,সোনারগাঁও জাদুঘর, info,bangladesh,untold story of panam city,panam,panam city sonargaon,panam nagar,panam city sonargaon bangladesh,সোনারগাঁ,সোনারগাঁও,পানাম নগর সোনারগাঁ,নারায়নগন্জ,পানাম নগর ভ্রমণ,পানাম সিটি,পানাম,সোনারগাঁ পানাম নগর, পানাম সিটি ভ্রমন,পানাম নগর যাওয়ার উপায়,পানাম নগর,panam city vlog,lost city panam nogor,panam city tour,panam city video, narayanganj tourist place,narayanganj tourist spot,panam nagar,নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান ,একদিনে সোনারগাঁও ভ্রমণ,ঢাকার আশেপাশে দর্শনীয় স্থান,ঢাকা থেকে একদিনে ভ্রমণ,ভ্রমণ গাইড,নারায়নগঞ্জ দর্শনীয় স্থান,ঢাকার দর্শনীয় স্থান,ঢাকার কাছে বেড়ানোর জায়গা,narayanganj,narayanganj city,most visited place in narayanganj,narayangonj,tourist place in narayanganj,top 10 visited places to narayanganj, narayanganj tour, one day tour near dhaka,sonargaon panam city, panam city sonargaon

Komentáře • 19