কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ। Debate Competition Bangla।

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2023
  • জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ উদ্যোগে গত ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় “বসরকারি খাতের সদিচ্ছার অভাবই কৃষিজ পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা । প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. এ. মান্নান, এম পি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান। প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে সরকারি দল হিসেবে ইডেন মহিলা কলেজ ও বিরোধী দল হিসেবে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে।
    / debatefordemocracy
    kirondfd
    www.debatefordemocracy.org

Komentáře • 6

  • @md.jobaid3569
    @md.jobaid3569 Před 9 měsíci +2

    পুরো ডিবেট টি দেখার পরে আমার মনে হয়েছে ফলাফল বিরোধী দলের পক্ষে হওয়াটা যৌক্তিক ছিল।

  • @gajra_ful
    @gajra_ful Před 9 měsíci +1

    এক হাতে কখনো তালি বাজানো সম্ভব নয় , একটি দেশের সরকার যতই আইন যত যা কিছুই করুন না কোনো বাজার নিয়ন্ত্রণে যদি ব্যাবসায়ীরা cooperate না করেন তবে আর কোনো ভাবেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় 😢। তাছাড়াও বৈশ্বিক বিভিন্ন কারণে তো পণ্যেও দাম বাড়বেই যার ব্যাপারে Allah ছাড়া কারো কিছু করার নেই।
    ইডেন মহিলা college এর বক্তারা সত্যিই ভালো করেছেন 😊।MaShaAllah

  • @hafezmasumvlogs
    @hafezmasumvlogs Před 9 měsíci

    সবাই সবার পাশে থাকলে- কোনো চ্যানেল ছোটো থাকবে না ইনশাআল্লাহ ✅❤❤

  • @skimashiqurrahmanbhuiyan3198

    ❤❤

  • @SanaULLAH-ly6nq
    @SanaULLAH-ly6nq Před 9 měsíci

    সরকার দায়ী