শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা | স্বামী গম্ভীরানন্দ । Episode 19 | মথুরানাথ বিশ্বাস

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষকৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলী যে এ পৃথিবীর লোক ছিলেন না, তাহা বাল্যকাল হইতেই তাঁহাদের জীবনের ধারা ও অধ্যাত্মরাজ্যে দ্রুত, অভূতপূর্ব উন্নতির কথা পর্যালোচনা করিলেই সহজে বুঝিতে পারা যায়। অন্য দশজনের মতোই সমাজের বিভিন্ন স্তরে প্রতিপালিত হইয়া, কিরূপে এক অন্তর্নিহিত প্রেরণায় তাঁহারা নানা বাধাবিপত্তি অতিক্রম করিয়া-অধিকাংশ স্থলে যৌবনের প্রারম্ভেই শ্রীরামকৃষ্ণের পাদমূলে উপনীত হন এবং তাঁহার দিব্যস্পর্শে এক নূতন রাজ্যের সন্ধান পান, তাহা পাঠ করিলে অতিমাত্রায় বিস্মিত হইতে হয়। বঙ্গভাষায় এরূপ একখানি পুস্তকের বিশেষ প্রয়োজন ছিল।
    প্রতি বুধবার এবং শনিবার রাত ৮ঃ৩০ মিনিটে শুরু হবে স্বামী গম্ভীরানন্দজীর লেখা 'শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা' - Audiobook ফরম্যাটে । 'শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা' বাঙলার ঘরে ঘরে বিরাজ করিয়া আবালবৃদ্ধবনিতার ধর্মবৃদ্ধির সহায় হউক, ইহাই ভগবৎসকাশে প্রার্থনা।
    Discover the inner circle of Sri Ramakrishna through this insightful video as we introduce you to his closest disciples. Get to know the main disciples who were instrumental in spreading his teachings and philosophy. Learn about their unique relationships with Sri Ramakrishna and the impact they had on his spiritual journey. Join us on this journey of uncovering the profound connections between Sri Ramakrishna and his devoted followers. Stay tuned to meet the disciples who played a pivotal role in the life of this revered spiritual leader. Don't miss this opportunity to delve into the lives of the closest disciples of Sri Ramakrishna and gain a deeper understanding of their significance in his spiritual legacy. Unlock the secrets of Sri Ramakrishna's inner circle with us!

Komentáře • 20