সতীনাথ মুখোপাধ্যায় - জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো | Satinath Mukhopadhyay - Jiboney jodi deep

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • দূরদর্শন সংগ্রহ থেকে। From the Doordarshan archives.

Komentáře • 1,2K

  • @pitOlh3art
    @pitOlh3art Před 3 lety +301

    আমাদের বাসায় এই এলবাম টা ছিল। গান গুলো শুধু আমার জন্য গান না। শুনলে মনে হয় সেই দিন গুলোতে ফিরে গেছি। বাবাকে আলাদা করে মনে পড়ে, মনে হয় হায় , কি দিন হারালাম!!!
    কত সাধারণ কথা, কি অসাধারণ গায়কী, কি অসাধারণ সুর!!

    • @Asadsoil1
      @Asadsoil1 Před 2 lety +27

      আমরা যারা এমন করে ফিল করি তাদের একটা সমিতি করা দরকার, একলা ঘরের কোণে বসে কাদতে হবেনা তাহলে আর

    • @prasantadas6785
      @prasantadas6785 Před 2 lety +1

      11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111¹1¹11111111111111111111111111111

    • @prasantadas6785
      @prasantadas6785 Před 2 lety +6

      Amar jibone gaan khub sunta volo laga

    • @biswajitpaul5485
      @biswajitpaul5485 Před 2 lety +7

      Chokhe jol BHORE AASE.NOMOSKAR

    • @sikhamondol4153
      @sikhamondol4153 Před 2 lety +7

      অসাধারণ দরদী একটা গান

  • @blackman1995
    @blackman1995 Před 3 lety +126

    যতদিন বেঁচে থাকব এই গান শুনে যাব।
    হৃদয় ছুঁয়ে যায় যতবার শুনি.
    হাজার বচরেও পূরানো হবে না ❣️

  • @anitanath3298
    @anitanath3298 Před 3 lety +42

    আমি রোজ দুই বার সকাল আর রাতে ঘুমানোর আগে দু' বার এই অত্যন্ত প্রিয় গানটি শুনি। 2021 কেন হাজার হাজার বছর প'রে ও এই গান পুরনো হবে না। রচয়িতা আর গায়ক কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনাদের কন্ঠে গান গুলো বড়ো প্রাণবন্ত হয়ে ওঠে। অপূর্ব কন্ঠ আর মনের মতো গানের কথা গুলো কোটি কোটি বছর বেঁচে থাকুক আমাদের পথ চলার পাথেয় হয়ে।

    • @ziaultaposh7996
      @ziaultaposh7996 Před rokem

      Shohomot Poshon Korchi.
      A Gaan Gulor Pashe Kono Gaan Rakhte Chai Na.

    • @dipakkumarpradhan4011
      @dipakkumarpradhan4011 Před 11 měsíci

      আমি এ গানটি খুব ভালো সেই ছোটো বেলা থেকেই। জীবনের কি পরিহাস দেখূন, এই গানটি আমার জীবনের বস্তব হয়ে গেল।

    • @RiktaSen-h7i
      @RiktaSen-h7i Před 15 dny

      Ami mrittu ag obdi sunte cai

  • @subratalahiri3068
    @subratalahiri3068 Před 4 lety +168

    আহা কি মর্মস্পর্শী আবেদন, কোন দিন পুরনো হতে পারে না, কোন ছোট বেলায় প্রথম শুনেছিলাম এখনো সেই অনুভূতি,চোখ জলে ভরে যাচ্ছে, আমার অনেক অনেক প্রণাম,বড় প্রিয় শিল্পী আমার 🙏🙏🙏🙏🙏

  • @narayanbiswas7283
    @narayanbiswas7283 Před 4 lety +54

    আমি কম করে হলেও হাজারবার শুনেছি, এখনও শুনি কিন্তু ভিডিও পাই নি, ভিডিও টি আপলোড করার জন্য অশেষ ধন্যবাদ। এগুলো তাঁদের অমর সৃষ্টি, প্রণাম জানাই গীতিকার, সুরকার, শিল্পী সহ সমস্ত কলাকুশলীদেরকে.... i m 63 yrs old.

  • @prabhatibhattacharjee9079
    @prabhatibhattacharjee9079 Před 3 lety +61

    আর হবে না! এমন কথা, এমন সুর এমন সুরেলা কন্ঠ...... অপূর্ব , কত শত বার শুনেছি,.... তবু ও আরও শুনতে ইচ্ছা করে

  • @bestmusic2291
    @bestmusic2291 Před 3 lety +79

    আমি এখনকার ছেলে , এই গান গুলো খুব ভালো বাসি জানি না কেন এই গান গুলো শুনলে দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে 🙏

  • @whitesky.2776
    @whitesky.2776 Před 4 lety +28

    অসাধারন একটি গান।কখনো পুরানো হবে না এ সব গান। হৃদয়ের গহীন থেকে অনেক অনেক শ্রদ্ধা সতীনাথ মুখোপাধ্যায়ের প্রতি।

  • @swapanroy5523
    @swapanroy5523 Před 4 lety +44

    এক অসামান্য সিগ্ধতা , সৌন্দর্য ও মর্রপর্শী ভাবনা মনকে আচ্ছন্ন করে রাখে এই গান। রচনা : গৌরীপ্রসন্ন,সুর : শিল্পী।১৯৫৫.

  • @sanjoyde4486
    @sanjoyde4486 Před 4 lety +30

    ওহঃ কি গান যেমন সুর তেমন কথা, মনকে নাড়া দিয়ে যায়, অদ্ভুত এক মুর্ছনায় বুক টা কেঁপে ওঠে।

  • @hafizurrahmanreal4937
    @hafizurrahmanreal4937 Před 4 lety +129

    ওহ! কী যে শান্তি লাগছে।এই গানটির ভিডিও পেয়ে যেন আকাশ হাতে পেলাম।সতীনাথ আপনি আমাদের অন্তরের গহীনে চিরদিন অমলিন।

  • @sheikhjafhorsadek4599
    @sheikhjafhorsadek4599 Před 3 lety +32

    আমি ২০২১ এর এপ্রিলে এসে শ্রদ্ধেয় সতীনাথ মুখার্জির এই মন ভোলানো অসম্ভব ভাল লাগা গানটি শুনছি। বেশ মননের সহিত গাহিয়াছেন, উনার কন্ঠের তকমা না দিয়ে আমি পারছি না। চিরকাল অমৃত রয়ে যাবে এই গানটি প্রত্যেক বাঙালী প্রাণীকূলের সন্নিকটে।

  • @subratalahiri3068
    @subratalahiri3068 Před 4 lety +53

    সামনে বসে শোনার সৌভাগ্য আমার হয়েছে,এত সহজ সরল অমলিন আবেদন সে ভাষায় বোঝাতে পারবো না, কোথায় হারিয়ে গেল সেই সব সুখ স্মৃতি, ভাবতে খুব ভালো লাগে, সেই পরিবেশ এখন নেই

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Před rokem

      খুব সুন্দর লিখেছেন

  • @zillurrahman8096
    @zillurrahman8096 Před rokem +16

    পৃথিবী আরও এক হাজার বছর টিকে থাকলে এই গানটিও থাকবে। প্রেমিকের মনের আকুতিও এমনি হবে সেদিনও যেমনি ছিল আরও শত বছর পূর্বে। কি অসাধারণ! ❤️

    • @Sahanasiddique-cb2ym
      @Sahanasiddique-cb2ym Před 6 měsíci

      Tui to bujlina ato valobashlam kano easce kore harea gale kano avabe harai gale

  • @sakhawathossain7306
    @sakhawathossain7306 Před 3 lety +50

    সতীনাথের গান শোনার পর মন্তব্যের কোন জায়গা নাই, সেই যে শুনে আসছি এখনও তো আগের মতোই তাহলে কিছু কি বলার সাহস জাগে?? শুধুই তন্ময় হতে শুনতেই থাকি ----------!!!!!!!

  • @shefardbaroi7930
    @shefardbaroi7930 Před 4 měsíci +1

    তখনকার দিনে আমাদের জন্ম না হলেও কৈশর থেকে ই এই গান গুলি খুবই ভালো লাগে। হৃদয়ে মিশে আছে । ভারতীয় গানেরএবং শিল্পীদের কোন তুলনা হয় না এবং হবেও না।

  • @bishwanathdas5484
    @bishwanathdas5484 Před 3 lety +51

    আমার মন যখন ভালো নাথাকে, তখন এই কালজয়ী গান গুলো শুনে শুনে মনকে ভালো রাখতে চেষ্টা করি। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।

    • @AlaminKhan-ds3qq
      @AlaminKhan-ds3qq Před 2 lety

      এসব গান যতবার শুনি ততবার মনটা সতেজ হয়ে যায় ।

  • @goutamdutta1017
    @goutamdutta1017 Před 4 lety +11

    এত বড় মাপের শিল্পী, বাংলা গানের জগত ধন্য হয়ে গেছে সতীনাথ মুখার্জিকে পেয়ে।

    • @biswajitpal8376
      @biswajitpal8376 Před rokem

      "Golden Voice " Ekmatra satinath Mukherjee kei manay.

  • @sahinrayhan1641
    @sahinrayhan1641 Před 2 lety +5

    এ গানের আবেদন শত বছর পরেও থাকবে।ভালো থাকুন পরপারে প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আমরা বাংলাদেশের বাংঙ্গালী, আমরা আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Před rokem +1

      কতো সুন্দর লিখেছেন

  • @md.asaduzzaman7022
    @md.asaduzzaman7022 Před 3 lety +31

    আহারে গানের পাখি,
    যতবার শুনি ততবার কাঁদি।

  • @rathinpan3367
    @rathinpan3367 Před 2 lety +3

    সেইসব সোনাঝরা দিন আর কখনও ফিরে আসবে না। এই সব প্রবাদপ্রতিম শিল্পীদের গান আমার হামেশাই কলেজ ফাংশনে ও রাস্তায় দাঁড়িয়ে শুনেছি। প্রতেকেই খুবই ছাত্র দরদী ছিলেন এবং হাজার অসুবিধা সত্ত্বেও আমাদের মনোরঞ্জন করতেন। 🙏🙏🙏🙏🙏

  • @mdmukhlesurrahmanakand2630

    ছেলেবেলায় কোথাও কোথাও ক্যাসেট প্লেয়ারে বাজানো এসব গান বয়স্কদের থেকে দূরে দাঁড়িয়ে শুনতাম। তেমন না বুঝেও গানের কথা, সুর আর গাওয়ার ধরণের কারনে সতীনাথের গান ভালো লাগতো। শিল্পিকে গাইতে দেখলাম আজ ইউটিউবের কল্যাণে। মন,প্রাণ জুড়িয়ে গেলো। কত বড় শিল্পী কিন্তু কি সাদাসিধে পোষাক, ভঙ্গিমা!

  • @anitanath3298
    @anitanath3298 Před 2 lety +6

    অপূর্ব! রোজ 10/ 12 বার করে শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় এর এই গানটি শুনি। খুব ভালো লাগে। কখনো পূরনো হয় না। এত প্রাণবন্ত!

  • @hasanshahidferdous5731
    @hasanshahidferdous5731 Před 5 lety +131

    সুর মানুষ কে ভদ্র করে আবার উগ্রও করে, এই কথা...এই সুর
    পারিবারিক বন্ধুন কে আরও মজবুত করে।

  • @arabindasaha7290
    @arabindasaha7290 Před 3 lety +41

    কালজয়ী স্বর্ণ যুগের মনে অদ্ভুত আলোড়ন সৃষ্টিকারী অসাধারণ সুন্দর অবিস্মরণীয় মনোমুগ্ধকর কীর্তি ।😍
    অভিভূত ও আপ্লুতও ।❤

  • @biswanathmukherjee4995
    @biswanathmukherjee4995 Před 3 lety +27

    I am highly obliged to CZcams for providing these valuable collections of Bengali Songs. Many , many thanks.

  • @tapanjyotibhattacharya432

    অসাধারণ গান। জীবনের চলার পথে অনেক স্মৃতি এই গানের মধ্যে পেয়ে যায়। শিল্পীর কন্ঠের যাদুতে নিজেকে বড় উদাস লাগে।

  • @sukantabose6541
    @sukantabose6541 Před 4 lety +47

    ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ
    আপনার কণ্ঠে এই গান শোনার সৌভাগ্য আমার হয়েছে ।

    • @rupakdhar5203
      @rupakdhar5203 Před 3 lety

      Apnar moto amio Souvhagya baan!
      SATINATH MUKHERJEE O UTPOLA SEN ER LIVE POGRAM DEKHAR SUJOG HOYE CHILO 1980 KOLKATA R "MAHAJATI- SADANE!
      GAAN NIYE KICHU BOLAR BHASA
      JANA NEI!
      ONAKE PRONAM JANAI!

  • @user-fx6fq5fb5q
    @user-fx6fq5fb5q Před 3 lety +12

    দীর্ঘ 50 বছর জীবনে যখনই খুব ভেঙ্গে পরেছি ঠিক তখনই এই আমার প্রিয় গানটি শ্রবণ করে নিজেকে সামলাতে পেরেছি তাই কি ভাষা প্রয়োগ করবো ভাষাহীন ও মুগ্ধ হয়ে যাই……

  • @gamingkhan3375
    @gamingkhan3375 Před 4 lety +35

    সৃষ্টিকর্তা নিজ হাতে তাকে অসাধারণ ভাবে সৃষ্টি করেছিলেন।salute u legend

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Před rokem

      খুব সুন্দর লিখেছেন 🙏

  • @litterateur2896
    @litterateur2896 Před 3 lety +152

    একদিন আমি চলে যাব। কিন্তু চির যৌবনা এই গানটি রয়ে যাবে।যারা গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসবে তাঁরা একটি লাইক দিয়ে চলে যাবে। শুধু কালের সাক্ষী হয়ে থাকবে এই সুর........

    • @sangitasengupta5937
      @sangitasengupta5937 Před 3 lety +4

      Perfectly said.

    • @gopalchandraadhikary7145
      @gopalchandraadhikary7145 Před 3 lety +5

      @@sangitasengupta5937 এমন সুন্দর শিল্পীর মধুর কণ্ঠে গান কোন ছোটবেলায় শুনেছিলাম তখন আমি ক্লাস 5 এ পরি এমন গান যতবার শুনেছি ঠিক ছোট বেলার স্মৃতি গুলো মনে করিয়ে দেয় এবং মনটা ভীষণ উদাস হয়ে যায় 🙏🌹🙏🌹🙏🌹

    • @ashiklalsinha623
      @ashiklalsinha623 Před 3 lety +3

      Ami....pratidin.ganti.suni.khub.valo.lage

    • @litterateur2896
      @litterateur2896 Před 3 lety +2

      @@gopalchandraadhikary7145 সুন্দর বলেছেন!

    • @litterateur2896
      @litterateur2896 Před 3 lety

      @@ashiklalsinha623 ভালো লাগার একটি গান।

  • @ferdousipervin9458
    @ferdousipervin9458 Před 4 lety +17

    আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটির খুবই পছন্দের গান ছিলো। তাই মাঝে মাঝে গানটা শুনি।

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 3 lety +19

    কালজয়ী এই সব গান চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে স্বর্ণ যুগের গান হয়ে।

    • @altrnatvthinker
      @altrnatvthinker Před 3 lety

      এ মেধা এখন দুই বাংলাই নেয়, এখন সব ফালতু।দেখা ও যাই না শুনা ও যায় না!

    • @nibarandebnath9159
      @nibarandebnath9159 Před 3 lety

      Chirokalin

  • @triptimajumder7670
    @triptimajumder7670 Před 4 měsíci

    আমি ছোটবেলা থেকে আপনাল গান শুনতে ভালোবাসি। আজও শুনি। আপনার কন্ঠস্বরের স্নিগ্ধতা এবং গানের আবেদন আগের মতোই অক্ষুণ্ন আছে। আপনার গান শুনলে কী এক অবুঝ আবেগে চোখ জলে ভরে যায়! কয়েকটা মাত্র শব্দবন্ধে আপনার প্রতি আমার শ্রদ্ধা জানালাম।

  • @Malekislam-vs6ik
    @Malekislam-vs6ik Před 3 lety +6

    সেই ব্যাটারী চালিত রেডিও ট্রান্জিস্টরের আমল থেকে শুনেই যাচ্ছি! কিন্তু, এখনো চির সবুজ এই গান!

  • @alivachatterjee2472
    @alivachatterjee2472 Před 4 lety +59

    মন ভালো হলে গেলো শৈশবের স্মৃতিতে। এর থেকে মনের নিবেদন আর হতেই পারো না।

    • @mizankhulna
      @mizankhulna Před 4 lety +1

      এর থেকে মনের নিবেদন আর হতেই পারো না

    • @mizankhulna
      @mizankhulna Před 4 lety +1

      জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
      সমাধি পরে মোর জ্বেলে দিও।
      এখনো কাছে আছি তাই তো বোঝনা

  • @santiranjankar883
    @santiranjankar883 Před 4 lety +46

    সতীনাথবাবুর গান হৃদয় স্পর্শী। এই গান কখনোই পুরানো দিনের গান হতে পারে না।ঝাড়গ্ৰাম।

  • @alipghatak9553
    @alipghatak9553 Před 3 lety +30

    সুর ও শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
    জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
    সমাধি পরে মোর জ্বেলে দিও।
    এখনো কাছে আছি তাই তো বোঝনা
    আমি যে তোমার কত প্রিয়।।
    হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
    বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
    আমি যে অসহায় আমার এ অপরাধ
    পার তো ক্ষমা করে নিও।।
    যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
    সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবুও আমায় পাবে না খুঁজে আর
    বিরহী হব জানি বরণীয়।

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 Před 3 lety

      গানটা শুনে আমি আপনার প্রেমে পড়ে গেলাম

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 Před 3 lety

      আমি কথা হারিয়ে ফেলেছি

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 Před 3 lety +1

      সত্যিই প্রেমের তুলনা হয়না

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 Před 3 lety +1

      এরকম ভালোবাসা যেন সবাই পায়

    • @karkaivivekanandavidyapith294
      @karkaivivekanandavidyapith294 Před 2 lety +1

      শেষের লাইনে বিরহী নয় "বিরহে' হবে।

  • @arijitmondal3894
    @arijitmondal3894 Před 3 lety +6

    কত অবলীলায় গানটা গেয়ে দিলেন,কি মুন্সিয়ানা,কি সুর কি সুন্দর কথা মনটা ভরে গেল।অমর কীর্তি, প্রনাম।

  • @jibansen3087
    @jibansen3087 Před 5 lety +12

    'এখনো কাছে আছি তাই তো বোঝ না' ও কি নিদারুন সত‍্য।সুন্দর কবি তোমার অমর সৃষ্টি।

  • @M22Fgaming
    @M22Fgaming Před rokem +2

    Ramprasad gain যতবার এই গান শুনি তথবার যেন মন ভরে না

  • @jaydeepchatterjee6471
    @jaydeepchatterjee6471 Před 2 lety +10

    OLD is GOLD ❤️❤️...Love & respect for this Divine Soul 🙏🙏💐💐✨✨✨💓💓💓

  • @banerjeeb6860
    @banerjeeb6860 Před 3 lety +44

    How to express my gratitude to this GREAT SINGER!!

  • @swapanghosh7923
    @swapanghosh7923 Před 5 lety +45

    মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে এই রকম শিল্পীদের গান শোনা যায়না ,

  • @milankantidebmilandeb6477

    গানটির মর্মবাণী অত্যন্ত মর্মস্পর্শী,বেদনাবিধুর ও হৃদয় বিদীর্ণদায়ক। গানটি শুনে অশ্রু সংবরণ করা অত্যন্ত কঠিন। সহশ্র প্রণাম সতীনাথ মুখার্জীকে।

  • @musefahmed6383
    @musefahmed6383 Před rokem +5

    কে আছেন কী এই শ্রদ্ধেয় শিল্পীর মতো একটা হৃদয় ঢেউ খেলানো কান্নাজড়িত অসহায় গান গেতে?👍👍💘💘💘🌹🌹🤲🤲🤲🤲

  • @profdrmahannan2977
    @profdrmahannan2977 Před rokem +4

    Excellent,mind blowing rendition, Satinath Ji. You are unparalleled,invincible, immortal. I don’t know how many times for how many decades I have been enjoying your such wonderful melodies. RIP, Legend.

  • @monojitdas7664
    @monojitdas7664 Před rokem +7

    An all time favourite! No wonder our sweetest songs are those that talk of the saddest thoughts!

  • @susmitanag587
    @susmitanag587 Před 5 lety +8

    কত দিন আগের গান তবুও কত নতুন,..বারবার শুনেও মন ভরে না।।মন ছুঁয়ে যায়...কোন মন্তব্যই যথেষ্ট নয়।।তোমায় প্রনাম

  • @MB-tx6di
    @MB-tx6di Před 3 lety +15

    আমার কাছে শিল্পীর দুটো LP record আছে, আমার এক মামা প্রায়ই আমাদের বাড়িতে এসে রেকর্ডগুলো শুনতে চাইতো। আমারও ভীষণ ভীষণ প্রিয় সতীনাথবাবুর গান।

  • @JahangirAlam-bt9hp
    @JahangirAlam-bt9hp Před 4 lety +14

    এই গানটি বিগত ৪০ বছর ধরে শুনছি অামি । কিনতু কি ভাষায় যে তার গুনের। কথা লিখবো অামার ভাষা যানা নেই।

  • @goutammukherjee6474
    @goutammukherjee6474 Před 5 lety +4

    সতীনিথ বাবুর এই গান কোনদিনই পুরানো হবে না।। মন ভরে যায় । বারবার শোনার মন চায় ।
    অসাধারণ ।।।

    • @dayamoypatra7828
      @dayamoypatra7828 Před 4 lety

      এসব গান শুনে আনন্দ যেমন পাই তেমনি জীবনে দিশা পাই।

  • @user-qx7ew6df2s
    @user-qx7ew6df2s Před 10 měsíci +2

    গানটা শুনলে অনেকের কথাই মনে পড়ে, প্রিয়জনদের খুব পছন্দের একটা গান ছিলো কিন্ত আজ তারা পৃথিবীতে নেই অথচ গানটা রয়েই গেছে।

  • @supriyabanerjee7064
    @supriyabanerjee7064 Před rokem +1

    একজন সত্যিকারের ব্যর্থ প্রেমিকের কষ্ট যে কি এই গান সেই কথা মনে করিয়ে দেয়। যতবার শুনি মনটাকে ঠিক রাখতে পারি না। কি অসাধারণ গান গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। গায়ককে হাজারো সেলাম

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 Před 2 lety +5

    💝কতবার যে শুনেছি,
    এখনও শুনি....👌👌👌

  • @enamulhasan1254
    @enamulhasan1254 Před 5 lety +30

    কি গান ছিল ...মনে হয় শুধুই শুনে যাই...কি গায়কি ...এসব কি আর এখন হয়...যা যায় তাই ভাল যায় ...পুরন সব সময়ি নতুনি থাকে...

  • @kalyanidey8801
    @kalyanidey8801 Před rokem +2

    যতদিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে ততদিন এ গান একইরকম ভাবে প্রাসঙ্গিক থাকবে ।

  • @bibhassil
    @bibhassil Před 3 měsíci +1

    কত দরদী গানের কলি। এসব গান কোনদিন পুরানো হবে না।

  • @rantumondal6132
    @rantumondal6132 Před 5 lety +78

    আমরা এগান শুনে বড় হয়েছি তাই মনে হয় জীবন থেকে কি যেন হারিয়ে গেছে।

  • @babluartist9377
    @babluartist9377 Před 5 lety +3

    এই প্রথম মহান শিল্পীর ভিডিও সহ গান শুনছি, যদিও ছোটবেলা থেকে শুনে আসছি । কি বলবো, সত্যি ভাষাহীন আমি।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Před 11 měsíci

    আমি ছোটো থেকে এই গানটা শুনছি , আজ ও শুনি ।যেমন গানের ভাষা তেমনি দরদ দিয়ে গেয়েছেন ।ভিতরটা নড়ে যায় ।

  • @lbsnaamaniac
    @lbsnaamaniac Před rokem +1

    কি সুন্দর না দৃশ্য দেখিলাম। কি সুমধুর সুর কন্ঠে সৌরভ ছড়িয়েছেন। কি অনবদ্য অভিঙ্গতা থেকে গানের রচনা‌। বেঁচে ছিলাম বলে এমন শুনতে পেলাম। 🌷😊

  • @biswajitnaskar5757
    @biswajitnaskar5757 Před 5 lety +75

    এ সব অমুল‌্য গানে কথা, মানুষ জীবনে ভুলবে না,
    অমুল‌্য গায়ক আপনায়
    শত প্রনাম

    • @sonadas7231
      @sonadas7231 Před 4 lety +1

      বোঝেনা সে বোঝেনা সে আমার কতো পিও মহাদেব দাস চাতরা

    • @romeogaming3984
      @romeogaming3984 Před 4 lety +2

      Satti tai

  • @goutamdutta1017
    @goutamdutta1017 Před 5 lety +8

    আহা। কি কন্ঠ! কি আবেদন! প্রনাম এই মহান শিল্পীকে।

  • @chandabarua3794
    @chandabarua3794 Před 4 lety +2

    প্রথম প্রথম রেডিওতে ক্যাসেট কিনে এই গান শুনতাম।অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো।অশেষ শ্রদ্ধা অমর গায়ককে।

  • @tapasdutta284
    @tapasdutta284 Před rokem +8

    Theme of this song stands for the deepest emotions of eternal love. On listening to this song I have grown up in the era of nineteen sixties and seventies. Lyrical genius of Gouriprasanna Majumdar and melodious voice of Satinath Mukhopadhay can never be forgotten. Both of them are no more with us.

  • @banerjeeb6860
    @banerjeeb6860 Před 3 lety +22

    A Singer of all generations and for eternity.

  • @AyeshaAkter-pu8zh
    @AyeshaAkter-pu8zh Před 2 lety +30

    "যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙ্গিবে ভুল তব তোমারে পাব আমি
    সেদিন ডাকো যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবু তো আমায় পাবে না খুঁজে আর
    বিরহে হবো জানি বরনীয় "

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Před rokem

      কি অসাধারণ লিখেছেন। সালাম আপনাকে

  • @drRownakJahan
    @drRownakJahan Před 3 lety +34

    আমার মা বাবাকে ধন্যবাদ যারা আমাকে ছোট বেলায় ফিতার ক্যাসেটে এসব গান শুনিয়েছে। লিংকিন পার্ক, ইমাজিন ড্রাগনস, মেরুন ৫ শুনলেও আমি সতিনাথ, সন্ধ্যা, প্রতিমা, লতা, আশা মানবেন্দ্র, অনুপ ঘোসাল, সাগর সেন, মান্না দে, হেমন্ত এগুলোও শুনি।

    • @saifulislam-lz7vr
      @saifulislam-lz7vr Před 6 měsíci

      আমারও শৈশব কেটেছে ক্যাসেটের ফিতায় বিভিন্ন শিল্পী দের গান শুনে, তা এখন আজ শুধুই স্মৃতি।🥰🥰
      কত আনন্দের খুব সাধারণ দিনগুলো ছিলো,কত আনন্দ🥰🥰

    • @MdNurulIslam-ih9xk
      @MdNurulIslam-ih9xk Před 4 měsíci

      Xbevxxbeqedebbd​ebaeds@@saifulislam-lz7vr

  • @pintukarak1062
    @pintukarak1062 Před 3 lety +15

    He is such a great singer that no words or praising is enough to describe his golden voice and incomparable gaiki. Very very thanks for uploading such a wonderful video.

  • @shahjahankhan7703
    @shahjahankhan7703 Před 3 lety +36

    It's not a song it's part of my life choice and feeling.

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 Před 3 lety +19

    আমার জীবনের শ্রেষ্ঠ গান বললে অত্যুক্তি হবে না।

    • @ritacharkraborty9786
      @ritacharkraborty9786 Před 3 lety

      এ গানের জন্য কিছু লিখার স্পর্ধা দেখাতে ও সাহস হচ্ছে না। শুধু বিনম্র শ্রদ্ধা জানাই।অমর এ গান। কখনো হারিয়ে যাবে না।

  • @subhendugiri5018
    @subhendugiri5018 Před 5 lety +16

    Thanks for uploading. One of my life-time favorite singers. One thing I always appreciate which is pace of song, even when they are in advanced age. I get 1/3rd or 1/4th pace in song of today's young singers which helps to stop listening after 1/2 or 1 min and reject them for life-time. Bengal was so rich in those days, so rich, so many intellectuals at one time.

  • @rkmallick8990
    @rkmallick8990 Před rokem +1

    সামান্য তবলা আর হারমোনিয়াম সহযোগে কী অসাধারন গায়কী! কতবার যে শুনেছি তার হিসাব নেই।

  • @birchandghoshdastidar1322
    @birchandghoshdastidar1322 Před 5 lety +10

    Immortal songs sung by an immortal singer made exceptionally lyrical by another legendary lyricist -which throw me more than 50 years back when I was a mere schoolboy-and, unaccustomed to appreciate the underlying merit of these songs air ed by the courtesy of AIR. But somehow unknowingly they had left in a corner of my mind a lasting impression and now when I listen to them with raft attention, they create within my soul a state of indescribable trance . In the mastery of such esteemed artists , I feel, are rarely born the Muse Herself.

  • @shilachaudhury8314
    @shilachaudhury8314 Před 5 lety +19

    সতীনাথ বাবুর দরদী কন্ঠ আমাদের চিরকাল মুগ্ধ করে রাখবে

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 Před 2 lety +1

    অসাধারণ দরদী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের অসাধারণ গানের একটা। ওনার সব গান ই আমার খুব প্রিয়। শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পীকে।

  • @misssnowfi6276
    @misssnowfi6276 Před 5 měsíci

    আমি খুবই ভাগ্যবান যে আমি খুব ছোটবেলায় এই গান শুনেছি তারপর বাবা মায়ের কাছে এই গান শুনেছি,আজকেও আমার কাছে নতুন,কারন এইরকম গীতিকার সুরকার আর আসবে না,কি বলবো দাদা সব দুঃখ ধুলোয় মিশে যায়

  • @dr.parthasarathiroy1989
    @dr.parthasarathiroy1989 Před 5 lety +12

    Nothing can be said...what a versatile classical singer he was....thanks for uploading this rare video..

  • @badalmeghmondal3149
    @badalmeghmondal3149 Před 3 lety +4

    একরাশ মুগ্ধতা গানের ছত্রে ছত্রে.।চোখে জল এসে যায় 😢

  • @minudasgupta3746
    @minudasgupta3746 Před rokem

    গান টির কথা ভীষণ মর্মস্পর্শী এবং বেদনাবিধুর।।
    গীতিকার এই গান খানি এই শিল্পীর জন্য ই সৃষ্টি করেছিলেন।। যেমন সুর ঠিক তেমনি ই গায়কী 🙏🙏🌷🌷❤❤❤❤

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 Před 2 lety +1

    ভালবাসার এত সুন্দর দৃষ্টান্ত আর কোথায় পাওয়া যাবে। এই গানটি শুনলে আবেগে মন উৎফুল্ল হয়ে ওঠে।

  • @monikabiswas6506
    @monikabiswas6506 Před 3 lety +6

    এগুলো শুধু গান না
    আমার কাছেতো এগুলো জীবনের একএকটা অংশ
    আমি ভাগ্যবান এটা ভেবে তার গান শুনে বড় হয়েছি, এখনো শুনে যাচ্ছি

  • @mijani.mannan724
    @mijani.mannan724 Před 5 lety +42

    ❤️💚💜
    জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
    সমাধি পরে মোর জ্বেলে দিও।
    এখনো কাছে আছি তাই তো বোঝনা
    আমি যে তোমার কত প্রিয়।।
    হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
    বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
    আমি যে অসহায় আমার এ অপরাধ
    পার তো ক্ষমা করে নিও।।
    যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
    সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবুও আমায় পাবে না খুঁজে আর
    বিরহী হব জানি বরণীয়।
    গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার ।
    সুরকার ও শিল্পীঃ সতীনাথ মুখোপাধ্যায়
    সালঃ ১৯৫৫।

  • @kantiroy9944
    @kantiroy9944 Před 2 lety +1

    স্বর্ণযুগের শিল্পী দের মধ্যে অন্যতম এই শিল্পীর প্রত্যেকটি গান মর্মস্পর্শী, জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় গানটি আমারই জন্য গাওয়া।

  • @dipankajdatta5116
    @dipankajdatta5116 Před 2 lety +1

    হৃদয় নির্ঝরণী।এই গানের আবেদন কোনোদিন থামবে না,চির প্রবাহিনী।

  • @minagomes5460
    @minagomes5460 Před 3 lety +4

    চিরদিনের ভালোবাসার কত মূল্যবান এই গানগুলো শুনলে বো‌ঝা যায়।

    • @shyamalbarua9231
      @shyamalbarua9231 Před 3 lety +1

      'ভালবাসা' শব্দের অর্থ দুজনকেই জানতে ও বুঝতে হবে নূতবা এই গানটিই হবে জীবনের উপজীব্য।

  • @prabirbanerjee1472
    @prabirbanerjee1472 Před 3 lety +4

    এই শিল্পীর কোন ব্যাতিক্রম নেই।যেমন মধুর গলা তেমন গায়কি। অসম্ভব ভালো লাগলো সতীনাথ মুখোপাধ্যায়ের গান। চিন্তার বাইরে।আর কোনদিন জন্মাবে না।

  • @elahibashasekh1544
    @elahibashasekh1544 Před 2 lety +1

    70 বছর বযস গানের কথাগুলি আমার পুরানো হৃদয়ে খুব আবেগমথিত ।আমিএগিয়ে যাচ্ছি ।

    • @Janaojana67
      @Janaojana67 Před 4 měsíci

      72 হয়েছে, আছেন কি দাদু?

  • @somnathgoswami1650
    @somnathgoswami1650 Před 4 lety +29

    জয় ভারত;-এই শিল্পীর গান শোনার পর কিছু বলার থাকে-না,
    শুধু আক্ষেপ হয় এনা দের মোতো শিল্পীরা যদি আরো কিছুদিন এই ধরাধামে থাকতেন!!
    বর্তমানে যে সব বাংলা আধুনিক গান কানে আসে এগুলো গান নাকি কুভাষন,
    হতে একটা গিটার নিয়ে আবোল তাবোল শুরে তাল লয় আবেগ ছাড়া কি যে বলে বোঝা যায়-না,
    একদিন যেত-না যেতে সেটাও মুছে যায়,
    আর এই ধরনের শিল্পীদের গান অমর হোয়ে আছে আজো,
    শুনলে মোনে হয় আরো শুনি,
    কি অসাধারণ সব কথা ও শুর ভোলার-না আমৃত্যু কানে বাজবে।

  • @mdchowdhury3735
    @mdchowdhury3735 Před 5 lety +13

    Mind blowing song ! And it’s always never be old !! Just remember one of my roommates in 1980 108 shah Amanotullah hall CTG mozzarell Hoque, he always listen this song.

  • @sulekhadas6671
    @sulekhadas6671 Před 2 lety

    বর্তমানে এমন হৃদয় স্পর্শ গান শুনতে পাওয়া যায় না , আর পাওয়া যাবে ও না। অনেক দিন ধরে এই গান শুনছি তবুও পুরানো হয় না।হাজার বার শুনতে ইচ্ছা করে।
    শুভ মা কালী পূজা। মা কালী সকল কে ভালো রেখো।

  • @user-rq5ty8hl9r
    @user-rq5ty8hl9r Před 4 měsíci

    Ki apurbo gaan
    Kantho,kalom sur tiner kimadhuryo.thanks for u tube.salutfor legend.

  • @sanjibkumarbarman2435
    @sanjibkumarbarman2435 Před 3 lety +3

    What a classic sentimental ever green song , this song is exsist as long as Bengali society and it's culture is survive . My 💓 full thanks and selute to Satinath Mukharjee .

  • @anm8306
    @anm8306 Před 5 lety +5

    আমার অন্যতম প্রিয় মরমী কণ্ঠশিল্পীর শ্রীচরণে প্রণাম।

  • @sujanchowdhury349
    @sujanchowdhury349 Před rokem

    যতদিন সভ্যতা থাকবে, মানুষের রুচিবোধ থাকবে ততদিন এই গান অম্লান হয়ে থাকবে।সুজন কুমার চৌধুরী, ফেনী, বাংলাদেশ।

  • @imtiazhossain7547
    @imtiazhossain7547 Před 7 měsíci

    I am lucky ,because i took birth in such an era, when i listen Hemant Kumar,Manna Dey,Satinath Mukherjee,Sandhya Mukherjee,Aroti Mukherjee,Haimanti Shukla,Feroza Begum,Shyamal Mitra,Lata ji,Asha ji,Mohd. Rafi,Kishore Kumar, Mukesh ji and so on.

  • @imtiazuddin6046
    @imtiazuddin6046 Před 5 lety +248

    সতীনাথ মূখার্জীর গানে কমেন্টস্ করার দুঃসাহস আমার নেই _______ শুধু বিনম্র শ্রদ্ধা।☘️.

    • @subratakumarraynaskar3975
      @subratakumarraynaskar3975 Před 5 lety +5

      এত সুন্দর সুন্দর গান পাওয়া যাবে না

    • @imtiazuddin6046
      @imtiazuddin6046 Před 5 lety +3

      Tnx- !

    • @priyankabanerjee8147
      @priyankabanerjee8147 Před 5 lety +4

      Binammra sradhya o pronam

    • @sutanumitra2674
      @sutanumitra2674 Před 5 lety +17

      যিনি কখনো সস্তা চটুল গানে কন্ঠ দেন নি। এক সুরেলা কারুকার্যমন্ডিত অন্তর্মুখী স্বরক্ষেপণ। এক অভিজাত স্থিতধী গায়কস্বত্ত্বা।

    • @imtiazuddin6046
      @imtiazuddin6046 Před 5 lety +3

      @ S- Mitra : সহমত ।................🙏•

  • @jibansen3087
    @jibansen3087 Před 4 lety +4

    যত শুনি তত শোনার আগ্রহ অধিক হয়। অনন্য শিল্পী।

  • @ArindamGayen664
    @ArindamGayen664 Před 4 měsíci

    খুব সুন্দর গান,, হে অমর শিল্পী তোমার চরণে আমার শত কোটি প্রণাম 🙏🏿🙏🏿🌺🌺