Best of Manabendra Mukherjee | Ami Eto Je Tomay Bhalobesechi | Popular Bengali Songs Jukebox

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2024
  • Songs ::
    ► Ami Eto Je Tomay Bhalobesechi ▬ 00:00
    ► Bone Noy Mone Mor ▬ 03:17
    ► Bare Bare Ke Jeno Dake ▬ 06:33
    ► O Amar Chandramallika ▬ 09:49
    ► Se Chokh Kothai Tomar ▬ 13:12
    ► Oi Mousumi Mon Shudhu Rang ▬ 16:00
    ► Mayurkanthi Rater Nile ▬ 19:27
    ► Amar Hriday Niye Aar Kato Kal ▬ 22:45
    ► Jago Jogmaya Jago Mrinmoyee ▬ 25:54
    ► Kon Kule Aaj Bhirlo Tari ▬ 29:26
    Manabendra Mukhopadhyay (Bengali: মানবেন্দ্র মুখোপাধ্যায়) was a Bengali singer and composer. It is considered that during the 1950s, 60s and 70s the Bengali modern songs reached its peak of excellence and that period is usually called the "Golden age of Bengali Adhunik Songs". At that time Bengal had a unique mix of singers which inspired composers and lyricists to create innumerable treasure of creative music. Each singer had his own inimitable style and compositions were made to match their individual ability. Bengali non-film modern songs were in fact was as popular, if not more, than film songs which also reached a level of popularity in the 50s and 60s.
    Song Details ::
    Song : Ami Eto Je Tomay Bhalobesechi
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Manabendra Mukherjee
    Lyricist : Shyamal Gupta
    Song : Bone Noy Mone Mor
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Nachiketa Ghosh
    Lyricist : Gauriprasanna Mazumder
    Song : Bare Bare Ke Jeno Dake
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Sailen Mukherjee
    Lyricist : Pabitra Mitra
    Song : O Amar Chandramallika
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Nachiketa Ghosh
    Lyricist : Pulak Banerjee
    Song : Se Chokh Kothai Tomar
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Abhijit Banerjee
    Lyricist : Miltoo Ghosh
    Song : Oi Mousumi Mon Shudhu Rang
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Manabendra Mukherjee
    Lyricist : Shyamal Gupta
    Song : Mayurkanthi Rater Nile
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Sudhin Dasgupta
    Lyricist : Sudhin Dasgupta
    Song : Amar Hriday Niye Aar Kato Kal
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Satinath Mukhopadhyay
    Lyricist : Pabitra Mitra
    Song : Jago Jogmaya Jago Mrinmoyee
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Kazi Nazrul Islam
    Lyricist : Kazi Nazrul Islam
    Song : Kon Kule Aaj Bhirlo Tari
    Singer : Manabendra Mukherjee
    Music Director : Kazi Nazrul Islam
    Lyricist : Kazi Nazrul Islam
    Label :: Saregama
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    For more updates Follow us on Facebook:
    / saregama
    Follow us on Twitter:
    Twitter: / saregamaglobal
    For Mobile download Visit :: mobile.saregama.com
  • Hudba

Komentáře • 804

  • @saregamabengali
    @saregamabengali  Před 2 lety +37

    Thousands of #SidNaaz fans wanted the song immediately. Who are we to come in the way? #HABIT OUT NOW ♥️
    Link: czcams.com/video/IiWzoZlQxKo/video.html

    • @kalyankumarsinha4538
      @kalyankumarsinha4538 Před 2 lety +5

      Asadharon

    • @bonokishorechowdhury7004
      @bonokishorechowdhury7004 Před 2 lety

      @@kalyankumarsinha4538 aaaa
      Aaaaaaa
      Aaa
      Aaaaaaaaa
      Aa
      Aaaaa
      Aa
      Qqqqqqaqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      qqqqqqqqqqqqqqqqqqqqq
      Aa\aaaaaaaaa\a\aaaaaaaaaaaaa\aaaaaaaaaa\\aaaaaaaaaaaaaa\aaaaaaaaaaa

    • @Taste_for_health
      @Taste_for_health Před 2 lety +3

      @@kalyankumarsinha4538 to the principal

    • @gouriacharya2150
      @gouriacharya2150 Před 2 lety

      @@kalyankumarsinha4538 ni ni cabin n8n8n

    • @gouriacharya2150
      @gouriacharya2150 Před 2 lety

      Ñ8nini ki ni8 ni ni 8 ni need n888 ni n8i ni union in8 ni 88888

  • @sujoymojumderauditor1341
    @sujoymojumderauditor1341 Před 2 lety +2

    অসাধারণ মধুর কন্ঠ । তেমনই কথা , তেমনই সুর আর তুলনাহীন গায়কি । এক কথায় অনির্বচনীয় ।
    প্রণাম শিল্পীকে ।
    শুধু চোখ বুজে অনুভব করার সময়

  • @malaymadhu4963
    @malaymadhu4963 Před 2 lety +12

    আহা...কি যে মধুর,
    সুরের ঝংকার তুলতে আবার আসুন পৃথিবীতে হে..মহান। 🙏🙏

  • @jaya7708
    @jaya7708 Před 3 lety +19

    কি অসাধারণ সৃষ্টি , যতবার শুনি মুগ্ধ হয়ে যাই 👍👍

  • @nilanjanaroy4968
    @nilanjanaroy4968 Před 2 lety +15

    Evergreen Songs!
    যেমন কথা, তেমনি সুর, আর মানবেন্দ্র মুখাপাধ্যায়ের গলা, গোল্ডেন ভয়েস!
    কোনোদিন পুরোনো হবে না এই সব গান।

    • @koushikidatta6271
      @koushikidatta6271 Před 2 lety +2

      তাই তো এই সব গান গুলোকেই বলা হয়
      Eveegreen Song

  • @ranendas4411
    @ranendas4411 Před 2 lety +10

    এই শিল্পীর কণ্ঠে পাওয়া যায় ঐশ্বরিক প্রেম, প্রীতি, ভালবাসা ও অদম্য সৃজনীশক্তি। সব মিলিয়ে যেন হীরক হারানো।

    • @Dimma-pe8cc
      @Dimma-pe8cc Před 9 měsíci

      অসাধারণ কন্ঠ স্বর ।এখনও আমরা মন্ত্র
      মুগ্ধ

  • @dibakarsen1969
    @dibakarsen1969 Před 3 lety +41

    অসাধারণ কন্ঠের অধিকারী ছিলেন তিনি। উনার গানের মধ্যে এতো মাধুর্য পাওয়া যায় তা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই।

  • @mitradasgupta223
    @mitradasgupta223 Před 2 lety +14

    আজ‌ ভাষা হারিয়ে ফেলেছি ‌। শুধু মুগ্ধতা ‌। আমার ‌ আন্তরিক ‌ শ্রদ্ধা্ জানাই ‌। 🙏🙏🙏

  • @kumardebu10
    @kumardebu10 Před 4 měsíci +1

    আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না!
    মনোমুগ্ধকর এই অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা!
    ভারতীয় বাংলা গানের স্বর্নযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা ধ্রুপদী সঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী এবং নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী।
    ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏

  • @krishnadey5019
    @krishnadey5019 Před 3 lety +9

    এই গানগুলো kahanoi বর্তমানের আধুনিক গানের স্রোতে হারিয়ে না যায়।

    • @gopalroy7690
      @gopalroy7690 Před 2 lety

      যতদিন বাংলা গান থাকবে ততদিন এই গান থাকবে অমর হয়ে বুঝেছেন। এই রকম কথা লিখবেন না।

    • @gopalroy7690
      @gopalroy7690 Před 2 lety

      আর কিছু বলার নেই।

  • @bhaskarbose9856
    @bhaskarbose9856 Před rokem +1

    এক মুহূর্ত চিরদিনের
    অসাধারণ কালজয়ী শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান এইরকম ই

  • @arhanpaul9265
    @arhanpaul9265 Před 5 lety +25

    যাহারা dislike দিয়েছেন তাহাদের হৃদয় আছে বলিয়া মনে হয় না।

    • @susmitadey523
      @susmitadey523 Před 4 lety

      Akdom thik

    • @rupamguptabhaya3168
      @rupamguptabhaya3168 Před 3 lety

      ওনারা বোঝেন নি।

    • @nirmalyaghosh7187
      @nirmalyaghosh7187 Před 2 lety

      It may be, your assessment doesn't matter. It is not compulsory that every person should have same taste. You like this song, none comment on you . Why do you interfere others ? It's not your duty.
      Thanking you.

    • @soumadiptasarkar282
      @soumadiptasarkar282 Před 2 lety

      @@nirmalyaghosh7187 Actually this man has a great emotion for these songs
      Still it is not ur duty to correct him
      Thank you

  • @user-yf4sb1ui3k
    @user-yf4sb1ui3k Před 3 lety +64

    তখনকার কন্ঠশিল্পীরা এক একটি হীরকখন্ড যেন। দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, কাছে যাওয়া যায় না।

    • @subratamaitra5117
      @subratamaitra5117 Před 2 lety +2

      এমন শিল্পী আবার কবে আসবে۔۔ কে জানে ۔۔ছোটো বেলা থেকে ওনার গান শুনে বড়ো হয়েছি ۔۔বর্তমানে আমার বয়স ৭৪ বছর ۔۔আজও সময় পেলে cd চালিয়ে বা you tube চালিয়ে ওনার গান শুনি

    • @surjashaw7906
      @surjashaw7906 Před 2 lety +1

      P

    • @ajoymondal4407
      @ajoymondal4407 Před 2 lety

      @@surjashaw7906 I have been

    • @ajoymondal4407
      @ajoymondal4407 Před 2 lety

      @@surjashaw7906 I have been

    • @ajoymondal4407
      @ajoymondal4407 Před 2 lety

      @@surjashaw7906 ihav to me

  • @prabirdatta8642
    @prabirdatta8642 Před rokem +9

    আজ শিল্পীর শুভ জন্মদিনে ওনার অসাধারণ গায়কীর স্বর্ণচ্ছটা শুনছি আর ভাবছি সেই বাঙালীরা আজ কোথায় নেমে গেছে!

  • @avijitnandi6280
    @avijitnandi6280 Před 2 lety +5

    আধুনিক প্রজন্ম ও একদিন এই সব হীরক💎 খনির সন্ধান পাবে, সেদিন এই সব গানের মর্ম উপলব্ধি করে তারাও মোহিত হয়ে যাবে। কারণ এই সব গান কালজয়ী।😍❤️

  • @user-zd5cm8if4u
    @user-zd5cm8if4u Před 2 lety +1

    মা ন ব দা এমন একজন শিল্পী যার কথাগুলি ই অনায়াসলবদধ সুর তাই গানগুলিই সুরময় লয় ও তালময়।

  • @keyaghosh3300
    @keyaghosh3300 Před 6 lety +27

    কথা সুর ও কন্ঠের সোনালী মেলবন্ধন।
    ছোটবেলার রেডিও র স্মৃতি মনে পড়ছে।
    অনবদ্য মানবেন্দ্র মুখোপাধ্যায়

  • @korbanali5273
    @korbanali5273 Před 3 lety +1

    এইসব গানের মৃত্যু নেই ্সাথেশিলপিও।আহা কিঅপূরব।আললাহ প্রদত্ত।

  • @subhasdatta4524
    @subhasdatta4524 Před 2 lety +4

    এসব গান কখনও পুরনো হয় না। সর্বদাই নতুন সবসময়েই মন কাড়া। যেমন কথা তেমনি সুর।

  • @rabinmarik5023
    @rabinmarik5023 Před 3 lety +4

    এ গান চিরন্তন। যুগযগান্তর গীত প্রেমীদের মনের কোঠরে অক্ষয় হয়ে থাকবে।

  • @SubrataGhosh-qq5sx
    @SubrataGhosh-qq5sx Před rokem +3

    অতীত কখনো ফিরে আসে না। তবুও মনে হচ্ছে স্বর্ণযুগ আমাদের আনন্দ দিতে ফিরে আসবে। এই ধরনের শিল্পীদের ভুলে যাওয়া খুব কঠিন।

  • @samareshmondal2301
    @samareshmondal2301 Před 3 lety +2

    শিল্পীকে আমার সশ্রদ্ধ প্রনাম 🙏🏻🙏🏻🙏🏻 কথা, সুর , কণ্ঠ সবকিছু মিলেমিছে একাকার ... অপূর্ব, অসাধারণ ...🙏🏻🙏🏻🙏🏻

  • @pranabdeylici
    @pranabdeylici Před rokem +2

    সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার যখন একত্রে সৃষ্টির আনন্দে মেতে ওঠে তখন যে অনবদ্য সুরমাধুরী সৃষ্টি হয় তারই কিছু নমুনা l
    সারেগামাপা কে ধন্যবাদ এই অপরূপ সৃষ্টি আমাদের শোনার সুযোগ করে দেবার জন্য l

  • @suprabhatsingha8452
    @suprabhatsingha8452 Před 5 lety +5

    এই গানের ভাষা ও শীল্পীর কন্ঠ চিরদিন মানুষের হৃদয়ে স্মরনিয় হয়ে থাক

  • @studyroom2164
    @studyroom2164 Před 2 lety +8

    Whenever I listen to these Golden Compositions.. I can't stop tears coming from my eyes.. Don't know why..

  • @bhaswatirakshitroy3756
    @bhaswatirakshitroy3756 Před 5 lety +14

    ধন্যবাদ, এনাদের বাঁচিয়ে রাখার জন্য, আজকের দিনে ।

  • @bimolsaha7403
    @bimolsaha7403 Před 3 lety +9

    সেই চোখ কোথায় তোমার, যে চোখ দিয়ে আমায় প্রথম
    দেখেছিলে, এরকম অনেক অসাধারণ গানে সুন্দর কণ্ঠে
    শ্রুতা দের মন মুগ্ধ করেছে, আমি এতো যে তোমায় ভালো
    বেসেছি, অসাধারণ আরো একটি গান যত বার শুনি ততই মুগ্ধ হই, শিল্পী প্রতি গভীর শ্রদ্ধা রইলো।।।।।।

  • @sekharsinhagg3079
    @sekharsinhagg3079 Před 3 lety +11

    The songs of legend singers will remain forever. One of the gems is Manabendra Mukhopadhyay. He was not only skilled in Adhunik gana, his remarkable performance in Nazrul geeti had brought it in great height.

  • @mousumimullick5788
    @mousumimullick5788 Před 2 lety +13

    Technology may advance 10 times but real talent lies in the classical gem like him....in the originality of such evergreen classics

  • @jayantakumarray127
    @jayantakumarray127 Před 5 lety +77

    I am now 55 years , when i passed Madhymik ,in the year 1981 i was asked for a gift and have a tape recorder , used to save money to purchase audio cassette to listen these types of musical gems, nowadays so much device available but quality of light songs not like before .Yet searching and listening these pure valuable gems.

    • @aksarkar6837
      @aksarkar6837 Před 3 lety +4

      P

    • @aksarkar6837
      @aksarkar6837 Před 3 lety

      }

    • @debashishchakrabarty7134
      @debashishchakrabarty7134 Před 3 lety

      Same with me. I am 53 years still find this number to be magical.

    • @pranabbanerjee5821
      @pranabbanerjee5821 Před 3 lety +1

      So beautiful song

    • @champakchakrabarty2904
      @champakchakrabarty2904 Před 3 lety +5

      Yes, no doubt technology gifted us enhanced devices... But, technology failed to mimic the genius of an artiste..the romance..the pathos...the ragas..the eloquence... that is lost in the melee. None is there to carry forward the torch. Sound reproduction is best, but reproducible sound is worst. It's an unknown world!!!

  • @sumana7374
    @sumana7374 Před 2 lety

    🥺❤️ এভাবে ছোঁবে হৃদয় আমার!! আমি রাগবো না....

  • @Greatmaaever_
    @Greatmaaever_ Před 2 lety +1

    Darun 🎶🎵🎼🎼🎺🎷🎤❤️💓💗💟🎻🎸🎸🎻

  • @sipradey318
    @sipradey318 Před 11 měsíci

    Very good collection. Really that era was the golden era.

  • @RabiSankar89
    @RabiSankar89 Před 8 měsíci

    চোখ বুঝে অনুভব করা যায়।
    অসাধারণ

  • @arundede7016
    @arundede7016 Před 2 lety +3

    এই গান মানুষের মণকে শান্তি প্রদান করে।

  • @ashalatatapnan1468
    @ashalatatapnan1468 Před 2 lety +3

    Unbeaten unforgettable unparalleled songs in bengali from Manabendra Mukherjee. Legendary melodious. Heart touching mind glowing. Ever lasting songs

  • @joyaslife6139
    @joyaslife6139 Před rokem

    Khub sundar .. darun .Mon vote galo

  • @mitrabanerjee1761
    @mitrabanerjee1761 Před 2 lety +2

    What a wonderful singer,realy he was a heart touching singer in our country.Thanks to saregama music.

  • @sekharsengupta2987
    @sekharsengupta2987 Před 2 lety +3

    Good old songs remembering old days!!

  • @mannathetraveller5515
    @mannathetraveller5515 Před 5 lety +72

    এমন অসাধারণ গানেও কেউ unlike দেয়? উফ !

    • @kallolmisra1344
      @kallolmisra1344 Před 3 lety +2

      এদের গানের প্রতি আদৌ কোন শ্রদ্ধাবোধ আছে?

    • @mannathetraveller5515
      @mannathetraveller5515 Před 3 lety

      তাহলে আপনিই সেই অভাগা!

    • @bishaldubey3453
      @bishaldubey3453 Před 3 lety

      @@kallolmisra1344 Qpa0

    • @mayakundu8119
      @mayakundu8119 Před 3 lety +1

      @@kallolmisra1344Unader gan chiro nobin konodin purano habena chirosaroniyo gan

    • @piurit4816
      @piurit4816 Před 3 lety +5

      যারা দেয় তারা গান এর "গ" বোঝেনা

  • @drgchaudhuri2040
    @drgchaudhuri2040 Před 8 lety +3

    Aami becheaachi Manabendra Mukherjeer gaaner jonno. Thanks to SAREGAMA Bengali. Really, these songs are atmar shanti.

    • @kabitakhan4673
      @kabitakhan4673 Před 7 lety +2

      Manabendra r gan amar khub priya . Uni amar Bandhabi Belur Husband

  • @bibhasbaranghosh6668
    @bibhasbaranghosh6668 Před 3 lety +5

    What a mental peace and satisfiction do I get from manabendra's songs that is out of my words .

  • @susantasen9202
    @susantasen9202 Před 2 lety +67

    শিক্ষা ,সংস্কৃতি,গান বাজনা ,অভিনয় ,খেলা ধুলা সবদিক দিয়েই ৬০এবং ৭০এর দশক ছিল " স্বর্ন যুগ "।আমরা যারা ঐ সময় টার স্বাক্ষী থাকতে পেরেছি , আমরা এক অর্থে গর্বিত ।

    • @banglaganerdali6891
      @banglaganerdali6891 Před rokem +6

      তাঁর গান শোনার জন্য রেডিওর অনুষ্ঠানের অপেক্ষায় থাকতাম। সে এক যুগ। বাড়তি পাওনা আলিপুরদুয়ারের জলসার পর (কলেজের) রাজলক্ষ্মী হোটেলে সারারাত কাটানো। দেবব্রত চট্টোপাধ্যায় (বিধায়ক, কুমারগ্রাম), দীপুদা(ঘোষ) আর আমি। আমাদের সঙ্গে সংগীত জগতের তিন নক্ষত্র। মানবেন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত নন্দী, মনোজ রায়। তাঁদের সংগীত জীবনের অজস্র গল্প শুনে শুনে কেটে গেল রাত। সকাল হলে এয়ারপোর্ট।

    • @krishnenduchattopadhyay7825
      @krishnenduchattopadhyay7825 Před rokem

      আপনি যথাযত লিখেছেন । আরো একটা ছিলো ঐ সময় যা এখন বিলুপ্ত প্রায় ।
      অনুভূতি ও মানবিকতা যার জেরে তখনকার ডাক্তার বাবু ও মাস্টার মহাশয়রা আন্তরিক ভাবে সমাজ সেবায় নিয়োজিত থাকতেন বিশেষ করে আর্থিক দূর্বল শ্রেনীর‌ মানুষজনদের সেবা করেছেন অনেককেই বিনা‌ পারিশ্রমীকে ।
      আজ খুবই অভাব অনুভব করি ওই জায়গায় ।
      ঈশ্বর সবার মঙ্গল করুন ।

    • @dipitagoswami2043
      @dipitagoswami2043 Před rokem

      Thik tai. Ekhono aei ganguloi bridhha boyose monta k bhalo kore deyy.

    • @Er.SouravSERly
      @Er.SouravSERly Před 10 měsíci +1

      amar jonmo hoyni tokhno....tobe ami shroddha kori sei swarna jug ke r irshwanwitto hoi, keno jonmai ni sei swarna jug e❤

    • @debasischakraborty459
      @debasischakraborty459 Před 4 měsíci +1

      50 এর দশক বাদ দিলেন কেন?

  • @tapaskumarbhar6206
    @tapaskumarbhar6206 Před 5 lety +39

    দেবদত্ত গলা । কিন্তু এটাই দুঃখ যে , এইসব গায়করা আর আমাদের মধ্যে নেই। আর শুধু গায়ক কেন এইসব গানের গীতিকার সুরকার কেউই নেই ।
    তবুও তাঁরা ছিলেন, আছেন, থাকবেন।।

    • @supritiroychowdhury5881
      @supritiroychowdhury5881 Před 3 lety +3

      Hi Tapas. একদম ঠিক কথা বলেছেন। এইসব গায়ক চির অমর।

  • @user-ly4oe7jq4x
    @user-ly4oe7jq4x Před 3 měsíci

    Manabendra, what a beautiful singer. Be it Light Classical, or Modern song - his rendition is unparalleled.

  • @69playstation
    @69playstation Před rokem +1

    No extra word, when #Manobendra's song....... Just listen the enchanted melody❣❣❣❣
    My one of the most favourite singer ever💞💞💕💕

  • @nasreenbegum7718
    @nasreenbegum7718 Před 6 lety +5

    আমিও যেন কোন সুদূরে হারিয়ে যাই.........।।!

  • @MrLitonbabu
    @MrLitonbabu Před 5 lety +3

    এই গান গুলি আমি অনেক আগে থেকেই শুনে আসছি। আর যার কন্ঠে শুনে আসছি, তিনি আমার খুব প্রিয় শিল্পী।

  • @avijitmazumder7697
    @avijitmazumder7697 Před 4 lety +9

    One of the unforgettable singer of golden age.

  • @nasiruddin208
    @nasiruddin208 Před 7 lety +49

    Manobendro will shine as a bright star in the firmament of music world till the civilization exists.

  • @rupamkhatua5731
    @rupamkhatua5731 Před 4 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏✍️ thanks god for made our legend singer Manabendra mukherjee.i am 17 years old.but I all time heard this herat touching songs...

  • @s.mrezaulabedinreza6110
    @s.mrezaulabedinreza6110 Před 8 lety +18

    অপূর্ব , অসাধারণ , তুলনাহীন জিবন কথা বলে ।

  • @sarbanianeja
    @sarbanianeja Před 8 lety +24

    thank you saregama for collecting these wonderful melodies.... i will be forever greatful.. as it brought a smile to my father's face of real pleasure

  • @pbhattacharya8820
    @pbhattacharya8820 Před 2 lety +4

    Amazing, outstanding...any word can't match manobendra ji....just feeling heavenly to listen to this great artist...

    • @anitadebnath3919
      @anitadebnath3919 Před 2 lety +1

      Asadharon, Chhotobela
      Thekei sune aschhi
      Aykhonoayakirakam
      Janprio.

  • @gautambiswas8621
    @gautambiswas8621 Před 6 lety +2

    অপূর্ব, অসাধারণ সব গান শুনলে মন ভালো হয়ে যায়।

  • @soumyasubhrachatterjee8548

    Absolutely superb,no praise is too high for You,manabendra ji

  • @jyotirmoychakraborty7031
    @jyotirmoychakraborty7031 Před 3 lety +4

    A great artist a great human being and a great singer

  • @sasankasekharadhikary5581

    I feel ecstasy to hear these golden voice and songs at my old age of 71+. It's our treasure trove.

  • @didarhasan9291
    @didarhasan9291 Před 4 lety +3

    কী যে অসাধারন এই গান! মন ছুঁয়ে যায়

  • @prasenjitbasu974
    @prasenjitbasu974 Před 8 lety +7

    This is one of the best modern(adhunik) bengali song ever sung and composed by a singer and music director of bengal. The bengal era of music had ended with the demise of Hemanta, Manabendra,Dhananjoy,Satinath,Shymal,Subir even those who sang one or two songs like Dipen Moitra

    • @sanju7575
      @sanju7575 Před rokem

      It's Dipak Moitra, not Dipen.

  • @BharatShines
    @BharatShines Před 3 lety

    অসাধারণ, শুনলেই মন ভালো হয়ে যায়

  • @sushila-sm5iq
    @sushila-sm5iq Před 2 lety

    আসাধারণ!🙏

  • @ishitaray534
    @ishitaray534 Před 5 lety +51

    According to Manna Dey Manabendra was a rare artist with very high level of training in classical music. And his songs are difficult to sing.

  • @tanmayroy123
    @tanmayroy123 Před 7 lety +2

    awesome rendering............with equally soulful lyrics.............timeless and ever-live..............oh! what a creation................bow to all in all reverance

  • @asmitachakraborty8278
    @asmitachakraborty8278 Před 6 lety +1

    মন ছুঁয়ে যায় মনে হয় যতবারই শুনি কোনো দিন পুরনো হবে না এই গান গুলো

  • @somaroy6756
    @somaroy6756 Před 6 lety +1

    কি গান কি সুর ভুলবো কি ভাবে সুনেই যাবো জীবন ভোর

  • @debasischakravorti1796

    Chokh diye Jol ese jay.
    Marvelous songs

  • @NurulIslam-zz7yk
    @NurulIslam-zz7yk Před 9 lety +16

    This kind of heart touching beautiful song will not come back any more.Beautiful !!!

  • @susmitachoudhury2491
    @susmitachoudhury2491 Před 3 lety +5

    His songs and his tune is my love and inspiration throughout my life of 68yrs,

  • @Doodlezeee
    @Doodlezeee Před 3 lety +3

    Really great songs. I like all these songs.

  • @md.bazlurrahman2932
    @md.bazlurrahman2932 Před 8 lety +6

    one of the best song that I had listening to since my boyhood,everlasting modern song

  • @badrukhan4461
    @badrukhan4461 Před 10 lety +5

    I float in my memory lane every time I listen to un-parallel Manabendra Mukhopadhyay! Alas, can't turn back the clock!

  • @tistakanjilal8726
    @tistakanjilal8726 Před 2 měsíci

    I can listen to this album again and again and never get bored.. what a gem!

  • @kyledoll3286
    @kyledoll3286 Před 2 lety

    অসাধারণ। হৃদয়কে সিক্ত করে দেয়।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Před 3 lety +3

    🥀💔 অপূর্ব! অসাধারণ! মনকাড়া! গান শুনে, খুব ভালো লাগলো।💙🥀🙏 দিলীপ কুমার গুপ্ত। গুপ্ত নীড়। রামজীবনপুর 72 12 42, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গ।

  • @pradipkumarghosh6705
    @pradipkumarghosh6705 Před 3 lety +6

    Golden voice and perfection to touch everyone's heart.

  • @sutapahazra8903
    @sutapahazra8903 Před 7 lety +48

    এ যেন প্রত্যেক প্রেমীর মনের আকুলতা

    • @ghoshsumitra9319
      @ghoshsumitra9319 Před 3 lety

      অসাধারণ👏✊👍

    • @rameshchroy6882
      @rameshchroy6882 Před 3 lety

      @@ghoshsumitra9319 w QQ rrqwtwaeaaaaaaqqwwgs the first time I had to go back to qqqwqqq to qqqwqqq qqqqqqq1q the same the we were expecting a baby boy and girl Love you all the same the same a awawaaaahh Jhunjhunu y hub www2qtwwwar wetter www with error we taaaeewrweewwqwrrwa21 QQ we

  • @tapanghosh-zz8on
    @tapanghosh-zz8on Před 2 lety +3

    Unique, immortal voice of Manabendra Mukherjee... He is among us ever for his melodious songs

  • @manaskumarde2780
    @manaskumarde2780 Před 3 lety +3

    These songs are unforgettable. Singer like MANABENDRA will remain my mind for ever.

  • @mintumaji6683
    @mintumaji6683 Před 4 lety +4

    আহা,এ গান কোনও দিন পুরানো হবে না।

  • @barundas7039
    @barundas7039 Před 5 lety +2

    ‌ছ্টে‌বেলা থে‌কে এই সব গান শু‌নেই বড় হ‌য়ে‌ছি। কী অসাধারণ কথা, সুর আর গায়‌কি।

  • @BiswajitDas-ji4jx
    @BiswajitDas-ji4jx Před 4 lety +5

    Reminiscent of childhood days....memories...the great Radio age..my departed mejdidi with whom I shared all joys and sorrows

  • @manojkumardas7553
    @manojkumardas7553 Před 3 lety +40

    এ গান অক্ষয়,অমর অব্যয়। আমার মনে হয় আজ থেকে বহু বছর পরও এ গান শোনার জন্য মানুষ উদগ্রীব থাকবে।

    • @nehakarmakar7003
      @nehakarmakar7003 Před 3 lety +1

      আর এমন গান ভবিষ্যতে পাওয়া দায়।

    • @manojkumargharami5818
      @manojkumargharami5818 Před 3 lety +2

      ১৯৭৮ সাল। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। মানবেন্দ্র মুখোপাধ্যায় "আমি এতো যে তোমায়" গানটি শুরু করার আগে বলেছিলেন, "আমি যতবার গানটি গাইতে শুরু করি, ততবারই যেন মনে হয় নতুন করে গাইছি।" নিজেকে কতখানি নিবেদন করতে পারলে এই কথা বলা যায়।

    • @muskaankhatun6062
      @muskaankhatun6062 Před 3 lety +1

      A

    • @irachakraborty3362
      @irachakraborty3362 Před 3 lety

      Very nice

    • @irachakraborty3362
      @irachakraborty3362 Před 3 lety

      Very nice

  • @Annonym1234
    @Annonym1234 Před 3 lety +4

    Golden voice! Unique! Immortal songs, beautiful, ineffable!

  • @hpipgsatyabrata3679
    @hpipgsatyabrata3679 Před 4 lety

    Akdam darun

  • @chiranjibsadhak908
    @chiranjibsadhak908 Před 6 lety +1

    AMI ATO JE TOMAI BHALOBESECI,JUST SPEECHLESS.THIS SONG IS VERY MUCH BEAUTIFUL

  • @moonstream11
    @moonstream11 Před 10 lety +1

    Ajo apurba,Chotobelay suntaam ki bhalo lagto koishore,aaj anek smriti tobu e gaan apurba Dhanyabad you tube.

  • @rabeebibrat1805
    @rabeebibrat1805 Před 2 lety

    সুন্দর! ❤

  • @pradiphaldar9524
    @pradiphaldar9524 Před 2 lety +6

    His voice and songs are unparalal, we can not forget him.

  • @tapatipatra-bengalisongsre4183

    অসাধারণ, এমন গায়কী খুব কম শোনা যায়।

  • @sanjoyroy2917
    @sanjoyroy2917 Před 3 lety +1

    মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কন্ঠ শুনলেই মন ভরে ওঠে ‌

  • @sanhitasaha2051
    @sanhitasaha2051 Před 4 lety

    মন ভরে যায়

  • @drmdra
    @drmdra Před 7 lety +4

    Only real lovers can sing a such type of song

  • @abdurrahamanbiswas657
    @abdurrahamanbiswas657 Před 5 lety +25

    *অপূর্ব সব গান*
    ... *আমি এত যে তোমায় ভালবেসেছি* ...

  • @gautamganguli1221
    @gautamganguli1221 Před 8 lety +9

    This album is full of nostalgia for a very gifted singer.

  • @s.m.maeenuddin4636
    @s.m.maeenuddin4636 Před měsícem

    অসাধারণ

  • @saregamabengali
    @saregamabengali  Před 10 lety +12

    Thank you for your valuable comment. We are glad that you liked these Video . Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)

  • @djjdjd470
    @djjdjd470 Před 5 lety +6

    No words to explain manabendra's talent

  • @sankarmitra7189
    @sankarmitra7189 Před 6 lety +2

    Such soleful songs are indeed rare. First the lyrics. Then the melody. and lastly the voice of the singer and skillfu rendering style. Combination of these bring out the essence of our thought.

  • @MB-tx6di
    @MB-tx6di Před 6 lety

    Oi Mausumi mon sudhu rang badlaye ................... a song liked by 3 generations of our family