চট্টগ্রাম শহর কেন বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি আলাদা ?

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • চট্টগ্রাম শহর কেন বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি আলাদা ?
    চট্টগ্রাম, বারো আউলিয়ার দেশ নামে পরিচিত এই জেলাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং বাণিজ্যিক রাজধানী ও বটে। ভাষা, সংস্কৃতি, আচার, ভৌগলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে এই শহরটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য শহর থেকে অনেক ভিন্ন। এই শহরটির প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে ৬৮৩ বছর আগে ১৩৪০ খ্রিস্টাব্দে । শহরটি অতীতে চট্টলা, ইসলামাবাদ, পোট্রা গ্রান্ডে ইত্যাদি নামেও পরিচিত ছিল। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি কারণে চট্টগ্রাম হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি আলাদা।
    ১। ভাষা
    চট্টগ্রামে যারা বাস করেন তারা তাদের আঞ্চলিক ( চাটগাঁইয়া) ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই ভাষাটা অনেক বেশিই আলাদা। আর ভাষার এমন বৈচিত্রের কারণেই তারা সবার প্রথমে নিজেদের স্বকীয়তা তুলে ধরে।
    ২l খাদ্য ও মেজবান
    কেউ চট্টগ্রামে গিয়েছে এবং মেজবানের খোঁজ করেনি এমনটা নেই। চট্টগ্রাম কে যে জিনিস গুলো ইউনিক করে তুলেছে তার মধ্যে মেজবান এবং তাদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস অন্যতম। মেজবান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ভোজন উৎসব যার বর্ণনা মিলেছে প্রায় ১৫০০ শতকের লেখনী তেও। এছাড়া চট্টগ্রামের আরেকটি জনপ্রিয় খাবার হলো গরুর মাংসের কালাভুনা যা এখন সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।
    ৩। শিক্ষা ও সাহিত্য
    শিক্ষা ও সাহিত্যের জগতে চট্টগ্রাম সবসময়ই নিজেদের অবস্থান অনেক সুস্পষ্ট করেছে। চট্টগ্রাম সিটি কলেজ, মহসিন কলেজ, মহিলা কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মত শিক্ষা প্রতিষ্ঠান গুলো চট্টগ্রাম সহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে করেছে অনেক বেশি সমৃদ্ধ।
    সাহিত্য ও সাংস্কৃতিক জগতের অসংখ্য উজ্জ্বল নক্ষত্র এর জন্মস্থান এই চট্টগ্রাম। জনপ্রিয় ব্যান্ড সোলস, এল আর বি, রেঁনেসা এর চট্টগ্রাম থেকেই। আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, রবি চৌধুরী, নকীব খান, পার্থ বডুয়া, সন্দিপন, নাসিম আলি খান, মিলা ইসলাম চট্টগ্রামেরই সন্তান।
    ৪। উদীয়মান অর্থনীতি
    বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই জেলাটি বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে করেছে সমৃদ্ধ। দেশের অর্থনীতির ১২% এবং সরকারি রাজস্ব খাতের ৫০% আসে এই শহর থেকে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ায় তৃতীয় বন্দর হিসেবে বার্ষিক ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য পরিচালনা করে থাকে। এই শহরকে ঘিরে গড়ে উঠেছে এম. এম. ইস্পাহানি লিমিটেড, বিএসআরএম, এ কে খান এন্ড কোম্পানি, পিএইচপি গ্রুপ, জেমস ফিনলে, হাবিব গ্রুপ, এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিমার্ক গ্রুপ, কেডিএস গ্রুপ এবং টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মত কোম্পানি। এছাড়াও রাষ্ট্রীয় কোম্পানি গুলোর সদর দপ্তর ও চট্টগ্রামেই অবস্থিত। যেকারণে কাজের খোঁজে ঢাকার পর চট্টগ্রামকেই বেচেঁ নিতে হয়।
    তাছাড়া ক্রিকেট , ফুটবল এর পাশাপাশি চট্রগ্রাম এর এক ঐতিহ্যবাহী খেলা বলি খেলা । বলি খেলা চট্রগ্রাম এ খুব এ জনপ্রিয় । ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এর পর চট্রগ্রাম এর শাহ আমানত বিমানবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর । উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড, পটিয়া, সন্দ্বীপ, মীরসরাই অন্যতম বিখ্যাত উপজেলা যেগুলো সতন্ত্র বৈশিষ্ট্য বহন করে।
    এসব ইতিবাচক দিকের সাথে রয়েছে কিছু নেতিবাচক দিক। যেমন :
    ১। যৌতুক প্রথা :
    যেখানে সম্পূর্ন বাংলাদেশে চলছে যৌতুক প্রথা বিরোধী অভিযান সেখানে চট্টগ্রামে যৌতুক প্রথা একটা অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে। বিয়েতে উপঢৌকনের নামে মেয়ের বাড়ি থেকে পাঠাতে হয় সংসারের যাবতীয় জিনিসপত্র। আবার এ রীতি কেবল বিয়েতেই শেষ না। রোজা, ঈদ সহ বিভিন্ন উৎসবে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হয় বাজার সদাই, জামা কাপড় আর খাবার। এমনকি বিয়ের প্রথম কয়েক বছর কুরবানির সময় মেয়ে পক্ষকে ছেলে পক্ষকে পাঠাতে হবে একটি গরু, মহিশ বা ছাগল যা না দিলে সেটা ছেলে পক্ষের জন্নে হবে অসম্মানজনক । এমন অদ্ভুত যৌতুক প্রথা স্বভাবতই চট্টগ্রাম কে করেছে অন্যান্য শহর থেকে আলাদা।
    2। বৌরথ ও দেনমোহর
    আপনি মেয়ের বিয়ে দিবেন, ছেলে পক্ষকে তো অবশ্যই আদর যত্ন করতে হবে। কিন্তু ছেলের পক্ষ থেকে কয়জন আসবে, তাদের আপ্যায়নের মেনু কি হবে , অনুষ্ঠান কোথায় করবেন এসব ঠিক করে দিবে ছেলে পক্ষ থেকে। আপনাকেও সে অনুযায়ী করতে হবে সব আয়োজন। এমন অদ্ভুত রীতির নাম ই বৈরথ যা সাধারণত দেশের অন্য কোথাও প্রচলিত নেই। আবার ছাড় নেই ছেলে পক্ষেরও। বিয়েতে ছেলেকেও গুনতে হয় মোটা অংকের দেনমোহর।
    ৩।মিশুক না হওয়া:
    যদিয়ও চট্রগ্রাম এর মানুষের মতে তারা খুবই অতিথিপরায়ন, তবে চট্রগ্রাম এ ঘুরতে যাওয়া অনেকের মতেই তারা নতুনদের সাথে মিশতে পার নাহ বা তাদের আপন করে নিতে পারে নাহ । তারা মূলত নিজ জেলার বাইরের মানুষদের " বইঙ্গা" বলে সম্ভোদন করে। তাদের সাথে সহজে মিশতে চায়না। যদিওবা দীর্ঘ সময় ধরে এখানে হিন্দু মুসলিম ক্রিসটান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।
    সম্প্রতি করা একটি জরিপ থেকে জানা যায় চট্রগ্রামের প্রাকৃতিক পরিবেশ ক্রমে দুষিত হচ্ছে এবং এর সমৃদ্ধ ইতিহাস আজ বিলুপ্তির পথে । ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের এই প্রানবন্ত শহরের কতোটুক উপভোগ করতে পারবে তা নিশ্চিতরুপে বলা সম্ভব নয়। চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য ব্যক্তিগত এবং সরকারি উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টা আজ একান্ত প্রয়োজনীয় ।
    তবে এতো বাধা- বিপত্তির সত্ত্বেও চট্রগ্রাম শহরের মানুষের এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞতা , তাদের উচ্চাকাঙ্ক্ষা এই শহরের অস্তিত্ব রক্ষার বিষয়ে আশ্বস্ত করে ।
    চট্টগ্রাম হোক আপনার কৌতূহলী গন্তব্য এবং একটি সমৃদ্ধতার গল্প যা আপনার হৃদয় কেড়ে নিবে এবং আপনাকে আরও কিছু জানার জন্য আকুল আকাঙ্খায় ছেড়ে দিবে । যা আপনাকে আমন্ত্রণ জানাবে , নতুন কিছু শিখতে এবং একটি উজ্জ্বল ভবিষ্যত গড়তে ।
    Plus Creative is proceeding to make a revolutionary change in Bangladeshi CZcams channels.

Komentáře • 35

  • @anikamahbuba8716
    @anikamahbuba8716 Před 9 měsíci +2

    ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য। আশা করি রাজশাহী শহরকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবেন। আমার অনেক ইচ্ছা ছিল চট্টগ্রামের মানুষের সাথে আত্মীয়তা করার ,, কিন্তু এই ভিডিওতে সত্য কথাগুলো শোনার পর আমার সেই ইচ্ছাটা মরে গেছে।

  • @piyarurahim2984
    @piyarurahim2984 Před 6 měsíci

    ❤❤❤❤❤

  • @monoara2862
    @monoara2862 Před 6 měsíci

    ধন্যবাদ

  • @armancreate3770
    @armancreate3770 Před 6 měsíci +1

    চট্টগ্রাম বাংলাদেশের সম্রাজ্য ❤

  • @kamrulhassan4639
    @kamrulhassan4639 Před 7 měsíci

    From sitakund

  • @jahedjahedkhan275
    @jahedjahedkhan275 Před 6 měsíci

    Hathazari

  • @md..shohag
    @md..shohag Před 8 měsíci +11

    ভাই আমার বাড়ি চট্টগ্রাম আপনি কোথায় থেকে পেলেন যে এখানে যৌতুক নেই হে তবে দেনমোহর বেশি আর বিয়ে উপলক্ষে ধনী গরীব সবাই বেশ আর কম খরচ করতে চাই..আর এখানে বেশির ভাগ সুন্নতি বিয়ে করে..আর আপনি যে বাড়ি ঘর গুলা দেখাইছেন আল্লাহর রহমতে চট্টগ্রামের গরিবদের বাড়িও এইরকম হয়না এইগুলা হচ্ছে বঙ্গেদের বাড়ি ঘর ওরা একটা টিনের ঘর বানাতে পারলে অনেক বড় কিছু মনে করে অথচ আমাদের এখানে এক দুই তালা ঘর ডেলি বাঙ্গে নতুন করে তৈরি করার জন্য..আমাদের চট্টগ্রামের মানুষ একমাসে চার পিছনে যতটাকা খরচ করে বঙ্গেরা 6 মাসের বাজার খরচা অততুক করে কিনা সন্দেহ আছে আর আমরা টাকার চিন্তা করিনা আগে হচ্ছে নিজের সখ তারপর টাকা..আল্লাহর রহমতে আমাদের চট্টগ্রাম সব কিছু দিয়ে সেরা আছে এইজন্য চট্টগ্রামকে ব্র্যান্ড বলে 😎🥱✌️

    • @shadabhossain
      @shadabhossain Před 8 měsíci +3

      চট্টগ্রাম কোন জায়গায়

    • @md..shohag
      @md..shohag Před 8 měsíci +1

      @@shadabhossain আমার বাড়ী ফটিকছড়ি

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp Před 7 měsíci +2

      ঠিক বলেছেন 🇧🇩💜👍

    • @csnoorbd
      @csnoorbd Před 7 měsíci +1

      😂😂😂 mog 😂😂😂

    • @ProfessorParadox-bk7sv
      @ProfessorParadox-bk7sv Před 7 měsíci

      শখ ঠিক আছে কিন্তু মানুষের গোয়া মেরে শখ পালনের কোনো গর্বের কথা না। সবকিছুর লিমিট আছে।চট্টগ্রামের লোক এই লিমিট এর উপরে করে

  • @iqbalalbaha5343
    @iqbalalbaha5343 Před 6 měsíci

    ❤ILOVE MY BANGLADESH AND MY CHITTAGONG CITY AGRA BAD BANGLADESH 🇧🇩 IM IQBAL CHITTAGONG CITY AGRA BAD

  • @abdurrashid690
    @abdurrashid690 Před 6 měsíci +1

    চট্টগ্রামের ঐতিহ্যে বাহী কলেজ " চট্টগ্রাম কলেজের" নাম বলেনি !! আসলে এখানে অনেক কিছুই বাদ দিয়েছেন বা জানেনা , তড়িঘড়ি করে কনটেন্ট তৈরী করেছে ........... !!

  • @trjisan7370
    @trjisan7370 Před 7 měsíci +2

    চট্টগ্রামে যৌতুকপ্রথা আছে, তবে যেইভাবে এই ভিডিওতে যৌতুকের কথা উল্লেখ করা হয়েছে ওই রকম যৌতুকপ্রথা চট্টগ্রামে নেই। অনুগ্রহপূর্বক আগে ভালোভাবে খোজ নিয়ে তারপর ভিডিও বানাবেন। ধন্যবাদ।

  • @Foysalispbroadbandmetrowifi
    @Foysalispbroadbandmetrowifi Před 8 měsíci

    পটিয়াতে বোন, দূলাভাই থাকে, অাবুল কালাম অাজাদ💛

  • @monoara2862
    @monoara2862 Před 6 měsíci

    চট্টগ্রামের মেজবান কালাভুনা বিরানী অসাধারণ

  • @ahasanulhoque7834
    @ahasanulhoque7834 Před 7 měsíci

    যৌতুক প্রথা আছে ঠিক। তবে অতটা না যতটা এখানে বলা হয়েছে। এখানে যৌতুকের প্রথা আস্তে আস্তে কমতে শুরু করেছে।

    • @Muhaimin686
      @Muhaimin686 Před 6 měsíci

      কোথায়?
      বাড়ছে বরং।

  • @ToniAbraham1998
    @ToniAbraham1998 Před 8 měsíci

    Chatgaiya bolod😂😂😂

    • @md..shohag
      @md..shohag Před 8 měsíci +1

      তোরা আগাছা বঙ্গেরা যা ইচ্ছা তা বল আমাদের চট্টগ্রাম কিরকম সেটা পুরো বাংলাদেশ ভালো করে জানে 🥱😎

    • @ToniAbraham1998
      @ToniAbraham1998 Před 8 měsíci

      @@md..shohag Amar bal😀😀😀

    • @ToniAbraham1998
      @ToniAbraham1998 Před 8 měsíci

      Rohingyar baccha😀😀😀

    • @md..shohag
      @md..shohag Před 8 měsíci

      @@ToniAbraham1998 আর যা যা আগে লেভেল আই চুদির বঙ্গে 🤮

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp Před 7 měsíci

      ​@ToniAbraham1998 পাগল গাছে উঠে,, তুমি কি সেটা 😮😊😊