Gaibo na - Sumon & Anila - Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2018
  • গাইবো না - সুমন/আনিলা
    Gaibo na - Sumon & Anila - Lyrics
    দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
    লেখা কবিতা, গাওয়া গান যত
    খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
    মুছে দিও না শুধু হৃদয় ক্ষত
    গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
    লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
    নিজেকে আমি বুঝিনি কখনো
    ছিলেনা যখন আসনি তখনও
    এলে সেখানে, অজানা যা ছিল মন **
    আমার মাঝে আজ আমি আলোকিত
    গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
    লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
  • Hudba

Komentáře • 3,6K

  • @shamimasultana1995
    @shamimasultana1995 Před 2 lety +993

    ২০২২ সালে এসেও এই গানটা এখনো আমার কাছে পুরোনো হয়নি।আশাকরি কোনোদিনই পুরোনো হবে না।🖤🖤

  • @ToukirUniverse
    @ToukirUniverse Před 3 lety +1002

    আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩🇧🇩❤️❤️

    • @itsayman70
      @itsayman70 Před 2 lety +6

      vai sudu like nah aksathe replyoo dia dilam ganta abar sunen 😊

    • @ToukirUniverse
      @ToukirUniverse Před 2 lety +3

      @@itsayman70
      এটা আমার মোবাইলে ডাউনলোড করা! প্রায় প্রতিদিনই শুনে থাকি!

    • @drtanziatompa7319
      @drtanziatompa7319 Před 2 lety

      @@itsayman70 qq

    • @drtanziatompa7319
      @drtanziatompa7319 Před 2 lety

      @@itsayman70 qq

    • @joydas-hn3ts
      @joydas-hn3ts Před 2 lety

      Qqqq1q

  • @user-wg8ym2st2k
    @user-wg8ym2st2k Před 3 měsíci +57

    ২০২৪ কে আছো গো.......😊💝

  • @nahidhossain6901
    @nahidhossain6901 Před rokem +174

    মানুষ যতো 'ম্যাচিউরড' হতে থাকে ততোই পুরনো গানের প্রতি আকৃষ্ট হতে থাকে....🖤🥀

  • @himubhai5409
    @himubhai5409 Před měsícem +12

    রেডিও ফুর্তিতে সপ্তাহে ৫-৬ বার শুনতাম গানটা।
    সেই থেকে শুনছি,শুনেই যাচ্ছি।
    সুমন ভাই বেঁচে থাকেন,গাইতে থাকেন❤

  • @kanaksarkar6431
    @kanaksarkar6431 Před 2 měsíci +36

    শৈশব কেটে যখন কৈশোর জীবনে তখন স্মার্ট ফোন ছিলোনা ২০০৭/২০০৮ রেডিও ফূর্তিতে কতো বার যে শুনেছি তা অজানা, বর্তমান জেনারেশন হয়তো জানবে না গান টা আমাদের কতো প্রিয়, ধন্যবাদ কলাকৌশলিদের যারা এমন একটা গান উপহার দিয়েছেন, কমেন্টে কেউ লাইক দিলে আবার আসবো শুনতে

    • @anirbanfdj2751
      @anirbanfdj2751 Před měsícem

      Radio furti is emotion 🤌🏻
      88.0 FM ahhh those days

  • @atoz7139
    @atoz7139 Před 2 lety +215

    সবকিছুরই একটা যুগ থাকে। এফএম রেডিও, নোকিয়া ফোন, আনিলার গান--যারা পেয়েছে তারাই জানে এ যুগ কী ছিল🙂

  • @FiREXOp
    @FiREXOp Před rokem +168

    ২০২৩ এখনো পছন্দের গানগুলোর মধ্যে একটি। এখনের গানগুলো এমন মনটাকে স্পর্শ করতে পারে না ☺️

  • @browngirl714
    @browngirl714 Před 4 měsíci +14

    এক সময়ে খুব শুনতাম গানটা। অনেকদিন পর আজ নতুন করে শুনতে এলাম‌। পুরনো বহু স্মৃতি জড়িয়ে আছে এই লাইনে- "খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো"

  • @ioriyagami4385
    @ioriyagami4385 Před 5 lety +1830

    সময়টা সম্ভবত ২০০৭-০৮, তখন গান বলতেই বুঝতাম অনিলা সুমনের গাইবোনা, তপু-অনিলার এক পায়ে নূপুর আর তাহসানের আলো আলো।
    Oh those were the days... Gold Gold

    • @ShockWave94
      @ShockWave94 Před 5 lety +15

      ইচ্ছে? অইটাও ত জোছ

    • @badhemlock1935
      @badhemlock1935 Před 5 lety +56

      with nokia xpressmusic mobile and headphone

    • @shantorahman6649
      @shantorahman6649 Před 5 lety +13

      @@badhemlock1935 bro best moment amr purono srity mone koriyya dlan

    • @abraradib6353
      @abraradib6353 Před 5 lety +5

      Actually right those were the days

    • @Mr-ut8gy
      @Mr-ut8gy Před 5 lety +5

      Apu Ke? Topu lol

  • @ashaakter9929
    @ashaakter9929 Před 2 lety +119

    আমার কিশোরী বেলা...কত মধুর ছিল এসব গানগুলো। রাত জেগে এফএফএমে গানগুলো শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। আহা, সেই দিনগুলো আর ফিরে পাবো না।

  • @storysingerasif
    @storysingerasif Před rokem +35

    ছোটো সময় ভাবতাম যে এই গুলা কি গান শুনে মানুষ বাংলা গান এখন দেখি বাংলা গানের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় 😌🖤

  • @onkita8111
    @onkita8111 Před 8 měsíci +24

    অনেক ছোট ছিলাম যখন এই গান ফার্স্ট টাইম শুনছিলাম। ছোটবেলায় মা এর হাত ধরে রাস্তাদিয়ে হাঁটার সময় বিভিন্ন দোকানে এই গানটা শুনতাম। গত অনেক বছর গানটা প্রায় ভুলেই গিয়েছিলাম। হটাৎ সুরটা সেইদিন মনে পড়ায় খুঁজে দেখলাম। নস্টালজিয়া কিনা জানিনা বাট ছোটবেলার গান গুলোর মধ্যে কেমন জানি একটা শান্তি আছে।

    • @aryandibra3101
      @aryandibra3101 Před 2 měsíci +1

      😊😊😊😊😊

    • @aryandibra3101
      @aryandibra3101 Před 2 měsíci

      Hi

    • @nasrinnaher1018
      @nasrinnaher1018 Před 15 dny

      খুঁজে দেখো পাবেনা কেউ আমার মতো ...সেরা লাইন।

  • @omarnewazrabby995
    @omarnewazrabby995 Před 5 lety +323

    ২০০৮ সালের জনপ্রিয় একটা গান, ২০০৮ সালের স্মৃতিগুলো মনে পড়ে যায় এই গান শুনলে.....

  • @shamsimran7102
    @shamsimran7102 Před 4 lety +77

    ওহ!! আমার ভার্সিটি লাইফের গান 😍😍 বহু বছর পর শুনে ইমোশনাল হয়ে গেলাম 😔😔।
    ইশ! সেই সময় যদি আবার ফিরে আসতো?

    • @azamhossain810
      @azamhossain810 Před 2 lety +1

      আমারও সেম, এটাই ত শুরু

  • @mdrezaulkarim2631
    @mdrezaulkarim2631 Před 10 měsíci +12

    ক্লাস সিক্সে থাকতে বিনোদনের একমাত্র মাধ্যম ছিলো এফ এম রেডিও। রেডিও ফুর্তিতে এই গান গুলোর জন্য অপেক্ষা করতাম। প্রতি ঘন্টায় ৩ টা সেরা প্লে লিস্ট প্লে করা হতো। তপু, বেজবাবা সুমন, ফুয়াদ ছিলো প্রতিদিনের ওয়েটিং লিস্টের সেরা সিংগার। আহা কই গেলো সোনালী দিন গুলো 😢 গান শুনলে এখনও বুকের মধ্যে কেমন করে উঠে। কত বছর চলে গেলো, এখনও পুরোনো হয়নি একদম! যতবার শুনি ততবার নস্টালজিয়া হয়ে যাই৷

  • @chottuanna
    @chottuanna Před 11 měsíci +6

    ভাইয়া এই গানটা কম্পিউটারে ছেড়ে দিত আর আমি টেবিলে বসে স্কুলের হোমওয়ার্ক করতাম তখন ২০১০ খুব সম্ভবত! এখন ২০২৩..সেই সোনালি অতীত আহারে! ♥️

  • @joysun3505
    @joysun3505 Před 4 lety +184

    আজ অনেক বছর পর আবারও শোনা হচ্ছে
    পশ্চিমবংগ,ভারত

  • @khairunnaherliza7986
    @khairunnaherliza7986 Před 3 lety +1450

    2021 সালে কারা কারা শুনলেন এই গান।❤️❤️

  • @aktaruzzamananik4765
    @aktaruzzamananik4765 Před rokem +52

    2023 সালে এসেও এই গানটা এখনো আমার কাছে পুরোনো হয়নি।আশাকরি কোনোদিনই পুরোনো হবে না।🖤🖤

  • @sadiaafrin5836
    @sadiaafrin5836 Před 7 měsíci +6

    কমেন্ট টা করে গেলাম ❤
    পরের বছর প্রিয় মানুষটার হাত ধরে গানটা শুনবো।
    ভালোবাসি অনেক তোমায়। আল্লাহ পাক তাড়াতাড়ি আমাদের সম্পর্কটার হালাল ব্যবস্থা করে দিক।।

  • @user-kp4kl7yk7e
    @user-kp4kl7yk7e Před 5 lety +162

    নিজেকে আমি বুঝিনি কখনও..
    ছিলেনা যখন, আসনি তখনও..
    এলে শেখালে, অজানা যা ছিলো..
    আমার মাঝে আজ আমি আলোকিত..

  • @mfs3092
    @mfs3092 Před 5 lety +328

    ২০০৭-০৮
    এফ এম রেডিও স্বর্ণযুগ

    • @sadnanhasansaad1968
      @sadnanhasansaad1968 Před 3 lety +1

      হুম😢😭😭😭......

    • @asifurrahmantowkir6630
      @asifurrahmantowkir6630 Před 3 lety +12

      & বাংলা ভালো গানের শেষ সময়। এরপর ই বাংলা মিউজিক ইন্ড্রাস্ট্রি ধ্বংস হয়ে গেলো।

    • @lingkonlingkon8127
      @lingkonlingkon8127 Před 3 lety

      Ame aca ruma bolce

    • @gymtv1547
      @gymtv1547 Před 3 lety

      U say right..

    • @kanikkhan5140
      @kanikkhan5140 Před 2 lety

      Right

  • @SharifAhmed-gx2dl
    @SharifAhmed-gx2dl Před rokem +6

    আহ্ কত মধুর স্মৃতি এই গানে ২০০৫ থেকেই আনরিলিজ ট্র্যাক,,রেডিও ফুর্তিতে।মনে হলেই কান্না আর ধরে রাখতে পারি না।অতীত তুমি বড়ই মধুর।

  • @tabassumislam6358
    @tabassumislam6358 Před 4 měsíci +6

    2024 সালে এসেও এ গানটি শুনছি😊

  • @kaiserhamid2239
    @kaiserhamid2239 Před 4 lety +195

    আমার সেই স্কুল লাইফের গান😢😢
    সত্যি বলতে গান এইগুলো শুনে আর মজা পাই না যেটা পাই সেটা হচ্ছে সেই দিনগুলো হারানোর কষ্ট😭😭

    • @dipakundu4621
      @dipakundu4621 Před 2 lety +1

      Right kaiser hamid👍👍👍👍

    • @mdyounus6689
      @mdyounus6689 Před 2 lety

      right

    • @mrmoti6382
      @mrmoti6382 Před 2 lety +1

      ক্লাস ৯ যখন পড়ি তখন গান প্রথম শুনি প্রথম ভালো লাগা, আজও সেভাবে ভালো লাগে

  • @priasbhowmik2831
    @priasbhowmik2831 Před 27 dny +5

    ২০২৪ এ কে কে শুনতেছেন?

  • @MDHabib-cc7wt
    @MDHabib-cc7wt Před rokem +9

    2023 সালে এসে শুনছি 😢,,,,, নিজেকে আগের সময়টাতে যদি নিয়ে যেতে পারতাম 😢

  • @Shahed020
    @Shahed020 Před 3 lety +19

    উফ কি গান এইটা ! একদম পুরনো হয়না
    2021 সালে এসে ও নতুন লাগছে 🥰

  • @alifshafi9650
    @alifshafi9650 Před 5 lety +13

    সেই ছোটবেলা ভাইয়াদের সাথে শুনতাম এই গান।। তখন কিছু বুঝতাম না গানের কথা গুলো।।কিন্তু এখন অনেক দিন পর গান টি শুনে গানের অর্থ গুলো জাস্ট অনেক সুন্দর লেগেছে।।অনেক সুন্দর একটা গান।।😍😍😍😍

  • @zayanwayasaazan2418
    @zayanwayasaazan2418 Před měsícem +1

    আমার ইংলিশ স্যার (১৮বয়স থাকে প্যারালাইসিস) উনি এই আলবামটা (CD কেসেট) টা আমি কিনে আনছিলাম । আমি ❤স্যারকে only এই গানটা শুনতে দেখতাম
    ❤স্যার মারা গেসে আজ ৩টা বছর😢 আরিফিন সুলতান(পাখি স্যার)♥️ আল্লাহ আপনাকে শান্তি দান করুক স্যার ❤

  • @jannatulekra8701
    @jannatulekra8701 Před 4 měsíci +3

    গল্প তো সবারই থাকে, কারোটা হয় উপন্যাস, কারোটা দীর্ঘশ্বাস.. 🥀😊

  • @NOName-uo2nt
    @NOName-uo2nt Před 5 lety +185

    নস্টালজিক হয়ে গেলাম। বড় ভাই এটা ক্যাসেট এ শুনতো অবশেষে পাইসি

  • @ishraqarif7442
    @ishraqarif7442 Před 2 lety +58

    Miss this song on spotify, so always be here on CZcams whenever my mind craves for this masterpiece. First listened when I was 2nd grade student, now I am an HSC candidate...still feels the same vibe

    • @Su-zu6pg
      @Su-zu6pg Před rokem

      It indeed is a masterpiece, still can't get over it

  • @shahadat.9
    @shahadat.9 Před 5 měsíci +5

    কে কে ২০২৪ সালে ও এই গানটি শুনছো 💔✋

  • @zabiribnealom6558
    @zabiribnealom6558 Před 5 lety +261

    আনিলা হারিয়ে গেছে😭
    এমন একজন আইকন ফিমেল ভোকাল আর দেখলাম না এই জীবনে 💔

    • @MadaraUchiha-SRT
      @MadaraUchiha-SRT Před 5 lety +29

      Bideshe a biya kre settled BT ashoilei anila r Moto female vocalist AR nai Bangladesh a

    • @ahmadgfakhruddin8265
      @ahmadgfakhruddin8265 Před 5 lety +14

      Anilar vocal e kono jor nye ar bhalo shur o nye. All of her studio performances dependent on auto-tune. She made a TV live presence after her remake of Ke Bashi Bajayre got hit. That live performance was more than a disaster.

    • @rajobiraka8867
      @rajobiraka8867 Před 4 lety +2

      😔

    • @farzanayesmen5337
      @farzanayesmen5337 Před 4 lety +6

      @@ahmadgfakhruddin8265 still or voice er alada colour chilo.

    • @anilamahbub6384
      @anilamahbub6384 Před 4 lety +7

      Amio Anila..bt Anilar Moto gola etto SUndor na

  • @kashfikazi5837
    @kashfikazi5837 Před 5 lety +1487

    কেউ আছো কি ২০১৯শ্রোতা??
    শাড়া দাও

  • @UpliftBangladesh
    @UpliftBangladesh Před 11 měsíci +2

    রাত জেগে এফএফএমে গানগুলো শোনা আহা, সেই দিনগুলো আর ফিরে পাবো না ❤

  • @realtipstricks4887
    @realtipstricks4887 Před rokem +1

    2023.......still favourite one

  • @choitibordon6727
    @choitibordon6727 Před 2 lety +5

    আজ কমেন্ট করে গেলাম,,কারন আজ থেকে অনেক দিনপর যখন কেউ একজন এটাতে লাইট দিবে তখন এই নোটিফিকেশন আমার কাছে আসবে, তখনএই দিনের কথা মনে পড়বে 🙂 আমরা বড় হয়ে যাবো কিন্তু এই গানগুলো চিরকাল থাকবে🙏💚

  • @azwathossainajmain4887
    @azwathossainajmain4887 Před 4 lety +684

    ২০২০ তে আছো গো।😊😊

  • @rokanuzzaman1616
    @rokanuzzaman1616 Před rokem +7

    কত মধুর স্মৃতি আছে গানটার সাথে ❤

  • @user-cd3kd7oe4k
    @user-cd3kd7oe4k Před 2 měsíci +3

    2024 সালে এসে এই গানটা অনেকদিন পর আবার শুনছি নতুন করে এই গানটার আবার প্রেমে পড়ে গেলাম। গানটা কোনোদিনই পুরোনো হবেনা। 🖤❤️‍🔥

  • @shakilsulaiman9677
    @shakilsulaiman9677 Před 3 lety +5

    কেও একজন ২০০৭ এর দিকে গানটা যে কতবার শুনিয়েছিল, তার কোন ইয়ত্তা নেই। গানটা তার খুব প্রিয় ছিলো ..আজও প্রিয় আছে কিনা জানিনা! সময়ের স্রোতে মানুষটা আজ পাশে নেই কিন্তু প্রিয় গান টা আজও আছে এবং এখনো শুনি- শুনতে ভাল লাগে এবং সেই অনুভূতি দেয়!!

  • @md.tusherstudent7383
    @md.tusherstudent7383 Před 4 lety +5

    এই প্রথম শুনলাম গানটা খুবই ভালো লাগলো

  • @khanakashmd9839
    @khanakashmd9839 Před měsícem +1

    প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤

  • @mdikbalqawser9105
    @mdikbalqawser9105 Před rokem +5

    ছোট থাকতে কত শুনেছি, আজ ভাবলাম কিছু পুরোনো গান শুনে নিই।২০২২ সালের শেষে এসেও কে কে শুনছেন?আমি বান্দরবান থেকে শুনছি।

  • @blackshadow-zk7mw
    @blackshadow-zk7mw Před 5 lety +218

    সে আমাকে ছেড়ে গিয়ে যখন পথে পথে করে দিয়েছিলো তখন এই গান টা শুনতাম সব সময় হঠাৎ আজ আবার মনে পরে গেল কতই না কষ্টে দিন গুলা পার করেছিলাম আজ সে কোথায় পরে আছে আমি কোথায় আসলাম 😞😞 ভাল থাকুক সব সময় ভালোবাসার মানুষ টা আমি না হয় দূর থেকেই ভালবাসব

    • @cathystela9311
      @cathystela9311 Před 5 lety +2

      এখনও ভালবাসেন মনে হচ্ছে

    • @blackshadow-zk7mw
      @blackshadow-zk7mw Před 5 lety +6

      @@cathystela9311 হুম কিন্তু কিছুই করার নাই এখন কারণ অন্য কারো জীবন এর সাতে জরিয়ে আছে আমাদের জীবন

    • @smritikhatun9091
      @smritikhatun9091 Před 5 lety +1

      😂😂😂😂

    • @lyricalguys3995
      @lyricalguys3995  Před 5 lety +2

      haha

    • @samsumnaharnahar5065
      @samsumnaharnahar5065 Před 5 lety

      @@blackshadow-zk7mw 😢😢😢😢😢

  • @umanaislam6537
    @umanaislam6537 Před 3 lety +56

    Damn, I used to listen this on my radio when i was in Nursery.. It was 2010, Now it's.. 2021....Damn 🙏❤️

  • @sraboniislam2656
    @sraboniislam2656 Před 12 dny

    অনেক আগে রেডিও এফএম এ শুনতাম ❤এখন ২০২৪ সালে এসেও প্রিয় গানের তালিকায় রাখা😇❤ হয়তো ২০১২/১৩ সালের কথা😊ত
    যখন রেডিওতে শুনতাম ❤

  • @pixel3capture
    @pixel3capture Před 5 měsíci +3

    আমি 2024 সে এসেও শুনি

  • @salmakasem5787
    @salmakasem5787 Před 4 lety +5

    onak valo laga gaan ta.. onak din por sona hoilo.. onak valo lagllo ai looldown a ai gaan ta suna.. akono sai puro dinar moto laga..

  • @nazmulhasan8355
    @nazmulhasan8355 Před 4 lety +221

    ২০২০ শে কে কে শুনছো সারা দাও

  • @aashikbhuiyan4339
    @aashikbhuiyan4339 Před rokem +2

    2023 সাল থেকে। কে কে শুনছো শুনছো

  • @mdrakibhasanjoy3692
    @mdrakibhasanjoy3692 Před 9 měsíci +2

    এই গানগুলো কখনো পুরোনো হবার নয়! ❤️❤️

  • @cseanu5166
    @cseanu5166 Před 5 lety +66

    2007-2008 এর এফ এম রেডিও

  • @mdabuhasnain8666
    @mdabuhasnain8666 Před 3 lety +59

    I’ve heard this song when i was in class 5 back in 2008 in Bangladesh! And still am listening this song in 2021!!Always will be my favorite track ❤️

  • @md.sohagmolla
    @md.sohagmolla Před 10 měsíci +2

    ২০২৩ এ এসে কে কে শুনছেন??

  • @Khanvict24
    @Khanvict24 Před měsícem

    আহা অতীত ময় স্মৃতি 😢❤

  • @farjanashathi3803
    @farjanashathi3803 Před 5 lety +427

    সময় টা ফিরিয়ে আনতে পারলে অনেক
    ভুল শুধরে নিতাম 😞😞

  • @lokmanhossain6238
    @lokmanhossain6238 Před 4 lety +5

    আহা গান!!!
    কত শতবার শুনেছি, শুনে যাচ্ছি।

  • @shuvomoysen7410
    @shuvomoysen7410 Před rokem +3

    পছন্দের গান শুনতে বছরের হিসাব আসেনা। আর এই গানগুলার সাথে আমাদের শৈশবজীবনের আবেগ জড়ানো

  • @MegaNaurin
    @MegaNaurin Před 3 lety +4

    কেন কেন কেন
    এত্তো সুন্দর গান কেন বানায়
    Anila কোথায় হারিয়ে গেলো প্লিজ আরো গান গাও

  • @berlin-moneyheist2092
    @berlin-moneyheist2092 Před 3 lety +66

    You Can Feel You'r Inner Peace While Listening This Song! Amazing Voice Delivered By Both Artist

    • @berlin-moneyheist2092
      @berlin-moneyheist2092 Před 3 lety

      @Muktasid Bin Azad Actually I'm Also From Bangladesh 😐😊

    • @SanjidaEma18
      @SanjidaEma18 Před rokem

      22 সালে এসে শুনছি। always শুনি খুব ভালোলাগে

  • @eshakmahmud8640
    @eshakmahmud8640 Před rokem +4

    অসাধারণ গানের কথা গুলো, শুনলে মন ছুয়ে যায়। ২০২৩ সালে এসে কারা কারা গানটা শুনলেন।🥰

  • @user-km7mz6kk5n
    @user-km7mz6kk5n Před 8 měsíci +1

    অনেক শুনসি,,এমপি থ্রি প্লেয়ারে

  • @moxapolapan738
    @moxapolapan738 Před 4 lety +232

    কেউ কি ২০২০ সালে গানটি শুনছেন?
    সাড়া দিন👍🏼

  • @mdbokkor2373
    @mdbokkor2373 Před 4 lety +6

    গান গুলো যত শুনি ততই শুনতে ইচ্ছে করে,কেউ কি আছে গান গুলো কে মিস করছেন

  • @robinkumardas2937
    @robinkumardas2937 Před rokem +3

    ২০০৮ সাল হতে এখনো শুনছি, আগের মতোই ভালোলাগা আছে এই গানসহ 'এখন আমি' অ্যালবামের সবগুলো গানেই! এগুলো এভারগ্রিন সৃষ্টি যা কখনো পঁচেনা!💚

  • @user-td4qs1op2f
    @user-td4qs1op2f Před měsícem

    আসলেই সেই সময় টা ছিল অসাধারণ ছিল না কোন চিন্তা, ছিল শুধু শৈশবের অসম্ভব সুন্দর ও আনন্দময় মুহূর্ত।

  • @taslimaalauddin4262
    @taslimaalauddin4262 Před 3 lety +18

    I'm listening this song now... 12 April,2021 getting nostalgic 😟 I'm really sick.. if anyone see's please pray for me..

  • @lietome4471
    @lietome4471 Před 3 lety +6

    আমি গানটা ওয়েলকাম টিউন হিসেবে সেভ করতে চাচ্ছিলাম। কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই। এক সময় কত হাজার বার যে গানটা শুনেছি সেদিনের কথা এখনো মনে পড়ে

  • @shantovhai3268
    @shantovhai3268 Před 26 dny +1

    ২০২৪ এসে কে কে শুনতেছেন গান টা ! বাহ আপনার রুচি আছে তো বেশ

  • @mahzabinorpa2017
    @mahzabinorpa2017 Před 11 měsíci +12

    I heard this song When I was about 5 and my elder was at 8th grade and he used to play it when the current went off.....now 2023 I'm 17 and still remember that melody.....it's truly nostalgic.......

  • @RakibIslam-vt7ot
    @RakibIslam-vt7ot Před 4 lety +89

    কেউ আছো কি 11 - 09 - 2019 শ্রোতা??
    শাড়া দাও

    • @user-bn8zf5gy3h
      @user-bn8zf5gy3h Před 4 lety +3

      সাড়া না দিয়ে পুত কইরা পাদ দিলে চলবে আমার একটা পাদ আইছে

    • @artcorner1920
      @artcorner1920 Před 4 lety

      Yess ami

    • @xpritulx
      @xpritulx Před 4 lety

      @@user-bn8zf5gy3h lol

  • @KeepPeace315
    @KeepPeace315 Před 4 lety +9

    অনেক মিস করি সেই ইন্টার ফার্স্টইয়ার কলেজের দিনগুলো, ২০০৫/২০০৬ সালে হাবিব, বালামের গানগুলোই এফ এম রেডিওর দখলে ছিল, সেই আমার টিউশনির টাকায় অনেক কষ্টে কিনা নোকিয়া ফোনটাকেও অনেক মিস করি, এখন আমার আইফোনও তার কাছে তুচ্ছ । তখন নতুন নতুন প্রেমে পরছি, কত শত স্বপ্ন, স্কুলের বন্ধু, ইন্টারের বন্ধু - তোদের সবাইকে অনেক অনেক মিস করি রে। আজকে ১৭ই এপ্রিল, ২০২০। কতবছর কেটে গেল কিন্তু এখন এই গানটি শুনলে সে দিনগুলোতে ফিরে যায়। হয়তো সুন্দর স্মৃতিগুলো আছে বলেই জীবনটা এতো সুন্দর। দুঃখ সেদিনগুলো আর কোনদিন ফিরে আসবে না। স্মৃতিগুলো অমলিন থাক চিরদিন।

  • @aliahammed11
    @aliahammed11 Před rokem +2

    বহুদিন পর আবার শুনলাম। সেই এক যুগের আগে শুনেছিলাম

  • @MdMehedi-by7ge
    @MdMehedi-by7ge Před 10 měsíci +2

    গান টা এখন স্মৃতির''''"" পাতায় রয়ে গেল 😊 যতবার' ই শুনি অতীত মনে করিয়ে দেয়*😴 এক সময়ের বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় গান ছিল 🤫❤ যে টা এখনকার বাচ্চারা ভাইরাল বলে 😅 এইসব গান কিছু: মানুষের কাছে কখনোই পুরানো হবে না°🖤🌼

  • @MrKhan-sv1kp
    @MrKhan-sv1kp Před 3 lety +4

    ২০২১ এখন।আনিলা ম্যাম গান গাওয়া সেই কবেই ছেড়ে দিয়েছে।তিনি বোধহয় জানেন না,ওনার শ্রোতারা এখনও ওনাকে মিস করে❤️❤️😭😭😭

  • @mahbubayesmin1041
    @mahbubayesmin1041 Před 2 lety +6

    2022 who listens this beautiful song

  • @alveekhanchowdhury1719

    2007 এর গান 2024 এ শুনতে আসছি ❤ আসলেই লিজেন্ডারি ❤

  • @bristychowdhury6304
    @bristychowdhury6304 Před 25 dny

    ২০২৪ সালে শুনছি। একটা সময় এই গানের জন্য পাগল ছিলাম ❤❤❤

  • @jhaalak
    @jhaalak Před 4 lety +8

    এই এক গান দিয়েই এফ এম রেডিও গুলা বড়লোক হয়ে গেছিলো।
    ২০২০ এপ্রিলে কে কে শুনছেন?

  • @debangibhattacharya2067
    @debangibhattacharya2067 Před 5 lety +5

    darun gan,khub valo lglo✌️✌️💓

  • @sabbirhaque2378
    @sabbirhaque2378 Před rokem +1

    কক্সবাজার ঘুরতে যাচ্ছিলাম, তখন এই গান টা এফএম রেডিওতে শুনেছি ২০০৮♥

  • @shoeaburrahman2379
    @shoeaburrahman2379 Před rokem +1

    তখন ফেসবুক ছিলনা আমার একটা এফ এম রেডিও ছিল। স্কুল শেষ করে বিকেল বেলায় এফএম রেডিওতে এই গান গুলো শুনতাম। এখন আর শোনা হয় না তবে হঠাৎ করে শুনলে পুরনো স্মৃতি মনে পড়ে।

  • @saifomer996
    @saifomer996 Před 4 lety +32

    Now a days,we have to bear songs like 'Oporadhi' while the best musics are still in our heart....... Old is pure gold....💔💔💔...

  • @sabihaparijat9809
    @sabihaparijat9809 Před 4 lety +11

    Best ever song till 2020.....❤💙💚💛💜

  • @somratakber963
    @somratakber963 Před měsícem +1

    কত সৃতি জড়িয়ে আছে এই গান টা র সাথে

  • @riyankadebnath1266
    @riyankadebnath1266 Před měsícem

    বহুবছর পর শুনলাম❤🌼🌿🏵 থাকলে তুমি,সত্যি গানটা হতো গাওয়া☺

  • @RAIHAN-xu3zc
    @RAIHAN-xu3zc Před 2 lety +3

    সেই ছোটবেলা শুনেছিলাম।গানটা টেলিভিশনে দেখতাম তখন গানের নাম জানতাম না।গতকাল গানটা খুজে পেয়েছি।২০-১০২১😪😪😪সৃতি রেখে গেলাম।

  • @oishikhan4659
    @oishikhan4659 Před 5 lety +43

    Childhood memories,
    Full on nostalgic mode 😍😍

  • @simulsifayet
    @simulsifayet Před rokem +4

    আবার ও বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই । এইরকম মাধুর্যতা যুক্ত লিরিক্স হয়তো দ্বিতীয় হয় না। আগামী 100 বছর এ পুরোনো হবেনা এই গান । রাইটার এর রুচির প্রতি সম্মান রইলো ।

  • @kazitipu3339
    @kazitipu3339 Před 2 měsíci

    কলেজ লাইফ এর সে সময় গুলো মনে পরে যায় আহা সময় কত দ্রুত পুরিয়ে যায়

  • @rahulroymunshi
    @rahulroymunshi Před 3 lety +4

    প্রথম শুনেছিলাম ক্লাস ১০ এ থাকতে কাজিনের ডেক্সটপে। এখনও ঠিক আগের মতোই ভালো লাগে। ❤

  • @KHISA_06
    @KHISA_06 Před 5 lety +36

    it's 29th May of 2019 and this song is still on my Track list...

  • @Xxx-on5ru
    @Xxx-on5ru Před 8 měsíci +2

    2023 সালে এসে সুনতেছি। আজও গানটা আগের মতোই ভালো লাগে ❤️❤️❤️। FM radio চালু করে রাখতাম গানটা সোনার জন্য 🥰। ঐ দিন গুলো আর ফিরে পাবনা জানি কিন্তু ঐ দিনগুলোর কথা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে মনের ভেতর ❤️❤️❤️

  • @method4teachingenglish721

    2007-2011
    তপু (একটা গোপন কথা/ইচ্ছে ঘুড়ি/নুপুর/)এগুলোর সাথে অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে।
    গাইবোনা আর কোন গান এটা শুধু একটা গান নয় এটা একটা ভালোবাসা,যা অতীতের সুন্দর মুহুর্তকে মনে করিয়ে দেয়।

  • @mehedi.on.the.development6693

    বেস্ট মিউজিক আর বেস্ট গান ❤️
    অনুভূতিটাই অন্যরকম ❣️

  • @tasnimmahiyamahi2924
    @tasnimmahiyamahi2924 Před 5 lety +349

    2019????