পদাবলী কীর্তন l প্রমীলা চক্রবর্তী l Kirtan l Pramila Chakraborty l Srotar Asor

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #Srotarasor #Bengaljukebox
    Bengal Foundation
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    আশির দশকের শেষভাগে বাংলা গানের শ্রোতাগোষ্ঠি ‘শ্রোতার আসর’-এর পক্ষ থেকে নাগরিক গীতিশৈলীর নির্বাচিত সংগ্রহের একাধিক দীর্ঘবাদন প্রকাশ করা হয়। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, কেবল শ্রোতার আসরের সদস্যদের সংগ্রহে রক্ষণের জন্যই শতাধিক বাংলা গান রেকর্ডে ধারণ করা হয়।
    শ্রোতার আসরের এই সংকলন একটি বিশেষ কাল ও সংগীতরুচির উজ্জ্বল স্বাক্ষর বহন করে। সে-সময় রবীন্দ্রনাথ ও নজরুলের গান, কীর্তন, লালনগীতি, লোকগীতি, ভক্তিমূলক, দেশের গান এবং বাংলা চতুর্দশ শতকের আধুনিক গানের বিশাল সংকলনে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রথম সারির শিল্পীরা।
    শ্রোতার আসরের আনুকুল্যে বাংলা গানের যে বিপুল সম্ভার রেকর্ডে ধারন করা হয়েছে, তা থেকে নির্বাচিত কিছু গান ডিজিটাইজ করে এ-কালের শ্রোতার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    ˚*❋ প্রমীলা চক্রবর্তী ❋*˚
    ♦️ পদাবলী কীর্তন ♦️
    ༝ ┉┉┉┉┉┉┉┉┉┉ ༝
    ১. ও তুই সকালে চলিলি ▶️ 00:00
    পদকর্তা: প্রচলিত
    ২. রাধে বুঝাও আমারে ▶️ 03:48
    পদকর্তা: শৈলেন রায়
    ৩. কেবা কানু কহে রাই ▶️ 08:04
    পদকর্তা: প্রচলিত
    ৪. যদি গোকুলচন্দ্র ব্রজে না এল ▶️ 13:01
    পদকর্তা: অতুল প্রসাদ সেন
    ৫. কাতরা রাধিকা ▶️ 17:02
    পদকর্তা: প্রচলিত
    ৬. ওহে শ্যাম তুঁহু সো সুজন ▶️ 21:13
    পদকর্তা: প্রচলিত
    ৭. আহা কুরুপা কুব্জা রাণী হল ▶️ 25:06
    পদকর্তা: শৈলেন রায়
    ৮. সখী, আমি না হয় মান করেছিনু ▶️ 28:58
    পদকর্তা: কাজী নজরুল ইসলাম
    ৯. শ্রী রাধার মানভঞ্জন ▶️ 32:49
    পদকর্তা: চণ্ডীদাস ও গোবিন্দদাস
    ১০. শতেক বরষ পরে ▶️ 45:58
    পদকর্তা: চণ্ডীদাস
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    In the late eighties, the listeners forum ‘Srotar Asor’ published recordings of an array of Bengali urbane and art songs. These included devotional and patriotic songs, folk songs, modern songs of the 14th century (Bengali calendar) and compositions by Rabindrantah Tagore, Kazi Nazrul Islam, Lalon Shah and many others. The recordings were first produced in the form of LPs. These were not meant for sale, but for the members of Srotar Asor to retain in their personal collections.
    Many leading artists of the time, from Bangladesh and West Bengal, lent their voices for the recordings. The eclectic catalogue represents an era and a certain taste in music. We are pleased to be able to digitise and bring to you a few gems from the ‘Srotar Asor’ collection.
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
    👍 Website: www.bengalfoundation.org​​​​
    👍 Facebook: / bengalfoundat. .
    👍 Twitter: / trustfortheart. .
    👍 Instagram: / bengalfound.... .
    ------------------------------------------------------------------------
    © Bengal Foundation 2021
  • Hudba

Komentáře • 117

  • @ghalibislam9956
    @ghalibislam9956 Před 2 lety +13

    অসাধারণ পরিবেশনা। প্রেম ও বিরহের এমন কণ্ঠ উপস্থাপন, মুগ্ধ করে। শীলিত সাধনার ছাপ এই পদাবলী গানকে অন্য মাধুর্য দিয়েছে। মর্মের গভীরে এক অনাস্বাদিত ভাব সঞ্চারিত হয়। প্রমীলা চক্রবর্তীর গানে আজ ভোর
    অন্য অনুভব হয়ে ছুঁয়ে গেল। শিল্পীকে অভিনন্দন। মুগ্ধতা অশেষ।

  • @dulalchandrabera2374
    @dulalchandrabera2374 Před 2 lety +6

    খুব সুন্দর পদাবলী কীর্তন টি গাওয়ার জন্য অসংখ্য সাধূবাদ। হরেকৃষ্ণ।

  • @PrabirSaha-hd4ik
    @PrabirSaha-hd4ik Před 8 měsíci

    Shilpee Pranati Janai. 🙏

  • @user-hu6dh1if9j
    @user-hu6dh1if9j Před měsícem

    জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌরভক্তবৃন্দ।

  • @sunilkumardas5941
    @sunilkumardas5941 Před 5 měsíci

    মন ভরে গেল।

  • @geetathakur3891
    @geetathakur3891 Před 2 lety +5

    ভালো লাগল

  • @user-qi4lz3bj3n
    @user-qi4lz3bj3n Před 4 měsíci

    ভালো ই লাগলো

  • @TapasDas-xm1mx
    @TapasDas-xm1mx Před rokem +2

    হরে কৃষ্ণ। অনবদ্য পরিবেশন।। প্রতিটি শব্দ পরিবেশনা র সময় যেন সখী পরিবেষ্টিত অবস্থায় শ্রী ময়ী রাধারানীর লীলা দর্শন করছি। জয় বৃষভানু নন্দিনী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী। 🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @madhusudanmandal8102
    @madhusudanmandal8102 Před 2 lety +3

    জয় রাধে জয়শ্রীকৃষণ্

  • @somirchandraoga6630
    @somirchandraoga6630 Před 6 měsíci +1

    অনন্ত কাল বেচে থাকবে এই গান।

  • @kanhailalmukherjee4654
    @kanhailalmukherjee4654 Před 2 lety +3

    প্রথম বার শুনলাম। অপুর্ব।।

  • @kanchanmandal2444
    @kanchanmandal2444 Před 9 měsíci

    কমলা ঝরিয়া দেবী অনেক ভালো। 🙏🙏

  • @tulashidassarkar7262
    @tulashidassarkar7262 Před rokem +2

    হরে কৃষ্ণ

  • @chayannandy9767
    @chayannandy9767 Před 2 lety +7

    এ তো কীর্তন নয়, যেন অমৃত সুধা ❤️❤️

  • @minatikauri2012
    @minatikauri2012 Před 2 lety +2

    খুব ভালো লাগলো

  • @swapandebnath8958
    @swapandebnath8958 Před rokem +1

    অসাধারন পরিবেশনা।

  • @gourangamondal7509
    @gourangamondal7509 Před 2 lety +5

    অসাধারণ অসাধারণ।

  • @swapanbhowmick3579
    @swapanbhowmick3579 Před rokem +3

    অপূর্ব!! কীর্তন শুনে আনন্দে মন ভরে গেলো। জয় রাঁধে, জয় শ্রীকৃষ্ণ।

  • @mithunkumarsamarder1483
    @mithunkumarsamarder1483 Před rokem +1

    অসাধারণ পরিবেশনা।

  • @shatinazma4405
    @shatinazma4405 Před 2 lety +3

    অপূর্ব । ধন্যবাদ

  • @dalimsaha2159
    @dalimsaha2159 Před rokem +1

    জয় রাধে, জয় গোবিন্দ!

  • @paritoshanjanapaul9332
    @paritoshanjanapaul9332 Před rokem +1

    অপূর্ব।

  • @wowwow-gl8wg
    @wowwow-gl8wg Před 27 dny

    Excellent 👌❤❤

  • @palisaha380
    @palisaha380 Před 2 lety +3

    মধুর কন্ঠে সুমধর কির্তন। অপূর্ব।

  • @swapanmajumder1496
    @swapanmajumder1496 Před 2 lety +4

    আহা কি ভালো লাগলো

  • @sajolmitra3689
    @sajolmitra3689 Před rokem +2

    যত বার শুনি ভাল লাগছে

  • @santumondal4320
    @santumondal4320 Před rokem +1

    অপূর্ব

  • @zahidulislam-qz9in
    @zahidulislam-qz9in Před rokem +1

    খুব খুব ভালো লাগলো।

  • @sampadtanmoy5354
    @sampadtanmoy5354 Před 2 lety +3

    একরাশ মুগ্ধতা

  • @taldhiculturalacademy1441

    সতত অনবদ্য

  • @sayanti838
    @sayanti838 Před 2 lety +28

    মুগ্ধতা ছাড়া কিছু রেখে যাওয়ার রইলো না 😊🌸

  • @subalsen8906
    @subalsen8906 Před 2 lety +2

    মোহিত হলাম

  • @pradhanchorpahari8680
    @pradhanchorpahari8680 Před 2 lety +2

    EXCELLENT ....JOY RADHE...

  • @jagannathsaha9295
    @jagannathsaha9295 Před rokem +1

    অতুলনীয়👏। সারাক্ষণ শুধু শুনতেই মন চায়।

  • @drjchakrabarty
    @drjchakrabarty Před 9 měsíci +2

    অনবদ্য অনুভূতি। ❤❤❤ ভাষাতীত।

  • @bharatighoshray5310
    @bharatighoshray5310 Před rokem +1

    খুব সুন্দর এবং আবেগ পুর্ন ভক্তি গীত।

  • @buddhadebmanna6346
    @buddhadebmanna6346 Před rokem +1

    ❤হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম মাতাজী

  • @sanjoysaha-tf2fb
    @sanjoysaha-tf2fb Před rokem +1

    জয় রাধে

  • @sujitghosh2747
    @sujitghosh2747 Před rokem +1

    Darun

  • @debnarayanghosh4991
    @debnarayanghosh4991 Před rokem +1

    কর্ণামৃতে হৃদয় মন ভরে গেল।

  • @ananyaddas7840
    @ananyaddas7840 Před 2 lety +3

    অসাধারণ..........

  • @amalmondal4195
    @amalmondal4195 Před 2 lety +2

    Khub sundor bole bojhate parbona thank you aro chai plz request

  • @probirmukherjee8008
    @probirmukherjee8008 Před rokem

    Joy radhekrishna.apurba.sanatan sangskritir joyhoke.gayikake dhsnyabad.

  • @mugdhabrinda3090
    @mugdhabrinda3090 Před 2 lety +2

    অসাধারণ

  • @anupdey624
    @anupdey624 Před rokem +1

    খুব সুন্দর

  • @dipanwita2000
    @dipanwita2000 Před 2 lety +3

    মন ভাল হয়ে গেল 🙏

  • @amaldatta174
    @amaldatta174 Před rokem +1

    অমৃত সুধা যেন যায় বয়ে , আনে সুখ আছে যত হৃদয়ে !

  • @amarchowdhury2497
    @amarchowdhury2497 Před rokem +1

    Monta voragalo God bless both of us 🙏🙏🙏🙏

  • @user-xk1no4hw9b
    @user-xk1no4hw9b Před 4 měsíci

    Shilpi satta beche thak asadharan poribesana

  • @shyamalbakshi6718
    @shyamalbakshi6718 Před 2 lety +1

    অসাধারণ কণ্ঠশিল্পী

  • @badalsarkar9670
    @badalsarkar9670 Před 2 lety +1

    আহা কন্ঠে কি জাদু আছে।

  • @madhumitamitra1245
    @madhumitamitra1245 Před 3 měsíci

    apurbo jay radhekrishna, 🙏🙏🙏🌹

  • @anitadatta1303
    @anitadatta1303 Před 2 lety +8

    অসাধারণ গায়নশৈলী !

    • @sumanbiswas7865
      @sumanbiswas7865 Před 2 lety

      অপুর্ব লাগল দিদি।আমার দাদু,জেঠু,কাকা রা এই পদাবলী গুলি গাইতেন।কানে বসে গেছে কীর্তন গুলো। আপনার contact no.পেলে খুব আনন্দিত হবো।

  • @soumendrabera2351
    @soumendrabera2351 Před 4 měsíci

    অনুপম কণ্ঠ, কীর্তন-মাধুর্য!
    হরেকৃষ্ণ 🙏🙏

  • @souviksen7706
    @souviksen7706 Před 2 lety +3

    বাহ্

  • @dilipdebnath7636
    @dilipdebnath7636 Před 2 lety +2

    Asadharan

  • @bilwapadadas3947
    @bilwapadadas3947 Před 5 měsíci

    Voice very sweet dannyabad

  • @MdRahman-gt6gi
    @MdRahman-gt6gi Před 2 lety +2

    My college teacher, my favorite teacher I proud of you endless pranam ..

  • @mahendernath1815
    @mahendernath1815 Před 2 lety +1

    Radhay Radhay Kub Kub Sunder Hori Bol

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 Před rokem +10

    অনবদ্য পরিবেশন। আরও আরও বেশী করে শুনতে চাই। প্রমীলা দেবীকে ও যন্ত্র শিল্পীদের অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে। জয় শ্রী কৃষ্ণ। জয় জয় রাধে কৃষ্ণ। জয় গুরু।

  • @amarchowdhury2497
    @amarchowdhury2497 Před 2 lety +2

    Very nice wounderfull song 🙏🙏

  • @pradipkumarnag6295
    @pradipkumarnag6295 Před 2 lety +2

    Excellent, remembering K, C, Dey

  • @pranobchakraborty3302
    @pranobchakraborty3302 Před 9 měsíci

    জয় নিতাই জয় নিতাই

  • @user-xg1ci7ng6l
    @user-xg1ci7ng6l Před 10 měsíci +1

    Radhe Radhe Ogo Bordi Madhumay Sukanthi Khub Sunder Athi Sunder Ei Tuchu Abhomer Pranam Joto Suni Lage Aro Suni Aro Suni. Jay Shree Radhe ❤❤❤

  • @rajibendra
    @rajibendra Před 2 lety +8

    একটি কথা না বলে পারছি না। পদাবলী বলতে আমরা সাধারণত বৈষ্ণব মহাজন পদাবলী বুঝি। সেক্ষেত্রে শৈলেন রায় বা কাজী নজরুল ইসলামের লেখা গানগুলি কীর্তন বা কীর্তনাঙ্গের গান। কিন্তু পদাবলী কীর্তন বলাটা সমীচীন কি না জানি না।
    আর একটা কথা। এই গানগুলির অধিকাংশই শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দে-র কণ্ঠে বিখ্যাত। গায়িকা সেই প্রভাব একেবারেই কাটিয়ে উঠতে পারেন নি।

    • @peacelover1605
      @peacelover1605 Před 2 lety +1

      পদাবলী বলায় যায়, এক্ষেত্রে পদকর্তার ধর্ম কি,তিনি কোন সময়ের সেটা বিচার্য নয়,
      বরং গানের আঙ্গিক ও ভাব "পদাবলী" ধর্মী হলেই গান টিকে পদাবলী বলা যাবে।
      আধুনিক কালের রবীন্দ্রনাথ ঠাকুর এর ভানুসিংহের পদাবলী উল্লেখযোগ্য।
      এছাড়া লোকসংগীত ,শ্যামাসঙ্গীত এর মতোই পদাবলী কীর্তন ,বাংলা গানের এক বিশেষ ধারা...

    • @rajibendra
      @rajibendra Před 2 lety +1

      @@peacelover1605 স্বয়ং রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলীকে একেবারেই গুরুত্ব দিতে চান নি।তাঁর মতে ওগুলো ছিল অল্প বয়সের অন্ধ অনুকরণপ্রবণতা, নেহাতই কাঁচা হাতের রচনা -- যার মধ্যে মহাজনপদাবলীসুলভ ভাবের গভীরতা একেবারেই নেই ( তথ্যসূত্র -- জীবনস্মৃতি )। এখানে ওই ভাবের গভীরতা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।
      ধর্মের কোন কথা ওঠাই বাঞ্ছনীয় নয়। কারণ গোষ্ঠলীলার সম্ভবত সর্বোত্তম পদ " কি বা খেলত রাম " নসির মামুদের রচনা। এই পদটির শেষে তিনি বলছেন বড় গভীর তত্ত্বকথা -- " আগম নিগম বেদসার / লীলায় করত গোঠবিহার / নসির মামুদ কহত আজ / চরণে শরণ দানরি।"

    • @peacelover1605
      @peacelover1605 Před 2 lety +1

      @@rajibendra , হ্যা, নাসির মামুদ সহ আরো বহু মুসলিম পদ কর্তা ছিলেন, সুফি বাদের সঙ্গেও বৈষ্ণব সাধনার বেশ মিল আছে।
      অনেকে অজ্ঞতাবশত পদকর্তা দের ধর্ম দিয়ে বিচার করেন,পদাবলীকে কেবলমাত্র "বৈষ্ণব" ধর্ম সংগীত বলে মনে করেন ,সেটা ঠিক নয় ,তাই ধর্মের দ্বারা বিচার করা উচিত নয় এমনটা বলেছি।
      অবশ্যই ,ভানুসিংহের পদাবলী ,রবীন্দ্রনাথ ঠাকুরের অতি অল্প বয়েসের লেখা,পরবর্তী কালে এই বিষয়ে তাঁর ,ভিন্ন মত তৈরি হতেই পারে, কিন্তু উক্ত রচনা টি যে আধুনিক যুগে ,পদাবলী রচনার একটি ভালো উদাহরণ বা স্বার্থক প্রয়াস ,তা স্বীকার করতে হয়,এখনো রচনা টি বহু চর্চিত ,অভিনীত হয়ে থাকে।
      আর পদাবলী ,বাংলা ধর্মীয় গানের একটি বিশেষ ধারা, যে কেউ সেই ধারার আঙ্গিক ও ভাব কে নিয়ে "পদাবলী" রচনা করতে পারেন...

    • @ananyaddas7840
      @ananyaddas7840 Před rokem

      সঠিক কথা। আর কীর্তন গাইলেই কীর্তনিয়া হওয়া যায় না। কীর্তনের জাত গান যেগুলো বড় তালে নিবদ্ধ, তার আখ- রের বৈচিত্র্য অনেক বেশি। গায়িকা কৃষ্ণচন্দ্র দে, কমলা ঝরিয়াকে অনুকরণ করেছেন। শুনতে নেহাত মন্দ লাগছে না।

  • @surajmandal1146
    @surajmandal1146 Před 2 lety +1

    সাধু সাধু

  • @amarchowdhury2497
    @amarchowdhury2497 Před rokem +1

    What wounderfull kirton 🙏🙏🙏🙏

  • @bpatctrainingdiary48
    @bpatctrainingdiary48 Před 2 lety +2

    Impressed
    Sounds indeed.

  • @asimkarmakar9904
    @asimkarmakar9904 Před 10 měsíci +1

    nectar like song

  • @debasisdas4122
    @debasisdas4122 Před 2 lety +2

    💓💓💓💓

  • @manishadas5127
    @manishadas5127 Před 10 měsíci +1

    হরেকৃষ্ণ হরেকৃষ্ণ হরেকৃষ্ণ ❤️❤️💞🙏

  • @Sujonsblog
    @Sujonsblog Před 7 měsíci

    সেই নীল কমলের কাটা বুকে বিধেছে!❤

  • @birupurkayastha2815
    @birupurkayastha2815 Před 2 lety +2

    Excellent padabali kirtan, please kindly upload gour lila

  • @debusdarbar1890
    @debusdarbar1890 Před 2 lety +3

    অসামান্য

  • @NiranjanSadhukhan-tc6zq
    @NiranjanSadhukhan-tc6zq Před 6 měsíci +1

    Pramila Man ke Dhanbad contact of Sundar and padabali kirtan

  • @nirmalendubiswas2103
    @nirmalendubiswas2103 Před 2 lety +7

    যত শুনি ততই মোহিত হই। আপনার গায়ন শৈলী অনবদ্য। সশ্রদ্ধ সুভেচ্ছা নেবন।

  • @pradipkumarnag6295
    @pradipkumarnag6295 Před 2 lety +1

    Jodi gokulachandra sune Angurbalar kotha mone pore gelo

  • @gogalmandal5745
    @gogalmandal5745 Před 2 lety +3

    Nice

  • @pollymukherjee8937
    @pollymukherjee8937 Před 2 lety +8

    Please upload the entire collection, specially all the lokgeeti and ppdaboli and lalan geeti. You are serving bengalees to stand apart in today's homogeneous time. We are grateful to you. From Calcutta.

  • @ramchandradas2871
    @ramchandradas2871 Před rokem

    K c deyr Gaan gaoa khub kathin. Mtamuti hoeche.

  • @shibaprasaddas8670
    @shibaprasaddas8670 Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pranobchakraborty3302
    @pranobchakraborty3302 Před 9 měsíci

    Pranab chakraborty

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 2 lety +3

    কীর্তন বাংলার এক নিজস্ব সম্পদ এবং সঙ্গীত শাখায় একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে,এর প্রসারে ও প্রচারের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম।
    তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। গায়িকা সহ অন্যান্য সবার জন্য র-ইল আমার নমস্কার ও অভিনন্দন।

  • @mahendernath1815
    @mahendernath1815 Před 2 lety +1

    Shri Charanar Abilaci Ami

  • @chittranjansahana2401

    Hriday jurano kirtan

  • @growbangladeshbd
    @growbangladeshbd Před 2 lety +1

    keep all i like to know listen all plz

  • @mamotadebnath7678
    @mamotadebnath7678 Před 10 měsíci

    অর্পুপো এর জবাব নেই

  • @akhileswarbhattacharya5024

    K C dey ar pare akmatra apni dhanda holam

  • @Sujit_Kar
    @Sujit_Kar Před rokem

    রেকর্ডটা কি অনেক বেশি পুরোনো? যদি না হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে এমন হামিং নয়েজ শ্রোতার ব্যাঘাত ঘটায়। এটা যদি রেকর্ড/গানগুলোকে অনেক পুরোনো বলে উপস্থাপনের জন্য কোনো এফেক্ট ব্যাবহার করে করা হয় তাহলে বলবো সেটা না করাই উত্তম। অসাধারণ কাজ, শুভকামনা।

  • @muttalibbiswas7719
    @muttalibbiswas7719 Před 2 lety +4

    সখী আমিই না-হয়... গানটি কাজী নজরুলের---পদাবলী নয়।

    • @peacelover1605
      @peacelover1605 Před 2 lety +3

      গানটির পদাবলী না হওয়ার কিছু নেই, এটা "পদাবলী কীর্তন" আঙ্গিকে রচনা ,যেমন ভানুসিংহের "পদাবলী"।
      এক্ষেত্রে পদকর্তা শ্রী নজরুল ইসলাম।
      অবশ্য গানটিকে একসঙ্গে নজরুল সংগীত ও পদাবলী কীর্তন ও বলা যায় ।

    • @manikroy7768
      @manikroy7768 Před rokem

      অবশ্যই কাজী নজরুলের সৃষ্টি তবে পদাবলী সুরে

  • @siprakonar8552
    @siprakonar8552 Před rokem

    Aro besi kore su! Nta chi

  • @ardhendusekharchatterjee8854

    no languages

  • @neelimabhattacharya2420
    @neelimabhattacharya2420 Před 2 lety +4

    অসাধারণ!!!!