কিভাবে রেণু চাষ করবেন : রেণুর পরিমান, খাবার, পরিচর্যা ও অন্যান্য করণীয়। Fish Fingerlings Culture.

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2023
  • লাভজনক রেনু চাষ : রেণুর পরিমান, খাবার, পরিচর্যা ও অন্যান্য করণীয়। Fish Fingerlings Culture.
    রেনু ছাড়ার আগের দিন রিপকর্ড, ক্রিপকর্ড বা কর্ড এই জাতীয় কীট নাশক
    প্রতি শতক ফুট পানিতে ০'৮ মিলিঃ হারে প্রয়োগ করলে হাঁস পোকা, বড় সাইজের জুওপ্লাংক্টন সহ বিভিন্ন প্রকার কীট-পতঙ্গকে ধংস করে রেনু ছাড়তে হবে।
    রেনু ছাড়ার দিন প্রায় সম পরিমান আটা/ময়দা তিন ভাগে ভাগ করে তিন বারে দিতে হবে।
    পরদিন থেকে রেনুর জন্য তৈরি পাউডার খাদ্য রেনুর মোট পরিমানের সমান নিয়ে তিন ভাগে ভাগ করে তিন বারে প্রয়োগ করতে হবে।
    এভাবে ৭-৮ দিন পর্যন্ত চালিয়ে যেয়ে খাদ্য সপ্তাহের মাথায় ১৫-২০% হারে বাড়াতে হবে।
    এই রেনুর পুকুরের পানির গভীরতা যেন ৩'৫-৪ ফুটের মতই হয় এবং পাড়ের ঢালুতা যেন খাড়া না হয়।
    পানি বেশী গভীর হলে রেনু খাবার খুঁজে পেতে বা খেতে অসুবিধা হয়;
    অতিরিক্ত পানির চাপে মারাও যেতে পারে।
    আবার পানি কম হলে অতিরিক্ত তাপ মাত্রায় সিদ্ধ হয়ে মারা যাবার সম্ভাবনাও থাকে।
    তাই পানির গভীরতা কম বা বেশী দুইটাকেই এড়িয়ে চলতে হবে।
    প্রাকৃতিকভাবে তাপমাত্রা বেশী থাকলে তাল, খেজুর বা নাড়িকেল পাতা-ডাল কিংবা কচুরী পানা দিয়ে অতিরিক্ত তাপ থেকে রক্ষার ব্যবস্থা করতে হবে।
    পাড় ঢালু হলে রেনু বিভিন্ন বয়সে বা শারীরিক প্রয়োজনে আকাংখিত গভীরতায় বিশ্রাম নিতে পারে।
    এই ধরনের সুযোগের প্রেক্ষিতে রেনুর টিকে থাকার হার কিছুটা হলেও নির্ভরশীল।
    রেনুর বয়স ৭-৮ দিন হলে গামছা বা চিকন জাল দিয়ে হাঁস পোকার বাচ্চার উপস্থিতি যাচাই করতে হবে।
    উপস্থিতি লক্ষ্য করলে পুনরায় রিপকর্ড জাতীয় ওষুধের এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ প্রয়োগ করে হাঁস পোকার পরবর্তীতে ফোটা বাচ্চাগুলি ধংস করে ফেলতে হবে;
    এতে রেনুর খাবারের কিংবা অক্সিজেনে ওরা আর ভাগ বসাতে পারবে না।
    শিং, মাগুর,পাবদা এই জাতীয় মাছের রেনু যেহেতু "নিশাচর" তাই এদের যত্ন বা খাদ্য দেবার কাজ রাতেই সারতে হবে।
    প্রয়োজনীয় পদক্ষেপ গুলি সঠিকভাবে নিয়ে মাছ চাষ করে সফল হবেন এই প্রত্যাশায় করি।
    মাছের রেণু চাষ
    fish farming
    fish culture
    রেণু পরিবহন
    carp fish farming
    মাছের রেণু চাষ পদ্ধতি
    মাছের রেণু পোনা চাষ পদ্ধতি
    হাপায় রেণু চাষ
    রেণু মাছ চাষ
    কার্প মাছের রেণু চাষ
    মাছের রেণু চাষে যেসব নিয়ম মন জরুরি
    কার্প জাতীয় মাছের রেণু পালন
    রেণু চাষের পুকুর প্রস্তুতি
    ডিম পোনা চাষ পদ্ধতি
    রেণু চাষে লাখপতি
    রেণু পোনা
    রেণু পোনার চাষ
    মাছের রেনুর পরিচর্যা
    আধুনিক মাছ চাষ পদ্ধতি
    পুকুরে অক্সিজেন
    #মাছ_চাষ_পদ্ধতি #fish #রেণু_চাষ

Komentáře • 34

  • @rkrony7780
    @rkrony7780 Před 4 měsíci +1

    vai onnek vedio dekhlam...kintu apnar vedio ta khub beshi valo laglow..khub valo bujhaisen...apnar ei niyome palon korbo

  • @mominoor6103
    @mominoor6103 Před 4 měsíci +2

    মৎস্য চাষ করে ও আপনার ভাষা উচ্চ শিক্ষিত মানুষের মত

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 4 měsíci +1

      ধন্যবাদ ভাই। আমি MBA শেষ করেছি 2016 তে।

  • @ThowiRakhine
    @ThowiRakhine Před 15 dny

    রেনু পোনা ছাড়া পর কি,সাইপারমেথিন ওষুধ দিতে পারবে??

  • @user-de7fz8cv8k
    @user-de7fz8cv8k Před 8 měsíci

    Vaia amar aktai pukur 20 sotok...akhon ami ki oi pukure renu chash kore lalon korte parbo???
    Reply dear jonno Dhonnobad❤

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 8 měsíci

      পারবেন, সেক্ষেত্রে রেনু ছাড়তে পারবেন সর্বোচ্চ 150 গ্রাম তিন স্তর মিলিয়ে।

  • @pinturoy7347
    @pinturoy7347 Před 11 měsíci

    দাদা পাম্পের জল দিয়ে রেনু পনা চাষ করা যায় কি

  • @DebidwerTop1
    @DebidwerTop1 Před 10 měsíci

    ভাই আমার পুকুরে ২০ হাজার রেনু ভাটকি ডিসি পানিতে গ্যাস আছে এখন আমি কীভাবে মাছ গুলো বড়ো করবো এবং কি খাওাবো কবজা সাইজ করবো

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 10 měsíci

      প্রতি শতকে 200 গ্রাম লবণ দিন। তার পরদিন প্রতি শতকে 2 গ্রাম gasonil বালুর সাথে মিশিয়ে ছড়িয়ে দিন।

  • @AlQuranAlo358
    @AlQuranAlo358 Před 11 měsíci

    রুই মাছের ডিম কি হাপায় চাষ করা যাবে

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 11 měsíci

      রেনু প্রথম 7/10 দিন রাখতে পারবেন, যত্ন নিতে সুবিধা হয়।

  • @user-fl8xb7oj1y
    @user-fl8xb7oj1y Před 2 měsíci

    দাদ আপনার সাথে যোগাযোগ করতে চাই,,কি ভাবে করবো

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 2 měsíci

      কিছু জানার থাকলে এখানে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন।

  • @faridulhoque6522
    @faridulhoque6522 Před rokem

    আমি রেনু ছাড়ার আগে শতক ফুট পানিতে ০.৮ মিলি হিসেবে সাইপারমেত্রিন প্রয়োগ করেছি। আগামীকাল রেনু ছাড়বো। এতে কি সমস্যা হবে; হলে এখন করণীয় কী।

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před rokem

      ছাড়তে পারেন, সমস্যা নাই, তবে 24 ঘণ্টা পর । তবে অবশ্যই বৃষ্টির মাঝে বা ছাড়ার পর পর বৃষ্টির সম্ভাবনা থাকলে সাবধান। অবশ্যই ছাউনী করে দিবেন।

  • @mdmohidul3052
    @mdmohidul3052 Před rokem +1

    ভাই রেণু চাষে লাভ বেশি নাকি বড় মাছ চাষে লাভ বেশি???

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před rokem +2

      বড়ো মাছ চাষে বিনিয়োগ বেশি লাগে সাথে সময়। আর রেণু বা পোনা চাষে 2 মাসে লাভ সহ ক্যাশ ব্যাক আসে। যদি পুকুর কম হয় আর ছোট হয় তাহলে সিজনে রেণু চাষ 6/7 মাস করা লাভজনক। বাকি সময় মাছ চাষে রাখলেন পরবর্তী সিজন আসা পর্যন্ত।

  • @AlQuranAlo358
    @AlQuranAlo358 Před 11 měsíci

    হাপায় কি রেনু কি উৎপাদন হয়

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 11 měsíci

      রেনু প্রথম 7 দিন রাখা যায়, এতে খাবার অপচয় কম হয় ।

  • @incamid9790
    @incamid9790 Před měsícem

    ভাই আমি ১০ দিন হচ্ছে পুকুরে টেংরা মাছের ডিম পোনা ছাড়ছি কিন্তু পুকুরে কোনো পোনা দেখতে পাচ্ছি না কোনোভাবেই।।মাছ ফুটবে নাকি সব মরে গেছে একটু দয়া করে জানাবেন প্রিজ

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před měsícem

      পানির গভীরতা?

    • @incamid9790
      @incamid9790 Před měsícem

      @@SaRaAgroFisheries পুকুরের তলানি সমান না ভাইয়া কোনো জায়গায় ৩ ফিট কোনো জায়গায় ৫/৬ ফিট।।

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před měsícem

      @@incamid9790 সন্ধায় পাউডার খাবার উড়িয়ে দিন পানিতে। টর্চ জ্বালিয়ে দেখুন কি অবস্থা।

  • @user-cj7kf9ss8e
    @user-cj7kf9ss8e Před 7 měsíci

    এক কেজি রেনু থেকে কত হাজার পোনা পাওয়া যাবে যদি সঠিক পরিচর্চা করা হয়?

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 7 měsíci

      নির্ভর করে কি মাছের রেনু, সেটার উপর। যেমন সিলভার 4 লাখ হয় সর্বোচ্চ, রুই 2 লাখ।

    • @mdmoheeuddin6322
      @mdmoheeuddin6322 Před 7 měsíci

      কৈ থাই সরপুঁটি কি পরিমাণ হবে

  • @mahabubhasan2783
    @mahabubhasan2783 Před rokem

    ভাই আপনার ফোন নাম্বার টা দিলে অনেক উপকার হতো।

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před rokem

      কি প্রয়োজন এখানে জানাতে পারেন ভাই

  • @AlQuranAlo358
    @AlQuranAlo358 Před 11 měsíci

    রুই মাছের ডিম কি হাপায় চাষ করা যাবে

    • @AlQuranAlo358
      @AlQuranAlo358 Před 11 měsíci

      ভাই আপনার নাম্বারটা একটু দেয়া যাবে ভাই

    • @AlQuranAlo358
      @AlQuranAlo358 Před 11 měsíci

      ভাই খুব প্রয়োজন আপনাকে ভাই প্লিজ

    • @AlQuranAlo358
      @AlQuranAlo358 Před 11 měsíci

      ভাই আপনার কাছ থেকে জেনে নিতে চাই রুই মাছের কাতল নিতে চাই

    • @SaRaAgroFisheries
      @SaRaAgroFisheries  Před 11 měsíci

      ভাই আমি পোনা বিক্রয় করি না, করলেও স্থানীয় জেলেদের কাছে।