Sulekha নস্ট্যালজিয়ার সুলেখা

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2023
  • আম বাঙালির নস্টালজিয়ায় ভর করে এবারের বই মেলায় এই প্রথমবার হাজির সুলেখা কালি। তাদের স্টলে একবার ঢুঁ মারলেই পৌঁছে যাবেন ছোটোবেলার ঝর্ণা পেনের নস্টালজিয়ায়। মিলবে ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে ফাইন নিব, মিডিয়াম নিবের ভিন্ন ধরণের ঝর্ণা পেন এবং নীল, কালো, সবুজ, লাল, মেরুন, খয়েরি হরেক কালির সম্ভার। ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে সুলেখার সম্ভার। ডিজিটাল আর প্ল্যাস্টিকের যুগে যেখানে জেনারেশন জেড আজ হাতের মুঠো ফোনেই সবকিছু সহজেই সেরে ফেলছে, কিংবা পেনের প্রয়োজনীয়তা যতটুকু আছে তাও আজ ইউস এন্ড থ্রো এ পরিণত হয়েছে, সেখানে হাতে ফাউন্টেন পেনে লেখার যে নান্দনিকতা এবং এটি যে সম্পূর্ণ পরিবেশবান্ধব তা এই প্রজন্মকে আবার নতুন করে বোঝাতেই সুলেখার এই উদ্যোগ।
    গান্ধীজির স্বদেশী আন্দোলনের সময় থেকেই সুলেখার জন্ম। গান্ধীজি নিজেও নাকি এই কালি ব্যবহার করতেন, জানালেন সুলেখার ম্যানেজিং ডিরেক্টর কৌশিক মৈত্র। সেই স্বদেশী ভাবনা থেকেই দেশের ৭৫ বছর স্বাধীনতায় সুলেখা'র সৃষ্টি স্বরাজ, সুলেখা স্বাধীন। আবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সবুজ রঙের গর্বের ৫০, ২১ শে ফেব্রুয়ারি স্মরণে রক্তের রঙে রাঙা সুলেখা সেলাম, মাদার টেরেসার স্মরণে মা, সুকান্তর স্মরণে ঝলসানো রুটির রঙা কালি এসবই রয়েছে সুলেখার সমর্পন সিরিজে। ছোটদের জন্য রয়েছে হাতে খড়ি সেট। যামিনী রায় যে ৭টি রঙে ছবি আঁকতেন তার সাদা রং বাদ দিয়ে বাকি ৬টি রংই রয়েছে যামিনী রায় সিরিজে। সুলেখার অন্যতম আরেকটি সেট হলো ফিরিঙ্গী কালি। যার সাথে জড়িয়ে আছে ইতিহাস। সুলেখার এই ভিন্ন স্বাদের সম্ভারে নবীন থেকে প্রবীণ সবাই যেন নস্ট্যালজিক হয়ে পড়লেন এবারের বইমেলায়।

Komentáře •