১৭১ বছর ধরে একই পদ্ধতিতে খাবার তৈরী করছে প্রিন্স অফ ওয়েলস বেকারী এন্ড কনফেকশনারী | Info Hunter

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • পুরান ঢাকার লক্ষীবাজারের প্রিন্স অফ ওয়েলস বেকারী এন্ড কনফেকশনারী হচ্ছ ১৮৫০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বপ্রথম বেকারী। ওয়েলস থাকা আসা এক বৃটিশ নাগরিকের হাত ধরেই এই বেকারী প্রতিষ্ঠিত হয়েছিল। এই বেকারী হচ্ছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে পুরোনো এবং চলমান কোন প্রতিষ্ঠান। এখনো লক্ষীবাজারের এই বেকারী সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। বিয়ে জন্মদিনের কেক ও আমাদের দেশে এসেছিল এই বেকারীর হাত ধরে। তাদের কারখানায় প্রায় ১৭১ বছর পুরোনো সনাতন পদ্ধতিতে সব খাবার বানানো হয়। প্রতি ক্রিসমাসে বেশ কিছু স্পেশাল কেক বানানো হয় যা তাদের ইউনিক আইটেম। আমারও সৌভাগ্য হয়েছিল এই বেকারী এবং তাদের কারখানা ঘুরে দেখার। যা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন।
    Google Map Link Is
    goo.gl/maps/gS...
    For More Visit:
    Website: infohunterbd.b...
    Facebook: / bdinfohunter

Komentáře • 382

  • @shahalamjuned2810
    @shahalamjuned2810 Před 2 lety +4

    ১৭১ বছরের ব্যাবসা ধরে রাখার জন্য ঐ পরিবারকে ধন্যবাদ।সাস্থ্য সম্মত পরিবেশ অতি জরুরি তাহা বজায় রাখতে হবে। ওনারদের মেধার অভাবে প্রতিষ্ঠানটি শহরের গন্ডিতে পড়ে রইল ইহা তাদের ব্যার্থতা। অথচ ১৫/১৬ বছর বয়সের অনেক প্রতিষ্ঠান আজ বাংলাদেশ ব্যাপী পরিচিত। আমি এই ঐতিয্যশালী বেকারিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

  • @sabrinaakterkakoly7870
    @sabrinaakterkakoly7870 Před 3 lety +23

    ছোটবেলা থেকেই এই বেকারীর খাবার ভালো লাগে । অনেক স্মৃতি জমে আছে এই বেকারীর সাথে ।

    • @enamulkarim4420
      @enamulkarim4420 Před 2 lety

      @p k আছে, কিন্তু আর নেই।

  • @robertburns7348
    @robertburns7348 Před 3 lety +6

    চমৎকার। লক্ষ্মীবাজারে দীর্ঘ সময় থাকা হয়েছিল এবং বহুবার এটার সামনে দিয়ে যাতায়াত করেছি এবং অনেক কিছু কেনাও হয়েছে এখান থেকে। এখন লক্ষ্মীবাজার থেকে আমি অনেক দূরে। ভিডিওটি দেখে স্মৃতিবিজড়িত হয়ে পড়লাম।
    আরো বহু কাল ধরে বেঁচে থাকুক বাংলাদেশের প্রথম বেকারি প্রিন্স অফ ওয়েলস এটাই কামনা।

  • @shimuldatta3740
    @shimuldatta3740 Před 2 lety +10

    আমি অত্যন্ত আনন্দিত। যুগ যুগ ধরে প্রতিষ্ঠানটি টিকে থাকুক, ঐতিহ্য এর ধারক ও বাহক হয়ে।

  • @shovonmondal6554
    @shovonmondal6554 Před 3 lety +31

    এ বেকারী এক আবেগের জায়গা এ এলাকার মানুষদের কাছে,
    স্কুল জীবনের টিফিনের অন্যতম পছন্দের জিনিস ছিলো এই বেকারীর খাবার।
    আরো অনেক বছর টিকে থাক এই আবেগের স্থান....♥️

    • @fahimahmmednaim9674
      @fahimahmmednaim9674 Před 3 lety +1

      Jekhanei jai Batch 10 er manush dekhi . Thik e bolsos shobar e tiffin er sriti ei bekarir sathe !

    • @shelinaakther2503
      @shelinaakther2503 Před 2 lety

      এটা কোন জায়গা

    • @redrosemovies8512
      @redrosemovies8512 Před 2 lety

      গ্রেগরীয়ানদের কাছে এইটা একটা আবেগ....

  • @dr.jhRatul
    @dr.jhRatul Před 3 lety +59

    ধন্যবাদ 'ইনফো হান্টার'কে, এভাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে, মানুষের সাথে পরিচিত করে দেয়ার জন্য। শুভকামনা রইলো।

    • @InfoHunter
      @InfoHunter  Před 3 lety +2

      thank you too

    • @utpaldatta4660
      @utpaldatta4660 Před 3 lety +2

      আমি কোলকাতা থেকে দেখছি।অসাধরণ দক্ষতায় হাত ও ছুড়ি দিয়ে সমানভাবে পিস দেখে অবাক লাগলো। কোলকাতায় ব্রিটিশ ভারতের রাজধানী হয়ায় বেকারির অভাব নেই কিন্তু এই সনাতনী পদ্ধতির সংরক্ষণ দেখে ভালো লাগলো।

    • @msumbsg2732
      @msumbsg2732 Před 3 lety

      @@utpaldatta4660 👍❤️🇧🇩

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Před rokem

      @@utpaldatta4660ঢাকা এখন একটা দেশের রাজধানী।সুধু ঢাকা নয়,ঢাশেপাশের জেলা গুলোতেও অনো বেকারি আছে।

  • @bluebird7504
    @bluebird7504 Před 3 lety +115

    কি দুর্ভাগ্য আমাদের । দেশে এতো পুরনো ঐতিহ্য বাহি খাদ্য সামগ্রী থাকারপরও । এখনো পর্যন্ত বিশ্ব বাজারে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের কোনো জনপ্রিয় ব্র্যান্ডিং করতে পারে নি। যেখানে ইন্ডিয়া,চিন যুগ যুগ ধরে করতে সফল হয়েছে।আমার মনে হয় খুব শীগ্রই বিশ্বে বাংলাদেশের ঐতিহ্য গুলো বিস্তারের জন্য সরকারের সু নজর দেয়া উচিৎ।

    • @debanjanghanteswari1056
      @debanjanghanteswari1056 Před 3 lety +8

      আপনাদের প্রাণের প্রোডাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমরা ভালোও বাসি খুব

    • @msumbsg2732
      @msumbsg2732 Před 3 lety +2

      সহমত পোষণ করছি

    • @arpitas2033
      @arpitas2033 Před 3 lety

      @Gulf VPN ভাই ইন্ডিয়া না বলে ভারত বললেন প্রাণ ভরে গেল 🙏

    • @alamfatema9871
      @alamfatema9871 Před 2 lety

      Dorker NY banglar Manus Valo khaber paylay Holo

    • @LifeofBangladesh
      @LifeofBangladesh Před 2 lety +1

      @@debanjanghanteswari1056 অধিকাংশ দেশেই প্রাণ পণ্য রপ্তানি হয়

  • @mazharvloginaustralia68
    @mazharvloginaustralia68 Před 3 lety +8

    অসংখ্য ধন্যবাদ এইরকম একটি প্রতিষ্ঠান কে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

  • @akashsheikh8014
    @akashsheikh8014 Před 3 lety +19

    এই বেকারি আমাদেরও আছে... আমার আব্বু আর সেজো কাকু ২জনে মিলে চালাতো, কিন্তু দূর্ঘটনা বসত আমার আব্বু রোড এক্সিডেন্টে মারা যায়!😑😭... এখন সেজো কাকু নিজেই চালাচ্ছে। "ভাই ভাই শেখ বেকারি" গোপালগঞ্জ।

  • @supriasaha721
    @supriasaha721 Před 3 lety +6

    আমার এরিয়া। অনেক সৃতি জড়িয়ে আছে। আমার ছেলে মেয়ের স্কুলের টিফিন ছিল এই বেকারীর। আজ তারা ডাক্তার, ইন্জিনিয়ার। টোস্ট বিস্কুট, পাউরুটি অতুলনীয় ।

  • @nowshinzahan3516
    @nowshinzahan3516 Před 2 lety +8

    এই প্রতিষ্ঠানটি উপরে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করি । যাতে করে এই প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে একটা অবস্থান করতে পারে

  • @SharminAkter-if4yy
    @SharminAkter-if4yy Před 2 lety +2

    আমার অনেক ভাল লাগল আপনার কথা
    সব ধরনের ধর্ম আর কর্মীরা খেতে পারবেন আল্লাহ পাক আপনার আশা পুরন করবেন আমিন!

  • @jonardonkumerroy2584
    @jonardonkumerroy2584 Před 3 lety +136

    মালিকের কাছে অনুরোধ তিনি যেনো তার কর্মচারীদের গ্লাভস পরে কাজ করতে দেন ৷ কারণ অনেক শিশুরা অাপনার দোকানের খাবার খায় ৷ দয়া করে ব্যাপারটা ভেবে দেখবেন প্লিজ 🙏

    • @shondoneil2097
      @shondoneil2097 Před 3 lety +5

      Vai tui haggia sabn deia hat dos na abr glbs marao

    • @jonardonkumerroy2584
      @jonardonkumerroy2584 Před 3 lety +21

      @@shondoneil2097 নিম্নরূচির মানুষদের সাথে কথা বলতে অাগ্রহী নই

    • @swengla
      @swengla Před 3 lety

      @@shondoneil2097 শুয়োরের বাচ্চা এখানে বালের কমেন্ট করতে আসছি স? দূর হ এখান থেকে

    • @satya982k
      @satya982k Před 3 lety

      @@shondoneil2097 কুত্তার বাচ্চা

    • @mainulhasan6944
      @mainulhasan6944 Před 2 lety

      িি

  • @DipuOnTheWay
    @DipuOnTheWay Před 3 lety +21

    হ্যান্ড গ্লাভস ছাড়া খাবার বানানো অস্বাস্থ্যকর!!!
    আগের পদ্ধতি অনুসরণ করুন কোন সমস্যা নাই!! কিন্তু হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে!!

    • @icmbrtrbabir
      @icmbrtrbabir Před 3 lety

      chodna apnar kono idea ache bangladesh er koto jaiga te hand gloves pore?????

    • @icmbrtrbabir
      @icmbrtrbabir Před 3 lety

      chodna apnar kono idea ache bangladesh er koto jaiga te hand gloves pore?????

    • @colourofmusafir
      @colourofmusafir Před 2 lety +1

      Good notice

    • @mstshahida6999
      @mstshahida6999 Před 2 lety +1

      আপনার বাসায় আপনার আম্না ও কি হ্যান্ড গ্লাবস ব্যাবহার করে পিঠা তৈরি করেন?রান্না করেন??

    • @DipuOnTheWay
      @DipuOnTheWay Před 2 lety

      @@mstshahida6999 আপনি কি বলতে চাচ্ছেন রেস্টুরেন্টকে আমরা বাসা ভাববো? আপনার এই টপিক যদি সত্যি কাজ করত তাহলে হ্যান্ড গ্লাভস রেস্টুরেন্টে ব্যবহার হতো না!!!! আর বাসার কথা বলছেন বাসায় রান্না করে যাকে আপনি চেনেন এবং জানেন!!!
      আমার মনে হয় রেস্টুরেন্টা আপনার ফ্যামিলির এজন্য আপনার গায়ে লাগছে? যাই হোক না কেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করা আবশ্যক !!!

  • @KunalChattopadhyay.
    @KunalChattopadhyay. Před 3 lety +2

    ১৭১ বৎসরের প্রাচীন ভুনাওয়ালার দোকান(Bakery) সারা পৃথিবীতে কটি আছে সন্দেহ।সমবয়সের Ovenটি দেখেও রোমাঞ্চিত হলাম।কোলকাতার Great Eastern Hotel এ কর্মসূত্রে গরম গরম বিস্কুট ও পাঁউরুটি খাবার সৌভাগ্য হয়েছে।তার স্বাদ অতুলনীয়।সে সুযোগ আজ অস্তমিত।কিন্তু ঢাকাবাসী এ ব্যপারে ভাগ্যবান।কোলকাতায় একই নামে একটি Bakery ছিল।যা পরে Prince Bakery নাম হয়ে যায়।সেটি কি এঁদেরই শাখা?জানাতে পারেন?
    অনেক শুভেচ্ছা নেবেন ভাই।

  • @mdmahbubalam6015
    @mdmahbubalam6015 Před 2 lety +2

    আলহামদুলিল্লাহ্।বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রথম বেকারি সম্পর্কে জানতে পারলাম।

  • @runuakon1249
    @runuakon1249 Před 3 lety +11

    এখনো ও আছে সেই ঐতিহ্য বাহি কনফেকশনারি 💖 আমি লক্ষী বাজারেই থাকি ,আমরা ছোটবেলা থেকেই এই বেকারীর খাবার খেতাম 😍 খুব উন্নত মানের খাবার তৈরি করা হয় এখানে 💗

    • @InfoHunter
      @InfoHunter  Před 3 lety

      thank you

    • @fariarahman7008
      @fariarahman7008 Před 3 lety

      @runu akon exact location ta dite parben?motijheel theke kibhabe jabo

    • @safayatsheikh6870
      @safayatsheikh6870 Před 3 lety

      @@fariarahman7008 rickshaw ala mama ke bolben lokkibazar St. Gregory school er samne ba private car ba bike aa asle lokkhibazar asar por kawke ask korle ee hobe st Gregory school ta kon dik aa.

    • @runuakon1249
      @runuakon1249 Před 3 lety +1

      @@fariarahman7008 লক্ষী বাজার সেন্ট গ্রেগরি হাইস্কুলের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে ❤️ প্রিন্স ওয়েলসের বেকারি দোকানটা কোথায় 💗আর স্কুলের আসে পাশেই দোকানটা 💗

    • @noushinrashid6539
      @noushinrashid6539 Před 2 lety +1

      Ami jhn dhaka Mahanagar mohilla college thaktam tkhn aikhane khetam

  • @raselmultimediagroup9950
    @raselmultimediagroup9950 Před 3 lety +4

    সাকিব ভাই কে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি কেননা আপনি আমাদের অনেক অজানা কিছু ভিডিওতে তুলে ধরেন।আপনার ব্লক থেকে অনেক কিছু জানতে পারি।আপনার ব্লগে ভিন্নতা আছে

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Před 3 lety +3

    বাংলাদেশের সর্বপ্রথম বেকারি সম্পর্কে জেনে অনেক ভালোলাগলো এখনো সেই সুন্দরভাবে নতুন ডিজাইনের কিছু করা হচ্ছে দেখলাম সত্যি অসাধারণ ভিডিও তুলে ধরেছেন ধন্যবাদ

  • @DubaiKing2
    @DubaiKing2 Před 2 lety +1

    ধন্যবাদ ভাই আপনার প্রতিবেদনগুলো আমার কাছে অনেক ভালো লাগে রুচি শিল্ প্রতিবেদন

  • @redrosemovies8512
    @redrosemovies8512 Před 2 lety +4

    গ্রেগরিয়ানদের জন্য এক আবেগ।প্রায় প্রতিদিনের টিফিনের খাবার ছিলো প্রিন্স অফ ওয়েলস এর বাটার বন বা পেটিস😥😥

  • @kkroy4170
    @kkroy4170 Před 2 lety +2

    আশা করি যে প্রতিষ্ঠানটি আরও একশ বছর ধরে চালু থাকবে।

  • @azmareparvez4396
    @azmareparvez4396 Před 3 lety +18

    Amar dada, baba, Ami and ekhon Amar cheley ra ei bakery er food khacchey Alhumdulillah... Notun onek bakery n factory hoechey but prince er tasty r authentic Ami paina kothaw... specially December er Christmas er food guli just awesome ❤️❤️❤️❤️❤️

  • @FoodFeriwalaBD
    @FoodFeriwalaBD Před 3 lety +7

    ভালো লাগলো ভাইয়া, আমিও একটা ভিডিও বানাতে চাই এখানে, আপনার ভিডিও সবসময় দেখি। শুভ কামনা রইলো

  • @shamimavlogs9990
    @shamimavlogs9990 Před 3 lety +13

    আমার খুব ভালো লাগে এই বেকারির খাবার।কিন্তু এটা বাংলাদেশের প্রথম বেকারি জানতাম না

  • @glamourdotfushionbd9412
    @glamourdotfushionbd9412 Před 3 lety +4

    Our Bakery our pride🥰🥰🥰🥰🥰🥰 tnx u so much Info Hunter atto sundor presentation r jonno

  • @nusratbydrawingcraft7872
    @nusratbydrawingcraft7872 Před 3 lety +2

    এতো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময় সুস্থ থাকুন

  • @hamen03soft
    @hamen03soft Před 3 lety +1

    I love biscuits
    আলোআঁধার মাখা একটা গলি, সন্ধ্যে ৭ টা বাজে প্রায়। দুজন হাটছে। পাশাপাশি হাটা যায়না বড্ড সরু গলিটা। তাই হাত দুটোও ছাড়াছাড়ি করছে মাঝে মাঝে।
    - 'কাল আসবি?'
    - 'নন্দিনী এলে আসবো'
    - 'আচ্ছা...আমি কিন্তু...'
    - '৪ঃ৩০ টে বাসষ্টপে দাঁড়িয়ে থাকবো..তাইতো?'
    -'ইয়ে মানে...হ্যাঁ!'
    -'উফফ আবার হাত ধরছিস?'
    ...
    আলোআঁধার মাখা একটা গলি, সন্ধ্যে ৭ টা বাজে প্রায়। দুজন হাটছে। পাশাপাশি হাটা যায়না বড্ড সরু গলিটা। তাই হাত দুটোও ছাড়াছাড়ি করছে মাঝে মাঝে।
    - 'না গেলেই নয়?'
    - 'ইটস ট্রুলি ডিসগাষ্টিং , এই এক কথা এই নিয়ে অনেকবার বললি!'
    - 'উত্তর টাও তো বদলাচ্ছে না।'
    - 'সব কিছু বারবার বদলায় না!'
    - 'ভালো থাকিস...'
    - 'এটাও এই নিয়ে ১৭ বার শুনলাম!'
    ...
    আলোআঁধার মাখা একটা গলি, সন্ধ্যে ৭ টা বাজে প্রায়। দুজন হাটছে। পাশাপাশি হাটা যায়না বড্ড সরু গলিটা। তাই হাত দুটোও ছাড়াছাড়ি করছে মাঝে মাঝে।
    - 'আর কতটা বাকি?'
    - 'এইতো আর ২ মিনিট '
    - 'তারপর?'
    - 'মেন রোড!'
    - 'সব রুটের বাস পাওয়া যায়?'
    - 'হ্যাঁ রে, ডিরেক্ট তোর বাড়ির বাস পেয়ে যাবি!'
    - 'কতক্ষণ লাগবে বাড়ি যেতে?
    - 'মানে?
    - 'কিছুনা!
    ...
    আলোআঁধার মাখা একটা গলি, সন্ধ্যে ৭ টা বাজে প্রায়। দুজন হাটছে। পাশাপাশি হাটা যায়না বড্ড সরু গলিটা। তাই হাত দুটোও ছাড়াছাড়ি করছে মাঝে মাঝে।
    - 'আর লাগছে?'
    - 'কোথায়?'
    - 'পায়ে যেখানে ফোস্কা পড়েছে...!'
    - 'ওহ, নাহ ঠিক আছে!'
    - 'হাঁটতে খুব কষ্ট হচ্ছে তাইনা?'
    - 'উফফ...হাতটা বারবার ছাড়ছিস কেন?'
    - 'সরি ম্যাডাম সরি!'
    ...
    আলোআঁধার মাখা একটা গলি, সন্ধ্যে ৭ টা বাজে প্রায়। দুজন হাটছে। পাশাপাশি হাটা যায়না বড্ড সরু গলিটা। তাই হাত দুটোও ছাড়াছাড়ি করছে মাঝে মাঝে।
    - 'এটা কি ঠিক হচ্ছে!'
    - 'কেন ভুলের কি আছে?'
    - 'মানে এদিকটায় সচারাচর কেউ তো আসেনা'
    - 'রাস্তা যখন আছে তখন না আসার কি আছে!'
    - 'তবুও, মানে এই অন্ধকারে আমি আর তু...'
    .
    .
    .
    ...
    মিল পেলেন? মনে পড়লো কিছু?
    একটু অন্যরকম ভাবে কিছু কথোপকথন সাজালাম... খুঁজে পেলে চুপি চুপি আমায় বলে যাবেন■□

  • @badhondola1904
    @badhondola1904 Před 3 lety +4

    এরকম ঐতিহ্যবাহী দোকান, জিনিসপত্রের সঙ্গে আরো পরিচয় করিয়ে দেবেন বলে আশা করি৷ ধন্যবাদ ভাইয়া।

  • @akhichemical7704
    @akhichemical7704 Před 2 lety +1

    খুব ভাল লাগলো,এমন একটি কারখানা দেখতে পেয়ে তবে,বাটার বন,রোল ক্রীম যদি খেতে পারতাম

  • @TahminaAkter-vw7uf
    @TahminaAkter-vw7uf Před 3 lety +9

    Transparent hand glob পরলে ভালো হতো।পুরাতন/সনাতন যেই নিয়মেই বানান Hygiene maintain করা খুব জরুরী।

    • @Ashu-mg6ef
      @Ashu-mg6ef Před 3 lety +2

      প্লাস্টিক অস্বাস্থ্যকর ম্যাকডোনাল্ডসের মতন জায়গাতেও হাত ব্যবহার করা হয় হাত ধুলে হাত পরিষ্কার হয়ে যায়।
      আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক আমিন

    • @shamsnoor8340
      @shamsnoor8340 Před 3 lety

      @@Ashu-mg6ef সহমত

  • @parvezsheikh9069
    @parvezsheikh9069 Před 3 lety +9

    কারিগরদের পোশাক কি খালি গা। টুপি/মাক্স/ হাত কোভার/ হেক্সজল কোথায়??????

  • @aklimahowlader5484
    @aklimahowlader5484 Před 3 lety +4

    Luxmibazar er joto school ache besi r vagh student der aei butter bon favourite ❤️❤️ In fact amr khawa best butter bon

  • @mofidurrahman594
    @mofidurrahman594 Před 3 lety +6

    অনেক সুন্দর দাদা (অবিরাম ভালোবাসা রইলো দাদা আসাম রাজ্যের ধুবুরী থেকে)

  • @fatemamitu2482
    @fatemamitu2482 Před 2 lety +1

    I live in Laxmibazar....... I feel proud.....

  • @dangerboy2666
    @dangerboy2666 Před 3 lety +4

    ভালো লাগলো👌
    প্রথম থেকে শেষ পর্যন্ত👌👌

  • @nasrinbegum8953
    @nasrinbegum8953 Před 2 lety +2

    Ami khuje peyechhi aadi bakery ak din oboshoi asbo jodi Ami ak kale puran Dhakar odhibashi cilam akhon mirpur a thaki sob kothar shesh kotha old is gold apnake o bakery aer proprietor saheb k onek salaam rohiloeapnader mongol kamonaay

  • @ROOM322
    @ROOM322 Před 3 lety +5

    হাতে গ্লাভস্ নাই, খাবারে হাতের ঘাম এবং নখের ময়লা মিশে যাওয়া উচিত নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

  • @HabibRahman-lz5hq
    @HabibRahman-lz5hq Před 3 lety +27

    যেহেতু এটা খাওয়ার জিনিস
    হাতে কিছু একটা লাগিয়ে কাজ করলে ভালো হয়,হউক সেটা ২০০ বছর আগের,

  • @sutapasumi440
    @sutapasumi440 Před 3 lety +6

    আমার ছোটবেলার প্রতিদিনের স্কুল টিফিন

  • @honestexpress9660
    @honestexpress9660 Před 3 lety +3

    আপনাকে ধন্যবাদ জানাই আপনার অসাধারণ কাজের জন্য।

  • @sufiimam3484
    @sufiimam3484 Před rokem +1

    ইতিহাস এবং ঐতিহ্য কে নিয়ে কাজ করে আমাদেরকে অনেক ঐতিহাসিক বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এর জন্য আপনাকে ধন্যবাদ।

  • @belalhossain6969
    @belalhossain6969 Před 3 lety +2

    MashaAllah Alhammdollilah Allah Hu Akbar...excellent presentation

  • @wonderstodiscover9925
    @wonderstodiscover9925 Před 3 lety +3

    Sotti khub valo laglo amader desh a o purono prothistan ache.

  • @susmitadas7644
    @susmitadas7644 Před 2 lety +1

    It's one of my favourite place to purchase food items..they are seriously worthy..

  • @msumbsg2732
    @msumbsg2732 Před 3 lety +5

    খুবই ভালো লাগলো এমন একটা প্রতিবেদন দেখে👍👍❤️❤️😍😍🤩🤩🇧🇩

  • @harunnoorashidrashid950
    @harunnoorashidrashid950 Před 3 lety +6

    আমি বলবো মান এতো উন্নত মনে হয়নি কারন যেই ভাবে ২ হাত দিয়ে.......really it's unacceptable.....!!!!!!

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh Před 2 lety +1

    বাংলাদেশের জীবন্ত ইতিহাস

  • @ligamdatta686
    @ligamdatta686 Před 3 lety +6

    খুব ভালো লাগলো দেখে❤❤❤

  • @mohammedrobel5864
    @mohammedrobel5864 Před 3 lety +3

    ধন্যবাদ পরিচয় করিয়ে দেওয়ার জন্য

  • @RC1946
    @RC1946 Před 3 lety +2

    From the Himalayas. Fabulous. But I wish they would wear gloves and hairnets

  • @RelaxationAudioify
    @RelaxationAudioify Před 3 lety +2

    ২য় ভিডিও দেখলাম আপনার। ভালো হচ্ছে। সাবস্ক্রাইব ।

  • @jhonmartin5362
    @jhonmartin5362 Před 3 lety +14

    I was a little boy while I started my school life . My dad always took me there . Today I’m out of like 42 years sometimes I feel like to go this Bakery for my butter bun 🧈 😍

  • @mozammelhaque2515
    @mozammelhaque2515 Před 3 lety +2

    1985 I eaten that's butterban from here.realy I can't forget.

  • @mrsabuz1438
    @mrsabuz1438 Před 3 lety +2

    এই বেকারির ওনার খুব ভাল লোক৷

  • @jahangirmorshedalam7277
    @jahangirmorshedalam7277 Před 2 lety +3

    অনেক ধন্যবাদ ! বত’মান এই প্রতিষ্ঠানের মালিক ও কম’চারীদেরকেও ধন্যবাদ । Diabetic রোগীদের জন্যও রুটি-বিস্কিটের Item এখানে থাকে কি ?

  • @Xyz-gf5op
    @Xyz-gf5op Před 3 lety +9

    চুলে বা দাড়িতে নেট বা টুপি থাকা উচিত।

  • @AiMg2
    @AiMg2 Před 3 lety +6

    Thank you Sakib bhai for this wonderful episode ♥
    Shout Out to SGHS batch '05 \m/

  • @sadhanasultanajehirblogs4600

    India Assam Guwahati Panbazar 1885 Saikh Brothers Bekery ase. Thank you Brother. From India Assam Guwahati.

  • @towfikalmumin3031
    @towfikalmumin3031 Před 3 lety

    অনেক অনেক শুভকামনা। আরও সামনের দিকে এগিয়ে যাক।

  • @mainulaurnob4708
    @mainulaurnob4708 Před 3 lety +2

    Vai shai choto bela theke prince er khabar khai best 🔥🔥
    Class shes er favourite e toh butter bun ❤️❤️

  • @niceguy9889
    @niceguy9889 Před 3 lety +6

    খালি হাত দিয়ে খাওয়াগুলু সাজানো হচ্ছে। ওঠাতো পরিচ্ছন্ন না। যে কোন সময় food poisoning হতে পারে।

  • @rumasvlogsbangladeshivlogg3507

    এত সুন্দর এক্সক্লুসিভ শেয়ারিং এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল 🥰

  • @notunerkhozbd
    @notunerkhozbd Před 3 lety +5

    বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তারা Higen maintain করতে পারে নাই। স্টাফদের হাতে gloves নাই। proper uniform নাই। যা বর্তমান সময়ে অতি অবশ্যই। আশা করি তারা এইটা বিবেচনা করবেন।

  • @rajuahammedvlogs7556
    @rajuahammedvlogs7556 Před 3 lety +4

    ছোটবেলা থেকে ক্যাপিটাল কনফেকশনারিও লক্ষীবাজারে দেখে আসছি,

  • @jossi123ful
    @jossi123ful Před 3 lety +2

    Sotti khub sundor. They are so cleaned

  • @sanjidaaktermukta48
    @sanjidaaktermukta48 Před 3 lety +4

    আমরা রেগুলার খাই। এখানকার একটা স্পেশাল কেক আছে। দারুণ!!!

  • @sttomaahmed
    @sttomaahmed Před 3 lety +1

    Vaiya puran Dhaka Narinda Bombay confectionery ekta video please banaben. Cz ei bakery ta onk purono and etar khabar gulo onk sushadhu.

  • @goldenashfi2992
    @goldenashfi2992 Před 3 lety +3

    Childhood love ❣️

  • @dreamland7874
    @dreamland7874 Před 3 lety +5

    ওসাধারন সত্যি 😋😋😋😋🤤

  • @fariyaakter702
    @fariyaakter702 Před 2 lety +2

    Darun👌👌👌👌

  • @saikatbanerjee4305
    @saikatbanerjee4305 Před 3 lety +2

    ইমরান ভাই যথেষ্ঠ স্মার্ট

  • @marjiasumi6445
    @marjiasumi6445 Před 2 lety +2

    খুব ভালো লাগে

  • @biswajitsamanta3970
    @biswajitsamanta3970 Před 2 lety +1

    পুরোটাই অ স্বাস্থ্যকর।

  • @maksayed1601
    @maksayed1601 Před 2 lety +1

    ঢাকা বেকারি নিয়ে একটা ভিডিও দেন

  • @evantutorials3668
    @evantutorials3668 Před 2 lety +1

    Vaih apnar video Amar Valo large from italy

  • @tanzinasisolatedplanet7873

    Vary hygienic environment.I'm impress😊

  • @monizalita6234
    @monizalita6234 Před rokem +1

    প্রিন্স বেকারি ❤❤❤❤❤

  • @abubakar.siddiquesarkar7025

    ছেলের সেন্ট গ্রেগরি স্কুলের পড়ার সুবাদে এই বেকারির কেক বিস্কুট ইত্যাদি কেনা হতো।

  • @sheikhfarid244
    @sheikhfarid244 Před 3 lety +1

    উফ অসাধারণ, খুব ভালো লাগলো

  • @tapasroy5469
    @tapasroy5469 Před 3 lety +3

    দারুণ লাগছে।

  • @ujjalkumarnath9566
    @ujjalkumarnath9566 Před 3 lety +2

    Thanks

  • @mutualapparels9677
    @mutualapparels9677 Před 3 lety +4

    Excellent…👏👏👏

  • @nahidmukta9554
    @nahidmukta9554 Před rokem

    amr traditional information gulo jante bhalo lage..salauddin bhai r ai channel tir sob vedios ami dekhi..tobe akta bisoy kharap lage j karkhanar akta manush o asob food banate gaye jama nei glaves o nei tate khabare gayer ghaam porte pare

  • @AlAmin-yc7pp
    @AlAmin-yc7pp Před 2 lety +2

    Ehane love letter name pan cake pawa jai, onek tasty shunsi.

  • @user-zp2ib8tf2l
    @user-zp2ib8tf2l Před 7 měsíci

    অনেক ভালো লাগল।

  • @msi.sharif
    @msi.sharif Před 3 lety +2

    Employees are not using dress appropriately... looks unhygienic. it's makes us worried

  • @sciencelover4142
    @sciencelover4142 Před 3 lety +3

    খুব সুন্দর।

  • @MAMuqsith
    @MAMuqsith Před 3 lety +2

    Great....Thanks

  • @shamimzaman9135
    @shamimzaman9135 Před 3 lety +1

    Hands glove chara food toirikora kotota sashosmmoto?

  • @kitchen_great_spice
    @kitchen_great_spice Před rokem +1

    বহুবার খেয়েছি বাটারবন। আমার বাচ্চাদের পছন্দ ক্রিমরোল।

  • @lokmanlokman2507
    @lokmanlokman2507 Před 3 lety +2

    ভালো লাগলো
    তবে হাতে গ্লাভস লাগিয়ে কাজ করা দরকার ছিল।

  • @shawanhasan2784
    @shawanhasan2784 Před 2 lety +1

    আপ্নার ভ্লগ গুলোর জন্য নতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি।

  • @sibabu2517
    @sibabu2517 Před 3 lety +15

    হা‌তে গ্লোবস্ নেই।ডান হাত বাঁ হাত দি‌য়ে ধর‌ছে খাবারগু‌লো।ও‌দের গা‌য়ের ঘামও পড়‌ছে খাবা‌রে।অারও সতর্ক হওয়া উ‌চিৎ ও‌দের।

  • @gourobghosh5657
    @gourobghosh5657 Před 3 lety +3

    Lovely vai
    Amder Basar Pasei Prince Bakery

  • @n.j1194
    @n.j1194 Před 3 lety +3

    অসাধারণ

  • @eldiagouno6204
    @eldiagouno6204 Před 3 lety +7

    Each and every Gregorian loves them a lot.

  • @bilalhussain7620
    @bilalhussain7620 Před 2 lety +2

    171 বৎসর বয়সে এখনো কর্মচারী দের স্বাস্থ্য সম্মত পোশাক নেই, মাথা ঢাকা হয় নাই হতে কিছু নেই. আন্তর্জাতিক মানের নয়.

  • @rayfix3153
    @rayfix3153 Před 3 lety +2

    Prince of Wales waw👍

  • @rashelbt1520
    @rashelbt1520 Před 3 lety +2

    খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।