প্রিলিমিনারী মাস্টার্স ভর্তি | মাইগ্রেশন কি? | মাইগ্রেশন কিভাবে কাজ করে | Honours Migration Process

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • প্রিলিমিনারী মাস্টার্স ভর্তি | মাইগ্রেশন কি? | মাইগ্রেশন কিভাবে কাজ করে | Honours - Masters Migration Process 2023
    মাইগ্রেশন কি? Nu Admission
    .
    মাইগ্রেশন হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবে।
    মনে রাখবে মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তোমার বিষয় চয়েজ এর উপরে থাকা বিষয় গুলোর উপর হয়।
    মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। সব সময় উপরের দিকে যায়। যেমন, মনে কর তোমার চয়েজ ছিল।
    .
    1. Physics
    2. Chemistry
    3. Mathematics
    4. Biology
    5. Zoology
    6. English
    . NU Admission
    মনে কর, এখন তুমি চান্স পেলে ৪ নং চয়েজ Biology সাবজেক্টে। তুমি এখন যদি Maigration ON কর তাহলে
    তোমার পয়েন্ট যাচায় বাছায় করে, সিট খালি থাকা সাপেক্ষে তোমার বিষয় পরিবর্তন হতে পারে।
    .
    এখন খেয়াল কর মাইগ্রেশন কখনো নিচের দিকে যাবে না। Biology তে ভর্তি হওয়ার সময় যদি মাইগ্রেশন
    Option ON করে দাও তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে -
    .
    3. Mathematics
    2. Chemistry
    1. Physics
    .
    এই তিন টা সাবজেক্ট এর উপর। তোমার চান্স পাওয়া বিষয়ের পরের বা নিচের দিকের সাবজেক্ট ঐগুলো আসবে না।
    মাইগ্রেশনে বিষয় আসবে তোমার Biology বিষয়ের আগের চয়েজ গুলো যা আছে তাদের মধ্যে।
    .
    বিশেষ দ্রষ্টব্য-- ১ম চয়েজ এ যদি চান্স হয় তাহলে মাইগ্রেশন হবে না। কারণ মাইগ্রেশন নিচের দিকে যায় না।
    .
    মাইগ্রেশন আবেদন কিভাবে করবো?
    মাইগ্রেশন আবেদন Online এর মাধ্যমেই করতে হয়।তোমার চান্স হয়েছে যে বিষয়ে সেই বিষয়ে চুড়ান্ত ভর্তি ফরম অনলাইনে পূরণ করেরে ডাউনলোড করার সময় তোমাকে do you want to change your assigned subject based on your given preference list অপশনটি Yes করতে হবে। (এটায় মাইগ্রেশন অফশন)
    যদি এই Option টা ON কর তবেই তুমি মাইগ্রেশন রেজাল্ট পাবে। তোমার বিষয় পরিবর্তন হবে। আর যদি Auto Maigration চালু না কর বা OFF রাখো তাহলে তোমার বিষয় পরিবর্তন হবে না।
    .
    এখন তুমি যদি উক্ত বিষয় নিয়ে পড়তে না চাও তাহলে মাইগ্রেশন করতে পার । ভাগ্যক্রমে যদি তোমার বিষয় পরিবর্তন হয় তাহলে তোমার জন্য Good Luck, আর যদি Change না হয় তাহলে আগের উক্ত বিষয় সাবজেক্ট বহাল থাকবে।
    .
    কিন্তু তুমি মাইগ্রেশন করেছ তোমার বিষয় পরিবর্তন হয়েছে কিন্তু তুমি ভাবছো আমি এই বিষয়ে পড়বো না, আগে যা ছিল তাই পড়বো.। তুমি আর আগের বিষয়ে পড়তে পারবে না। আর বিষয় পরিবর্তন করা সম্ভব না।
    সুতরাং Atuto মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবে, আমি যে বিষয় পেয়েছি সেই বিষয়ের আগের চয়েজ গুলো ভালো নাকি যেটায় চান্স পেয়েছি এটাই ভাল। উপরের
    বিষয় গুলোর যে কোন একটা বিষয়ে যদি পড়ার ইচ্ছা তোমার থাকে তাহলে Auto মাইগ্রেশন করতে পার।
    .
    গত বছর এই ভুলের কারনে অনেক ভাল বিষয় পরিবর্তন হয়ে Normal বিষয় এসেছে এবং তাদের নরমাল খারাপ
    বিষয়ে অনার্স করতে হচ্ছে। সুতরাং তুমি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবে।
    .
    ধর তুমি চান্স পেলে Political Science
    বিষয়ে। তুমি মাইগ্রেশন করবে ভাবছ Political Science এর আগের বিষয় গুলোর মধ্যে পেলে ভাল হয়। তুমি Auto Maigration চালু করলে। তুমি পেয়ে গেলে History. তুমি
    খেয়াল কর নাই Political Science বিষয়ের আগে History চয়েজ দেয়া ছিল। তখন তোমাকে এই নরমাল বিষয়টা নিয়েই পড়তে হবে, আর ফিরে পাবে না তোমার Political Science বিষয় ।
    NU ADMISSION
    যারা মাইগ্রেশন করতে চাচ্ছ So be Careful, মাইগ্রেশন Nu দ্বারা Auto বিষয় পরিবর্তন হয়। এতে কলেজ কিংবা তোমার কোন হাত থাকবে না। তোমার অনলাইনে ভর্তি চুড়ান্ত ফরম
    পূরন করে উক্ত বিষয়ে ভর্তি হতে হবে। আর যদি পরিবর্তন হয় তাহলে Auto পরিবর্তন হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে হবে না ।
    .
    যারা বিষয় পরিবর্তন করতে চাও না, তারা ভুলেও মাইগ্রেশন চালু করবে না। তুমি তোমার উক্ত বিষয়
    নিয়েই ভর্তি হয়ে যাও ।
    National University Preliminary To Masters Admission Result 2023 has been published today 11 April 2023 at 4 pm. Preliminary to Masters admission (Regular) results for the academic year 2020-21 will be available on the website from 4 am on April 11 and after 12 pm on the website
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
    ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ
    ✅অনলাইন থেকে মূল আবেদন ফরম - ✅২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
    ✅সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
    ✅এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি - ২ সেট।
    ✅স্নাতক (সম্মান) নিয়মিত পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি - ২ সেট।
    ✅টাকা জমার রশিদ।
    ✅চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) - ২ টি।
    ✅সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
    Disclaimer:-
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 13

  • @komolsarker7405
    @komolsarker7405 Před rokem +1

    মাষ্টার্স প্রিলি আমি একাউন্টিং পাই। চয়েজ ছিলো ৩ টা ১ ম্যানেজমেন্ট ২ একাউন্টিং ৩ অর্থনীতি। এখন যদি মাইগ্রেশন অন রাখি ম্যানেজমেন্ট না দিয়ে যদি অর্থনীতি দেয়। এখন অর্থনীতি সাবজেক্টস আমি যদি না পরি তাহলে কি,চ্যান্জ করা যাবে না

    • @Sujons-dream
      @Sujons-dream  Před rokem

      Managenent dibe. Migration uporer dike jai vai

  • @ummehani6768
    @ummehani6768 Před rokem +1

    Tnx.

  • @abdullahalmamun1905
    @abdullahalmamun1905 Před rokem +1

    আমি দুটি সাবজেক্টের উপর আবেদন করেছি ১ব্যবস্থাপনা এবং ২অর্থনীতি আমার মেধা তালিকা তে অর্থনীতি আসে কিন্তু আমি ব্যবস্থাপনা পড়তে চাই এখন কি করনীয়। অথবা ভর্তি হওয়ার পর সাবজেক্ট পরিবর্তন করতে পারব কিনা জানালে উপকৃত হতাম সাবজেক্ট পরিবর্তন হলে পুনোরায় বর্তি হতোদে টাকা লাগবে কিনা

    • @Sujons-dream
      @Sujons-dream  Před rokem +1

      মাইগ্রেশন অন করবেন আর ভর্তি হয়ে যাবেন। আর যদি ভর্তি না হন প্রাইভেট এ পড়তে পারেন।

  • @vhotompacha8110
    @vhotompacha8110 Před rokem

    আমার ইসলামিক ইতিহাস আসছে আমি political Science নিয়ে পরতে চাই,এখন কি করবো 😢

  • @AR_Gazi_Rubel
    @AR_Gazi_Rubel Před rokem

    কিভাবে বুঝব যে আমার মাইগ্রেশন হয়েছে। আমাকে কি এসএমএস করে জানানো হবে। না অনলাইন থেকে জানতে হবে। আর অনলাইন থেকে কিভাবে যানবো? আমি ঠিক বুঝতেছি না।

    • @Sujons-dream
      @Sujons-dream  Před rokem

      ভাইয়া দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট এর অপেক্ষা করুন

    • @AR_Gazi_Rubel
      @AR_Gazi_Rubel Před rokem

      দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে ভাই।

  • @abdullahalmamun1905
    @abdullahalmamun1905 Před rokem

    মাইগ্রেশন আবেদন করলে কি সাবজেক্ট পরিবর্তন হবে আর যদি না হয় তাহলে কি পূর্বের বিষয়ে পড়ালাগবে

  • @sadiakeya6274
    @sadiakeya6274 Před rokem

    আমি একটা সাবজেক্ট চয়েস দিয়েছিলাম একটাতেই চান্স হয়েছে,কোনো ভাবে কি চেন্জ করা সম্ভব?