ভারত ভাগের ৭৫ বছর: যুক্তবঙ্গের প্রস্তাবে কী ছিল আর কেনই বা তা ব্যর্থ হল?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #BBCBangla
    ভারত আর পাকিস্তানে পালিত হচ্ছে দেশদু’টির স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এটা যেমন তাদের স্বাধীনতার ৭৫ বছর, তেমনই ভারত ভাগেরও ৭৫ বছর।
    ১৯৪৭ সালের এই অগাস্ট মাসেই র‍্যাডক্লিফ লাইন টেনে ভাগ করা হয়েছিল ভারতকে। কিন্তু ছবিটা আজ একেবারেই অন্যরকম হতে পারতো, যদি পূর্ব আর পশ্চিমবঙ্গ এক থাকতো, যার প্রচেষ্টাও হয়েছিল।
    যুক্তবঙ্গ নামের ওই প্রস্তাব দিয়েছিলেন হুসেইন শহিদ সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসুর মতো নেতারা। মোহনদাস করমচাদ গান্ধী আর মুহম্মদ আলি জিন্নারও সায় ছিল এতে।
    কী ছিল সেই প্রস্তাব আর কেনই বা তা ব্যর্থ হল? খোঁজ নিয়েছেন কলকাতায় বিবিসি-র সংবাদদাতা অমিতাভ ভট্টশালী
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
    নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: www.bbc.co.uk/...
    ফেসবুক: / bbcbengaliservice​​​
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
    *******************************************

Komentáře • 6K

  • @AvijitDas-ug5pw
    @AvijitDas-ug5pw Před 2 lety +995

    আমার তো মনে হয় ভারতবর্ষ ভাগ হবার প্রয়োজনই ছিল না। ব্রিটিশরা যখন দেখলো ভারতে তাদের অপশাসন কায়েম হচ্ছে না, তখন Divide and Rule Policy জারি করে দুটি প্রধান ধর্মের মানুষদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেশ ভাগ করলো। ওরা এটা ভালোভাবেই জানত এই দেশ তিনটি ( ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান) যদি এক থাকে তাহলে বিশ্বে এই দেশ অনেক এগিয়ে যাবে। তাই তারা ইচ্ছা করে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে আমাদেরকে দুর্বল করে গেল এবং সেই খেসারত আমরা আজও দিয়ে যাচ্ছি। আমরা যতদিন সাম্প্রদায়িকতা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করবো, পাশ্চাত্যের দেশগুলো এটার ফায়দা নিয়ে ততই এগিয়ে যাবে,আর আমরা এভাবেই পিছিয়ে থাকবো।
    মানবতার জয় হোক, ধর্মীয় হানাহানি বন্ধ হোক। সত্যমেব জয়তে 🙏

    • @Rabeya209
      @Rabeya209 Před 2 lety +33

      ঠিকই বলেছেন।

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 Před 2 lety +18

      Ara poschim kanglu Bihari, marwari dar golam third class nagorik 47 salar aga british Bharat chilo ar British asar aga Obivokto Bharat namar Kono Desh kokhonoi chilo na.Nawab Siraj uddolla thaka Somrat Assok Sobai sadhin Sarbovvhomo sasok chilo.
      Muslim majority Pakistan o Bangladesh dokhol kora Hindhu dominate Akkhondho Hindhustan/Bahrot gorar dabi utha 1920 sala ar Pakistan ar dabi utha a 1930 Sala sakhana Tui Bharotborsho namar Rastar kotha Kon jukti ta bolchis??!!???
      Tora Hindhu ra Muslim dominate a Asbi naki???!! Tora Hindhu ra Muslim dominate a Asbi na thakbi Na tahola Muslim ra Hindhu dominate a Hindhustan a thakba kon jukti ta ta ra murkho kanglu??!!?????
      Ar Muslim , Christian Ehodhi agulo Abrahamik Religion o sadrisso purono dhormo.kintu Hindhu Sompurno vhinno motobadar Vhinno jati sotta. Hindhu dar somaja tarai Tader aponjon.
      Tai partition chilo sothik siddhanto.
      Ar British Bharat Bivhokti ja kotota sothik sata kashmir, khalisthan, Dravid Nadu,, Christan majority 7 sisters o Hindhustan a atka pora Muslim rai proman kora.

    • @Rakibul_Hasan123
      @Rakibul_Hasan123 Před 2 lety +4

      👍 right

    • @shaheenkawser4013
      @shaheenkawser4013 Před 2 lety +5

      সহমত।

    • @rbnh3213
      @rbnh3213 Před 2 lety +17

      সহমত, বাংলাদেশ থেকে

  • @soumenpatra8636
    @soumenpatra8636 Před rokem +568

    আমি গর্বিত আমি ভারতীয় বাঙালি, আমি গর্বিত পশ্চিমবঙ্গের বাঙালি।
    ভারতের ১২ কোটি বাঙালির পক্ষ থেকে ওপারের ১৮ কোটি বাংলাদেশর বাঙালি দের সম্মান ও মর্যাদা জানাচ্ছি 👍। 🇮🇳❤️ 🇧🇩

    • @akmferoz8429
      @akmferoz8429 Před rokem

      আমি এই ভেবে গর্ব বোধ করি যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক, আমি বাংলাদেশী। এটা কোন কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত অবহেলিত রাজ্য নয়। ভারত ভ্রমনে গিয়ে পশ্চিম বাংলার সার্বিক চিত্র দেখে সেখানকার জনগনের জন্য আফসোস লাগলো, , তাদের নেতারা কত মারাত্মক ভুল করে বাংলা ভাগের পক্ষে রায় দিয়ে ছিল। মুসলমানদের সংখ্যাধিক্যের কারনে তাদের নেতাগিরি থাকবেনা, শুধু এই ভয়ে তারা অবিভক্ত বাংলার বিরোধিতা করল। জনগনের স্বাধীনতার কথা একবারও ভাবল না। ৭০ বছর পর আজ দেখা গেল তারা কেবল রেল,চিকিৎসা ও বিদ্যুৎ এ বাংলাদেশ থেকে ২০ বছর এগিয়ে আছে কিন্তু আর্থসামাজিক সর্বক্ষেত্রে এখনও ৭০ বছর পিছিয়ে আছে। কলকাতার ২০% লোকের ক্রয় ক্ষমতা আছে আর বাংলাদেশের ৮০% লোকেরই ক্রয় ক্ষমতা আছে। তাদের কর্ম সংস্থান নাই বললেই চলে। চারদিকে দারিদ্র্যতার ছাপ সুস্পষ্ট। খাবারের মান খুবই নিন্ম।

    • @basantisarkar2348
      @basantisarkar2348 Před rokem +8

      Ora oi jaigai nei

    • @litonbepari9065
      @litonbepari9065 Před rokem +19

      ভালবাসি সব বাংলা ভাষাভাষীদের।

    • @MdShahin-yf4dr
      @MdShahin-yf4dr Před rokem +13

      একই ভাষার মানুষ দেশ ২টা

    • @sahinrayhan1641
      @sahinrayhan1641 Před rokem +34

      আমি গর্বিত আমি বাঙ্গালী। এখানে বাংলাদেশের আর ভারতীয় বলে বিভেদ করা উচিত না। সব বাঙ্গালী ভাই ভাই।

  • @romenbarua8813
    @romenbarua8813 Před 4 měsíci +82

    আমি লন্ডনে থাকি। রাস্তায় বাংলা শুনলেই বুঝতে পারি কলকাতার নাকি বাংলাদেশের। যেখানেরই হোক, বাংলা শুনলেই মনে হয় আরে এতো আমার ভাই। বাংলা ভাষাভাষীর মানুষের প্রতি প্রচন্ড টান অনুভব করি। দুই বাংলার মানুষকেই ভালবাসি।

    • @ABCDEF-894
      @ABCDEF-894 Před 2 měsíci

      World a Joto Bangla vhasa vhasi area, Prothisthan asa sobe Bangladesh ar Bangali dar Jonno. Apni Rasta ghat a jasob Bangla dakhta pan sagulo Bangladesh ar Bangali dar obodan o Bangladesh ar Bangali dar Jonno use kora hoyca.
      Hindhusthani dar Jonno noy

    • @khalilrahman2223
      @khalilrahman2223 Před 2 měsíci +1

      আমি 15 দিল হলো England এসেছি।আজও কোন বাংলা ভাষীর সাথে কথা হলো না।

    • @user-yp3tz4xj5x
      @user-yp3tz4xj5x Před měsícem +1

      আপনাকে অনেক ধন্যবাদ।

    • @ronymia1421
      @ronymia1421 Před měsícem

      ❤❤❤🇧🇩

    • @dhananjoybiswas1154
      @dhananjoybiswas1154 Před 21 dnem

      Darkar nai.... Aalga piritir...

  • @pirates6308
    @pirates6308 Před 6 měsíci +21

    আমি ভারতীয় হিন্দু বাঙালি হিসাবে গর্বিত

    • @khan-ge5yq
      @khan-ge5yq Před 7 hodinami

      ইন্ডিয়ান হয়তে পারসেন বাঙালি হয়তে পারসেন কি?😡😡

  • @MRKhan-ci5je
    @MRKhan-ci5je Před 2 lety +834

    যাই হোক আমরা কোন জাতি বা রাষ্ট্রদরা পরিচালিত নয়। আমি উচ্চস্বরে বলতে পারি আমি বাঙালি, আমার রাষ্ট্র ভাষা বাংলা , আমি স্বাধীন দেশের নাগরিক, আমার দেশ বাংলাদেশ।

    • @sekharbhatt6121
      @sekharbhatt6121 Před 2 lety

      তারপর আরো যে আমি গর্বিত রাজাকার

    • @imo0on435
      @imo0on435 Před 2 lety

      তুই আমার বাল

    • @redrose4305
      @redrose4305 Před 2 lety +93

      আমি বাঙ্গালী নই,,, আমি বাংলাদেশী

    • @sujonmia-eg5yk
      @sujonmia-eg5yk Před 2 lety +3

      R8

    • @confusedgamer7628
      @confusedgamer7628 Před 2 lety +43

      @@redrose4305 Bangladeshi ra Bengali na? 🌚

  • @arupkumardebnath6826
    @arupkumardebnath6826 Před rokem +190

    ১৯৪৬- এর ক্যালকাটা ক্লিং ও নোয়াখালীর রায়ট -এর সঠিক ইতিহাস বিস্তারিত প্রকাশের অনুরোধ রইলো।

    • @tonmoydas97
      @tonmoydas97 Před rokem +37

      ওটা আর করবে না।

    • @souravghosh1440
      @souravghosh1440 Před rokem +14

      Akdom

    • @srirathin.iitbhu
      @srirathin.iitbhu Před rokem

      করবে না। কারন বিবিসি বাংলা মুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত

    • @md.mostakimhosen3451
      @md.mostakimhosen3451 Před rokem +20

      সেই সাথে কলকাতা দাঙ্গা বিস্তারিত প্রকাশ করা হউক

    • @faisalahmed1937
      @faisalahmed1937 Před rokem +8

      Riots in calcutta and bihar must be revealed with actual pictures. Riot in noakhali was a consequence of these riots

  • @SSCBANGLADESHOFFICIALCHANNEL

    শান্তিতে আছি পাকিস্তান ও ভারতবিহীন। বাংলাদেশ ই আমাদের শান্তির ঠিকানা

    • @ABCDEF-894
      @ABCDEF-894 Před 2 měsíci

      71 a khomota dia dila Bangali Muslim ra chirokal chiro esthai vhaba Pakistan Sason korito 😂. Kashmir -Baluchisthan a Bangali Muslim dar Sason Adhipotto korito Rajotto prothisthito hoto.
      Pakistan vag hoyca ata Sob caya basi Lavhoban hoyca Punjabi Muslim o Hindhusthani ra.

  • @subratadhar6869
    @subratadhar6869 Před 6 měsíci +71

    বাংলা ভাগের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কে অনেক ধন্যবাদ ❤

    • @supersaiyans7845
      @supersaiyans7845 Před 6 měsíci +9

      Because of Him Now We Don't Have Our Own State in this Country. Anti Bengali People Call us Foreigners

    • @krishanuadityapandey4414
      @krishanuadityapandey4414 Před 4 měsíci +2

      @@supersaiyans7845 No one say people of India as foreigners but obviously those who asked for Pakistan and those who infiltrates from Bangladesh or Myanmar are foreigners and they should treat as hostile foreigners.

    • @supersaiyans7845
      @supersaiyans7845 Před 4 měsíci +3

      @@krishanuadityapandey4414 Do You Know Ghoti Bangal ?

    • @UtpalBnaerjee
      @UtpalBnaerjee Před 4 měsíci

      শ্যামাপ্রসাদ বাবু ছিলেন বলে বাঙালি হিন্দুর বেঁচে আছি। আর সুরাবর্দি, জিনি Great Calcutta killing এর রক্তে রঞ্জিত।

    • @soumodippaul1235
      @soumodippaul1235 Před 3 měsíci

      হায় রবি ঠাকুর কেনো যে সেদিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দাঁড়ালেন । না দাঁড়ালেই শ্যামাপ্রসাদ বাবু কে আর এত খাটতে হতো না। আর হাজার হাজার মানুষকে উদ্বাস্তু হতে হতো না

  • @SSSBanglaNews
    @SSSBanglaNews Před 2 lety +577

    আমাদের পূর্বপুরুষরা বাংলা ভাগ চায়নি, তারা এক সাথে থাকার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু অধিকাংশ হিন্দু বাঙালি বাংলা ভাগ করার জন্য কাজ করেছে। হিন্দুরাই বাংলা ভাগ করেছে। মুসলিম বাঙালিরা বাংলাকে অখন্ড রাখতে চেষ্টা করেছিলেন। ধন্যবাদ BBC বাংলা সত্য প্রকাশ করার জন্য।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +2

      ☘ 🇧🇩 🌿 অতীত, বর্তমান ও ইতিহাস :
      .
      নওয়াব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা এ , কে ,ফজলুল হক, হোসাইন শহীদ সোহরাওয়ার্দী, কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ, সবাই ছিলেন দূরদর্শী , বাস্তবতাবাদী নেতা । এবং আধুনিক ও গণতান্ত্রিক। পাশ্চাত্যের আধুনিক গনতন্ত্র ও ন্যাশন-স্টেট অবশ্যই আগামীতে এক মানুষ এক ভোটের গতান্ত্রিক পদ্ধতিঃ অনুসরণ করবে এবং তা মেনেই দেশ এগিয়ে যাবে । কথা গুলি তাদের চিন্তায় ছিল ।

      সেখানে সংখ্যাগুরুর আধিপত্যে একটি বাস্তবতা পেতেই পারে । পরিণতিতে উপ-মহাদেশ থেকে বৃটিশ চলে যাওয়ার পরে মুসলমানরা সংকটে পড়বার ঝুঁকিতে থাকবেই । যা একদিন অস্তিত্বের সংকট হিসাবেও দেখা দিতে পারে। এ বিষয় গুলি উপলব্ধি করেই তারা স্যার সৈয়দ আহমদ, স্যার আমির আলী এবং স্যার আল্লামা ইকবালের দ্বিজাতি তত্বের দিকে ঝুকে পড়ে ছিলেন। এবং বৃটিশের সাথে দেন দরবারের সেদিন ফাইনালি তারা টু ন্যাশন থিওরী তুলে ধরেছিলেন ।

      ===============================

    • @ananyamaitra2831
      @ananyamaitra2831 Před rokem

      সাধারণ বাঙালি হিন্দুরা কখনই ভারত ভাগ এবং বঙ্গভঙ্গ চায়নি৷ বিভাজনের দাবি এসেছিল মুসলিম লীগের কাছ থেকে৷ ভারতের মুসলিম রাজনীতিবিদরা তাদের ক্ষমতা ফিরে পেতে চেয়েছিলেন এবং এর ফলে দাঙ্গা হয়েছিল যা হিন্দু ও মুসলমান উভয়কেই হত্যা করেছিল যারা অতীতে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন৷ এবং এটি লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু হতে বাধ্য করেছিল। সম্পূর্ণ ইতিহাস পড়ুন।

    • @SSSBanglaNews
      @SSSBanglaNews Před rokem

      @@ananyamaitra2831 সকল ইতিহাস ই জানা আছে। অবিভক্ত বাংলা, অবিভক্ত আসাম ও ত্রিপুরা মিলে "যুক্তবাংলা" রাষ্ট্র গঠনের পক্ষে ছিল মুসলিম বাঙালি নেতারা, হাতেগোনা কয়েকজন হিন্দু নেতা যুক্তবাংলা-রাষ্ট্রের পক্ষে ছিল। তাছাড়া অধিকাংশ হিন্দু নেতারা বঙ্গ ভেঙে ভারতের সাথে থাকার রায় দিয়েছিল। ফলে যুক্তবাংলা রাষ্ট্র তখন আর হয়নি। ফলে আমাদের নেতারা বাধ্যহয়ে পাকিস্তান আন্দোলনে জোরালো ভাবে অবদান রাখেন এবং পাকিস্তান ফেডারেশনে যোগ দেন।

    • @ananyamaitra2831
      @ananyamaitra2831 Před rokem

      @@SSSBanglaNews বাঙালি অভিজাত মুসলিমরা তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে চেয়েছিল এবং সেজন্য
      তারা 1946 সালের কলকাতা হত্যাকাণ্ড এবং নোয়াখালী দাঙ্গায় ইন্ধন জুগিয়েছিল। একটি ধর্মনিরপেক্ষ বাঙালি রাষ্ট্র কখনোই তাদের এজেন্ডায় ছিল না। আমরা আজকের বাংলাদেশেও এর প্রতিফলন দেখতে পাচ্ছি।

    • @ananyamaitra2831
      @ananyamaitra2831 Před rokem

      @@SSSBanglaNews বাঙালি অভিজাত মুসলিমরা তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে চেয়েছিল এবং সেজন্য
      তারা 1946 সালের কলকাতা হত্যাকাণ্ড এবং নোয়াখালী দাঙ্গায় ইন্ধন জুগিয়েছিল। একটি ধর্মনিরপেক্ষ বাঙালি রাষ্ট্র কখনোই তাদের এজেন্ডায় ছিল না। আমরা আজকের বাংলাদেশেও এর প্রতিফলন দেখতে পাচ্ছি।

  • @saddamsworld92
    @saddamsworld92 Před 2 lety +590

    পশ্চিম বাংলার হিন্দুরা চেয়েছে আলাদা থাকতে তাই আলাদাই থাকুক ভারতের অধীন, আর আমরা পূর্ব বাংলার বাংলাদেশীরা সম্পূর্ন স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।

    • @trashlandingonyou
      @trashlandingonyou Před 2 lety

      কিন্তু তাদেরকে অবাঙালি রা আমাদের দেশি বলে এখন গালি দেয়

    • @ismailhossain9139
      @ismailhossain9139 Před 2 lety +167

      বাংলা বিভক্ত হওয়ার একমাত্র কারণ সেই সময়ের হিন্দু নেতারা। 😥
      সোহরাওয়ার্দী স্যার ছিল একজন প্রকৃত দেশ প্রেমিক। 😥
      আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের সদস্য করে নিক। 😥

    • @sudiptasaha2783
      @sudiptasaha2783 Před 2 lety +81

      Amra Indian Bangladeshi na.. ulluk kothakar...

    • @saddamsworld92
      @saddamsworld92 Před 2 lety

      @@sudiptasaha2783 বেওকুব নাদান পাঠা কথার অর্থ বোঝে না।

    • @TheNewTube
      @TheNewTube Před 2 lety

      সাধীন ভাষার জাতি দেশের গর্ব, মর্ম কোনোদিন বর্গি হিন্দুস্তানের দালালেরা বুঝবেনা।
      বাংলাদেশ 🇧🇩 চিরজীবী হোক

  • @arnabbiswas2041
    @arnabbiswas2041 Před 6 měsíci +39

    আমরা ভারতবাসী এটার জন্য গর্ববোধ করি। 🇮🇳🇮🇳🇮🇳

    • @mashrurtanjeem3336
      @mashrurtanjeem3336 Před 5 měsíci +8

      পরাধীন তোমরা, আর আমরা গর্বিত যে স্বাধীন সার্বভৌম একটি দেশ 🇧🇩🇧🇩

    • @rohitghosh1815
      @rohitghosh1815 Před 5 měsíci +9

      ​@@mashrurtanjeem3336 Amrao Sadhin ulte amra desh bhagar por shantite achi 😊

    • @SohamSamanta-qe8yw
      @SohamSamanta-qe8yw Před 3 měsíci

      @@mashrurtanjeem3336 toder desh ke too amader desh sadhin koreche. Vikkhay pawa sadhinota niye thak.

    • @azmainalfaik4380
      @azmainalfaik4380 Před 3 měsíci

      @@rohitghosh1815 দেশ ভাগের আগে কি বাংলাদেশে থাকতেন?

    • @raj2487
      @raj2487 Před 2 měsíci +3

      @@azmainalfaik4380deshbhager age ki Bangladesh bole ki kono desh chilo?

  • @asimachakrabarty5912
    @asimachakrabarty5912 Před rokem +19

    একটা বিষয় পরিষ্কার যে সুরাবর্দির অভিসন্ধি সবার প্রথমে বুঝতে পেরেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই ওনার ওপর এত রাগ। কিন্তু উনিই পশ্চিমবঙ্গের জনক।

    • @SAHILSWORLD-xl3ek
      @SAHILSWORLD-xl3ek Před 3 měsíci

      পশ্চিমবঙ্গের স্বাধীনতা চাই।

  • @naim872
    @naim872 Před rokem +99

    এপার ওপারের বাঙালি কমেন্ট সেকশন অনেক রেষারেষি😥। কিন্তু সত্যি বলতে যখন সামনা সামনি দেখা হয় তাদের আন্তরিকতা দেখার মত ♥️. out of the world.

    • @netbabu718
      @netbabu718 Před 6 měsíci +2

      ও সব নাটোক

    • @sonatandas3485
      @sonatandas3485 Před 6 měsíci

      পোঁদ মারার ধান্দা - নোয়াখালী র দাঙ্গার কথা ভুলে গেছিস

    • @vedbratikundu2255
      @vedbratikundu2255 Před 6 měsíci +1

      Na bhai....sottye e we both ❤ each other......ultimately toh amra ek e deshr e manus😊

    • @raselesaboolnine9904
      @raselesaboolnine9904 Před 6 měsíci +5

      ata sotti manus online ai akjon arekjon re ja issa bolte pare krn tara face to face nai ,, kasakasi gele tara kintu amn kisui bole na bolte pare na , krn sopbar majhei monusottobodh ase , seta se hindu hok ba muslim

    • @arpiarpita1487
      @arpiarpita1487 Před 5 měsíci

      বিশেষ করে বিদেশে গেলে দেখবেন এরা ঠিকই গলাগলি হয়ে থাকে। নিজের দেশে মারামারি করে।

  • @haturiacable9270
    @haturiacable9270 Před 2 lety +224

    আমি গর্বিত আমি বাঙালী কথাটা বাংলাদেশর মানুষ স্বাধীন ভাবে বলতে পারে।

    • @AD-hm1xl
      @AD-hm1xl Před 2 lety +1

      কিন্তু এই তথাকথিত "স্বাধীনতা"টা পৃথিবীর আর কোনো দেশ পাত্তা দেবে না। বাংলাদেশকে কোন রাষ্ট্র চেনে ঠিক করে !
      গত 5 বছরে কতজন বিদেশি রাষ্ট্রপতি এসেছে বাংলাদেশ সফরে? এসেছে শুধু চীনারা লোন দিয়ে বাংলাদেশকে কব্জা করবে বলে।
      বাংলাদেশিরা USA, Taiwan, nasa, google, microsoft এ গিয়ে কতো software বানাচ্ছে ! যতসব কাজ করে আরব দুনিয়ায় লেবার-দিনমজুরের।
      tcs, wipro, infosis এদের নাম শুনেছিস ! এগুলো ভারতীয় কোম্পানি। google, microsoft, adobe, apple এইসব কোম্পানি গুলো জানিস ! এদের ceo থেকে শুরু করে যত বড় বড় পদ সব ভারতীয়রা আছে।
      তোরা যেটাকে স্বাধীনতা বলছিস ওটা হচ্ছে বহিস্কার। এক বাবা যেমন তার বিগড়ে যাওয়া ছেলেকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, তোদেরকেও সেটাই করা হয়েছে 🙂🙂🙂☺️☺️😑

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +47

      দরকার নেই দাদা আমরা ভারতীয় হয়ে অনেক বেশি খুশি আছি😂 বাঙ্গালীর থেকেও বেশি ভারতীয় হিসেবে বেশি গর্বিত আমরা
      আর bd কে খুব একটা ভালো লাগেনা back dated

    • @kabirbkb9002
      @kabirbkb9002 Před 2 lety

      @@Adrita65 তাহলে তোমরা বাংলা নিয়ে এত মাতামাতি করো কেন? বাংলাদেশকে তোমাদের ভালো লাগুক আর না লাগুক তাতে বাংলাদেশের কিছু যায় আসে না। তোমরা ভারতীয় বাঙ্গালিরা বাংলাদেশের চেয়েও ব্যাকডেটেড। তোমরা হচ্ছ পরজীবী😆। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে এর চেয়ে বেশি গর্বিত। তোমাদের প্রতি আমাদের কোন ইন্টারেস্ট নেই। 😜

    • @mdjubayr1864
      @mdjubayr1864 Před 2 lety

      @@Adrita65 look at here.... Gulam.... Lojja Kora uchit nijer jati sotta nai.... Sara jibon Dehli er gulam kore geli.....

    • @AG-et6jp
      @AG-et6jp Před 2 lety +4

      @@Adrita65 পশ্চিম বাংলায় আমাদের Bangali Origin গর্ভিত বিহারী ভারতীয় হিসেবে বেঁচে থাকতে হবে

  • @sumanburman24
    @sumanburman24 Před 2 lety +185

    একজন বাঙালি ভারতবাসী হিসেবে বাংলাদেশী ভাইদের প্রতি খোলা চিঠি-
    সত্যি কথা বলতে আজ কমেন্টগুলো পড়ে মনে হচ্ছে বাংলা ভাগ হয়েছে ভালো হয়েছে। বাংলাদেশের ভাইদের মনোভাব টা এমন পশ্চিমবঙ্গের লোকেরা খুব দুঃখে কষ্টে রয়েছে। তারা এটা ভাবে হিন্দি সাম্রাজ্যবাদের পদতলে আমরা বসে আছি, ভারতবর্ষের হিন্দির যা অবস্থান বাংলার ও তাই অবস্থান। ভারতের কোনো জাতীয় ভাষা নেই। বাংলা, তামিল, তেলেগু, কানাড়া, মারাঠি, গুজরাটি কাশ্মীরি, হিন্দি, অসমীয়া এরকম ২৩টি স্বীকৃত সরকারি ভাষা আছে। আর ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে প্রত্যেকটি ধর্ম সমানভাবে অধিকার দেওয়া আছে। সেখানে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। আমরা আমাদের বাংলা কে নিয়ে ভালো থাকতে দিন, আপনারা আপনাদের বাংলাদেশ নিয়ে ভালো থাকুন। আর একটা জিনিস মনে রাখবেন কোন হিন্দি ভাষার ব্যক্তি কিন্তু আমাদের ভারতের জাতীয় সংগীত রচনা করেননি করেছেন একজন বাঙালি এবং গর্ব করে আমরা তার তৈরি জাতীয় সংগীত গেয়ে থাকি "জনগণমন অধিনায়ক.... "
    ও ভুলে গিয়েছিলাম উনি তো আবার আপনাদের ও জাতীয় সংগীত স্রষ্টা।
    আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা খুব ভালো আছি। আমরা ভারতবর্ষের স্বপ্ন দেখেছি আর ভারতবর্ষ কেই পেয়েছি। নিজেদেরকে ভারতীয় বাঙালি হিসেবে গর্ব বোধ করি। ঘরের সব ভাইরা তো আর একসাথে থাকতে পারে না তাই আলাদা হয়ে যায়। তা বলে, আমরা সবাই খুব খারাপ আছি, এটা ভাবার কোন কারণ নেই। নিজেরাও ভালো থাকুন উন্নতি করুন। আপনাদের জন্য শুভকামনা রইল।

    • @zunaidhossain3851
      @zunaidhossain3851 Před 2 lety

      ভাই ভারতে মুসলমানদের কোনো সম্মান নাই।।।

    • @pinakimukherjee8194
      @pinakimukherjee8194 Před 2 lety +18

      খুব ভাল লাগল

    • @livingmusic4096
      @livingmusic4096 Před 2 lety +14

      সঠিক উত্তর

    • @dIsTiNG1
      @dIsTiNG1 Před 2 lety +5

      Bangladesher Shadhin Bangali ra onek arrogency niye vabnay thake. Indian Bangali der Bangla shunley tarporeo nijeder jaatvai mone korei kotha boli. Hajar holeo nijeder alada vableo amra to Bangali.

    • @hpbrowser6752
      @hpbrowser6752 Před 2 lety +1

      দাদা হিন্দু রা অনেক সহনশীল জাতি। তাই নিজের দেশ কে অন্য দের হাতে খুব সহজেই তুলে দিল ঝগড়া বিবাদ ছাড়া। অপরদিকে মুসলিম রা শুধু ভারত দখলের নেশায় মগ্ন থাকে। মুসলিম রা কখনো নিজের দেশ এবং নিজ ধর্ম নিয়ে সন্তুষ্ট না তারা অন্য দেশ এবং অন্য ধর্মের প্রতি জোর খাটিয়ে দখল করতে চায়। মুসলিম দের মত নিমোক হারাম কোন জাতি নেই।
      পশ্চিম বঙ্গের হিন্দু দের বলছি। আপনারা হিন্দুরা একতা বধ্য হোন। কারন পশ্চিম বঙ্গকে ভারত থেকে আলাদা করার জন্য মুসলিম রা অনেক চেষ্টা করতেছে। পশ্চিম বঙ্গের মুসলিম রা সরাসরি ভারত কে মুসলিম রাষ্ট্র বানাতে চায়। তাই সেকুলারিজম বাদ দিয়ে নিজেদের পরিচয় এবং শক্তি প্রতিষ্ঠা করেন। নয়ত পশ্চিম বঙ্গের মুসলিম রা আপনাদের শান্তিতে থাকতে দিবে না।

  • @arksaad
    @arksaad Před 2 lety +315

    বহুল প্রত্যাশিত একটি রিপোর্ট।
    যুক্তবঙ্গ নিয়ে আরও কথা হওয়া উচিত, মাওলানা ভাসানী-কে নিয়ে আরও কথা হওয়া উচিত।

    • @sumanpradhan2879
      @sumanpradhan2879 Před 2 lety

      kutta ..aamra aage indian tarpor bangali ..r toder songe gele aamader keo usa, europe lungi khule checking korto .. vogoban bacchi ye che toder moto hindu converted muslim der saathe aamader jete hoy ni ..saare jaha se acha hindustan humara ❤️❤️🇮🇳🇮🇳

    • @shohidalam0011
      @shohidalam0011 Před 2 lety +2

      ঠিক বলেছেন

    • @m_sharif
      @m_sharif Před 2 lety +1

      Ekmot

    • @bayizidmd3443
      @bayizidmd3443 Před 2 lety

      এই বাংলা ও পান্জাব ভাগের জন্য হিন্দুরা দায়ী।ওরা সব সময়ই ষড়যন্ত্রকারি।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      বাংলার মুসলিম ইতিহাস আমাদের আত্মপরিচয়, গর্ব এবং গৌরব উৎসের মূল কেন্দ্র।

  • @swapangupta5240
    @swapangupta5240 Před 6 měsíci +18

    আমরা ভারতীয় এবং গর্বিত ।

    • @HinduVedasAndVibleFalsFakeBook
      @HinduVedasAndVibleFalsFakeBook Před 2 měsíci

      😂😂😂😂

    • @khan-ge5yq
      @khan-ge5yq Před 7 hodinami

      ইন্ডিয়ান হয়তে পারসেন বাঙালি হয়তে পারসেন কি?😡😡

  • @internationaldiplomacy
    @internationaldiplomacy Před 5 měsíci +7

    বাংলাদেশ একটি আ ত ঙ্ক বা দী র দেশ, হোসেন সোওয়ারাওর্দী একজন আ ত ঙ্ক বা দী ছিল তাই পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ আলাদা করে বাংলাদেশ নিয়েছে, বাংলাদেশের মু স লি ম রা সবসময়ই বিচ্ছিন্নতাবাদী,
    ঈশ্বর হোসেন সোওয়ারাওর্দীকে ন র কে দিন 👍😊🙏❤।

  • @Lingkon577
    @Lingkon577 Před 2 lety +132

    ভাই আমরা আলাদা আছি ভালো আছি এবং আমরা বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি এবং পাশাপাশি ভারতের বাঙালি যারা আছে তাদেরকে আমরা সম্মান করি দিন শেষ আমরা সবাই বাঙালি।

    • @madhukar9124
      @madhukar9124 Před rokem +8

      Amra kau hindu, kau muslim, kau Cristian, kau sikg .......etc ;
      Amra kau bangali, kau Nepali, kau punjabi, kau rajesthani, kau tamil, ......etc
      Kintu Diner ses-a amra sobai INDIAN.
      Kabol matro Amar desh India amader gorbo.

    • @shakhawathossain7537
      @shakhawathossain7537 Před rokem

      @@madhukar9124 tate kar ki bal chira gelo tora achis toder moto thak

    • @mdmohammadali1704
      @mdmohammadali1704 Před rokem +10

      ​@Soumen Ghosh বর্তমানে হিন্দুরা গরুর মাংস খাওয়া শুরু করেছে,,, তাই দাম বাড়ছে

    • @nahidaakter1492
      @nahidaakter1492 Před 7 měsíci +1

      ​@@mdmohammadali1704right ...Hindu ra gorur mangsho kha amader basar ek varartia silo uni Hindu aander kurbani dewa gorur mangsho niye ranna Kore kheyesilo...

    • @1111taktak
      @1111taktak Před 6 měsíci

      Suorer mangsho khaoa muslim ra suru koreche tai daam barche…..

  • @FarhanAhmed-pk3ug
    @FarhanAhmed-pk3ug Před 2 lety +270

    উচিৎ ছিল ভাষার ভিত্তিতে দেশ ভাগ করা, নেতা ছিল হোসেন শহীদ সারওয়ার্দী উনার আত্মার মাগফেরাত কামনা করি।

    • @sumanpradhan2879
      @sumanpradhan2879 Před 2 lety

      kutta ..aamra aage indian tarpor bangali ..r toder songe gele aamader keo usa, europe lungi khule checking korto .. vogoban bacchi ye che toder moto hindu converted muslim der saathe aamader jete hoy ni ..saare jaha se acha hindustan humara ❤️❤️🇮🇳🇮🇳

    • @AR-wg4uk
      @AR-wg4uk Před 2 lety +18

      সমেস্যা ধর্ম নিয়ে ছিলো

    • @raj.sarkar
      @raj.sarkar Před 2 lety

      @@AR-wg4uk dhormo niye bangalider moddhe Kono somossa chilona. Chilo Islamic jongli der moddhe are swarddhi silo Ekta britishder dalal

    • @trashlandingonyou
      @trashlandingonyou Před 2 lety

      ভাষার ভিত্তিতে করলেও ওরা তা মেনে নিতনা
      ইন্ডিয়া তাদের তীর্থস্থান ওটাকেই তারা নিজেদের আপন মনে করে

    • @AR-wg4uk
      @AR-wg4uk Před 2 lety +8

      @News bangla কেনো?? তখন বাংলাদেশ ছিলো না,, পাকিস্তান ছিলো,,, এবার আয়তন টা মিলিয়ে নিন,,,

  • @arupmondal6689
    @arupmondal6689 Před 11 měsíci +53

    শ্যামাপ্রসাদ ছিলেন বলে আজকে আমরা নিজেদের হোমল্যান্ড পেয়েছি।
    জয় বাংলা, জয় শশাঙ্ক

    • @topcreation6576
      @topcreation6576 Před 11 měsíci +1

      Jay Bangla

    • @miskatulmasabihayatularu182
      @miskatulmasabihayatularu182 Před 10 měsíci

      ইতিহাসটা অনেক গভীরের

    • @AbhishekGaming-xh9pe
      @AbhishekGaming-xh9pe Před 9 měsíci

      কিভাবে? দিল্লির দাসত্ব কে নিজেদের হোমল্যান্ড বলে? হিন্দির আধইপত্যক নিজস্ব হোমল্যান্ড বলে? বলিউডের কাছে টলিউডের হারকে নিজস্ব হোমল্যান্ড বলে? ইন্ডিয়ান ক্রিকেট টিমে কয়জন বাঙালি খেলোয়াড় আছে? ভারতের কয়জন প্রধানমন্ত্রী বাঙালি? শুধু মাত্র ধর্মের পার্থক্যের কারণে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য সংস্কৃতিকে জলাঞ্জলি দিতে পারি না। আপনি সবচেয়ে বড় পরিচয় হিন্দু মুসলিম বা ইনডিয়ান/ বাংলাদেশি নয় বরং বাঙালি হওয়া উচিত আমি গর্বিত আমি বাঙালী।জয় বাংলা।

    • @betterthinker23
      @betterthinker23 Před 8 měsíci

      😅 নেতাজি বেঁচে থাকলে এই শ্যামাপ্রসাদকে জু&তার বা৳ড়ি মারতো

    • @ExcitedOctopus-ko8jg
      @ExcitedOctopus-ko8jg Před 6 měsíci

      তো দে র লজ্জা করে এমন কথা বলতে ?? বাংলাদেশে নিজেদের জমি জায়গা, ঘর বাড়ি মুসলিমদের কাছে অল্প টাকায় বিক্রি করে দিয়ে ওপার বাংলায় কা পুরুষের মতো বসবাস করা

  • @AktaruzzamanMolla
    @AktaruzzamanMolla Před 7 měsíci +30

    অলৌকিকভাবে পশ্চিমবঙ্গের বাঙ্গালীদের প্রতি টান অনুভব করি,,

    • @sonalimukhopadhyay2950
      @sonalimukhopadhyay2950 Před 4 měsíci +3

      Apni birol onek bhalobasa

    • @parthasarathipatra7732
      @parthasarathipatra7732 Před 3 měsíci +1

      Apnar mato hodi sab loker hoto bangla kakhono bhag hoto na.

    • @ABCDEF-894
      @ABCDEF-894 Před 2 měsíci

      ​@@parthasarathipatra7732Bangla vag na hoya ki Hindhusthan hoto!??? Bhag onibarjo Chilo ar ata Bangladesh ar manus ar artho samajik obostha ar unnoti hoyaca

    • @user-fw6fg3xu2h
      @user-fw6fg3xu2h Před 2 měsíci

      Me too

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 Před měsícem

      আপনার শিকড় কোথায়?

  • @aniruddhasaha7038
    @aniruddhasaha7038 Před 2 lety +84

    সবাইকে উইকিপেডিয়া তে Kolkata Riot আর Noakhali Riot সার্চ করার অনুরোধ করছি. তাহলেই বুঝতে পারবেন কেন আমরা বাঙালি হিন্দুরা নিজেদের আলাদা ভুখন্ড নিলাম.

    • @FahadKhan-cz6cd
      @FahadKhan-cz6cd Před rokem

      এই দাঙ্গা পূর্বপরিকল্পিত, বাংলা ভাগ করার জন্যই। যারা যুক্ত বঙ্গ চাইসিল তারা জীবনেও দাঙ্গা করাত না । এটা পাকিস্তানি অথবা হিন্দুস্তানি পন্থী মানুষের ষরযন্ত্র ছিল , কমন সেন্স ।

    • @aniruddhasaha7038
      @aniruddhasaha7038 Před rokem

      @@FahadKhan-cz6cd 😂😂😂

    • @FahadKhan-cz6cd
      @FahadKhan-cz6cd Před rokem +1

      @@aniruddhasaha7038 Think with common sense, why will supporters of united Bengal provoke a riot. What will they gain? They were not stu*pid.
      hindustan and pakistan have gained bigger territory in 1947, for those riot. Both benefited .

    • @rabbihossain2958
      @rabbihossain2958 Před rokem +5

      আপনাদের আলাদা ভুখন্ড টা কোথায় দাদা?

    • @rajveer-wr7ji
      @rajveer-wr7ji Před rokem

      @@FahadKhan-cz6cd don't lie

  • @forhadmajumder8009
    @forhadmajumder8009 Před 2 lety +192

    যা হয়েছে ভালোই হয়েছে। ভাগযোগের দিন শেষে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা সত্যিকার স্বাধীন হয়েছি ✌️ 🇧🇩 যা পশ্চিমবঙ্গের কপালে জোটেনি 😜

    • @rohitghosh1815
      @rohitghosh1815 Před 2 lety +19

      West Bengal ooo sadhin 😐😐 amra Indian

    • @alifharuhi7502
      @alifharuhi7502 Před 2 lety

      ১০০% পশ্চিমবঙ্গ এখন দিল্লীর চামচা 😂

    • @shihabhasananna
      @shihabhasananna Před 2 lety

      ​@@rohitghosh1815 পশ্চিম বাংলার মানুষ স্বাধীন দেশের দাবি করলে দিল্লির সেনাবাহিনী গিয়ে আপনাদের দমন করবে৷ বুদ্ধি থাকলে এখন বুঝে নেন, কতটা স্বাধীন আপনারা৷

    • @ttttttttt714
      @ttttttttt714 Před 2 lety +14

      @@shihabhasananna amra chai na.because we are indian.

    • @shihabhasananna
      @shihabhasananna Před 2 lety

      @@ttttttttt714 hm. এটাই ভালো। না হলে ইন্ডিয়ান আর্মি আপনাদের বিচ্ছিন্নতা বাদী ও সন্ত্রাসী ট্যাগ দিয়ে সাফ করে ফেলবে৷

  • @akashbose3001
    @akashbose3001 Před 2 měsíci +2

    আমার গর্ব আমি ভারতীয়,বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ আমার ভারত।

  • @bikram3997
    @bikram3997 Před 11 měsíci +28

    যদি পুরো বাংলা ই ভারতের অন্তর্গত হতো তাহলে খুব ভালো হতো। United Bengal দেশ এর তীব্র বিরোধিতা করি। মুসলিম প্রধান দেশে থাকতে চাইনা। জয় হিন্দ।

    • @onuvubindu
      @onuvubindu Před 4 měsíci +1

      তাতে কারো চুল ছেড়া গেছে। 😂

    • @dungavhai3319
      @dungavhai3319 Před 3 měsíci

      ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উপরে হলো এখন পর্যন্ত কোনো বাঙালি প্রধানমন্ত্রী হলো না। তোমরা হলে হিন্দি ভাষী দের বাঙালি চামচা। আমরা বাংলাদেশে খুব খুশি তোমরা আলাদা আমাদের থেকে। বাংলাদেশ বাঙালিদের স্বাধীনদেশ এইটা বুঝতে হবে

    • @delwarhossain6618
      @delwarhossain6618 Před 3 měsíci +2

      শুধুবাংলা মিলে একটা দেশ হলে ভালো হতো

    • @abdulmominmasud75
      @abdulmominmasud75 Před 3 měsíci

      বাংলাদেশের বাঙ্গালীরা পেয়েছে সার্বভৌমত্ব ও স্বাধীনতা। একটা স্বাধীন বাংলার ভূখণ্ড। আর পশ্চিম বঙ্গ পেয়েছে ভারতের দাশত্বের বেড়া জাল। হারিয়ে বাংলার স্বাধীনতা।

    • @fatimasiddiqua2314
      @fatimasiddiqua2314 Před 4 dny

      থাকতে যখন চান না, চলে যান দাদা, বেধে রেখেছে কে?

  • @pspsdan
    @pspsdan Před rokem +53

    ঈশ্বরকে ধন্যবাদ আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারত। আমরা গর্বিত ভারতীয়, গর্বিত বাঙালি। বাঙালি সংস্কৃতি নিজেই মহান ভারতীয় সংস্কৃতির অংশ। আমরা বিশ্বের প্রাচীনতম এবং সর্বশ্রেষ্ঠ সভ্যতার উত্তরাধিকারী।

    • @samman7817
      @samman7817 Před rokem +1

      ঠিক

    • @sarthakadak2454
      @sarthakadak2454 Před rokem

      Akdom thik

    • @dungavhai3319
      @dungavhai3319 Před 3 měsíci

      ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উপরে হলো এখন পর্যন্ত কোনো বাঙালি প্রধানমন্ত্রী হলো না। তোমরা হলে হিন্দি ভাষী দের বাঙালি চামচা। আমরা বাংলাদেশে খুব খুশি তোমরা আলাদা আমাদের থেকে। বাংলাদেশ বাঙালিদের স্বাধীনদেশ এইটা বুঝতে হবে

    • @badshaalam7406
      @badshaalam7406 Před 3 měsíci

      আজাইরা

    • @abdulmominmasud75
      @abdulmominmasud75 Před 3 měsíci

      বাংলাদেশের বাঙ্গালীরা পেয়েছে সার্বভৌমত্ব ও স্বাধীনতা। একটা স্বাধীন বাংলার ভূখণ্ড। আর পশ্চিম বঙ্গ পেয়েছে ভারতের দাশত্বের বেড়া জাল। হারিয়ে বাংলার স্বাধীনতা।

  • @sakibahmedrezvee136
    @sakibahmedrezvee136 Před 2 lety +73

    দুই বাংলার মানুষই এখন যথেষ্ট ভালো আছে, দোয়া করি সবাই ভালো থাকুক
    শুধু কিছু কথায় বলবো যদি আজ দুই বাংলা এক থাকলে হয়ত বাঙালি আজ পৃথিবীর বুকে একটি অন্যতম শক্তিধর জাতি হত। এটা তিক্ত হলেও সত্য যে ইন্ডিয়াতে বাঙ্গালীদের তেমন মূল্যায়ন করা হয় না।আর ইন্ডিয়া উন্নত হওয়ার ক্ষেত্রে বাঙ্গালীদের বিশাল অবদান রয়েছে । আশাকরি ওপার বাংলার দাদারা নিজেদেরকে ইন্ডিয়ার একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে, তাহলে গর্ব করে বলতে পারব যে ইন্ডিয়াতেও আমাদের জাতির মানুষই শাসন করে ❤️

    • @rezawanulhaider2252
      @rezawanulhaider2252 Před 2 lety +9

      সাউথ এশিয়াতে শুধু বাংলাদেশ আর ভারতের ই ডিপ্লোমেটিক ব্রেইন আছে...
      ভারতের ডিপ্লোমেটিক ব্রেইন আবার কলকাতায়...
      মানে ঘুরে ফিরে বাংলার মানুষের কাছেই...
      পশ্চিম বাংলার মূল্যায়ন আসলেই কম হয় ভারতে...
      আপনার সাথে আমি একমত

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety

      @@rezawanulhaider2252 @
      * ১৯০৫ এ পৃথক পূর্ব বাংলা আসাম প্রদেশ না হবার জন্য বিরধিতা করেছে , কলকাতা কেন্দ্রিক হিন্দুরা- সুর তুলেছিল অবিভক্ত বাংলার। কারন মুসলমান যেন আবার সুবিধা না পেয়ে যায় ।
      ,
      সেই তারাই আবার ১৯৪৭ সে সুর ধরল বাংলা ভাগের। কারন সেই একই। মুসলমান যেন বৃহৎ বাংলায় নেতা না হয়ে যায়।
      .
      এখন বাংলাদেশের উন্নয়ন দেখে দিল্লির মদদ সঙ্গে নিয়ে আবার নুতন ধান্দা। নুতন সুর। আমাদেরও এবার এ ক কথা - দিল্লিকে তালাক দিয়ে বের হয়ে এলে তবে দেখা যাবে !!!

    • @soul-bn9rf
      @soul-bn9rf Před 2 lety +1

      কি হতো তা জানিনা তবে মুসলিমরা সংখ্যালগু হতো আর কলিকাতা আরো সমৃদ্ধ হতো

    • @saurabhpaul4610
      @saurabhpaul4610 Před 2 lety +6

      ১৯৪৭ সালে ভারত ভাগ ধর্মের ভিত্তিতে না হয়ে ভাষার ভিত্তিতে ভাগ হলে ভালো হতো।

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 Před rokem +15

      আপনাদের জাতী আলাদা, আমাদের জাতী আলাদা, আমরা ভারতীয়। আগে ভারতীয়, তারপর বাঙালি।
      রক্তে ভারত, হৃদয়ে পশ্চিমবঙ্গ।

  • @smdcreation7077
    @smdcreation7077 Před rokem +39

    আমরা জন্মে এবং কর্মে ভারতীয় তাই ভারতে থাকার জন্য বাংলা ভাগ দরকার ছিল। 🧡🤍💚🇮🇳

    • @sheikhmehmudhossain3543
      @sheikhmehmudhossain3543 Před rokem

      থাক না ভারতীয় হয়ে। তো আবার বাংলায় কমেন্ট করেছিস কেন? আবালচোদা কোথাকারের

    • @MDSohelRana-lp8hq
      @MDSohelRana-lp8hq Před 4 měsíci

      তাদের সাথে না থাকাই আমাদের উচিত, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন

    • @abdulmominmasud75
      @abdulmominmasud75 Před 3 měsíci

      বাংলাদেশের বাঙ্গালীরা পেয়েছে সার্বভৌমত্ব ও স্বাধীনতা। একটা স্বাধীন বাংলার ভূখণ্ড। আর পশ্চিম বঙ্গ পেয়েছে ভারতের দাশত্বের বেড়া জাল। হারিয়ে বাংলার স্বাধীনতা।

  • @Bharatiyahindutav
    @Bharatiyahindutav Před 9 měsíci +8

    শ্যামাপ্রসাদ মুখার্জী কে শতকোটি প্রণাম জানাই ।
    আমি গর্বিত ভারতীয় হিন্দু বাঙালি।
    জয় হিন্দ বন্দেমাতরম।

  • @sauravsarkar8522
    @sauravsarkar8522 Před rokem +41

    We are glad that we are part of India, and remain ever grateful to S P Mukherjee. Yes we are proud to be both Indian and Bengalees

    • @bangguyraj
      @bangguyraj Před rokem

      @Surah Sarkar: the Marwaris and the Gujaratirs are even more proud that they get to own another state in addition to their respective ones.

    • @instaworld8493
      @instaworld8493 Před rokem +8

      @@bangguyraj it's India anyone from any part of the country can come here. We are glad to be with India 🇮🇳 ♥

    • @sauravsarkar8522
      @sauravsarkar8522 Před rokem +4

      @@bangguyraj For your kind information I was born and brought up in Calcutta but staying in Mumbai since 1997. if you're an Indian you need to broaden your horizon, if you are not you will never understand.

    • @Anik-opinion
      @Anik-opinion Před rokem +2

      We are pretty much ahead than west Bengal in GDP(almost twice), GDP per capital and other economic and social categories . Yes we are very behind in many areas and we don't have much natural resources but what have West Bengals achieved in 75 years with India as a bengali and check what independent Bangladesh did in 50 years which fought for two freedoms. Have you ever questioned what was the contribution of this undivided Bengal before 1947 and where are you now?

    • @souravpauldigital7316
      @souravpauldigital7316 Před 6 měsíci +3

      moulabad e egiye tomar bangladesh....faltu tulona koro na...akdin kolkata i eso bujhe jao ke agiye ke pichiye...@@Anik-opinion

  • @amarbisu
    @amarbisu Před 2 lety +41

    বাংলা ভাগ যে বাঙালি হিন্দুদের যে কি উপকার করেছে তা এখন বুঝতে পারছি। আমাদের পূর্ব পুরুষদের কস্টের সুফল ভোগ করছি আমরা। তবে উভয় সম্প্রদায় এর লোকদের ধর্মের ভিত্তিতে সেই দেশে প্রত্যাবর্তন বাধ্য করা উচিত ছিল তাহলে বাংলাদেশের ও ভারতের সবাই ভালো থাকতো। হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ হতো দেশ উন্নতি করত।

    • @shankarroy4098
      @shankarroy4098 Před rokem +1

      You are Right Brother.

    • @nashinath7611
      @nashinath7611 Před rokem +1

      Right

    • @dipualam16
      @dipualam16 Před rokem

      গোলাম হয়ে থাকা সুখের?? 😅😅😅

    • @islamicviews3010
      @islamicviews3010 Před 2 měsíci

      ​@@dipualam16দাদারা এটাই বুঝে না।

    • @thecuriousguy1531
      @thecuriousguy1531 Před měsícem +1

      ​@@dipualam16kisher golam, amader ekhane election hoy, amra vote diye MP elect kore Centre e govt kori. West Bengal e 42 ta MP ashon ja sara desh e third largest. Mane, amader support er upor centre er govt onek nirbhorshil. Plus, health, education esob state govt er hate ja bangali rai elect kore. To kon sense e amra odhin. Amra karor odhin na. We are a federal state jemon USA.

  • @Istiyak098
    @Istiyak098 Před 9 měsíci +8

    Hence we are devided by Border, but United by our language and culture ❤.. Love from Bangladesh, 🇧🇩.. Hope oneday i could visit Kolkata 🇮🇳..

    • @DipakBose-bq1vv
      @DipakBose-bq1vv Před 8 měsíci

      Our language is mainly Sanskrit. We can understand Hindi perfectly as a result, but we cannot understand your Bengali as that is full of Arabic, Turkic and Persian words.

    • @fahimahmed2353
      @fahimahmed2353 Před 18 dny

      ​@@DipakBose-bq1vv West Kangal there are many Arabic words are presnt in Wrst Bangal. Also hindi has 5500 Arabic and Persian words

  • @ranajit2355
    @ranajit2355 Před rokem +29

    আমি একইসঙ্গে বাঙালি এবং ভারতীয়।এতে আমরা কোন বিরোধ দেখিনা।আমি তামিলনড়ুতে গিয়ে বেশি কমফর্টেবল থাকবো, ঢাকায় যাওয়ার চাইতে

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 Před rokem +1

      Tora kau Dhaka asta Koy Nai. Tora Hindhustan ai thak atai Bahlo

    • @sabiralimolla5073
      @sabiralimolla5073 Před rokem

      Service and political power will be lost if these done

    • @dataCORe12
      @dataCORe12 Před rokem

      ​@@sabiralimolla5073কিছুই lost নেই আসলে বাংলাদেশী বাঙালি দের চেয়ে আমাদের ইনকাম বেশি

    • @ismailmolla3383
      @ismailmolla3383 Před 3 měsíci +1

      ঢাকায় আসার দরকার কি দাদা

    • @user-ut9ow5vw1t
      @user-ut9ow5vw1t Před 2 měsíci

      তামিলনাড়ু থেকে আমার ঢাকা ই নিরাপদ

  • @simonroy2472
    @simonroy2472 Před 2 lety +384

    সাধুবাদ বি.বি.সি বাংলা ও অমিতাভ ভট্টশালীকে এ রকম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক বিষয়কে সহজে, বোধগম্য করে উপস্থাপন করার জন্য। যদি যুক্ত বঙ্গ প্রস্তাবটি পাশ হতো এবং দুই বাংলা এক থাকতো জানি না কেমন হতো, তবে আমার মনে হয়, বাংলা আরো সমৃদ্ধ, শক্তিশালী হতো।

    • @senseofarman5995
      @senseofarman5995 Před 2 lety +6

      সহমত ভাই।

    • @obosannnargis9518
      @obosannnargis9518 Před 2 lety

      মাউন্ট ব্যাটেন কি lord ছিলেন? তাকে বাংলা বিভক্ত করার জন্য ধার করা হয়েছিল। আর নিম্ন শ্রেণীর অত্যাচারিত হিন্দু জমিদারদের কি হতো যদি বাংলা এক‌ থেকে যেত। তা হয়েছে ৭১ পর্যন্ত lower Bengal কে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ইতিহাস পড়ুন। তাহলে সেসময় কে ছিল প্রকৃত lord?

    • @syamalchatterji801
      @syamalchatterji801 Před 2 lety +11

      @@senseofarman5995 BONGO BHAG HOYECHHILO SHUDHU EI KARONAY BANGALI HINDUR DHORMOGOTO O SANSKRITIK OSTITTO ROKKHA PEYECHHAY. 1947 E BHAROT BHAGER POR THEKAY 2011 PORJONTO 166 LAKH HINDU EAST PAKISTAN/ BANGLADESH THEKAY MUSLIMDER DARA NIHOTO BA BITARITO HOECHHAY. BASTUCHUTO HINDURA POSCHIM BONGAY TRIPURAI ASSAMAY ASHROY NIYECHHAY EBONG TADER DHORMO O SONSKRITI ROKKHA KORTAY PERECHHAY. OKHONDO BONGER SRISTI HOLAY BANGALI HINDUDER OBOSTHA SINDHI HINDUDER SOMO TULLO HOTO. PAKISTANER SIND THEKAY BITARITO SINDHIRA BHAROTER BIBHINNO STHANAY ASHROY PEYECHHAY EBONG SOMRIDDHO JEEBON JAPON KORCHHAY KINTU NIJEDER KONO RAJJO NA THAKAR PHOLAY TADER BHASHA DHIRAY DHIRAY BILIN HOYE JACHCHHE. PROTTEK BANGALI HINDUR SHYAMA PRASAD MUKHERJEE R PROTI CHIRO KRITOGGO THAKA UCHIT TADER OSTITTO ROKKHAR JONNO. TWO NATION THEORY IS NOT A THEORY BUT IS A FACT OF LIFE.

    • @ramjanahmed5636
      @ramjanahmed5636 Před 2 lety

      @@syamalchatterji801 আপনি মিয়া যুক্ত(United) রাষ্ট্র কাঠামোই বোঝেন না। আর সাংস্কৃতির কথা বলছেন? আপনার বর্ণমালা দেখেই বোঝা যাচ্ছে আমি কেমন বাঙালি সাংস্কৃতিমনা। আর আপনার মতো কট্টর ধর্ম বিশ্বাসীদের জন্য সোনার বাঙলা আর হয়ে উঠলো না। আপনার না পারলেন দিল্লির গোলামী ত্যাগ করতে আমরাও না পারলাম বাঙালি পরিচয়কে সম্পূর্ণরুপে লালন করতে।

    • @mohsinmia4795
      @mohsinmia4795 Před 2 lety +1

      🌹🌹🌹🌹

  • @amitavamisra1430
    @amitavamisra1430 Před 2 lety +65

    আমি গর্বিত আমি ভারতীয় ।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před rokem +6

      ভাগ হয়ে ভালো হয়েছে

    • @debsen2082
      @debsen2082 Před rokem +3

      @@mahbubchowdhury5042 কোনটা ভালো হয়েছে?
      বাংলা জাতির ভাগ নাকি ভারত ভাগ?
      পাকিস্তানের তো ভাগ করা গেল না

    • @Radio_Lovers_World_Wide
      @Radio_Lovers_World_Wide Před rokem +1

      @@debsen2082 পাকিস্তান ভাগ হুয়েছে

    • @debsen2082
      @debsen2082 Před rokem +1

      @@Radio_Lovers_World_Wide Pak কোথায় ভাগ হয়েছে? যে ভাবে বাংলার মানুষ ভেঙ্গে চুরমার হয়েগেছে সেই ভাবে
      পাকিস্তানে কিছুই নয়

    • @Radio_Lovers_World_Wide
      @Radio_Lovers_World_Wide Před rokem +1

      @@debsen2082 পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়েছে

  • @ramprasadpaik7935
    @ramprasadpaik7935 Před 6 měsíci +13

    ১৯৪৬ সালের গেট কলকাতা কিলিং সম্পর্কে একটু বলুন। নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে একটু বলুন। এটা আমাদের কাছে আশীর্বাদ হয়েছিল।

    • @MuntasirKhan24
      @MuntasirKhan24 Před 4 měsíci

      Ami genoside of 5000 hindu-muslim conflict porechi r kadechi.kinto 20th century te amra shotti khub mon theke sob bengali der ekshte matha soja kore parithibir buke dekhte chai

  • @FazleRabbi-kg3uo
    @FazleRabbi-kg3uo Před 3 dny +1

    বাংলা ভাগে সবচেয়ে বেশি লাভ হয়েছে পূর্ব বাংলার। একটা অনুন্নত বাংলা থেকে এখন সবচেয়ে উন্নত বাংলা হয়ে উঠেছে। এখন পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে বেশি উন্নত, শিক্ষিত, সমৃদ্ধ,GDP সবদিক থেকে এগিয়ে

  • @rupashrisamanta4453
    @rupashrisamanta4453 Před 2 lety +144

    I am proud to be an INDIAN Bengali...❤️
    I love my INDIA 🇮🇳
    I love my BANGABHUMI Paschimbanga ❤️
    আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি।
    আর প্রত্যেক জনমে যেন ভারতবর্ষীয় বাঙালি হয়ে জন্মাই।
    ওপার বাংলার মানুষের জন্য রইল অনেক ভালোবাসা 🌼

    • @Shoron09
      @Shoron09 Před 2 lety +15

      পরাধীন বাঙালি 🤡

    • @gphorror2715
      @gphorror2715 Před 2 lety +3

      @@Shoron09 😂😂😂

    • @mehmetsojol5843
      @mehmetsojol5843 Před 2 lety +3

      Lav ki apnr.. United Bangla thakle akhn apnio nijr desh paiten

    • @rupashrisamanta4453
      @rupashrisamanta4453 Před 2 lety +23

      @@mehmetsojol5843 ami nijer deshei achi ... R swadhin achi... Khub bhalo achi..

    • @shivbhatt5536
      @shivbhatt5536 Před 2 lety +25

      Muslim der sathe thaka mushkil. Ora hinduder malaun bole. Bhalo hoyeche Bengal divide hoyeche. Kintu, population exchange hoa uchit chilo.

  • @swarupdas8806
    @swarupdas8806 Před 2 lety +51

    হয়তো উপরওয়ালা এটাই চেয়েছে, যাই হোক আমরা এপারে খুব সুখে আছি আশাকরি ওপারের সবাই সুখে থাকুক। 💛💛💛💛💛💛

    • @abdulmoyeen9578
      @abdulmoyeen9578 Před 2 lety +1

      Thanks

    • @bimaldey3953
      @bimaldey3953 Před 2 lety

      Kothai sukhe achhe oparer hindu der ke pujoi korte daina iscon mandir vange chhe ora manus

    • @MdBabul-yb6sv
      @MdBabul-yb6sv Před rokem

      তুমি কোন পাড়ের

    • @AR3173
      @AR3173 Před rokem

      UporWala chan nai - cheyechilen Shamprashad babu - Prashad e boshe ayesh kore shama songeet gawar jonno

    • @sayansure.2799
      @sayansure.2799 Před 5 měsíci

      ​@@AR3173এটা দেখতে হয়না পশ্চিমবঙ্গের হিন্দুদের, বৌদ্ধদের-
      আমার ধর্মে অন্যের সম্পত্তি লুট করার বৈধতা আছে। অন্যের নারীকে দাসী বানানোর বৈধতা আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য পাথর ছুড়ে হত্যার বৈধতা আছে। ধর্মত্যাগীকে হত্যার বৈধতা আছে। গান বাজনাকে নিষিদ্ধ করা আছে। বিধর্মীদের অবমাননাকর ট্যাক্সের বিধান আছে। পর সম্প্রদায়ের মূর্তি ভাস্কর্য ভাঙার অনুমতি আছে।
      প্লিজ আমার ধর্মকে সন্মান করুন!
      (আমি কিন্তু কোন ধর্মের নাম নেইনি!)

  • @buddhodevghosh
    @buddhodevghosh Před 2 měsíci +7

    ১৯৪৬ এর দাঙ্গার কারিগরের স্বপ্নকে সত্যি না করাই শ্রেয় ছিল।

    • @shuvoBarmon-jr8to
      @shuvoBarmon-jr8to Před 6 dny +1

      সিন্ধু প্রদেশের মতো অবস্থা হতো যদি যুক্তবঙ্গ থাকতো।ওখানে হিন্দুদের অবস্থা দেখতে পারেন।

  • @mirror4820
    @mirror4820 Před 3 měsíci +3

    ধর্ম এবং রাজনীতি যতদিন আলাদা না হবে ততদিন কোথাও শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।

  • @Cine-Cam
    @Cine-Cam Před 2 lety +21

    পাঠ্য বইয়ের সাথে অনেক কিছুর অমিল পেলাম। পাঠ্য বইয়ে অনেক সত্য লুকানো হয়েছে। আশা করি বিবিসি এভাবে সত্যকে উপস্থাপন করবে।

    • @muhammadmohaiminulislam7189
      @muhammadmohaiminulislam7189 Před 2 lety

      একদম।।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety

      * ১৯০৫ এ পৃথক পূর্ব বাংলা আসাম প্রদেশ না হবার জন্য বিরধিতা করেছে , কলকাতা কেন্দ্রিক হিন্দুরা- সুর তুলেছিল অবিভক্ত বাংলার। কারন মুসলমান যেন আবার সুবিধা না পেয়ে যায় ।
      ,
      সেই তারাই আবার ১৯৪৭ সে সুর ধরল বাংলা ভাগের। কারন সেই একই। মুসলমান যেন বৃহৎ বাংলায় নেতা না হয়ে যায়।
      .
      এখন বাংলাদেশের উন্নয়ন দেখে দিল্লির মদদ সঙ্গে নিয়ে আবার নুতন ধান্দা। নুতন সুর। আমাদেরও এবার এ ক কথা - দিল্লিকে তালাক দিয়ে বের হয়ে এলে তবে দেখা যাবে !!!

  • @parvezp545
    @parvezp545 Před 2 lety +80

    ভাষার ভিত্তিতে অঞ্চল কে ভাগ করা উচিত ছিল ওই সময় পূর্ব পাকিস্তান নাম না করে স্বাধীন বাংলাদেশ নামে 47 সালে ঘোষণা দিত পুরা বাংলার নেতারা তাহলে একসাথে থাকতে পারতো

    • @parvezp545
      @parvezp545 Před 2 lety

      @অজানা পৃথিবী Obak Dunia পৃথিবীর যত দাঙ্গা হয় তার ৯৯% নেতাকর্মীরা করে এটা তো জানেন মানুষের স্বার্থে করে

    • @artemis7608
      @artemis7608 Před 2 lety

      জিন্নাহ পাঞ্জাব পাবার জন্য বাংলাকে জিম্মি করেছিল।

    • @mdsadi180
      @mdsadi180 Před 2 lety

      Right 👍

    • @muhammadmohaiminulislam7189
      @muhammadmohaiminulislam7189 Před 2 lety

      সেটাই হয়েছিলো।। কিন্তু হিন্দু জনগোষ্ঠী চায়নি বলে হয়নি।। তার কলকাতায় সংখ্যাগরিষ্ঠ ছিলো, তারা হিন্দু রাষ্ট্রের পক্ষে ছিল, করার তো কিছু নাই।। কাশমীরীরা বাদে সবারই ভোট দেয়ার অধিকার আছে।।

    • @sabujwahid3779
      @sabujwahid3779 Před 2 lety

      ভালো হতো ঠিক বাট এখানেও একটা রাজনৈতিক ছিলো,,

  • @asitsen9935
    @asitsen9935 Před rokem +37

    Being a ghoti Bengali I always support and appreciate this commendable work and appreciate those who voted for the same otherwise it would had been part of Pakistan.

    • @sagnik34470
      @sagnik34470 Před rokem

      Tui to khankirchele

    • @islamkk4199
      @islamkk4199 Před 6 měsíci

      ঘটি ভাই, এমনও তো হতে পারতো যে বাংলা পাকিস্তানের অংশ না হয়ে ভারতের অংশ হয়ে যেত! তবে সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে উপমহাদেশের দুইইটা কট্টর দেশ ভারত কিংবা পাকিস্তান কোনটারই অংশ না আমরা, আমরা স্বাধীন। এই উপমহাদেশে কারও কাছে নতি স্বীকার না করার হাজার বছরের যে ইতিহাস অবিভক্ত বাংলার ছিল, তা এই স্বাধীন বাংলাদেশ বয়ে নিয়ে যাবে অনাগত হাজার লক্ষ বছর।

  • @sanusovenneogi
    @sanusovenneogi Před 4 měsíci +17

    ধর্ম ধর্ম আর ধর্ম, শেষ করেদিল পৃথিবীটাকে 🙄

    • @tareqrahman5977
      @tareqrahman5977 Před 3 měsíci

      ধর্ম শেষ করে নি। মায়ানমারে কি ধর্মযুদ্ধ হচ্ছে?
      রাশিয়া-ইউক্রেনে কি ধর্মযুদ্ধ হচ্ছে?
      এমনকি হামাস ইসরায়েলেও ধর্মযুদ্ধ হয় নি। এটা দখলদার আর স্বাধীনতাকামীদের মধ্যে যুদ্ধ।

    • @youtubechannel6689
      @youtubechannel6689 Před 3 měsíci

      আর দ্বীন আর রিলিজিয়ন ?

    • @user-jz6nn2cj3i
      @user-jz6nn2cj3i Před 3 měsíci

      ষ😅
      ক❤❤ যে যে ছেলেটা যে যতই​@@youtubechannel6689

  • @FaysalShahi
    @FaysalShahi Před 2 lety +14

    পাওয়া না পাওয়া নিয়ে অনেক কথা আছে তবে বিশ্বের বুকে বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা একটা দেশ আছে ভাবতেই গর্ব হয়।

  • @senseofarman5995
    @senseofarman5995 Před 2 lety +100

    কিছু মানুষের স্বার্থপর আচরণের জন্যই দুই বাংলা আজ দ্বিখন্ডিত।

    • @parthamodak9637
      @parthamodak9637 Před 2 lety +15

      জিন্নাহ কে গিয়ে জিজ্ঞেস কর??

    • @senseofarman5995
      @senseofarman5995 Před 2 lety +9

      @@parthamodak9637 ব্যবহার ই বংশের পরিচয়।

    • @parthamodak9637
      @parthamodak9637 Před 2 lety

      @@senseofarman5995
      জি, ধন্যবাদ।

    • @s.zhaider6473
      @s.zhaider6473 Před 2 lety

      @@parthamodak9637 বেকুব অশিক্ষিত মতো প্রশ্ন না করে আগে ইতিহাস পড়। বঙ্গ ভাগ জিন্নাহ করেনি এটি করেছে শ্যামা প্রসাদ।

    • @rajchowdhury5153
      @rajchowdhury5153 Před 2 lety +11

      @@parthamodak9637 ত পশ্চিম বঙ্গের হিন্দু নেতারা বিভাজনের পক্ষে ভোট দিলেন কেন?....আর এখানে জিন্নাহ বা জহরলাল নেহেরু ত বাংলা বিভাজনের পক্ষেই থাকবেন, তারা ত আর বাঙালি না 🙂

  • @metaverseadsagency
    @metaverseadsagency Před rokem +14

    কলকাতা ভ্রমনে গিয়ে আমার খুব খারাপ লেগেছিলো! আর আফসোস হয়েছিলো এই শহরটা আমাদের শহর ছিলো!আমরা এক থাকলে অনেক ভালো হত।

    • @topcreation6576
      @topcreation6576 Před rokem +8

      Na puro Bangla indiar chilo

    • @sumonmia5344
      @sumonmia5344 Před 10 měsíci

      ​@@topcreation6576মনে হয় না ক্লাস ৫ পার হয়ে ছিস।ইতিহাস সম্পর্কে কিছু ধারনা আছে?

    • @user-wv4cb5qt8k
      @user-wv4cb5qt8k Před 4 měsíci +1

      ​@@topcreation6576দূর সাওয়ার পুলা " কলকাতা শহর সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা হিন্দু জমিদারদের পয়সা দিয়ে 👎👎👎

    • @SohamSamanta-qe8yw
      @SohamSamanta-qe8yw Před 3 měsíci

      Thik jemon tora Dhaka ar Jessore niye niyechis?

    • @mohammadhaq5594
      @mohammadhaq5594 Před 3 měsíci +1

      @@topcreation6576 are nah.. puro India South Asiar chilo.. Purlo South Asia Asiar chilo.. are purlo Asia prithibir chilo..Ar puro prithibi chilo shouro jogoter

  • @shubrasankardeb2766
    @shubrasankardeb2766 Před 6 měsíci +3

    Entire bengal integral part of india

  • @ayondey5096
    @ayondey5096 Před 2 lety +38

    আজ যদি ভাষা, সংস্কৃতির ভিত্তিতে দুটি রাষ্ট্রকে ভাগ করা হতো তাহলে হয়তো বাঙালি এবং বাংলা অনন্য উচ্চতায় চলে যেত। ধন্যবাদ বিবিসি নিউজকে এমন একটি প্রতিবেদনের অপেক্ষায় ছিলাম।

    • @shivbhatt5536
      @shivbhatt5536 Před 2 lety +9

      Muslim der sathe thaka mushkil. Ora hinduder malaun bole. Bhalo hoyeche Bengal divide hoyeche. Kintu, population exchange hoa uchit chilo.

    • @md.shamimalam741
      @md.shamimalam741 Před 2 lety

      সহমত

    • @chayansengupta9991
      @chayansengupta9991 Před 2 lety

      যে ছিন্নমূল অর্থনৈতিক বিপর্যয় বাঙালি আর পাঞ্জাবীরা ভোগ করেছে, আর কোনো প্রদেশ সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় নি...যে জায়গায় ছোট বেলা থেকে আছেন.. হঠাৎ করে শুনলেন সেই জায়গা আপনার নয়...আপনার জায়গা শিয়ালদহ স্টেশনের প্লাটফর্ম...অনেক মুসলমান পরিবারেরও একই অভিজ্ঞতা হয়েছে...অনেকটা পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির ভাগাভাগির মত... সাম্প্রদায়িক উগ্র মতবাদের কি ভয়ঙ্কর পরিণতি ..

    • @shivbhatt5536
      @shivbhatt5536 Před 2 lety +6

      @@chayansengupta9991 Punjabi der byapar alada. East aar West Punjab e population exchange hoyechilo. Kintu, east Bengal aar West Bengal e seta hoini. West Bengal aar East Bengal e Hindu aar Muslim population exchange hoa uchit chilo. Jei poriman Hindu refugee East Bengal theke eshechilo sei poriman Muslim West Bengal theke East Bengal e jaini. Aajke jodi seta hoto tahole eto communal violence, development issue , vote related appeasement West Bengal e dekhte hotono. Amar mone hoi, Bangalira partition history sombondhe kom jane. Muslim Bangali ra puro Bengal province 60% kobja kore niyeche. Population exchange hoata obosshoy uchit chilo West Bengal e.

    • @arghyadutta7608
      @arghyadutta7608 Před 2 lety +5

      ঘন্টা হত।

  • @parvezp545
    @parvezp545 Před 2 lety +76

    যুক্তবঙ্গ হোক আর বাংলাদেশ হোক একটি দেশ যদি হতো তাহলে আমরা বাংলার এখন সারা পৃথিবীর মধ্যে খুব সম্মান পাইলাম হইলে কারণ জনসংখ্যা অনেক বেশি ভৌগোলিকভাবে ভালো স্থান

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +13

      দরকার নেই দাদা আমরা ভারতীয় হয়ে অনেক বেশি খুশি আছি😂 বাঙ্গালীর থেকেও বেশি ভারতীয় হিসেবে বেশি গর্বিত আমরা
      আর bd কে খুব একটা ভালো লাগেনা back dated, poor country

    • @mamuncromanila6229
      @mamuncromanila6229 Před 2 lety +17

      @@Adrita65 at least, আপনার দেশের মতো গরিব আমরা নই যে, এই একবিংশ শতাব্দীতে এসেও স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি। আমাদের আটটি বিভাগের প্রত্যেকটি বিভাগই মোটামুটি ভালো পজিশনে আছে। আর আপনাদের এমন অনেক প্রদেশও রয়েছে যেখানকার মানুষদের জন্য "ফকিন্নি" শব্দ‌ দ্বারাও আসল অর্থ বোঝানো যায় না।

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +13

      @@mamuncromanila6229 তাহলে পশ্চিমবঙ্গকে ওপারের সাথে যুক্ত করার স্বপ্ন দেখছেন কেনো আপনারা
      আমরা তো কখনো পূর্ব পাকিস্তান নিয়ে কোনো রকম আক্ষেপ করিনা তাহলে আপনারা স্বাধীনতার এত বছর পরও কেনো আক্ষেপ করছেন?
      এর মানে আপনারা কি বাংলা রাষ্ট্র নিয়ে খুশি নন? এখনো পুরনো কাসুন্দি ঘটছেন কেনো বলুন তো

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +10

      @@mamuncromanila6229 আর একটা কথা মনে রাখবেন। ইন্ডিয়া বিশাল আকারের একটা দেশ এখানে ছোট্ট বাংলাদেশ এর সাথে তুলনা করবেন না।
      বিডি থেকেও বড় বড় রাজ্য ভারতে আছে। ভারতের জায়গায় এসে তারপর কথা বলবেন তার আগে নিজেদের পজিসন বাড়ান

    • @firozahmed2914
      @firozahmed2914 Před 2 lety

      @@Adrita65 আপনার দেশের মানুষ জন ট্রেন লাইনের উপর পায়খানা করে, দাওয়াত খেতে গেলে গুনে গুনে মিস্টি নিয়ে জায়, চা খায় তিন চুমুক পরিমান আরো কত কি? জাই হউক পচ্চিম বংগের অর্থ নীতি টিকে আছে বাংলাদেশী দের জন্নই। মাত্র তিন মাস বাংলাদেশিরা যদি ভারতে ঘুরতে না জায় তাহলে ৪০% কলকাতার মানুষ একবেলা ভাত খেতে পারবে না। বেকডেটেড কোন দেশ? পড়াশুনা করেন???

  • @Foysal486
    @Foysal486 Před rokem +17

    আমি সৌভাগ্যবান যে আমি একজন ভারতীয় বাঙালি।আমি সৌভাগ্যবান যে আমাকে পূর্ব বঙ্গের মতো এক সাম্প্রদায়িক ধর্মান্ধ দেশে জন্মগ্ৰহন করতে হয় নাই। গান্ধী,সুভাষ, আজাদ, রবীন্দ্রনাথ, নজরুলের দেশে জন্মগ্ৰহন করতে পেরে আমি ধন্য 🇮🇳🇮🇳❤️❤️❤️❤️

    • @abhijoymitra3107
      @abhijoymitra3107 Před rokem

      Ekdum thik. Nazrul k Bangladesh jatiyo kobi r marjadaa diyechilo kintu tar lekha Kandari bolo r Mora ek Britney Duti KUSUM -HINDU MUSALMAN er kono daam diyeche??

    • @syedsefayetshojib1791
      @syedsefayetshojib1791 Před rokem +1

      congratulation

    • @manjurekhuda7156
      @manjurekhuda7156 Před rokem +1

      Notojanu jiboner Shouvaggoban? Bangla ajo Varoter morjadapurno ashon pai ni.... Purbo bongo aaj Shadheen Desh...Banglake bishho ashone purbobongoi proteesthito koreche. I am proud to be Bangladeshi.

    • @limon9473
      @limon9473 Před rokem +1

      পরাধীন বাঙালী 😂😂

    • @abhijoymitra3107
      @abhijoymitra3107 Před rokem +4

      @@limon9473 Much better than Bangladeshi Hindu community who are massacred there.

  • @Bajrangbali8918
    @Bajrangbali8918 Před rokem +1

    "আজ আমরা ভারতবর্ষে অনেক সুখে খুশিতে আছি"
    আর দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে হিন্দুদের অবস্থা!

  • @amlansarkar1960
    @amlansarkar1960 Před 2 lety +42

    আমার শান্তি তে আছি। আমি ভাগের পক্ষে।যারা ওপারে ছিল পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, ভালোবাসা আর আদরের ঠ্যালায়।

    • @sheikhmehmudhossain3543
      @sheikhmehmudhossain3543 Před rokem

      হ্যা এর জন্যই তো পাটখেতে গিয়ে হাগিস।ভিখারির দলেরা

    • @ranjitghosh8252
      @ranjitghosh8252 Před 9 měsíci

      সত্যি কথাই বলেছেন পরস্পরের অবিশ্বাস ও হিংসার মধ্য থেকে পৃথক থাকা অনেক ভাল তাই অবিভক্ত বাংলার আর কোন আবশ্যিক তা নেই

    • @MuntasirKhan24
      @MuntasirKhan24 Před 4 měsíci

      @@ranjitghosh8252 hazar bochor er history mati kore felchen.Amader anchestors Pala Empire r maush amader dekle aj ki bolten

  • @NasirAhmed-hi5on
    @NasirAhmed-hi5on Před 2 lety +74

    অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন করায় বিবিসি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। বাংলার কিছু সত্য ইতিহাস জানতে পারলাম।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety

      ভাগ করতে যাব কোন দুঃখে। এখনও যদি ভারত ছেড়ে আস্ তে চায়। আমরা ওদের কে লিয়ে লিব।

    • @basantisarkar2348
      @basantisarkar2348 Před rokem

      Purnanga satya hai e ni, knatatarer kachhe bangalgulo bose thake epare kahan dhukbe, r hijre pathai taka tulte

    • @ritinx7213
      @ritinx7213 Před rokem

      ​@@subhodip3064 apnar moto kichu toxic manus er jonnei vag hoiche...

    • @NPSaha-hq8bd
      @NPSaha-hq8bd Před 6 měsíci

      আসল কথাটা হলো বর্তমান বাংলাদেশের যারা মুসলমান আছেন (প্লিজ তারা রাগ করবেন না, সত্যি টাকে মানতে শিখুন) তাঁদের একটা দেশ আছে ঠিকই, কিন্তু কালচার, ঐতিহ্য এসব কিছুই নেই। থাকবেই বা কি করে। বাংলাদেশের যা ঐতিহ্য বা কালচার ছিলো তা তো সবই হিন্দু দের অবদান, হিন্দু সংস্কৃতির সাথে ওতেপ্রাত ভাবে জড়িত। তাই হিন্দু দের তাড়িয়ে দেবার পর বাংলাদেশ এখন সংস্কৃতি হীনতায় ভোগে এবং সেখান থেকেই আইডেন্টিটি crysis এও ভোগে। অপরদিকে পশ্চিমবঙ্গের বাঙালি রা (হিন্দু রা) যে শুধু বাঙালি ঐতিহ্য ধরে রেখেছে তাই না, পূর্ববঙ্গ থেকে যাওয়া হিন্দুদের সাথে কালচারের আদানপ্রদানে আরো শক্তিশালী বাঙালি সংস্কৃতি সৃষ্টি করেছে। বাংলাদেশের নাগরিক রা (মুসলিম রা) না পারে বাঙালি সংস্কৃতি ঠিকঠাক রপ্ত করতে না পারে আরবী ভাষা সংস্কৃতি পুরোপুরি আত্তীকরণ করতে। তাঁদের অবস্থা তাই পুরোপুরি ময়ূরপুচ্ছধারী কাকের মতো 😂

  • @coxboy6696
    @coxboy6696 Před 2 lety +144

    কত‌ই না ভালো হতো যদি সকল বাংলা এক বিশাল বাংলা হতো। পৃথিবীতে সকল দেশেই বহু ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর একত্রে বসবাস। মন কাঁদে সবসময় মন কাঁদে। সমগ্র বাংলার জন্য।

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +29

      দরকার নেই দাদা আমরা ভারতীয় হয়ে অনেক বেশি খুশি আছি বাঙ্গালীর থেকেও বেশি ভারতীয় হিসেবে বেশি গর্বিত আমরা🇮🇳

    • @avradeepdas1606
      @avradeepdas1606 Před 2 lety +18

      ধুর, ভাগ হয়েছে ভালো হয়েছে । নইলে পশ্চিমবঙ্গ ও পাকিস্তান এ চলে যেতো। জয় হিন্দ । ভারত মাতার জয়।

    • @DhormerDokan
      @DhormerDokan Před 2 lety +7

      যদি একত্রে থাকতে পারতাম তবে বিশ্বে বেশি শক্তিশালী হতাম !

    • @DhormerDokan
      @DhormerDokan Před 2 lety +3

      যদি একত্রে থাকতে পারতাম তবে বিশ্বের বেশি শক্তিশালী হতে পারতাম

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +2

      ভাগ হয়ে ভালো হয়েছে।

  • @gkole7
    @gkole7 Před rokem +21

    খুব ভালো হয়েছিল, বাংলা ভাগ হয়েছে। হয় ভারত ভাগ হতনা, তবেই অবিভক্ত বাংলা থাকতো। তা নাহলে মুসলমান বাঙালিরা হিন্দু বাঙালির জীবন দুর্বিসহ করে দিত, যেমন পূর্ব পাকিস্তান/ বাংলাদেশে করেছে। হিন্দু ২৫% থেকে ৮% নেমে এসেছে।

    • @m.r.h1858
      @m.r.h1858 Před rokem +1

      বাংলাদেশের হিন্দু রাজা পশ্চিমবঙ্গে ভিক্ষে করে খাইতেছে। আমি তার প্রমান আমার গ্রামের ওই ব্যক্তি ।
      বাংলাদেশর থেকে ভারতে খুব ভালো থাকবে তার হিন্দু ভাইয়েরা কাছে নেবে এই আশায় তিনি পশ্চিমবঙ্গে গিয়েছেন কিন্তু বাস্তবে হিন্দু ভাইরা তার যত সম্পদ ছিল সব লুট করে নিয়েছে। তাকে পথের ভিখারি বানাইছে।
      ওই ব্যক্তির ঠিকানা ঃ
      গ্রামঃ ভেলাকোপা
      পোস্টঃ তালুকজামিরা
      থানাঃপলাশবারি
      জেলাঃ গাইবান্ধা
      নামঃ ডাঃকনক
      এই রকম আরো অসহায় ব্যক্তি আছে আমি বেশি কিছু লিখলাম না।

    • @swopnil9908
      @swopnil9908 Před rokem

      সিংহের মতো ১দিন বাঁচা ভালো
      বিড়ালের মতো ১০ বছর না
      আর আপনারা তো পরাধীন কোন স্বাধীনতা নেই যেমন বাংলাতে কথা বলেও নিজেকে বাঙালী দাবী করেও ভারতীয় রুপিকে টাকা বলে ডাকেন😁পৃথিবীতে এই একটি মাত্র দেশ [বাংলাদেশ ] যারা ভাষার জন্য জীবন দিয়েছে🙂

    • @shubhasishsarkar
      @shubhasishsarkar Před rokem

      Tao to momota banerjee mathay uthaya rakhse...tmder muslim der😂😂

  • @omnamahshivaya4384
    @omnamahshivaya4384 Před rokem +9

    Shayma Prashad Mukherjee was a great visionary and he has saved the religion,charm and great culture of the great Hindu Bangalees.

  • @Tri30681
    @Tri30681 Před 4 měsíci +16

    খুব ভালো হয়েছে ভাগ হয়েছে,না হলে বাঙালি হিন্দু র অস্তিত্ব থাকতো না।

    • @NurulNurul-vq1nf
      @NurulNurul-vq1nf Před 4 měsíci

      আপনি এতোটা মুর্খ। আপনি জানেন কি কলকাতা তথা ভারতের বাঙালি হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা বেশি সুখী এবং কলকাতার চেয়ে বাংলাদেশে এখনো হিন্দু বেশি। আপনাদের ক্ষমতার অপব্যবহার করে যেভাবে মুসলমানদের হত্যা করেন, এমন একটি নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে দেখাতে পারবেন না। আপনাদের এই ছোট লোকি আচরণে আজ ভারত খন্ড খন্ড। ভবিষ্যতে ভারত আরো টুকরো হবে। আপনাদের উগ্রবাদী আচরণ আরো তিত্ত হচ্ছে।

    • @MdShohaghSharif
      @MdShohaghSharif Před 3 měsíci

      কেন কি হতো

    • @FardinKhan-x
      @FardinKhan-x Před 3 měsíci +2

      আমরাও বলি ভালো হইছে নাহলে তোদের মত ছোটলোকদের সাথে থাকতে হতো

    • @SohamSamanta-qe8yw
      @SohamSamanta-qe8yw Před 3 měsíci +3

      @@FardinKhan-x ebar giye rickshaw chala kangla

    • @diganta2K02
      @diganta2K02 Před 3 měsíci

      ভালো বলেছ 😂 কাঙ্গলদেশের আর কোনো যোগ্যতা নেই​@@SohamSamanta-qe8yw

  • @shahriaralim4859
    @shahriaralim4859 Před 2 lety +89

    আমার হিন্দু বাঙালি ভাই রে খুশি থাকলে আমরা ও খুশি। আমি মন থেকে পশ্চিম বঙ্গ কে মিস করি। আল্লাহ পাক বাঁচায় রাখলে একবার হলে ও কলকাতা যাবো ইনশাল্লাহ।

    • @probaldatta3266
      @probaldatta3266 Před rokem +19

      আমরাও তোমাদের খুব মিস করি ভাই।কলকাতায় সব সময় স্বাগতম।আমিও বাংলাদেশ যাবো

    • @daywalker5657
      @daywalker5657 Před rokem

      আমরা সব সময় বাংগালি ছিলাম কখনো ইন্ডিয়ান ছিলাম
      ইন্ডিয়ান দের সাথে আমাদের অনেক বিষয়ে অমিল আছে আর থাকবে ২০০০ বছরের পুরানো বাংগালি সভ্যতা আর নিজদের এখন ইন্ডিয়ান দাবি করি
      লজ্জা থাকা দরকার

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Před rokem +5

      Omol, Nirmol, Dipok, Raijjeswar, Kona, Usha Rani......era chilo aamar classfriend. Hoyto dekha hobe nah, valo theko tomra sobai...

    • @prof.hijibiji9649
      @prof.hijibiji9649 Před rokem +1

      ধন্যবাদ

    • @fahimsojib1511
      @fahimsojib1511 Před rokem +7

      আমরাও মিস করি। রাজনীতির বলি হিন্দু মুসলিম সবাই।

  • @tusharimran7324
    @tusharimran7324 Před 2 lety +44

    যা হয়েছে ভালই হয়েছে,এক জাতি,এক ভাষা, এক দেশ, আমাদের বাংলাদেশ।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety

      🇧🇩⏰ ১৪ ই অগাস্ট বাংলাদেশ থেকে ব্রিটিশ শাসন অবসানের দিন। ☘💙

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      ⏰১৪ই আগস্ট '- ব্রিটিশ শাসন বিরধী বাংলার মুসলিম আন্দোলন সফল হবার দিন।🌿

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      ⏰১৪ই আগস্ট '- ব্রিটিশ শাসন বিরধী বাংলার মুসলিম আন্দোলন সফল হবার দিন।🌿

    • @titirassam5568
      @titirassam5568 Před rokem

      সাথে একধর্ম বল ওটা বাদ দিলি কেন

    • @Anonymous-pw3se
      @Anonymous-pw3se Před rokem +2

      @@titirassam5568 hae sathe ek dhormo, Alhamdulillah

  • @thecopy9975
    @thecopy9975 Před 5 měsíci +6

    I am Indian, but I also love Bangladesh ❤ it’s like my own country

  • @user-sz3fz1cw6s
    @user-sz3fz1cw6s Před 5 měsíci +3

    United Bengal is desirable .

  • @BillalHossain7G
    @BillalHossain7G Před 2 lety +82

    বিবিসি বাংলার জন্য আবারও দেখার সুযোগ হলো নেতাজি পরিবারের বাড়ি গুলো দেখার, যদি নেতাজি ঐ দিন ভারতবর্ষে থাকতে তাহলে কখনো বাংলা ভাগ হতো না।

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 Před 2 lety +1

      Ara murkho Abal Toder nataji ba tar Azad hindh bahinir kokhonoi Kono future chilo na,😄😆😆😃.
      Ar tor nataji Akkhondho Hindhustan/Bahrot ar Sopno dakhto, United sadhin Bangla Noye ra murkho Abal

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +2

      ভাগ করতে যাব কোন দুঃখে। এখনও যদি ভারত ছেড়ে আস্ তে চায়। আমরা ওদের কে লিয়ে লিব।

    • @saurabhpaul4610
      @saurabhpaul4610 Před 2 lety +3

      উনি থাকলে ভারতই ভাগ হতো না, ভারতের আয়তন হতো ৪১,২৪,৭৪০ বর্গ কিলোমিটার। সুবিশাল গণতন্ত্রের একটি দেশ। কিন্তু কোনো খেলায় জাতীয় দলে সুযোগ পেতে খুব প্রতিযোগিতা করতে হতো।

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 Před 2 lety

      @@saurabhpaul4610 Hahaha 😆😂😂😂😂.
      Ara Third class nagorik Toder nataji ba tar Azad hindh bahinir kokhonoi Kono future chilo na ata Hindhustani History bid Rau mana o jana Sudhu tora Third class nagorik rai Mon gora theory o History abiskar koris o diba sopno dakhis 😂😂😂😂.
      British Bharat a Toder nataji Gandhi,Nehru ar Moto Kono Provhabsali/Popular nata jamon Chilo na tamoni Japan ar poton ar satha sathai tar Azad hindh bahinir Aou poton ghota 😂😂😂
      Ar ai bisal Bahrot ki juddho kora Sadhin kora possible Chilo naki ra murkho?!!!

    • @ratansaha8758
      @ratansaha8758 Před rokem +1

      Amar khub jante ichha kore Netaji ke niye ba tar birth day niye ekhon Bangladesh e
      Kemon bhabe palan kora hoy ?

  • @nayeemhasan8178
    @nayeemhasan8178 Před 2 lety +12

    যুক্তবঙ্গ না হয় ক্ষতি কলকাতারই হয়েছে কিন্তু বাংলাদেশ ঠিকই এগিয়ে গিয়েছে 💯

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট ভালো আছে, দোয়া করি অন্য সবাই ভালো থাকুক।

    • @souzatyadutta622
      @souzatyadutta622 Před 2 lety +3

      তাইতো চিকিৎসা করতে, পড়াশুনো করতে কলকাতায় ছুটে আসো 🤣🤣

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před rokem

      প্রয়োজন - বাংলাদেশী কালচারাল রেভুলেশন।

  • @kunal25roy
    @kunal25roy Před 6 měsíci +3

    Thank god we are with India.... We are Indians first then bengali...

  • @suvromallick9142
    @suvromallick9142 Před rokem +1

    আমি একজন বাংলাদেশি, আর বংগভংগের তীব্র বিরোধীতা করি। আশা করি বাংলাদেশ অদূর ভবিষ্যৎ এ বৃহত্তর ভারতবর্ষ এর সাথে আবার একীভূত হবে। 🇮🇳🇮🇳🇮🇳🇧🇩🇧🇩

  • @Powercookers-y9e
    @Powercookers-y9e Před 2 lety +39

    ধন্যবাদ সত্য নিয়ে এত সুন্দর একটা প্রতিবেদন বানানোর জন্য।❤️❤️❤️

  • @mohebbulhasib1448
    @mohebbulhasib1448 Před 2 lety +40

    মুসলিমরা বাংলা ভাগ করতে চায়নি। হিন্দু নেতারাই ভাগ করেছে যেমন ভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থা নিয়ে ছিল। ভাবতেই অবাক লাগে এ কেমন মানষিকতা। যা হয়েছে ভালোই হয়েছে।
    তা বুঝলাম না, নতুন বোতলে এই পুরাতন মদ নিয়ে bbc এত আগ্রহ কেন?

    • @anincognito
      @anincognito Před 2 lety +19

      Musalmanra Bangalbhag korte chaibe keno? sekhane tara majority. Tara bharat bhag cheyechhe karan sekhane tara minority. Head o nebo, tail o nebo - ta ki hay?

    • @zinedinezidan7633
      @zinedinezidan7633 Před 2 lety

      Haa re vai.. Sab dosh to hindu ,Christian Israeli, buddhist, sikh oder... Amra to dhowa tulsi pata.. Muslim kono kharap kaj kortei parena.. Sab onno dhormi der chokranto....muslim ra to mukhe ghas guje bose thake..ekta poka prajonoto marte jane na....

    • @snap4977
      @snap4977 Před 2 lety +3

      @@anincognito ভালো ত এখন পশ্চিম বাংলা নিয়ে থাকুন।
      আমরা লেবু চটকিয়ে ভাত খেলে দিল্লির মানুষ হাসাহাসি করে না ; আপনাদের করে।

    • @anincognito
      @anincognito Před 2 lety

      @@snap4977 সেটাকে বলে বহুত্ববাদ, উদারতা। আপনারা বুঝবেন না। দিল্লির লোকরা হাসে, আমরাও হাসি। আবার পরস্পরকে সম্মানও করি।

    • @snap4977
      @snap4977 Před 2 lety +2

      @@anincognito এটাকে সম্মান বলে?
      একজন উপহাস করে হাসে, যাকে উপহাস করলো সেও হাসে বুঝাই যায় ভারতীয় বাংগালীদের মধ্যে বাংগালীত্ব নিয়ে হীনম্মন্যতা কাজ করে।

  • @IN-ud2ks
    @IN-ud2ks Před 2 měsíci +2

    আমাদের ভাগ্য ভালো ছিলো যে আমরা হিন্দূ বাঙ্গালীরা আজ স্বাধীনভাবে পশ্চিমবঙ্গে বেচে আছি।

  • @BongOnYatra
    @BongOnYatra Před 6 měsíci +2

    বাঙালিরা হিন্দু কোনভাবেই চাইনি 1946 এর 16 ই আগস্টের সেই ঘটনা আবার পুনরাবৃত্ত হোক

  • @azaharhossain2764
    @azaharhossain2764 Před 2 lety +53

    দেশ স্বাধীন হওয়ার পর আমরা বাংলাদেশী, স্বাধীন হওয়ার আগে আমরা ছিলাম বাঙালি,

    • @prantasarker26
      @prantasarker26 Před 2 lety +11

      জাতি হিসেবে আমরা বাঙালি এবং সেটা সবসময়।

    • @mariuchshazzad7945
      @mariuchshazzad7945 Před rokem +8

      আমরা বাঙালী এবং এটা আমাদের ন‍ৃতাত্তিক পরিচয়। অন‍্য সমস্ত পরিচয় পরিবর্তন করা যায়। একমাত্র নৃতাত্তিক পরিচয় মোছা যায়না। আমরা চিরকালিন বাঙালি।

    • @Alpha-oj1il
      @Alpha-oj1il Před rokem

      @@subhodip3064 🤣

    • @abhijoymitra3107
      @abhijoymitra3107 Před rokem +2

      @amar swadesh Mushkil hocchey ek e Bangla r santaan holeo, matri bhasha Bangla holeo Bangladesh is not safe for Hindus. Hindu Bangladeshi der shoman nagrikotto r kotha officially bola holeo o desh e jokhon tokhon Hindu Bengali der upore hamlaa, Hindu parivar er meye der shomman noshto etc. In comparison India secular r tai Paschim Bangla,Assam ,Tripura Bengali Hindu der jonye onek safe abs secured place than Bangladesh.

    • @imtiajsiam2205
      @imtiajsiam2205 Před rokem

      ​@@subhodip3064 গাধা এখানকার বেশিরভাগ লোক বোদ্ধ ছিল তোদের জালায় অতিষ্ঠ হয়ে

  • @md.abdulzabber4998
    @md.abdulzabber4998 Před 2 lety +13

    পৃর্ব বাংলার সবটুকু বাংলাদেশ পেলেও। অনেক বড় রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো

    • @SSSBanglaNews
      @SSSBanglaNews Před 2 lety +3

      "পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ" এই অংশটুকু আমাদের দেওয়া উচিৎ ছিল। কারণ 1905 সালের বঙ্গভঙ্গে ঢাকা কে রাজধানী করে যে নতুন প্রদেশ তৈরি হয়েছিল সেটির নাম ছিল "পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ"। যেই প্রদেশ এর ব্যাপ্তি ছিল আজকের রাষ্ট্র বাংলাদেশ ও সেভেন সিস্টারের রাজ্যগুলো নিয়ে। আর রাজধানী ছিল ঢাকা। তাই আমাদের ন্যায্য হিস্যা ছিল সেভেন সিস্টার পাওয়ার।

  • @abhisekbhowmik4626
    @abhisekbhowmik4626 Před 6 měsíci +1

    ভালোই হয়েছিল ভাগ হয়ে। গর্বিত ভারতীয় হিন্দু।

    • @sariyad6
      @sariyad6 Před 6 měsíci

      Keno west bengal a bujhi muslim nai?amader Bangladesh a bujhi hindu nai?amra Banglira muloto ek hote ceyesilam.sobar upor manush sotto tahar upor nai

  • @arijitpritamzoro
    @arijitpritamzoro Před 5 měsíci +1

    Thanks to Almighty that i am an Indian. Extremely thanks..

  • @withreaz1783
    @withreaz1783 Před 2 lety +73

    পশ্চিম বঙ্গ আমাদের সাথে থাকলে কতই না ভাল হতো।আমরা মনের দিক দিয়ে এখনও একই দেশ

    • @atikulislam2791
      @atikulislam2791 Před 2 lety

      হিন্দুদের সাম্প্রদায়িক মানসিকতার কারণে তারাই বাংলাকে বিভক্ত করেছিল। সুতরাং মনের মিল কোথায়? তাছাড়া মুসলমানরা স্বাধীনতা চাইলে তারা দাঙ্গা সৃষ্টি করে। আর বঙ্গভঙ্গের কারণই ছিল পশ্চিমবঙ্গ কর্তৃক পূর্ববঙ্গকে শোষণ। পূর্ববঙ্গকে স্বায়ত্তশাসন দেওয়া হলে তারা দাঙ্গা সৃষ্টি করে। তাছাড়া সাম্প্রদায়িক হিন্দু জাতি বিজেপির সমর্থক

    • @hhtt7137
      @hhtt7137 Před 2 lety

      নিয়মিত দাঙ্গা হতো।হিন্দুরা গণভোটে ভারতে যুক্ত হবার চক্রান্ত করতো।পুরো বাংলা ভারতে হতো।যেমনটা হয়েছে ত্রিপুরা,হায়দারাবাদের বেলায়।মুসলমান ও হিন্দু দুটাই জঙ্গীবাদ জাতি।

    • @fahimbhuiyafahim.fahim.283
      @fahimbhuiyafahim.fahim.283 Před 2 lety +1

      যুক্ত বাংলার রাজধানী হইত কোথায় ?

    • @mdatiqurrahman2143
      @mdatiqurrahman2143 Před 2 lety +14

      আজিবন দাদাদের গোলামি করে খাওয়া লাগতো

    • @fahimbhuiyafahim.fahim.283
      @fahimbhuiyafahim.fahim.283 Před 2 lety

      @@mdatiqurrahman2143 দাদারা চাইত গদিতে যাই ভাইয়েরা চাইত গদিতে যাই। তখন গদি নিয়ে দাদা আর ভাইয়ের মধ্যে মারামারি বেধে যেত। এখন ভাগ হয়ে দাদায় দাদায় ঠাপাঠাপি, ওদিকে ভাইয়ে ভাইয়ে ঠাপাঠাপি চলছে। কিয়ামত পর্যন্ত এ ঠাপাঠাপি চলবে। আমার কথা হল তোরা যা করবি কর আমাদের পুরো বাংলায় বিনা পাসপোর্ট ভিসায় যাতায়াতের ব্যবস্থা কর। আমার পূরো বাংলা ঘুরে ঘুরে দেখতে চাই।

  • @numanahmed2809
    @numanahmed2809 Před rokem +16

    স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্বিত।
    🇧🇩🇧🇩🇧🇩

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 Před rokem +5

      স্বাধীন পশ্চিমবঙ্গের এবং ভারতের একজন নাগরিক হিসেবে গর্বিত 🇮🇳🇮🇳🇮🇳

    • @omor8309
      @omor8309 Před rokem

      ​@@mr.ganguly2624 তোমরা ইন্ডিয়ান তোমরা বাঙালী না

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 Před rokem +2

      @@omor8309 আপনি বিচার করবার কে? আপনি কোন হরি দাস পাল? জানেন না পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য, আর পশ্চিমবঙ্গবাসীদের মাতৃভাষা বাংলা। আমরা ভারতীয়, আমরা গর্বিত বাঙ্গালী। বাংলা ভাষাটা বাংলাদেশের পৈতৃক সম্পত্তি নয়।

    • @arpanmahapatra4342
      @arpanmahapatra4342 Před rokem +1

      @@omor8309 tui muslim hoye bangali hli ki kre re...katmolla converted arab der golam...muslim Kokono bangali noi

  • @pritamtaneja6171
    @pritamtaneja6171 Před 6 měsíci +4

    Why are you provide fake history?
    Why are you not discuss Calcutta Killings?
    On that time why Calcutta Mayor replace Hindu police to Muslim Police.
    Please discuss on that topic.

  • @Parvezvlog007
    @Parvezvlog007 Před 6 měsíci +3

    দুই বাংলা সীমান্ত কাটাতারের বেড়া থাকতে পারে কিন্তু হৃদয়ের ভালবাসা মিলেমিশে আছে, যদি এক হতো অনেক ভালোই হতো 😢

  • @Adrita65
    @Adrita65 Před 2 lety +16

    আমি একজন ভারতীয় হিন্দু তথা বাঙালী, কেনো জানিনা নিজের পরিচয়ে বাঙালি হিসেবে দিতে যতটা না গর্ব লাগে , তার অধিক একজন ভারতীয় হিসেবে নিজেকে বেশি গর্ব বোধ করি। তাই
    বাঙালির উর্ধ্বে আমি একজন সনাতনী ভারতীয়... এটাই আমার শেষ পরিচয়ে।
    আর আমার মতে প্রত্যেক ভারতীয় বাঙ্গালীর উচিত একজন বাঙ্গালীর পরিচয়ের ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় সনাতনী হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা। এর ফলে আমাদের দেশীয় ঐক্য বজায় থাকবে
    জয় হিন্দ 🙏😊🇮🇳

    • @poranahammed3117
      @poranahammed3117 Před 2 lety +3

      আর আমরা বাঙ্গালী জাতি হিসাবে নিজেকে গর্বিত বোধ করি।
      জাতীয়তা তো যে কোন সময় পরিবর্তন করা যায় কিন্তু জাতিস্বত্বা পরিবর্তন অসম্ভব।
      তাই
      জয় বাংলা 🇧🇩

    • @snap4977
      @snap4977 Před 2 lety

      এইত সোনা জয়হিন্দ বলা শিখে গেছো।
      বাচ্চা জন্মাইলে হিন্দি শিখাবি।
      বাংলা তোদের জন্য না।

    • @Adrita65
      @Adrita65 Před 2 lety +1

      @@poranahammed3117 আমরা আপনাদের মত অস্তিত্ব সংকটে ভুগিনা ... পাকিস্তান থেকে আলাদা হয়েও আপনারা আহামরি উন্নতি করে উঠতে পারেন নি এই অবস্থায় পশ্চিম বঙ্গকে ওপারের সাথে যুক্ত করার স্বপ্ন দেখছেন এর মানে হল নিজেরা ডুবছে সাথে আমাদেরও নিয়ে ডুবেন... যাই হোক আপনি আপনার সংস্কৃতি নিয়ে খুশী থাকুন আর আমরা আমাদের
      যা আছি যেমন আছি ভারতীয় হিসেবে সুখে আছি শান্তিতে আছি 😊

    • @user-yt3vp7ir6y
      @user-yt3vp7ir6y Před 2 lety +1

      জয় হিন্দ 💖

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      * ১৯০৫ এ পৃথক পূর্ব বাংলা আসাম প্রদেশ না হবার জন্য বিরধিতা করেছে , কলকাতা কেন্দ্রিক হিন্দুরা- সুর তুলেছিল অবিভক্ত বাংলার। কারন মুসলমান যেন আবার সুবিধা না পেয়ে যায় ।
      ,
      সেই তারাই আবার ১৯৪৭ সে সুর ধরল বাংলা ভাগের। কারন সেই একই। মুসলমান যেন বৃহৎ বাংলায় নেতা না হয়ে যায়।
      .
      এখন বাংলাদেশের উন্নয়ন দেখে দিল্লির মদদ সঙ্গে নিয়ে আবার নুতন ধান্দা। নুতন সুর। আমাদেরও এবার এ ক কথা - দিল্লিকে তালাক দিয়ে বের হয়ে এলে তবে দেখা যাবে !!!

  • @amlansarkar1960
    @amlansarkar1960 Před 2 lety +14

    সত্যি কি শান্তি আসতো ? বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের বেশীরভাগ মানুষ কি সব ধর্মের প্রতি সহানুভূতিশীল?

    • @rafiurrahman4270
      @rafiurrahman4270 Před 2 lety +2

      শান্তি আসতো kina jani na, but dada বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের 98-99% মানুষ সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, tumi amader desh e ese ghure jeo.

    • @amlansarkar1960
      @amlansarkar1960 Před 2 lety

      @@rafiurrahman4270 ভাই ওটা আমার ও দেশ, আমার বাবা ঐ দেশেই জন্ম নিয়েছিলেন। আমার দাদু ঐ খানে আলমডাঙা হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন আজ থেকে একশো বছর আগে। আমাদের পরিবার কুষ্টিয়া জেলার সরকার পরিবার বলে সবাই জানতেন কাজেই বাংলাদেশ থেকে যখন ভারতবর্ষের বিরুদ্ধে কথা শুনি তখন ভালো লাগে না। মনে হয় দেশটা আমার বলা যাবে না।

    • @swopnil9908
      @swopnil9908 Před rokem +1

      এসে দেখে যান!কেমন ভারতের কতো ধর্ম নিয়ে কামড়াকামড়ি করে না

    • @tariqulislamtusar1090
      @tariqulislamtusar1090 Před 7 měsíci

      জ্বি ভাই শান্তি থাকত৷ আজ ও চাই 2 বাংলা যদি কখন ও এক থাকা যেত অনেক ভাল হত৷ ভাষা এক,সংস্কৃতি এক৷ হিন্দু অত্যাচার বা মুসলিম এই সবেই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে তা ছাড়া সাধারন জনগন সবাই পরস্পরের পরিপূরক৷

  • @vaskar30
    @vaskar30 Před rokem +6

    আমি নিশ্চিত, আমাদের জীবদ্দশায়ই মানচিত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এটা আসলে অবধারিত। এটা হয়ই, এটা হবেই।
    দুঃখ এটাই যে, কয়েকশত বছর ধরে আমরা এত বড়ো জনগোষ্ঠী হয়েও কখনও নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারিনি।

    • @subhodip3064
      @subhodip3064 Před rokem +4

      Agey manush ho ..... 1400 bochor gey hindu chili

    • @dishachatterjee6084
      @dishachatterjee6084 Před rokem

      @@subhodip3064
      বর্ণবাদী মিথ্যা বাতিল ধর্ম ছেড়ে বিশ্ব ধর্ম গ্রহন করেছে, মুসলিম অর্থ স্রষ্টার আনুগত্য কোনো মানুষের আনুগত্য নয়। তোমরা আগে মানুষ হও, আমি হিন্দু হয়ে মনে করি হিন্দুরা সব থেকে বর্নবাদী ও বিদ্বেষ চর্চা করে কারন কোড অফ কন্ডাক্ট নেই
      Not religion it's linguistic ethnic...যেখানে যেখানে উপনিবেশবাদ ছিল সেই সব দেশে গুলো ভাষার ভিক্তিতে ভাগ হয়েছে, ধর্মীয় কারন নয়।। আর হ্যাঁ আমাদের ব্রাক্ষনবাদী,বর্ণাশ্রম,উচ্চবর্ন পুরোহিত,জাতিভেদ এর জন্য তারা বিশ্ব ধর্ম ইসলাম গ্রহণ করছে,কারন স্রস্টা কোনোদিনও কাউকে বর্নবাদী প্রতিষ্ঠা হতে শেখায় না। আমাদের পূর্বপুরুষের অত্যাচারে থেকে মুক্তি পেতেই তারা ভাগ হয়েছে।।
      বাংলা ভাগ হয়েছে কারন মুসলিম প্রধানমন্ত্রী হতো ওই জন্য। কংগ্রেস সফল।
      দেশ ভাগ না হলে পাঞ্জাব ও বাংলা মুসলিমরা গণতন্ত্র নীতিতে শাসন করতো।।

    • @subhodip3064
      @subhodip3064 Před 11 měsíci

      @plo8920 tui ki bihari na muslim? Poriskar kore lekh..... sudhu melech bolle hbe na....jara magibaji kore tarao noroke jabe😂

  • @tapasbalo5290
    @tapasbalo5290 Před rokem +5

    সুগত বাবুকে পাঁচ বছরের জন্য বাংলাদেশে পাঠানো হোক , তাহলে তিনি "বাংলাভাগ" কেন হয়েছিল বুঝতে পারবেন। সল্টলেক আর বিদেশে থাকেন , গ্রাম-গঞ্জের পরিস্থিতির খবর তিনি জানেন না।

    • @nomanjan8178
      @nomanjan8178 Před 5 měsíci

      লানত তোমাদের কপালে, যারা মিথ্যা তথ্যচরায়।
      আমরা বাংলাদেশ হিন্দু মুসলিম খুব শান্তিতে বসবাস করছি তবে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া।
      ঘটনা ঘটলেই সাথে সাথে পুলিশ এবং প্রশাসনে এসে অপরাধীকে গ্রেপ্তার করে এবং আইনের ব্যবস্থা নেয়।
      আর আপনাদের ভারতে মুসলিমবিদ্বেষ প্রশাসন থেকে শুরু করে কোর্ট এবং রাজনীতিক নেতারা সবই মুসলিম বিদ্বেষী।
      গুজরাটের দাঙ্গার কথা মনে আছে কত মুসলিম হত্যা করেছেন??
      এখনো ভারতের মুসলিমদেরকে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হত্যা করা।

  • @Tawhid_Azam
    @Tawhid_Azam Před 2 lety +56

    ওপার বাংলার মানুষ দেখলে খুব আপন লাগে। মনে হয় তারা কেন আমাদের সাথে নাই! এখনো মনে হয়, দুই বাংলা এক হলে খুব ভালো হতো। পাকিস্তান,ব্রিটেন ও ভারত তাদের স্বার্থ সবসময় দেখেছে কিন্তু আমরা বাঙ্গালিরা চিরকাল বঞ্চনার শিকার হয়েছি। তারা আমাদের এক থাকতে দেয়নি 🥺😭..

    • @suchandanbanerjee1024
      @suchandanbanerjee1024 Před 2 lety +3

      আমিও তাই চাই ভাই বাংলার দুটি ভাঙা টুকড়ু আবার জুড়ে এক হয়ে যাক

    • @pankajmahapatra774
      @pankajmahapatra774 Před rokem +7

      @@suchandanbanerjee1024 হ্যাঁ যা মার খেতে যা

    • @shahriaralim4859
      @shahriaralim4859 Před rokem

      ঠিক কইছো ভাই। আমরা ধমের জন্য দেশ ভাগ করছি। আর বৃটিশ জাতি হাইয়ার করা লোক দিয়ে টি টোয়েন্টি কাপ জিতছে। বাংলাদেশ ও নারী ফুটবল কাপ জিতছে যোগ্য পিলার দের মুল্যয়ন করে। বৃটিশ জানোয়ার গুলো না আসলে দুই বাংলা এক সাথে ই থাকতো। হায় আফসুস বাঙালি জাতি তার পাপ্য সন্মান কখনো ই পায় নাই। কবে পাবে উপরওয়ালা ই জানে।

    • @shawkatali6172
      @shawkatali6172 Před rokem

      আহা! আমরা তো তখন ঝুনঝুনি নিয়ে খেলতাম আর ললিপপ চুষতাম! শয়তান আমাদেরকে যা বোঝাতো আমরা তা-ই বুঝতাম কারন আমাদের মাথায় ঘিলু ছিল না।

    • @sayansure.2799
      @sayansure.2799 Před rokem +5

      @@imtiazadar5475 দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম আর পূজা করার, পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হোক আর কি !

  • @knowledgeworld9985
    @knowledgeworld9985 Před rokem +24

    সর্বোপরি আমি একজন ভারতীয় ❤❤❤❤

    • @ashifabedin
      @ashifabedin Před rokem +2

      আজ যদি বাংলা ভাষাভাষী সবাই এক রাষ্ট্র হতো,,, আমরা অনেক এগিয়ে যেতাম,,

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 Před rokem +11

      @@ashifabedin আজ যদি আপনারা ভারতের থেকে আলাদা না হতেন তাহলে সবথেকে ভালো হতো।
      আলাদা হয়েছেন আপনারা। আমরা নই।
      যুক্তবঙ্গ হতে হলে আপনারা আসবেন। আমরা নই ।

    • @imtiazadar5475
      @imtiazadar5475 Před rokem +2

      @@mr.ganguly2624 ভারতের গোলামী করলে আজ এত সুনাম পাইতাম না। এখন সবাই আমাদের চেনে। বরং আপনারা আমাদের সাথে এক হলে আপনাদের লাভ হতো

    • @madhukar9124
      @madhukar9124 Před rokem

      @@ashifabedin Amon dur-diner dus-sapno amra kono din dakha nejader chorom-tomo opoman korbo na.

    • @madhukar9124
      @madhukar9124 Před rokem +1

      @@imtiazadar5475
      East-Pakistaner su-naam ?
      East-pakistan kangladesh k sobai chena ?
      R koto comedy korbi ?
      😅😆😂😀😄😃🤣😝

  • @bidhansaini8394
    @bidhansaini8394 Před 5 měsíci +1

    I am proud to be an Indian 🇮🇳

  • @Bengalimahishya
    @Bengalimahishya Před 4 měsíci +1

    Thank you Shyama Prasad Mukherjee

  • @jhumurchakraborty8220
    @jhumurchakraborty8220 Před 2 lety +42

    নোয়াখালীর দাঙ্গার ও কলকাতার দাঙ্গার সময় গান্ধীর ভূমিকা খুবই দুঃখজনক !আর নেহেরু,জিন্নাহ ইচ্ছেকৃত ভাবেই বাংলাকে ভাগ করার জন্যই দাঙ্গা বাঁধিয়েছিল।

    • @ekramparvez7508
      @ekramparvez7508 Před 2 lety +2

      লজ্জাজনকও ছিল।

    • @abulhashim9156
      @abulhashim9156 Před 2 lety

      সেদিন অবিভক্ত বাংলার প্রস্তাব মুসলিম লীগ মেনে নিলেও শ‍্যামা প্রসাদ মুখার্জীরা মেনে নেননি। আর ভাগের মাধ‍্যমে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে। বর্ণাশ্রিত ভারতে আজ আমাদের অবস্থা কী যে হত।

    • @abhee1218
      @abhee1218 Před 2 lety

      চিন্তা করো না বন্ধু, ২০৫০এর মধ্যেই অখন্ড ভারত হবে। বাংলা একসাথে যুক্ত হয়ে ভারতের একটা রাজ্য হবে।

    • @mahamudrana5852
      @mahamudrana5852 Před 2 lety +1

      100% Right

    • @anonymous133
      @anonymous133 Před 2 lety

      দাঙ্গা বাধিয়েছিল জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগের কর্মীরা।মূলত এই দাঙ্গা করে মুসলমানরা ভারত ভাগ করতে চেয়েছিল।চাপে পরে গান্ধী নেহেরুরা ভারত ভাগ মেনে নিয়েছিল।

  • @msabbirnababganj6523
    @msabbirnababganj6523 Před 2 lety +9

    অসাধারন ডকুমেন্টস।
    ধন্যবাদ BBC বাংলা কে।

  • @name9967
    @name9967 Před 6 měsíci +1

    যেটা সত্যি ঘটনা তা হল ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান নামক নতুন দেশ গঠিত হয়। এখনকার বাঙলাদেশ তত্কালীন পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ গোলোযোগের কারণে বাংলাদেশ নামে নতুন দেশ তৈরি হয়

  • @Antor2k25
    @Antor2k25 Před dnem

    পশ্চিম বাংলার কপাল ভালো বাংলাদেশের থেকে আলাদা ছিলো ❤😊

  • @trustbusiness8538
    @trustbusiness8538 Před 2 lety +13

    বাংলা ভাগ হওয়াতে ভালো হয়েছে এতে বাংলাদেশের উপকার হয়েছে। এখন আমরা পুরা ভারত থেকে অনেক সূচকে এগিয়ে আছি ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ

    • @freezingmoon5415
      @freezingmoon5415 Před 2 lety

      তোমাদের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হতে বেশিদিন নেই। হাতে গোনা কয়েকটি দিন বাকি। তারপর তোদের দেশটা একবারে শেষ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। বর্তমান গ্রীসের মতো হয়ে যাবে দেশটা

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety +1

      * ১৯০৫ এ পৃথক পূর্ব বাংলা আসাম প্রদেশ না হবার জন্য বিরধিতা করেছে , কলকাতা কেন্দ্রিক হিন্দুরা- সুর তুলেছিল অবিভক্ত বাংলার। কারন মুসলমান যেন আবার সুবিধা না পেয়ে যায় ।
      ,
      সেই তারাই আবার ১৯৪৭ সে সুর ধরল বাংলা ভাগের। কারন সেই একই। মুসলমান যেন বৃহৎ বাংলায় নেতা না হয়ে যায়।
      .
      এখন বাংলাদেশের উন্নয়ন দেখে দিল্লির মদদ সঙ্গে নিয়ে আবার নুতন ধান্দা। নুতন সুর। আমাদেরও এবার এ ক কথা - দিল্লিকে তালাক দিয়ে বের হয়ে এলে তবে দেখা যাবে !!!

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před rokem

      OKAY

    • @jahidulpolash4747
      @jahidulpolash4747 Před rokem +1

      Bolod

    • @user-ub9ep8ng2i
      @user-ub9ep8ng2i Před rokem

      আহা হা হা বালছিঁড়ার দল তোরা আবার ভারতের থেকে কোন সূচকে এগিয়ে রে? শালা তোদের আত্মসম্মান বোধ বলে মনে হয় আর কিছু রইলো না।

  • @shakibshah7598
    @shakibshah7598 Před 2 lety +9

    পৃথিবীতে বাংলাদেশকে সবাই চিনে পশ্চিমভঙ্গকে কয়জন চিনে
    বাংলাদেশ দীর্ঘজীবি হউক।

    • @mahbubchowdhury5042
      @mahbubchowdhury5042 Před 2 lety

      ভাগ করতে যাব কোন দুঃখে। এখনও যদি ভারত ছেড়ে আস্ তে চায়। আমরা ওদের কে লিয়ে লিব।

    • @md.shamimalam741
      @md.shamimalam741 Před 2 lety

      @@mahbubchowdhury5042 হুম

    • @purusottamkundu5591
      @purusottamkundu5591 Před 2 lety +1

      @@mahbubchowdhury5042 Bangladesh amader tai amader abr hobe!! 🙏🏻🙏🏻🙏🏻 Bangladesh is part of india

    • @saswatabiswas3342
      @saswatabiswas3342 Před 4 měsíci

      chene but rickshaw puller,extremist,lungi wearing guy hisabe ,Uneducated ,unscientific bation hisabe, ewe are all indian because bengali is rooted in sanskrit ,Its our language not language of arabian people like you ,We gave 3 non peace noble to world from west bengal .Jara educated tara west bengal er education and bangladesher ignorance setao jane

  • @foodie8480
    @foodie8480 Před rokem +3

    একদমই সঠিক সিদ্ধান্ত ছিল।বাংলাদেশের সঙ্গে থাকলে আমরা অনেক পিছিয়ে পড়তাম।

  • @tinabiswas7535
    @tinabiswas7535 Před 2 měsíci

    ভগবানের অশেষ কৃপা আমি ভারতীয় ❤❤❤❤

  • @Milon_The_Explorer
    @Milon_The_Explorer Před rokem +16

    কোন এক সময় হয়তোবা আমরা দুই বাংলার বাঙালিদেরকে এক হতে দেখব এবং দুই বাংলা এক হবে।। যেখানে থাকবে না ধর্মের নামে কোন ভেদাভেদ।। আমরা বাঙালিরা ধর্মের ভিত্তিতে নয় ভাষার ভিত্তিতে এক থাকতে চাই।। দুই বাংলায় ধর্ম যার যার উৎসব সবার এই নীতিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই।। আমি আবার অবিভক্ত বাংলা (জীবিত থাকতে )দেখে যেতে চাই।।

    • @arkamaiti2284
      @arkamaiti2284 Před rokem +3

      Possible na.

    • @dipoboyrogu9366
      @dipoboyrogu9366 Před rokem

      আমরা হিন্দুরা তা চাইনা, মাদারটুট মোল্লাদেএ সাথে থাকতে

    • @sakibsakib6676
      @sakibsakib6676 Před rokem

      দুই বাংলা এক হলে রাজা কে হবে হিন্দু না মুসলমান নেতা মুসলমান নেতা হলে হিন্দুর পুতেরা মানবো? সেটা ভেবে দেখেছেন

  • @wearemariners1889
    @wearemariners1889 Před rokem +3

    আমি গর্বিত আমি একজন স্বাধীন ভারতীয় বাঙ্গালি কোনো ধর্ম চাটু দেশের অংশ নয়।।

    • @jayantanag7736
      @jayantanag7736 Před rokem +1

      স্বাধীন হা হা হা গোটা কলকাতা জুড়ে এক শো টা দোকান দেখাতে পারবেন বাংলা সাইনবোর্ড আছে গোটা কলকাতা জুড়ে বিহারী মারোয়াড়ী গুঞ্জন দের দাপাদাপি বাসে ট্রেনে তারা পরিষ্কার বলেন বাংলা নহী সমঝতা হৈ হিন্দী বোলিয়ে শুধু বাংলাদেশ টা আছে তাই না হলে কবে বাংলা ভাষার পিন্ডী চটকে দিত এই বিহারি মারোয়াড়ী জোট আজ ভারত দুরস্থান পশ্চিমবঙ্গ এ বাঙালি ছাগলের তৃতীয় সন্তান প্রথম মারোয়াড়ী দ্বিতীয় বিহারি

    • @wearemariners1889
      @wearemariners1889 Před rokem

      @@jayantanag7736 কারন এখানে ব্যবসা আছে বাঙ্গলাদেশের মতো কাঙ্গাল না।।
      কাঙ্গলু কে চেনে কজন
      বাঙ্গালি জাতি বিখ্যাত এই বঙ্গের বাঙ্গালিদের দমে।।
      আর থাকতেই পারে বিহারি কারন আমরা ওদের থেকে উন্নত ।।
      বাঙ্গালি বিহারি মারওয়ারি আমরা সবাই ভারতীয় ।।
      আমাদের গর্বের দেশ ।।

    • @AD83521
      @AD83521 Před rokem +2

      ​@@wearemariners1889 আসল কাঙালি তো আপনারা। বাংলাদেশ পশ্চিম বঙ্গের চেয়ে অনেক উন্নত। আর বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি,ঐতিহ্য সারা বিশ্ব জানতে পারছে আমাদের বাংলাদেশের জন্য।আমাদের বাংলাদেশের দ্বারাই সম্ভব কোনো পন্যের পিছনে বাংলা লিখে বিশ্বে সাপ্লাই করা,যেটা আপনারা হাজার চেষ্টা করলেও পারবেন না। একমাত্র আমাদের দেশের জন্যই আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ২য় রাষ্ট্র ভাষা বাংলা। আমরা ভাষা পেয়েছি রক্ত দিয়ে, সাহসিকতার এবং বীরত্বের পরিচয় দিয়ে, আপনাদের মতো অন্য ভাষাভাষীদের গোলামী করে নয়।আমাদের দেশের শহীদদের কারনেই ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে স্থান পেয়েছে।মোট কথা বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু বিশ্ব জানতে পারছে আমাদের বাংলাদেশের জন্য। আমাদের জন্যই বাঙালি জাতিকে সবাই চেনে, আর ঐ হিসেবে আপনারা বাংলা ভাষার জন্য কিছুই করেন নাই, আপনাদের কোনো অবদানই নেই।
      বাংলাদেশী হিসাবে আমরা গর্বিত। জয় বাংলা ❤️❤️✊✊🇧🇩

    • @Newsbangla36599
      @Newsbangla36599 Před rokem

      ​@@AD83521 বর্ণপরিচয় কার লেখা ভাই

    • @AD83521
      @AD83521 Před rokem +1

      @@Newsbangla36599 বর্ণপরিচয় বই লেখার আগে বাংলা বর্ণমালা ছিল না?

  • @banglapoems7548
    @banglapoems7548 Před rokem +1

    বাংলা ভাগ এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।
    পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ অমর হোক।

  • @pulakdey6925
    @pulakdey6925 Před 2 lety +18

    যোগেন্দ্র মন্ডল এর পরিনাম দেখুন। বাংলা ভাগ না হলে হিন্দু বাঙ্গালীর কোন ভূখণ্ডই থাকতনা।

    • @beautifulbangladesh5630
      @beautifulbangladesh5630 Před rokem

      Voxod Hindu Muslim korei toh chodaiso miyara Bangla take,, ves dhari der pallay pore mon tareo guu diya makhaiso.

    • @pinkpasa2634
      @pinkpasa2634 Před 7 měsíci

      বাংলা ভাগ না হলে হিন্দু মুসলিম অনুপাত ঠিক থাকত।

    • @subratachattopadhyay3501
      @subratachattopadhyay3501 Před 24 dny

      ভুল ধারণা।দেশ ভাগের আগেই অখন্ড বাংলায় মুসলমান ছিল 68% এবং হিন্দু 32%​@@pinkpasa2634

    • @pinkpasa2634
      @pinkpasa2634 Před 24 dny

      @@subratachattopadhyay3501 আর এখন বাংলাদেশে কত কী অনুপাত ?