How To Make Peace Lily Soil Mix For Indoor😍🧹

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • প্রিয় সবুজ প্রেমী,
    'পিস লিলি' বা 'শান্তির লিলি' এর আদি নিবাস আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। গাঢ় সবুজ পাতার সঙ্গে দুধ-সাদা ফুলের বৈপরীত্যে উদ্ভিদটি দৃষ্টিনন্দন। তাছাড়া, স্নিগ্ধতার কারণে এটি অন্দরসজ্জায় ব্যবহৃত হয়। শান্তির প্রতীক সাদা পতাকার ন্যায় ফুলের জন্যই উদ্ভিদটির নাম পিস লিলি বা শান্তির লিলি। স্প্যাথিফাইলামের বেশ কয়েকটি প্রজাতি অন্দরমহলের উদ্ভিদ হিসাবে জনপ্রিয়। এটি সামান্য সূর্যালোক এবং ছায়ার মধ্যেই স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। মাটি মোটামুটি আর্দ্র থাকলেই হয়, সপ্তাহে একবারই জল দেওয়ার প্রয়োজন হয়। নাসার "ক্লিন এয়ার স্টাডি" শীর্ষক সমীক্ষায় দেখা গিয়েছে যে, এই উদ্ভিদ ঘরের মধ্যে রাখলে বাতাস বিশুদ্ধ থাকে, ঘরের বাতাসে স্নিগ্ধতা আনে, বিশেষ করে পরিবেশ দূষণের নির্দিষ্ট কয়েকটি রাসায়নিক, যেমন বেনজিন ও ফরমালডিহাইড ইত্যাদি বাতাস হতে দূর করে।
    আমরা এই ভিডিওটিতে দেখিয়েছি পিস লিলি বাড়ির ভেতরে রাখার জন্য এর মিডিয়া কেমন হওয়া প্রয়োজন, অর্থাৎ How To Make Peace Lily Soil Mix For Indoor. এই Peace Lily আমাদের ঘরের সৌন্দর্য ১০০% বদলে দেবে। তাই আমরা যারা ঘরের ভেতরে প্লান্ট রাখতে ভালোবাসি তারা যদি এই Plant টি ঘরে রাখি তাহলে আমাদের ঘরের সৌন্দর্য অবশ্যই পরিবর্তন হবে।
    ‪@UralOrchid‬

Komentáře • 4