কতো কাঠায় কতো তলা বাড়ি করা যাবে ও কতো ইউনিট করা যাবে | Setback | FAR | MGC |BNBC 2008 |Outside DAP

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2022
  • জমি কেনার আগে বা পরে অনেকেই জানতে চান কতো কাঠায় কতো তলা এবং কতো ইউনিট করে পাওয়া যাবে। এই বিষয়টি জানার জন্য SET BACK RULES, FAR ও MGC সম্পর্কে অবগত থাকতে হবে।
    কেন SETBACK RULES, FAR এবং MGC সম্পর্কে জানা দরকার এবং কেন এটা মেনে চলতে হবে তা এই ভিডিও দেখলে জানতে পারবেন।
    বিল্ডিং করার জন্য DAP ও Outside DAP এর ভিন্ন নিয়ম রয়েছে। এই ভিডিও থেকে Outside DAP এর আবাসিক ও কমার্শিয়াল SETBACK RULES, FAR এবং MGC সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
    জমির পরিমান ২.৮, ৩, ৪, ৫, ৬, ৭.৫, ১০, ১৫ ও ২০ কাঠা পর্যন্ত কেল্কুলেশান করে দেয়া আছে। যেহেতু কেল্কুলেশান জমির পরিমান, রাস্তার পরিমানের উপর নির্ভরশীল সেহেতু আপনি নিজেও “ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮” দেখেও বিল্ডিং করার কেল্কুলেশান বের করতে পারবেন। বিল্ডিং লেআউট করার জন্য আপনাকে একজন স্থপতির শরণাপন্ন হতে হবে। যাকে অবশ্যই Institution of Engineers, Bangladesh (IEB) তালিকাভুক্ত হতে হবে।
    বিল্ডিং করার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা নীতি নির্ধারণ করে দিয়েছে যেমন রাজধানী ঢাকার জন্য রাজউক, বিভাগীয় শহরের জন্য সিটি কর্পোরেশন, জেলা শহরের জন্য পৌরসভা ইত্যাদি। সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি নিয়ে বাড়ি তৈরি করতে পারবেন।
    আমি আমার স্বল্প জ্ঞান থেকে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি। এতে ভুল-ভ্রান্তি হতে পারে তাই ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরধ রইলো।
    আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    Obidullah Chowdhury (Nishat)
    BBA (NSU), EMBA (IUB)

Komentáře • 58

  • @arnobhasan6376
    @arnobhasan6376 Před měsícem +1

    nicely explained...thanks

  • @bablurahman8310
    @bablurahman8310 Před rokem +1

    ধন্যবাদ। সহজবোধ্য আলোচনা হয়েছে।

  • @ariz1444
    @ariz1444 Před rokem

    محتوى جميل ... جزاك الله

  • @MdZakirHossain-nw2ke
    @MdZakirHossain-nw2ke Před rokem

    Thanks a lot for your nice brief.

  • @humayonkabir1602
    @humayonkabir1602 Před 5 dny

    নতুন নিয়মে ৩.৫ কাঠা বা ২৫২০ ফিট জমিতে সর্বোচ্চ কত তলা করা যাবে??? এবং ফ্লোর এড়িয়া কত পাওয়া যাবে ????? রোড ২৫ ফিট, দয়া করে জানালে উপকৃত হবো।

  • @authenticproperty4796

    Nice brief

  • @sheedyman4695
    @sheedyman4695 Před rokem

    Excellent!

  • @khalilBD1983
    @khalilBD1983 Před rokem

    আজকের ভিডিও টা ভাল লাগছে, কারন ভিডিও টা একটু লম্বা ছিল

  • @MDShaminAhmed-ng4we
    @MDShaminAhmed-ng4we Před 8 měsíci +1

    ভাই দুইজনে মিলে 5 তলা করলে বাড়ি করলে প্লেন পাস কয়জনের নামে করা যাবে

  • @ARIFULISLAM-lj4yg
    @ARIFULISLAM-lj4yg Před rokem

    আমাদের একটা ২.৫ কাঠার জমি আছে সামনে রাস্তা ৬ ফিট ( ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসাবো এলাকায় ৫ নং ওয়ার্ড) এইটাতে কয় তলা এবং কয় ইউনিট এর বাড়ি করা যাবে নতুন নিয়ম অনুযায়ী জানালে অনেক উপকার হতো

  • @anjandatta6116
    @anjandatta6116 Před rokem +1

    DAP area r jonno video den.

  • @sayedahmed3667
    @sayedahmed3667 Před rokem

    নতুন ডেপ অনুযায়ী ৩.৫ কাঠায় একটি হাউজিং প্রজেক্ট এর ভিতরে এক ইউনিটের কয়তলা বাড়ি করা যাবে, দয়াকরে জানাবেন প্লিজ?

  • @shafrinef
    @shafrinef Před rokem

    রাস্তা কতটুকু বাড়তি হলে চার্ট এর পরের স্টেপ এ যেতে হয় ? ১৬ মিটার বা ৫২' রাস্তা থাকলে চার্ট অনুযায়ী FAR কত নিতে হতো তা জানাবেন প্লিজ. কোনো বোনাস ফার পাওয়াযাবে কিনা?

  • @dr.md.golamazomazatprincip3142

    আচ্ছালামু আলাইকুম। আমার একটি ২.৫ কাঠা জমি গ্রীন মডেল টাউন মুগদায় আছে। রাস্তা সাইজ ৩০ ফুট ও অপর পাশে ২০ ফুট কর্নার প্লট। আমি নতুন সংশোধিত ড্যাপে কত বর্গফুট সর্বোচ্চ কত তলা পাব। সম্ভব হলে জানাবেন।

  • @pritomchowdhury1629
    @pritomchowdhury1629 Před 5 měsíci

    সামনে ৪০ ফিট রাস্তা জায়গা ১২.৫ কাঠা। কত তালা করতে পারব?

  • @rehnumakabir1691
    @rehnumakabir1691 Před rokem +2

    Apnara other infrastructure jemon mosque, school, shopping mall aigulo Kobe korben??

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      Dhonnobad apnar queries er jonno.
      Ei bepare ami video te bolechi. Nicher link e click kore dekhe nite paren
      czcams.com/video/kxmBsn2iwA4/video.html

    • @rehnumakabir1691
      @rehnumakabir1691 Před rokem

      Thanks for your reply. You guys are doing great there is no doubt but I think you guys should built a mosque and restrooms/ washroom for the landowners or visitors as soon as possible. Some of us visit here from a long distance if there is a mosque then we can take prayer and rest as well. I hope Purbachal American city will take some initiatives regarding this matter. Thanks 😀

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      @@rehnumakabir1691 I think so 😊

  • @ferdousibegum6557
    @ferdousibegum6557 Před 10 měsíci

    আড়াই কাঠাতে কয় তালা করা যাবে একটু বলবেন প্লীজ।

  • @mdfaisal216
    @mdfaisal216 Před rokem

    pac rajuk er baere she khetre ei niyom gulo ki applicable hobe?

  • @mahbuburrahman8073
    @mahbuburrahman8073 Před 10 měsíci

    আফতাবনগরে ৩.৫ কাঠায় সামনে ৩০' রাস্তা, তাহলে কয় তালা করা যাবে?

  • @bangladeshivloggersamia

    ২ কাঠায় কই তালা করা যাবে?

  • @JashimUddin-pd7hy
    @JashimUddin-pd7hy Před 7 měsíci

    আমারব৫কাঠা জমিতে g+8করতে চাই করা যাবে

  • @shuvoamin1949
    @shuvoamin1949 Před rokem +1

    যাদের ঢাকার মধ্যে দের কাঠা জমি আছে তারা বর্তমানে কিভাবে এবং কত তলা বিল্ডিং করতে পারবে ???

  • @realtaimur9146
    @realtaimur9146 Před rokem

    7 Katha jaiga and shamne 60 feet Road hole.Koto tola kora jabe, please aktu janaben

  • @ashikuzzamankhan518
    @ashikuzzamankhan518 Před rokem

    আসসালামু আলাইকুম ভাইয়া par katha 10 lakh মধ্যে কোন জায়গায় কোন প্রজেক্ট আছে কিনা আপনাদের?

  • @Razaulrajib1
    @Razaulrajib1 Před rokem

    আমার বাড়ির সামনে ৮০ ফিট রাস্তা, পিছনে ২০ ফিট রাস্তা আছে, যায়গা ৩.৭৫ কাঠা, কতো তলা করতে পারবো ?

  • @nurulalam5249
    @nurulalam5249 Před rokem

    ,2 katay ki rajuk plan dey? Koy tola kora jaba.

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      দুই কাঠার উপরে রাজউক প্ল্যান দেয় না

    • @PapiaSultana-zb2cw
      @PapiaSultana-zb2cw Před 7 měsíci +1

      @@nishatChowdhury ১ কাঠায় কি রাজুক প্ল্যান দেয়

    • @Shahadatnihanshahadatnihan
      @Shahadatnihanshahadatnihan Před 4 měsíci

      ​@@PapiaSultana-zb2cwআমার আছে 1 কাঠা 15 পয়েন্ট কত তালা প্লান পাস করা যাবে ঢাকাতে

  • @ahasanullah7648
    @ahasanullah7648 Před rokem

    ৩ কাঠা সামনে ২৫ ফিট রাস্তা
    G+ কত তলা পাওয়া যাবে??

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      G+9 করতে পারবেন সর্বোচ্চ।
      তবে ৩ কাঠার জন্য G+5 অথবা G+6 করলে ভালো হয়। এতে Floor এ পর্যাপ্ত স্পেস পাওয়া যাবে। ধন্যবাদ।

    • @ahasanullah7648
      @ahasanullah7648 Před rokem

      নতুন ড্যাপ অনুযায়ী ঢাকার ৬৫ নং ওয়াড এ কতো তলা প্লান পাবো ???
      Kindly Jodi Ektu bolten

  • @MushyZerG
    @MushyZerG Před rokem

    Dap r bhitor r Tao den

  • @alaminashfa204
    @alaminashfa204 Před rokem

    নতুন কোন প্রজেক্ট আছেনি ভাই

  • @baharuddin8454
    @baharuddin8454 Před 18 dny

    অনেক ধন্যবাদ, দয়া করে মোবাইল নম্বর দিবেন

  • @highway6870
    @highway6870 Před rokem

    ভাই এটা কি ডেপের নতুন নিয়ম

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      না। এটা BNBC 2008 নিয়ম। DAP এর বাইরে যারা তাদের জন্য এই নিয়ম।

  • @humayonkabir1602
    @humayonkabir1602 Před 5 dny

    নতুন নিয়মে ৩.৫ কাঠা বা ২৫২০ ফিট জমিতে সর্বোচ্চ কত তলা করা যাবে??? এবং ফ্লোর এড়িয়া কত পাওয়া যাবে ????? দয়া করে জানালে উপকৃত হবো।

  • @imrulhasan5958
    @imrulhasan5958 Před rokem +2

    পূর্বাচলে ৫ কাঠা জমি ৭৫ ফুট রাস্তায় g+9 করা যাবে কিনা ? অনুগ্রহ করে একটু তথ্য দেন ।

    • @zahidhossain9166
      @zahidhossain9166 Před rokem

      ৬.৫ তলা পাবেন নতুন নিয়মে

  • @foodandtravelhour
    @foodandtravelhour Před rokem

    ৪ কাঠা কিনতে চাই। কত টাকা পড়বে?

    • @nishatChowdhury
      @nishatChowdhury  Před rokem

      আপনাকে 2 কোটি টাকা বাজেট করতে হবে। ধন্যবাদ