বিজেপি হয়েও কেন BEEF -এ ছাড়পত্র ? জানালেন Shantanu Thakur

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • বিজেপি হয়েও BEEF নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়ায় বিতর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Shantanu Thakur। বাংলাদেশ সীমান্ত এলাকায় BEEF নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছেন Shantanu Thakur।
    বিজেপি নেতা Shantanu Thakur নাকি BEEF পাচারের জন্যই BSF -এর হাত থেকে বাঁচাতে লোকজনকে ছাড়পত্র দিচ্ছেন। এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নিজের ছাপান প্যাডেই BSF -কে দেখানোর জন্য ওই ছাড়পত্র দিয়েছিলেন Shantanu Thakur ।
    Shantanu Thakur জানিয়েছেন, সীমান্ত এলাকায় যাঁরা বসবাস করেন ভারতের ভূমির মধ্যে, তাঁদের BSF -এর চেকপোস্টে হেনস্থার শিকার হতে হয়। সেই হেনস্থার হাত থেকে বাঁচানোর জন্যই তিনি নিজে তাঁর প্যাডে ওই ছাড়পত্র দিয়েছেন। তবে BEEF নেওয়ার ছাড়পত্র দেওয়ায় বিস্মিত বিজেপি কর্মীরাই। তাঁদের বক্তব্য, বিজেপি যেখানে গোরুকে দেবতা হিসেবে পূজো করে। সেখানে সেই BEEF নেওয়ার জন্য Shantanu Thakur কীভাবে বিজেপির মন্ত্রী হিসেবে কোনও ব্যক্তিকে ছাড়পত্র দিলেন ! তবে কি Shantanu Thakur বিজেপির নেতা হয়েও খেতে বা বিক্রয় করতে বলছেন BEEF ?
    #বিজেপি #বিজেপির #beef #bjp #santanuthakur #shantanuthakur #matuacommunity #bsf

Komentáře • 17