৭ মাসে ৩ লাখ টাকা লস ছাগল পালন করে জানুন বিস্তারিত goat farming in bd

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ৭ মাসে ৩ লাখ টাকা লস ছাগল পালন করে জানুন বিস্তারিত goat farming in bd
    ইউটিউব চ্যানেলের নাম্বার-01620194433( শামীম আহমেদ)
    Follow us on
    Facebook: / khamarbd20
    Instagram: / khamarbd

Komentáře • 252

  • @CreativeStudioByMitu
    @CreativeStudioByMitu Před 2 lety +179

    উনি সাত মাসেই লাভ করতে আগ্রহী! ছাগলের খামার থেকে লাভ করতে হলে মিনিমাম ২ বছর ধৈর্য্য ধরতে হবে।

    • @tauhidjubayer1519
      @tauhidjubayer1519 Před rokem

    • @sagorhossain21924
      @sagorhossain21924 Před rokem +27

      2বছর কেও অপেক্ষা করতে চাইনা এটাই প্রব্লেম।।।
      আমি মনে করি ছাগল ফারামে কোনো লোস নেই যদি নিয়ম মতাবেক পালোন করা জায়।।।
      আলহামদুলিল্লাহ আমি 2টা ছাগি কিনেছিলাম এখন আমার ৮ টা ছাগল আছে।।। 1বছর হয় নাই।।।

    • @tarekrahman553
      @tarekrahman553 Před rokem +3

      Right

    • @masudurrahmanagrofram1944
      @masudurrahmanagrofram1944 Před rokem +10

      যে কোন ব্যবসা করতে ৩-৪ বছর সময় দিতে হয়

    • @gamingboymiraj913
      @gamingboymiraj913 Před rokem

  • @akterhossen1426
    @akterhossen1426 Před rokem +36

    🤲হে আল্লাহ যেসব খামারিরা লস আছে তাদের জন্য ভালো আয় রোজগারের ব্যবস্থা করিয়ে আমিন

  • @mdrazu634
    @mdrazu634 Před rokem +49

    ইনশাআল্লাহ আমি ও ৫টা ছাগল দিয়ে শুরু করলাম সফলতা আল্লাহর কাছে

  • @mdnejamuddin5557
    @mdnejamuddin5557 Před 7 měsíci +14

    আমি যা বুঝতে পারলাম উনার প্রথম জমিন এবং ঘাস,, দ্বিতীয়টা ওনার সমস্যা উনি দশটা ছাগল কিনেছেন কিন্তু গর্ভ অবস্থায় কিনেন নাই ,, যার ফলে সাত মাসে বাচ্চা দুইটা পেয়েছেন,, আমি বলবো যারা নতুন খামার দিতে যাবেন শুরুতেই যেন ছাগলগুলো গর্ভাবস্থায় দেখে যেন কিনে সময় নেন আশা করি ভালো ফলাফল আসতে বাধ্য,,

  • @mdmikat5966
    @mdmikat5966 Před 2 lety +71

    ৭ মাসে ৩ লক্ষ টাকা লস।
    ওনার মাথায় হয়তো হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন ছিলো এই জন্য মুখ থুবড়ে পড়েছে।
    খামার সফল করতে হলে কঠুর পরিশ্রম করতে হবে

    • @rezwanhossain6963
      @rezwanhossain6963 Před rokem

      খাবারের সংকট বলছেই তো।😢

  • @Pets_grove
    @Pets_grove Před 2 lety +101

    আপনার মতো প্ততিটা ইউটিউবারের উচিত অসফলতার গল্প তুলে ধরা।

    • @user-lv8md6wb9b
      @user-lv8md6wb9b Před 2 lety +3

      অসফলতার গল্প বলার জন্য ইউটিউবারকে কে টাকা দিবে।

    • @Pets_grove
      @Pets_grove Před 2 lety +3

      @@user-lv8md6wb9b ইউটিউবারকে টাকা দিতে বলছে কে।কথা না বুঝে কমেন্ট করেন।আবাল না কি?

    • @kazijohurulraju5308
      @kazijohurulraju5308 Před 2 lety +7

      অসফলতার গল্প থেকে মানুষ সঠিক শিক্ষা পাবে।

    • @user-bu1tl7gi9n
      @user-bu1tl7gi9n Před 2 lety +5

      শুধু লাভের অংক দেখালে হবে লসের অংক দেখাতে হবে না না হলে খামারীরা সাবধান হবে কিভাবে প্রস্তুতি নেবে কিভাবে

  • @bdjourney4595
    @bdjourney4595 Před rokem +24

    যার ধৈর্য নেই তার দিয়ে সাফল্য সম্ভব না সেই কাজে

  • @abuzafor8056
    @abuzafor8056 Před 6 měsíci +5

    ২বছর টাকা চখে দেখে নাই।আজ ৬বছর আমার বন্দু এখন কোটি পতি।যখন ২বছর হয় লাভ দেখে নাই কিছতি তুলে ধার করে চলছে।আজ এখন ২০০+ছাগল।প্রতি ৬মাসে ৫০+ছাগল বিক্রি করে।

  • @muhammadanik_123
    @muhammadanik_123 Před 2 lety +15

    *আমরা যারা খামার শুরু করছি বা করব তারা এ ভিডিও দেখলে বুঝতে পারব প্রথম শুরুতেই অধিক আশা ও অধিক টাকা খরচ করা যাবে না,শেখার আছে অনেক কিছু*

  • @ibrahimkhalil6886
    @ibrahimkhalil6886 Před 2 lety +14

    আসসালামুআলাইকুম শামিম ভাই কেমন আছেন।ভাই এইরকম প্রতিবেদন বেশি বেশি করবেন।অসফলতার গল্পের মাঝে অভিজ্ঞতা বাড়ে।

  • @RahamamRahamam-bm2nx
    @RahamamRahamam-bm2nx Před rokem +12

    ভাই আপনার জন্য দোয়া রইলো। আর এটা থেকে শিক্ষা নিয়ে এধরনের ভুল হতে বিরত থাকবো ইনশাআল্লাহ।

  • @abdulmannanb1127
    @abdulmannanb1127 Před 2 lety +22

    ইউটিউবে ভিবিন্ন লোকের সফলতা দেখে মাথা ঠিক ছিলো না মনে করছে একবারে বড় লোক হয়ে যাবে, যেকোনো খামার করার জন্য আগে প্রানীর খাবার নিসচিত করতে হবে আর নিজের পরিশ্রম ত থাকতেই হবে

  • @sagorhossain21924
    @sagorhossain21924 Před rokem +12

    আমি মনে করি খামার করতে হলে সরবচ্চ 2টা ছাগি দিয়ে সুরু করলে সফলতা হবে ইনশাআল্লাহ।।।

    • @SaifulIslam-zv8uc
      @SaifulIslam-zv8uc Před rokem +3

      আলহামদুলিল্লাহ আমি আজকে ২টা কিনলাম

    • @ifranahmed7985
      @ifranahmed7985 Před rokem +1

      Right bhai

  • @RifatAhmed-hf4rv
    @RifatAhmed-hf4rv Před 2 měsíci +1

    আপনি সবগুলো ছাগল বিক্রি করে নতুন করে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করেন। তাহলে সফল হবেন ইনশাআল্লাহ।

  • @Refatmir260
    @Refatmir260 Před rokem +18

    ধন্যবাদ সত্যটা তুলে ধরেছেন।

    • @funnyfactrahim
      @funnyfactrahim Před rokem

      কিসের সত্য এটা।নিজের ভুলে লস খায়ছে সে

  • @cartoonbar2339
    @cartoonbar2339 Před 2 lety +11

    ভাই এগুলো ছাগলের দাম চাইলে না গরুর দাম চাইলে...?

  • @saragoatfarm1251
    @saragoatfarm1251 Před 2 lety +7

    আমি নিজেও এই ভাইয়ের মতো কাজ করে ফেলেছি। ছাগল কেনা ছাড়াই সেট এবং অন্যান্য জিনিস ব্যবহার চার লক্ষ টাকা খরচ হয়েছে। আর এখন এক লক্ষ টাকার ছাগল কিনছি ব্ল্যাক বেঙ্গল ১৬। আমারও ঘাসের কোন ব্যবস্থা নাই। খড় ভুসি খাইয়ে পালতেছি ছয় মাস যাবত। জানিনা ভবিষ্যৎ কপালে কি আছে।

    • @user-tz1ky4dy6e
      @user-tz1ky4dy6e Před 2 lety

      খুব খারাপ

    • @jannatiyatv8047
      @jannatiyatv8047 Před 2 lety +2

      আপনি জলদি ঘাস লাগান

    • @mdmoslehuddin5789
      @mdmoslehuddin5789 Před 2 lety +1

      আপনি খড়-ভুষির পাশাপাশি অল্প পরিমাণে হলেও ঘাস জাতীয় খাবার দিন।

    • @sobujdewan2228
      @sobujdewan2228 Před 2 lety +1

      ঘাস লাগান

    • @voiceofmla9158
      @voiceofmla9158 Před 2 lety

      কতদিন আগে ভাই?

  • @arifhossain5715
    @arifhossain5715 Před 2 lety +19

    সেডের পিছে এতো টাকা খরচ করা ঠিক হয় নাই।

  • @mkhasanofficial333
    @mkhasanofficial333 Před rokem +2

    সবাই ইউটিউবে লাভের ভিডিও দেখে অস্থির হয়ে কোন রকম জ্ঞান ছাড়া খামারে নেমে যায়।আসলে খামারে লাভবান হতে হলে বাস্তব জ্ঞান লাগবে।অনেক প্রশিক্ষণ নিতে হবে প্রয়োজনে কারো খামারে বিনা পয়সায় কাজ করতে হবে।
    ড্রাইভিং শিখা ছাড়া যেমন ড্রাইভিং করতে গেলে এক্সিডেন্ট করার সম্ভবনা শতভাগ,ঠিক তেমনি ভাবে শিখা ছাড়া অভিজ্ঞতা ছাড়া খামার করলে লসের সম্ভবনা শতভাগ।

  • @MdRaihan-jd1je
    @MdRaihan-jd1je Před 2 lety +10

    ধৈর্য ধরলে মনে হয় সফল হতেন

  • @Joynal7467
    @Joynal7467 Před 5 měsíci +2

    সাত মাসে কি ছাগলের লাভ পাওয়া যায়
    ধৈর্য ধরতে হয় সবকিছু জীবনটা আড়াই ঘণ্টার সিনেমা না

  • @jannatiyatv8047
    @jannatiyatv8047 Před rokem +16

    খামার করাটা এতো সহজ না
    তারপর ও যাদের ধৈর্য নেই তারা জীবনে সফল হতে পারে না

  • @mdlueal7995
    @mdlueal7995 Před rokem +6

    তারপর ও খামারি ভাই কে ধন্যবাদ।

  • @user-dj3bh8td6p
    @user-dj3bh8td6p Před 11 měsíci +1

    ভাই সত্য কথাটা বলেছে

  • @MdBadsha-bw7lu
    @MdBadsha-bw7lu Před 2 lety +6

    সাত মাসে খামারের ব্যাবসায় লস লাভ হিসাব হয়না ধৈর্য ধরতে হবে

  • @shorabsho8993
    @shorabsho8993 Před 2 lety +14

    বিদেশে ১২ ঘন্টা কাজ করা। আর দেশে ২০ মিনিট কাজ করা একেই পরিশ্রম।

  • @ghashforingagrotv.natore7283

    এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিৎ।

  • @dhakacityofficial8283
    @dhakacityofficial8283 Před 2 lety +1

    Ami YouTubar vai k onek Tnx janai karon ami oh vabcilam amon kisu korte but ami ai video ta dekhe onek kisui bujlam.

    • @afnanmoshiur2061
      @afnanmoshiur2061 Před 2 lety

      আপনার কথা টোটালি রঙ।যদি ব্যাক্তিগত সম্মাননার ব্যাখ্যা খুজেন তবে আল্লাহর রাসূল (সঃ) সহ প্রতিটি নবী জীবনের একটা সময় হলেও ছাগল পালন করেছেন।
      এবং লাভের দিক থেকে হিসেব করল যত খামার আছে সব থেকে লাভ জনক।খামার ছাগলের খামার।যদি পেলান ঠিক থাকে।এবং সঠিক ভাবে ট্রেনিং নিয়ে করা যায় তবে ছাগলের খামার শ্রেষ্ঠ খামার

  • @AmenaAkther-qk1wt
    @AmenaAkther-qk1wt Před 11 hodinami

    ব্যবসা করতে হলে ধৈর্য ধরতে হয় সাত মাসে কখনো লাভ আসে না অন্তত দু'বছর ধৈর্য ধরতে হবে

  • @Gorupagol10
    @Gorupagol10 Před rokem

    Dua roilp apnr jonno

  • @mdbdnjs747
    @mdbdnjs747 Před 2 lety +7

    দাম একটু বেশি হয়ে গেছে বাজারে অনেক কমে পাওয়া যায়

  • @user-rm6iv7zm6n
    @user-rm6iv7zm6n Před 7 měsíci +6

    10 টা ছগলের জন্নো 4 লাখটাকার সেট বানাইছে 😂😂😂 ওনার মাথায় গবর আছে

  • @AhmadRizwan-vt5ye
    @AhmadRizwan-vt5ye Před 13 dny

    Animal pallan ko Bangladesh me textile industry ke tarah devloped karne ki zarurat hai

  • @raseltiger3458
    @raseltiger3458 Před rokem

    হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করুন। ধন্যবাদ

  • @bappymia9833
    @bappymia9833 Před rokem +2

    দশটা ছাগলের জন্য ৪০০০০০ টাকার সেঠ করলে তো লস হবেই।

  • @mfosiur2
    @mfosiur2 Před rokem +3

    ভাই আপনি দেশি কবুতোর পালন করেন সেটে ছেরে বাচ্চা বেচবেন তবে বিদেশি কবুতোর এ পালন করা যাবেনা

  • @MdJosim-w6y
    @MdJosim-w6y Před měsícem

    সাত মাসে ফল, না ভাই কমছেকম ২ বছর অপেক্ষা করতে হবে

  • @islamicschool3542
    @islamicschool3542 Před rokem +2

    মেইন কথা উনি মনোবল হারায় ফেলছে!!

  • @nishadahmed9603
    @nishadahmed9603 Před rokem +1

    আমার মতে প্রথমেই আপনি বেশি ইনবেস্ট না করে দেখুন এর মাঝে আপনি কতটুকু সময় ব্যয় করতে পারেন এবং এর খরছ জাবতিয় সব কিছু বুজে এর পরেই আপনি বেশি টাকা ইনবেস্ট করেন প্রথমে বেশি ইনবেস্ট করে অনেকেই অসফলার মুখে দাডায়

  • @mdjahangir-qj1qi
    @mdjahangir-qj1qi Před 2 lety

    আলহামদুলিল্লাহ ভালো

  • @hasanhazi4559
    @hasanhazi4559 Před 2 lety +2

    আমি পুরু সেটাপ নিতে আগ্রহী।

  • @abuhossain2877
    @abuhossain2877 Před 2 lety +5

    খামার করার আগে-১০০০% চিন্তা করা উচিৎ.....

  • @bdjourney4595
    @bdjourney4595 Před rokem +2

    ধৈর্য কম হলে হবেনাকি

  • @islamahmedmanu3320
    @islamahmedmanu3320 Před 6 měsíci

    অনেক লোস না করে। সাইলেস দিয়ে আরেক বার চেষ্টা করেন ভাই।

  • @mdelias9987
    @mdelias9987 Před rokem +1

    ওনি ১০ টি ছাগল থেকে ৪ লক্ষ টাকা তুলতে চাই

  • @ahammadali9470
    @ahammadali9470 Před 2 lety +6

    পাগলের মত দাম চেলে ছাগল বিক্রি করতে পারবে না

  • @krishnendughorai1465
    @krishnendughorai1465 Před 2 lety +1

    আপনি ওখানে ভালো জাতের মুরগী চাস করুন লাভ হবে

  • @MdRony-lk2el
    @MdRony-lk2el Před rokem +1

    ভাই গরু পালন করুন।

  • @muhammadnihadalom9852
    @muhammadnihadalom9852 Před 6 měsíci

    এতো টাকা খরচ করে সেড করেছে যা সম্পূর্ণ অযুক্তিক, একজন নতুন খামারির জন্য।

  • @lutfunnesamukul3043
    @lutfunnesamukul3043 Před 2 lety

    Aro chai

  • @mahimhasan6030
    @mahimhasan6030 Před 8 měsíci

    খাবার সংগ্রহ না করে খামাড়ে আসা একদম বোকামি ছাড়া কিছু না😊

  • @wahedislam2038
    @wahedislam2038 Před 2 měsíci

    আরে ভাই ছাগল রে আজকে বিজ দিবেন কালকে বাচ্চা হবে এ রকম জাতের ছাগল পালবেন

  • @mdmoslehuddin5789
    @mdmoslehuddin5789 Před 2 lety +3

    আমি পরামর্শ দেব খামার বন্ধ না করে স্টল ফিডিংয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার। লাইভ স্টক বাড়াতে হবে।

    • @sagorhossain21924
      @sagorhossain21924 Před rokem

      ভাই উনার নুম্বার নেন

    • @sakibarefin860
      @sakibarefin860 Před 2 měsíci

      স্টল ফিডিংয় বলতে?

  • @shukurali4654
    @shukurali4654 Před rokem +2

    খামারি ভাইকে বলব এখন ও সময় আছে লস কাটিয়ে উটার। আপনে ৩০ টি দেশি ভেড়া কিনুন ৫০০০ টাকা করে। আর ৩০০০০ হাজার দিয়ে ১টি গাড়লের পাঠা কিনুন । প্রতি বছর ১০০টি বাচছা বেচবেন

  • @asmaaktertahomina
    @asmaaktertahomina Před rokem

    এখন কী এরকম ছাগল পাওয়া যাবে

  • @warrior...c....w...
    @warrior...c....w... Před rokem

    ভিডিও টা দেখে উজবুকদের চিনতে পারলাম।

  • @rajumullah29
    @rajumullah29 Před 4 měsíci

    Price beshi bole lav ki???

  • @user-nw5rv4jz7k
    @user-nw5rv4jz7k Před 8 měsíci

    ভাই খাজনার চেয়ে বাজনা বেশি

  • @TanvirAhmed-ne8bd
    @TanvirAhmed-ne8bd Před 2 lety +1

    bhai 10 ta chagol er jonno koto tuku jomir gash korte kobe?

    • @indianpigfarming8932
      @indianpigfarming8932 Před rokem +1

      2 katar upore

    • @abuzafor8056
      @abuzafor8056 Před 6 měsíci

      ২কাটাই বেশি।তাও ২কাটা হলে অনেক ভালো হবে।

  • @moinulhaque2108
    @moinulhaque2108 Před 2 lety +2

    তোতা পাঠার হাইট ৩৪ ইঞ্চির বেশী হবে বলে মনে হয়না।

  • @মোঃইকবালহোসেন-গ৭জ

    নাইস 👍👍👍

  • @HakimRashidNaogaon
    @HakimRashidNaogaon Před 2 lety +4

    যৌন রোগের জন্য একটা গাছ যথেষ্ট

    • @sabbirhossain2688
      @sabbirhossain2688 Před 2 lety +1

      *ছাগলের বিডিওতে যৌন রোগের ঔষুধ বিক্রি করছেন🙄🙄*

  • @idea3527
    @idea3527 Před rokem

    একটা ছাগলের খামারে ৭ মাসে ৩ লস মাত্র কেউ কেউ ১০ ২০ লস করে,কিন্তু সেটা লস বললে ভুল হবে
    ইনভেস্ট বললে সঠিক হবে

  • @anikarman2265
    @anikarman2265 Před rokem +2

    বেটাই অল্প দিনে ধনি হতে চায়ছিল

  • @PeaceofMind2222
    @PeaceofMind2222 Před 2 lety +5

    একেবারেই অপরিকল্পিতভাবে শুরু করেছেন উনি। ছাগলও কিনেছেন বাচ্চা ছাগল।

    • @abdulmazid5346
      @abdulmazid5346 Před 2 lety +1

      বাচ্চার তো দাম কম। সেক্ষেত্রে তো লাভ হওয়ার কথা ভাই??

  • @vinnochittro3298
    @vinnochittro3298 Před 2 lety

    ওকে ভাল

  • @atikhasan5947
    @atikhasan5947 Před rokem

    সাত মাসে কি এমন লাভ ক্ষতি বোঝা যাবে

  • @allmianmolla5922
    @allmianmolla5922 Před 9 měsíci

    টোটাল ১ লক্ষ বাচ্চা তিনটা ১৫ হজার আমি আছি জদি দ্যান

  • @bipulonfire72
    @bipulonfire72 Před 2 lety

    Vi sob gula koto neban plece janaban...

  • @ShahriarHossain2002
    @ShahriarHossain2002 Před rokem

    জমি লিস নিয়ে করা যায়না?

  • @MDAmin-ix7kq
    @MDAmin-ix7kq Před rokem

    সিদ্ধান্ত ভুলের কারণেই লচ হয়েছে সেট করে লচ ছাগলের দুশ দিয়ে লাভ কি

  • @mdmogidul133
    @mdmogidul133 Před 2 lety +2

    আমার লস হয়েছে ৪ মাসে ৪৫ হাজার

  • @ArianaMuntaha
    @ArianaMuntaha Před 2 lety +1

    এই খাবার পাএ গুলো কোথায় পাবো

  • @gamroul2972
    @gamroul2972 Před rokem +1

    ভাই ওনার লোভ বেশি

  • @mdrubea2705
    @mdrubea2705 Před rokem

    ভাই আপমার ঠিকানায় কোথায়

  • @user-re1lt2je8z
    @user-re1lt2je8z Před rokem

    সব কিছুই সময় দিতে হবে। আগে শিখতে হবে।

  • @abdulazim6159
    @abdulazim6159 Před rokem +1

    এত টাকা দিয়ে সেডকরে একন খামার বন্দ করবেন কেনু চালিয়ে জান

  • @laltumohammad5732
    @laltumohammad5732 Před 2 lety

    শুধু লাভ আর লাভ ইউটিউবে পোতিবেদোন দেখে করলে এমোনি হয় আমিও তার ভুক্তভোগী 😷😷😷

  • @SohidulIslam-hz1dx
    @SohidulIslam-hz1dx Před rokem

    ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করলে এই অবস্থা হতো না

  • @user-nm5up9ef3y
    @user-nm5up9ef3y Před 2 lety

    very saad

  • @villagelifewithsumaiya

    সালাম কিভাবে দিল

  • @MdRahim-dq9sc
    @MdRahim-dq9sc Před rokem

    আর কিছু দিন করলে ভালো হয়

  • @user-fv6kd1xe6o
    @user-fv6kd1xe6o Před 2 lety

    প্রতিদিন কি ছাগলের সোনা খাওয়াইছেন না

  • @jhtareq1995
    @jhtareq1995 Před rokem

    অভিজ্ঞতা অর্জন না করে,৪লাখ টাকা দিয়ে সেড তৈরি করলেন!

  • @user-tz1ky4dy6e
    @user-tz1ky4dy6e Před 2 lety +2

    ছাগলের খামার করে লাভ করা অনেক কষ্ট

  • @mainoddinakondo5328
    @mainoddinakondo5328 Před 5 měsíci

    উনি ছাগলের দাম যে ভাবে চাইছে ছাগল সম্পর্কে উনার কোন ধারণা নাই অতএব উনিতো লস খাবেন।

  • @toimurrahman9492
    @toimurrahman9492 Před 2 lety

    Mashallah.. Amaro Sagol er khamar korar Sikh..pure breed niye Kaz korar issa

  • @SaidulIslam-pm5cq
    @SaidulIslam-pm5cq Před rokem

    আমি দুটি বাচ্চা কিন্তে চাই

  • @prahalldbarman2659
    @prahalldbarman2659 Před 2 lety

    ভাই বংলাদেশে ছাগলের মাংস কেজি কত জানাবেন

  • @miloncondro5790
    @miloncondro5790 Před rokem

    খাজনার চেয়ে বাজনা বেশি

  • @user-ti7pj8us3h
    @user-ti7pj8us3h Před 5 měsíci

    দাম বেশি চায়ছে লাভ বিক্রয় করে তুলে নেবে😂

  • @edrishedrishali050
    @edrishedrishali050 Před 5 měsíci

    😢sagol a to loss Khai nai loss khaice shed kore

  • @s2btimes910
    @s2btimes910 Před rokem

    ।ভাই আপনি খামার বাদ দিয়ে লটারি কিনেন, নইলে জুয়া খেলেন,

  • @user-bv9pk4ef4o
    @user-bv9pk4ef4o Před rokem

    একা কোথায়

  • @Ytmbangla
    @Ytmbangla Před 2 lety

    7 mase r ki love hobe

  • @user-hl7tc4lm1s
    @user-hl7tc4lm1s Před 2 lety

    নাইছ

  • @কৃষিপরিবারফেনী

    ভাই সালাম নিবেন ফেনী আসলে একটা পতিবেদন করবেন আমার কিছু ছাগল আছে,

  • @yarali2438
    @yarali2438 Před 2 lety +1

    ছাগল মুসতে ও পারবে না বেচতে ও পারবে না লোকটা আক্কেল কম

  • @akashmedia9356
    @akashmedia9356 Před rokem

    Sound sona jay

  • @mdbayezid6381
    @mdbayezid6381 Před rokem

    টাকা আছে তাই খরচ করছে