National University Mphil PhD A to Z || এম.ফিল, পি.এইচ.ডি প্রোগ্রামে কী ভাবে ভর্তি হবেন ?

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2020
  • ভর্তির যোগ্যতাঃ
    এম ফিল ভর্তির ক্ষেত্রে সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০/দ্বিতীয় বিভাগ/ শ্রেণীসহ সংশ্লিষ্ট বিষয়ে মাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা CGPA ২.৫০ থাকতে হবে।
    তবে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০% নম্বর বা CGPA ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে।
    স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৫৫% বা CGPA ২.৭৫ নম্বর থাকতে হবে। তবে অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও উভয় পরীক্ষায় গড়ে ৫৫% নময় আছে তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
    পিএইচ ডি ভর্তির ক্ষেত্রে
    i. এম ফিল / সমমানের ডিগ্রিধারী হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস, এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
    ii. বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষক যাদের শিক্ষা জীবনে ন্যূনতম ৩ টি প্রথম বিভাগ/ শ্রেণি, ৩ বছর শিক্ষকতার অভিজতা এ দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ২ টি গবেষণামূলক প্রকাশনা রয়েছে তারা সরাসরি পিএইচ ডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শিক্ষা জীবনে ন্যূনতম ২ টি প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
    আর্টস/ সােশ্যাল সায়েন্স/ বিজনেস স্টাডিজ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ২ জন লেখক গ্রহণযােগ্য তবে প্রার্থীকে মূল লেখক ৰা First Author হতে হবে। ন্যাচারাল সায়েন্স/লাইফ এন্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন লেখক গ্রহণযােগ্য হবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে।
    iii. সমমানের পরীক্ষায় পাশ করা বিদেশের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে এম ফিল/পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি হতে পারবে।
    শর্তাবলি
    •প্রার্থী শুধুমাত্র তার গাতক (সম্মান)/ স্নাতকোত্তর পর্যায়ে পঠিত বিষয়ে ভর্তি হতে পারবেন।
    •ভর্তিচ্ছু গবেষকদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার (লিখিত ও মৌখিক পরীক্ষা) ভিত্তিতে শিক্ষার্থী/গবেষৰু ভর্তি করা হবে। •ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় গবেষণার বিষয়ের উপর Research Design অনুসরণ করে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা জমা দিতে হবে। প্রার্থীকে তার এম ফিল/পিএইচ ডি গবেষণা প্রস্তাব সংশ্লিষ্ট কমিটির সামনে ডিফেন্ড করতে হবে।
    প্রোগ্রামের মেয়াদ
    এম কিল প্রােগ্রামের মেয়াদ এ বছরের কোর্সওয়াক সহ ০২ (দুই) বছর এবং পিএইচ ভি প্রােগ্রামের মেয়াদ ০৩ (তিন)
    অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলােড
    লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার বিষয়ে করণীয়
    •এম ফিল ও পিএইচ ফি ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
    •লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে আবেদনকারীকে সেনাশা সেবার মাধ্যমে ফি জমাদানের মূল রশিদের ফটোকপি, স্বাক্ষরকৃত আবেদন ফরম, সকল সনদ ও নম্বরপত্র সত্যায়িত ফটোকপি ও গবেষণা প্রস্তাবনা সংশ্লিষ্ট গল্প চেয়ারম্যন দপ্তরে জমা দিতে হবে।
    •লিখিত পরীক্ষায় উ আবেদনকারীর সাক্ষাৎকারের দিন সকল সনদ ও নম্বরপত্রের মূলকপি, সােনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা রশিদে মূলকপি ও প্রাথমিক আবেদন ফরমসহ প্রশাসনিক গুবন (৩য় তলা), জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-: উপস্থিত হতে হবে।
    •ভর্তির সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যান এর দাপ্তরে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শনি করতে হবে অন্যথায় আবেদনকারী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।
    প্রার্থী প্রতি ১০০০/- (এক হাজার) টাকা হারে Pay Slip এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 02181100002701
    (এমফিল/পিএইচডি খাত) উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।
    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখঃ ১৬/০৬/২০১৯ থেকে ২০/০৬/২০১৪
    (স্থানঃ প্রশাসনিক ভবন (৩য় তলা), জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০৪)
    •ভর্তি বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
    বিদ্রঃ ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সঙ্গ তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এ পাওয়া যাবে। তাছাড়া সংশ্লিষ্ট একাডেমিক কমিটির চেয়ারম্যানের সাথে নিম্নোক্ত নম্বরে যােগাযোগ করা যাবে।
    আর্টস গ্রুপ- ০১৭১৫১৩৮-৬২৫; সোশ্যাল সায়েন্স গ্রুপ-০১৯১১০১০১৩৫; ন্যাচারাল সায়েন্স গ্রুপ-০১৭৪২-৮৪ ৬৪৯৪; লাইফ এন্ড আর্থ সায়েন্স গ্রুপ- ০১৭১২-০৭৬২৮০ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ- ০১৭৪২৮৪৬৪১৪

Komentáře • 406

  • @NopomFoundation
    @NopomFoundation Před 4 lety +4

    তথ্যপূর্ণ বক্তব্য। ধন্যবাদ

  • @nazrulshaik5156
    @nazrulshaik5156 Před 3 lety +1

    thanks for your ..information about your experiences. i liked .. 8 want details.

  • @78cmdsafayethossainnabil7

    আন্তরিক ধন্যবাদ আপনাকে

  • @classicalcollection8450
    @classicalcollection8450 Před 3 lety +1

    ধন্যবাদ স্যার

  • @emonislam6682
    @emonislam6682 Před 3 lety

    স্যার আমি NU থেকে accounting hons করে DU থেকে evening MA করেছি information science& library management এ আমি কি apply করতে পারবো? আর পারলে কোন বিষয়ে পারবো?

  • @rehanroman5261
    @rehanroman5261 Před 4 lety +2

    ধন্যবাদ

  • @innovationforman1565
    @innovationforman1565 Před 3 lety

    আসসালামু আলাইকুম জনাব বর্তমানে এমফিল আবেদন করতে গেলে ওয়েবসাইটে Research synopsis আপলোড দিতে হয়। দয়া করে Research synopsis সম্পর্কে বলুন

  • @deepanwitamanna8803
    @deepanwitamanna8803 Před 3 lety +1

    Informative video...
    R re future somporke Jodi Kchu bolen r Ei research ta minimum Ki 2yrs, total kmn khoroch, ETA job kore Ki Kora Jay ektu detls bolben

  • @arifhossen7785
    @arifhossen7785 Před 3 lety +1

    Thank you...

  • @asmaslogbook3807
    @asmaslogbook3807 Před 4 lety +2

    Thank you sir

  • @shamsulalam7513
    @shamsulalam7513 Před 3 lety +1

    Sir political science(NU) niye honours korlam. ami ki Mphil korte parbo?

  • @mrinal71
    @mrinal71 Před 2 lety +1

    স্যার আমি গণিত বিষয়ে অনার্স করছি 2.72 সিজিপি নিয়ে ।এখন মাস্টার্স করিনি ।মাস্টার্স এ কত সিজিপি এ হলে আমি পিএইচডি করতে পাব।প্লিজ জানাবেন ।

  • @dulaldhali1138
    @dulaldhali1138 Před 3 lety +1

    tnk

  • @dolaakter7485
    @dolaakter7485 Před rokem

    sir, assalamu alaikum
    hon's e philosophy niye pore masters kora honyni. too akn ki phd kora jabe naki masters korte hobe age? pls janaben.

  • @eitymahmuda2594
    @eitymahmuda2594 Před 3 lety +1

    Thank u sir

  • @nahidhasan71
    @nahidhasan71 Před 3 lety

    Thanks.....

  • @dilipvadro1462
    @dilipvadro1462 Před rokem +1

    স্যার আমি তো ইবি কুষ্টিয়া হতে এম,বি,এ করেছি, আমি আশা এনজিও চাকুরী করি আমি Micro finance অথবা কৃষির উপর সন্ধ্যাকালীন PhD করতে চাই সম্ভব কী না স্যার

  • @urmisultana632
    @urmisultana632 Před 3 lety

    আবেদনের সময় research paper জমা দিতে হয়? আর কেউ সেটা জমা না দিলে অযোগ্য বলে গন্য হবে কি?

  • @md.abuhasan4887
    @md.abuhasan4887 Před 2 lety

    অনার্স এ ৫০% নাই কিন্তু মাস্টার্স এ ৫০% এর বেশি আছে এবং এমবিএ তে সিজিপিএ ৩.০৪(৪ এরমধ্যে) তাহলে আমি কি এমফিল বা পিএইচডি করতে পারবো? তাছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর রেজাল্ট দেখে কি?

  • @mjmdsohag4846
    @mjmdsohag4846 Před měsícem

    Thanks

  • @marjanaakter8614
    @marjanaakter8614 Před 2 lety +4

    আস্সালামুআলাইকুম এম পিল ছাড়া পি এইচ ডি করা যায় না?আর কত বছর লাগে?

  • @mdkhorshedalom5537
    @mdkhorshedalom5537 Před 2 lety

    Ami ki private university theke MPhil Kore Du te admission hote parbo, tahole MPhil er point koto dorkar,

  • @cutepuppy379
    @cutepuppy379 Před 3 lety +1

    স্যার আমি ভারত বর্ষে বাস করি আমি কী আবেদন করতে পারি দয়া করে জানাবেন

  • @_trayeepaul
    @_trayeepaul Před 3 lety

    Ssc ar hsc te koto point lagbe mphil korte.honours 1st cls Master’s 1st cls

  • @ShorifMahmud10
    @ShorifMahmud10 Před 2 lety +1

    অনার্সের গ্রেড উন্নয়ন পরীক্ষা বছর পরে কি দেওয়া যায়?

  • @mariyabintemahbub3885

    স্যার অনার্স এক সাব্জেক্টে,মাস্টার্স অন্য সাব্জেক্টে করলে কোন সাব্জেক্ট থেকে আসলে প্রশ্ন হবে?দয়া করে জানাবেন স্যার🙏🙏🙏🙏

  • @ranjankumarbarai2650
    @ranjankumarbarai2650 Před 3 lety

    Preli masters 2.59 mphil kora jabe kina? Know me pls

  • @kayumchowdhuary5616
    @kayumchowdhuary5616 Před rokem

    ক্লাস কখন হয় এবং এমফিল কোর্সওয়ার্ক পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে

  • @ashikujjaman4749
    @ashikujjaman4749 Před 2 lety

    Hons pass korei ki phD er jonno apply kora jay naki MA kora lagbe???

  • @kazirazan4024
    @kazirazan4024 Před 5 měsíci

    Sir private University theke honours korar por ki NU te masters kora jabe

  • @BD-STUDY
    @BD-STUDY Před rokem

    আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।এম ফিল কোর্সে ভর্তি হলে সর্বদা উপস্থিত হয়ে ক্লাশ করতে হবে?

  • @SumonCh-ln6js
    @SumonCh-ln6js Před měsícem

    ❤️❤️👍

  • @adibaanjum2619
    @adibaanjum2619 Před rokem

    Akjon lecturer phd ba mphil kore ki ki benefits pete pare?

  • @basirulislam7100
    @basirulislam7100 Před rokem

    Dhaka University te kivabe arabic subject e mphil e admission habo?

  • @mahabubalameternalandeverl9590

    I'm too much interested.Ive been serving in Shaheed Bir Uttam Lt. Anwar Girls ' College since 2012! It's an intermediate college. I don't have 50% marks in Hons and Masters.Can't I get admitted there?
    plz answer

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety

      ৫০% নম্বরের নিচে ভর্তি হতে পারবেন না ।

  • @soniarahman4242
    @soniarahman4242 Před 15 dny

    phd ki social work er upor bangla version a kora shomvob

  • @tukuliton2005-yp3wu
    @tukuliton2005-yp3wu Před měsícem +1

    Bhaiya ami 2014 sale honours and 2016 sale masters complete korechi philosophy theke ekhon ami ki sorasori phd degree te bhorti hote parbo ektu janaben.

    • @SalekShiblu
      @SalekShiblu  Před měsícem

      পারবেন তবে শর্ত হলো যে কোন স্বীকৃত জার্নালে তিনটি আর্টিকেল থাকতে হবে।

  • @SumonCh-ln6js
    @SumonCh-ln6js Před měsícem

    ❤️❤️

  • @rahiqulmakthum2985
    @rahiqulmakthum2985 Před 2 lety +2

    এমফিল ও পিএইচডি এর ভিতর এ সুনির্দিষ্ট পার্থক্য কি

  • @nuruddinahamed7457
    @nuruddinahamed7457 Před rokem

    প ব কোন কোন বিশ্ববিদ্যালয় এ এই মুহূর্তে phd admissin চলছে?আমি english এ NET qualify করেছি।

  • @tareksultan5235
    @tareksultan5235 Před 2 lety +1

    Bai ami llb te Master’s korsi. Ami ki korte parbo

  • @kabbokabir5669
    @kabbokabir5669 Před 3 lety

    আমি Mathematics এর student.আমি বাংলায় phd করতে পারবো কি??

  • @nasiruddin-hk3gs
    @nasiruddin-hk3gs Před 3 lety

    accounting ar uper phd kora jaba
    sir?

  • @nafisanitu8774
    @nafisanitu8774 Před rokem

    Microbiology graduate.kon bisoya m Phil ba PhD korta pari

  • @al-imrun8405
    @al-imrun8405 Před 23 dny

    গবেষণা প্রস্তাবনা কি দিব এ বিষয়ে বুঝতে পারছি না,, যদি একটু বলতেন

  • @shahnajparvin6680
    @shahnajparvin6680 Před rokem

    আমি বিএ বিএড, এমএ এমএড এখন আমি পিএইচডি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে?

  • @mdkhorshedalom5537
    @mdkhorshedalom5537 Před 2 lety

    PhD program e nu theke du te migrate kora jay, kokhon kora jay

  • @rasheduzzaman8588
    @rasheduzzaman8588 Před 2 lety

    Engineering a bsc korara por ki phd kora jai

  • @khadizaparvin11
    @khadizaparvin11 Před 3 lety

    Mphil leading vlo na Psd valo? R dui tar cast koto?

  • @saikatkarmakar8883
    @saikatkarmakar8883 Před 3 lety +1

    স্যার আমি বিএ দর্শনে করছি।আর পালি ও সংস্কৃতি বোর্ড থেকে কাব্য তীর্থ পাশ করেছি।এখন আমি কাবতীর্থের উপর phd করতে চাই, আমি কি তা করতে পারবো?

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety

      তাছাড়া সংশ্লিষ্ট একাডেমিক কমিটির চেয়ারম্যানের সাথে নিম্নোক্ত নম্বরে যােগাযোগ করা যাবে।
      আর্টস গ্রুপ- ০১৭১৫১৩৮-৬২৫; সোশ্যাল সায়েন্স গ্রুপ-০১৯১১০১০১৩৫; ন্যাচারাল সায়েন্স গ্রুপ-০১৭৪২-৮৪ ৬৪৯৪; লাইফ এন্ড আর্থ সায়েন্স গ্রুপ- ০১৭১২-০৭৬২৮০ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ- ০১৭৪২৮৪৬৪১৪

  • @jafarislam1127
    @jafarislam1127 Před 2 lety +1

    NU theke ki ami DU te Ph.D. krte parbo ?

  • @dolyakter9154
    @dolyakter9154 Před 2 lety

    হসপিটাল ম্যানেজমেন্ট এর বিষয় কি এখানে করা যাবে

  • @tapossarker3972
    @tapossarker3972 Před 3 lety

    Nice

  • @toyahaque852
    @toyahaque852 Před 5 měsíci

    স্যার এমফিল ভর্তি কোন বয়স উল্লেখ থাকে

  • @mdkhorshedalom5537
    @mdkhorshedalom5537 Před 2 lety

    Bai amar honours e 2°75 thakleo , honours er akta subject e Ami 2 point peyeci ,but avarej result 2•75 ,at a ki kono problem korbe?plz bai aktu jodi bolen, khusi hobo

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 2 lety +1

      জাতীয়তে করতে পারবেন

  • @shahanajshahanaj9143
    @shahanajshahanaj9143 Před rokem

    যারা সরকারি চাকরি করে এবং অনিয়মিত শিক্ষার্থী হিসেবে m a করেছেন। তারা কি ph,dকরতে পারবেন।

  • @MehediHasan-qu7ke
    @MehediHasan-qu7ke Před 3 lety +4

    আমি Lecturer at the dept. of Zoology, বেড়া মহিলা কলেজ, পাবনা। sir, আমি এমফিল করতে চাই, এজন্য কি আমাকে ছুটি নিতে হবে কি একটু জানাবেন

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety +1

      ছুটি নিতে হবে

  • @aktarzaman-iz5qn
    @aktarzaman-iz5qn Před 2 lety +3

    স্যার, গবেষণা প্রস্তাবনা কি ভর্তির সময় পেশ করতে হবে? বিজ্ঞপ্তিতে এ বছর তথা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনলাইন আবেদনের সময় গবেষণা প্রস্তাবনা পেশ করতে বলেছে। ই বিষয়টি সম্পর্কে জানতে পারলে উপকৃত হবো, আপনাকে ধন্যবাদ।

  • @Suzon-74
    @Suzon-74 Před 2 lety

    নিউট্রিশনে পিএইচডি কোথায় করা যায়

  • @marzia16
    @marzia16 Před 2 lety +1

    আমার অনার্স Accounting এ, কিন্তু আমি যদি চাই তাহলে কি management or Economics নিয়ে এম.ফিল এ আবেদন করতে পারব?

  • @alaminsakib6047
    @alaminsakib6047 Před 2 lety

    Math a Ph.D or M.Phill kora jay??

  • @kabbokabir5669
    @kabbokabir5669 Před 3 lety

    যদি কোন ব্যক্তির ওপর psd করতে চাই তাহলে কি এই একই সিস্টেম।

  • @kamrunnaher1511
    @kamrunnaher1511 Před 3 lety +1

    আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টারর্স করেছি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমিকি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো এমফিল, পিএইচডিতে?

  • @abubakkarsiddique1185
    @abubakkarsiddique1185 Před 3 lety +1

    আলহামদুলিল্লাহ
    মাশাল্লাহ
    স্যার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র
    বর্তমানে বেসরকারী কলেজে র প্রভাষক
    পি এইচ ডি ডিগ্রি করতে চাই।
    পরামর্শ দিবেন।

  • @kidslearngrow2590
    @kidslearngrow2590 Před 2 lety

    Vaia Ami national university theke BBA and MBA korechi (finance), akhon ki finance a mfil korte parbo....

  • @salmaummy5402
    @salmaummy5402 Před 3 lety +2

    ক্লাস করা কি বাধ্যতামূলক?

  • @vatirfaisal629
    @vatirfaisal629 Před 3 lety +1

    Research proposal বিষয়টি যদি বুঝিয়ে বলতেন, উপকৃত হতাম।

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety +1

      গবেষণা প্রস্তাবনা। দেখেন এর উপর একটা ভিডিও দিয়েছি

  • @secretsuperstar4227
    @secretsuperstar4227 Před rokem

    Vaia.. Nu teke Honours masters krar por..ki nu er under ey mphill krte hbe.. Nki kno public unicvarsity teke o kra jabe

  • @sumakhatun8760
    @sumakhatun8760 Před 9 měsíci

    Ssc o hsc te GpA koto thakte hobe

  • @tastethebest7433
    @tastethebest7433 Před 2 lety

    History niea phd kora jbe?

  • @layakhossain6195
    @layakhossain6195 Před 3 lety

    আমি ভারতীয়। তো আমি কি admission হতে পারবো।

  • @dipankarbhunia8752
    @dipankarbhunia8752 Před 3 lety +5

    দাদা আমি ভারত, পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট, আমি বাংলাদেশের ইউনিভার্সিটি তে পি এইচ ডি করতে চাই। আমাকে প্লিজ একটু হেল্প করো?

  • @talkwithshammi
    @talkwithshammi Před 3 lety +1

    good

  • @jahangiralam3744
    @jahangiralam3744 Před 3 lety

    স্যার অনার্সে আমার CGPA 2.65.আর আমার অনার্সের সাবজেক্ট হলো English.আমি কি PHD এর জন্য আবেদন করতে পারবো?

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety +1

      পারবেন। যদি নতুন করে আর কোন নিয়ম না করে।

  • @amenatabassum5171
    @amenatabassum5171 Před 3 lety +1

    স্যার আমার তো মাস্টার্স এর থিসিস নাই, আমি এমফিল করতে চাই৷ সেক্ষেত্রে আমাকে গবেষণা বিষয়ক কি প্রশ্ন করবে? আমি কি এমফিল এ এডমিশন নিতে পারবো? প্লিজ একটু জানালে খুব উপকৃত হব!

  • @shakibulhasan8204
    @shakibulhasan8204 Před 2 lety

    Sir m. Phil.আর phd mode difference ki? Ami ki ডিরেক্ট পি এইচ ডিতে আবেদন করতে পারবো? নাকি m phil kore phd korte hoi?

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 2 lety

      নতুন ভিডিও পাবেন

  • @MdRipon-ts4zx
    @MdRipon-ts4zx Před 3 lety

    Mphil na kore ki phd kora jay

  • @shimubegum4478
    @shimubegum4478 Před 2 lety

    ami masters privet a korci ami ki parbo

  • @readingieltsinbangla2484
    @readingieltsinbangla2484 Před 3 lety +3

    ২.৫০ : ২ পয়েন্ট পঞ্চাশ নয়, ২ পয়েন্ট ৫, ০

  • @masnunkhaled6286
    @masnunkhaled6286 Před 2 lety

    স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে গত ৯৬ সেসনে এম এস সি (অনার্স) সহ করেছি, আমার বেসরকারি কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা ২০ বছর আমি এম ফিল করতে পারবো কি না অনুগ্রহ পুরবর্ক জানালে উপকৃত হতাম

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 2 lety +1

      পারবেন । তবে সনাতন পদ্ধতিতে 55 % নমব্র থাকতে হবে। 45+ বয়স হলে ফেলোশিপ পাবেন না।

  • @MohammadIrfan-pb6jo
    @MohammadIrfan-pb6jo Před 3 lety

    কামিলের পর করতে পারবো?

  • @greenlife2879
    @greenlife2879 Před rokem

    2023-2024 a ki circular dise

  • @abrarnature1944
    @abrarnature1944 Před 2 lety +2

    Vi kon book porbo vorti prostutir jonno..amr sub islamic studies

  • @supambarua3401
    @supambarua3401 Před 3 lety +1

    পাশ কোর্স থেকে মার্স্টাস করেছি আমি। আমি কি এম ফিল করবো না সরাসরি পিএইচডি করতে পারবো? উত্তর পেলে উপকৃত হবো।

  • @nasiruddin-hk3gs
    @nasiruddin-hk3gs Před 3 lety +1

    PHD korar por amar futuer ke karbo

  • @basicbangla743
    @basicbangla743 Před 3 lety

    ভাই, আপনার সঙ্গে কথা যাবে?

  • @nusratzahanbithi498
    @nusratzahanbithi498 Před rokem +1

    ডিগ্রি পাস করার পর পিএইচডি পোগ্রাম করা যাবে

  • @mohammadislamofficial7619
    @mohammadislamofficial7619 Před 8 měsíci

    ssc, hsc এর রেজাল্ট দেখা হয়?

  • @md.alamgirhossain786
    @md.alamgirhossain786 Před 2 měsíci

    sir, College lecturer হওয়ার পর পিএইচডি করলে কি কোন লাভ আছে

  • @youthrisingstar600
    @youthrisingstar600 Před 3 lety +1

    Open university te je...
    Nutrition and food subject ache oikhane ki english question asbe na Bangla ,,sir janile vlo hoto

  • @niharikapaul6453
    @niharikapaul6453 Před 2 lety

    NATIONAL UNIVERSITY THEKE DEGREE PASS KORE AND ACCOUNTING SUBJECT A MASTERS COMPLETE KORE TOTAL KOTO GRADE POINT LAGE NATIONAL UNIVERSITY TE PHD ADMISSION TEST DITE?PLZ HELP ME!PLZ GIVE ME ANSWER FOR MY QUESTION.

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 2 lety

      ২.৭৫ CGPA

    • @niharikapaul6453
      @niharikapaul6453 Před 2 lety

      NATIONAL UNIVERSITY TE PHD ADMISSION TEST DITE KI SSC AND HSC ER GRADE POINT O DHEKHE?NAKI SHUDHU BBS PASS AND PRELIMINARY MASTERS ER GRADE POINT DHEKE?

  • @mdrabiullah3216
    @mdrabiullah3216 Před 2 lety +1

    আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি পিএইচডি ডিগ্রি নিয়ে কোন ইউনিভার্সিটির শিক্ষক হতে পারব এবং এমফিল পিএইচডিও করে জব সেক্টর এ সুবিধা কি জানাবেন

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 2 lety +1

      শিক্ষাকতা পেশায় থাকলে সুবিধা পাবেন

    • @user-do3ym1nf8z
      @user-do3ym1nf8z Před 4 měsíci

      স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নওগাঁ সরকারি কলেজ থেকে ভূগোলে অনার্স ২.৭০ ভূগোলে মাস্টার্স ২.৬৫ আছে
      আমার জীবনের খুব বড় ইচ্ছে
      জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল পিএইচডি অর্জন করা
      এই পয়েন্ট দিয়ে ভর্তি হওয়ার সম্ভব
      দয়া করে একটু জানাবেন স্যার 🙏

  • @user-nz4zf4jv9y
    @user-nz4zf4jv9y Před 3 lety +1

    আসসালামু আলাইকুম,
    আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
    আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অনিয়মিত ছাত্র। আমার জিজ্ঞাসা-
    ১. রসায়ন এর স্টুডেন্ট হয়ে ভিন্ন বিষয়ে পিএইচডি করতে পারব কি?
    ২. অনিয়মিত এর জন্য কি সমস্যা হবে?

    • @SalekShiblu
      @SalekShiblu  Před 3 lety

      . অনিয়মিত এর জন্য কি সমস্যা হবে না।তবে বিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ থাকে ।

  • @tayyibajahan7163
    @tayyibajahan7163 Před 2 lety

    মাস্টার্স না পড়ে শুধুমাত্র যে বিষয়ে অনার্স পাশ করেছি ঐ বিষয় ছাড়া অন্য বিষয়ে পি এইচ ডি করতে পারব নি প্লিজ জানাবেন

  • @niharikapaul6453
    @niharikapaul6453 Před 2 lety

    Degree pass and Masters pass er shathe SSC and HSC Result koto Grade Point thakhte hoy PHD Admission nite hole?

  • @secretsuperstar4227
    @secretsuperstar4227 Před rokem

    Nu teke honours masters kre.
    Public univarsity te mphil kra jabe

  • @amenatabassum5171
    @amenatabassum5171 Před 3 lety +3

    স্যার আমি সুপারভাইজার কিভাবে পেতে পারি? আমি তো বেশ অনেক আগেই মাস্টার্স করে ফেলেছি।

  • @SalmaAkterFarhana-fe3wp
    @SalmaAkterFarhana-fe3wp Před měsícem

    English na janleo ki PhD kora jabe

  • @haneyshrabon
    @haneyshrabon Před 3 lety +1

    এমফিল অথবা পিএইচডি এর প্রশ্নপত্র গুলি কেমন হয় যেগুলো ভর্তি পরীক্ষায় আসে আমার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যদি একটু দয়া করে এটা নিয়ে একটা ভিডিও করতেন আমার খুব ইচ্ছা পিএইচডি করি কিন্তু এর আগে নাকি এমফিল ডিগ্রি সম্পন্ন করতে হবে এটা কতটুকু সত্য জানিনা

  • @kabirhassan3353
    @kabirhassan3353 Před 3 lety +1

    সার কেউকি ডিপ্লোমা কম্পিট করে কি phd এর জন্য এপ্লাই করতে পারে?