Hazrat shahjan sah Rh darbar Hathazari। হযরত শাহজাহান শাহ রহ জীবনী। ধর্ম দর্শন মিডিয়া।

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2021
  • Hazrat shahjan sah (Rh) darbar Hathazari। হযরত শাহজাহান শাহ (রহ) জীবনী। ধর্ম দর্শন মিডিয়া।
    আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? প্রতিবারের ন্যায় এবারে আমরা হাজির হয়েছি বানিজ্যক রাজধানী চট্টগ্রাম জেলার, অপরুপ সৌন্দর্য হাটহাজারী থানার, ধলই শাহী দরবার শরীফের হযরত শাহ জাহান শাহ (রহ) পবিত্র দরবারে। মূল সড়ক হতে মাজারের দিকে ছুটে গেছে পাকা রাস্তা। রাস্তার দুপাশে অক্সিজেনর বাহক গাছপালায় ঘেরা। চারপাশে নদী-নালা খাল বিল। যেদিকে চোখ যায় সবুজ শস্য শ্যামল ভরা এই গ্রাম। খুব সুভাষিত মনোরম পরিবেশের মধ্যে গঠিত হয়েছে এই মাজার টি। এই বাংলায় শত শত বৎসর পূর্বে ইসলাম প্রচার ও মানুষের হেদায়াতের জন্য যে সকল মহান ব্যক্তি সুদূর আরব ভূমি থেকে এসেছিলেন হযরত শাহজাহান শাহ্্ (রা.) তাঁদেরই একজন। ইসলামী চিন্তাবিদরা কেউ কেউ মনে করেন তিনি চট্টগ্রামের বারো আউলিয়ার অন্যতম। তাঁর মাজার শরীফে প্রাপ্ত মঘী শিলালিপি অনুযায়ী তাঁর ওফাতের তারিখ ছিল ২০ শে মাঘ ৯১২ বাংলা মোতাবেক ২রা ফেব্রুয়ারী ১৫০৬ ইং। জানা যায়, খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর কোন এক সময় সুদূর ইয়েমেন থেকে হযরত শাহজাহান শাহ্্ (রা.) ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রথমে লাহোর এবং পরে দিল্লী, গৌড় হয়ে জলপথে চট্টগ্রাম আগমন করেন। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ‘ইল্লা’ নামক স্থানে প্রথম স্থান নিয়েছেন বলে জানা যায়। উক্ত স্থানে অবতরণ করে প্রথমে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে তাঁর হস্তস্থিত লাঠি দ্বারা মাটিতে আঘাত করেছিলেন এবং এরই ঘটনা থেকে উক্ত স্থানটি ‘ইল্লা’ মৌজা নামে পরিচিত হয়। সেখানে কিছুদিন অবস্থানের পর তিনি পুনরায় কর্ণফুলী নদী হয়ে হালদা নদী দিয়ে হাটহাজারী থানার ধলই গ্রামে বসবাস শুরু করেন।
    হযরত শাহজাহান শাহ্্ (রা.) ছিলেন একজন উচ্চ মকামের ওলী। এখানে ধলই নগরীতে যখন তিনি আগমন করেন তখন এই এলাকা ছিল জঙ্গলে ভরা। হিংস্র জন্তু জানোয়ার তাঁর বসার স্থানে চারদিকে ঘিরে থাকত। তাঁর মাজার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত গরম মাজার হিসেবে এটি পরিচিতি লাভ করতে থাকে। সূর্যাস্তের পূর্বেই মাজার শরীফে আগত ভক্তবৃন্দকে মাজার সংলগ্ন এলাকা ছেড়ে চলে যেতে হত। কোন অত্যাচারিত বা নির্যাতিত মানুষ এই মাজারে এস বিচারের প্রার্থনা করলে সাথে সাথেই তার বিচার পেয়ে যেতো। অনেক সময় বিচার এতই কঠিন হতো যে বিচারপ্রার্থী নিজেই হতবাক হয়ে যেত এবং নিজের প্রার্থনা নিজেই প্রত্যাহার করে নিত। এলাকার মানুষ যে কোন বিপদে তখন থেকে আজ পর্যন্ত হযরত শাহজাহান শাহ্্ (রা.)-এর কদমে-পাকে আশ্রয় প্রার্থনা করে এবং তৎক্ষণাৎ ফল লাভে খোশ নসীবপ্রাপ্ত হয়।
    হযরত শাহজাহান শাহ্্ (রা.) ছিলেন গাউসুল আযম মাইজভান্ডারীর (ক.) আগমন প্রত্যাশী ও তাঁর তরে অপেক্ষমান একজন উচ্চ মকামের ওলী আল্লাহ। এর প্রমাণ পাওয়া যায়, গাউসে পাকের বাগানের প্রধান বুলবুল ইউসুফে ছানী, কুতুবুল আকতাব হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)-এর এই দরবারে আগমন এবং সাতদিন পর্যন্ত অবস্থানপূর্বক এই দরবারের সাথে মাইজভান্ডারের দরবারের রূহানী সম্পর্ক স্থাপন করা। চেরাগে গাউসুল আযম শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ও এই দরবারে এসে মাইজভান্ডারি পক্ষ থেকে হযরত শাহজাহান শাহ্্ (রা.) কে উচ্চ মার্গের ওলীর স্বীকৃতি দিয়েছিলেন। এই ধলই শাহী দরবারের আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজাহান শাহ্্ (রা.) যে গাউসুল আযম-এর রেজামন্দী ও স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তার আর একটি প্রমাণ হল হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)-এর এই দরবারে আগমনের পর থেকে এখানকার বহুল পরিচিত গরম মাজারটি ধীরে ধীরে অলৌকিকভাবে প্রশান্ত, স্নিগ্ধ, মমতাময় ও রহমতের এক অনন্ত মহিমাময় রূপ ধারণ করতে থাকে। আগে যেখানে যোহর ও আছরের নামাজের পর আর কেউ এখানে থাকতে পারতেন না, সেখানে পর্যায়ক্রমে সর্বসাধারণের রাত্রিযাপনের সুযোগ হতে থাকে। আর বর্তমানে হাজার হাজার মানুষ দিন রাত এই দরবারে ইবাদাত বন্দেগীর মাধ্যমে রিয়াজতে ব্যস্ত থাকে। আর এই দরবারের আশেক ভক্তদের জন্য ধলই শাহী দরবার গাউসুল আযমের দরবারের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
    হযরত শাহজাহান শাহ্্ (রা.)-এর ওফাতের পাঁচশত বৎসর পরেও এখনো তাঁর অসংখ্য কারামত নিয়মিত মানুষ প্রত্যক্ষ করে যাচ্ছে। এর মধ্যে একেবারে ছোট কারামতটি এখানে উল্লেখ না করলেই নয়। আর সেটি হলো- তাঁর মাজার শরীফের পার্শ্বস্থ রাস্তা অতিক্রম করার সময় যে কোন যাত্রী গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে মাজার এলাকা পার হয়ে পুনরায় গাড়ীতে উঠা-এর ব্যতিক্রম হলেই বা কোন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গেলেই কয়েকশত গজের মধ্যেই ঘটে দুর্ঘটনা।
    #Hathazari
    #Hazrat
    #shajahan
    follow me on youtube-
    / @dhormdhorshonmedia
    follow me on twitter-
    q7vqvTR59doIRjj?s=09
    follow me on instagram-
    / dhormo13
    follow me on fb page-
    / ধর্ম-দর্শন-মিডিয়া-1043...
    contact-01864912829

Komentáře • 6