Komentáře •

  • @Mohammadjolil-mp9gy
    @Mohammadjolil-mp9gy Před 4 měsíci +1

    আপনার ভিডিও দেখি আমি অনেক ভালো লাগে thanks ❤❤❤❤

  • @subhadippaul6312
    @subhadippaul6312 Před měsícem +1

    Great

  • @RajSk-eg3ys
    @RajSk-eg3ys Před 6 měsíci +1

    Thenx dada eto sundor kore bojhanor jonno

  • @almamunsagor1323
    @almamunsagor1323 Před 6 měsíci

    অপেক্ষায় থাকলাম

  • @Anglers0111
    @Anglers0111 Před 6 měsíci +1

    Nice sir. Thanks

  • @basharmunshi2786
    @basharmunshi2786 Před 6 měsíci

    খুব ভালো লাগলো

  • @The_Entertainment_Video
    @The_Entertainment_Video Před 6 měsíci +1

    Thanks❤

  • @souravdj4493
    @souravdj4493 Před 5 měsíci +1

    ❤darun vabe bojacho darun💕

  • @dirghangiamit9997
    @dirghangiamit9997 Před 6 měsíci

    Ekdom আপনার video নেশার মতোই ❤❤❤

  • @mantudhara7618
    @mantudhara7618 Před 6 měsíci +1

    দাদা good evening
    আমি একজন রাজমিস্ত্রি
    আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি এবং অনেক উপকৃত হচ্ছি

  • @vivekanandabaidya4662
    @vivekanandabaidya4662 Před 6 měsíci

    আমি, অপেক্ষায় আছি

  • @youtuber2.2
    @youtuber2.2 Před 6 měsíci +1

    দারুন

  • @amadergram282
    @amadergram282 Před 6 měsíci +1

    good 👍

  • @nazmulHossain-eg8if
    @nazmulHossain-eg8if Před 6 měsíci +2

    superb... sir ❤

  • @sanjoysahu4796
    @sanjoysahu4796 Před 6 měsíci +1

    All videos are very informative ❤...want to work with you sir as a civil engineer

  • @almamunsagor1323
    @almamunsagor1323 Před 6 měsíci +1

    ধন্যবাদ স্যার আমি একজন বাংলাদেশী আপনার ভিডিওগুলো থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারছি এমনকি আমার গ্রামের বেশিরভাগ মানুষ মিনি ইঞ্জিনিয়ার বলে ডাকা শুরু করেছে।

  • @mdsadidulmolla2099
    @mdsadidulmolla2099 Před 5 měsíci +1

    Fain

  • @akhtaruljamal358
    @akhtaruljamal358 Před 6 měsíci +1

    সত্যিই আপনার কথা অসাধারন। আমার বিম/কলামের যে রড গুলো বেরিয়ে আছে সেগুলো এখন খোলা অবস্থাতেই আছে, কাজ এখন করব না এমন অবস্থায় কি করব?

  • @madhabsarkar242
    @madhabsarkar242 Před 6 měsíci

    প্রথমেই আমার প্রণাম নেবেন দাদা 🙏।দাদা আমি আপনার ভিডিও দেখি খুব সুন্দর লাগে।তোমার কথা বলার ধরণ আর এমন ভাবে বলো যে তখন নিজেকেই একজন ইঞ্জিনিয়ার mone হয়।ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ।।।দাদা একটা প্রশ্ন ছিল আমি বাড়ি বানাবো ১৬টা কলম দিয়ে ৩ তলা ফাউন্ডেশন। {প্রতিটা কলম এ কত টাকা খরচ হবে একতলা অব্দি ছাদ দিয়ে কমপ্লিট একটু জানিয়ে দিলে খুব উপকৃত হবো।}

  • @sankaradhikari9532
    @sankaradhikari9532 Před 6 měsíci +1

    আমি আপনার ভিডিও দেখে প্রথম থেকেই সব কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পন্ন করেছি।
    মিস্ত্রী সব জায়গায় বলছে, শংকর অধিকারীর বাড়ির মতো এই চত্ত্বরে কেউই বাড়ি বানাতে পারেনি।
    হাতুড়ি দিয়ে আঘাত করেও একটা ইঁট আলগা করতে পারেনি।
    জলও পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ,❤❤❤

  • @SajeKiaN
    @SajeKiaN Před 5 měsíci +1

    💞💞💞

  • @pratyushsarkar_
    @pratyushsarkar_ Před 6 měsíci +1

    আমার এই কাজের সঙ্গে কোনরকম সম্পর্ক নেই। কিন্তু আপনি যেই ভাবে জিনিস গুলো বোঝান সেটা দারুণ লাগে তাই দেখি।😅

  • @user-ri2vn8nc8j
    @user-ri2vn8nc8j Před 5 měsíci +1

    বাংলাদেশ থেকে নিয়মিত আপানার ভিডিও দেখি।

  • @d.photography1591
    @d.photography1591 Před 4 měsíci +1

    Dada amar 1 tala barir chader opor 16 mm rod 20 inch ber kore rekheche pore dotala korle okhane lapping deoya jabe? Baki 3 te 2.5/3 ft ache

    • @kumarconstruction
      @kumarconstruction Před 4 měsíci

      ডেসক্রিপশন বক্সে WhatsApp আছে যোগাযোগ করুন

  • @arjundey6970
    @arjundey6970 Před 6 měsíci

    ❤❤

  • @SrikantaMaity-zq5eq
    @SrikantaMaity-zq5eq Před 6 měsíci +1

    Happy republic day

  • @amadergram282
    @amadergram282 Před 6 měsíci +1

    আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখলাম আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল ছাত ঢালাইয়ের দিন যদি ছাদ কে মেজে ডেটো করে দাওয়া হয় তাহলে কেমন হবে বলবেন

  • @sanjaychatterjee498
    @sanjaychatterjee498 Před 6 měsíci +1

    Pl.discuss river cupler

  • @goutammondal6641
    @goutammondal6641 Před 6 měsíci +1

    Dada onk din thaka dekhi... Khubb bhalo lage apnar vdo gulo, amy akta solution dila onk upokrita hobo dada .... "Wall plaster korar por sada sada dag moto asche" Any solution pls 🙏 dada, pls akta ai tropic a video din

  • @mahmudhassan6014
    @mahmudhassan6014 Před 3 dny +1

    দাদা, আমার বাড়ির ছাদ ঢালাই দেওয়ার পর পিলারের যে বাড়তি রড ছিলো সেটা চোর একদম ছাদের ফ্লোরের সাথে মিশিয়ে কেটে নিয়ে যায়। এখন ২য় তলার পিলার করার জন্য যে রড একটার সাথে জোড়া লাগাবো সে জায়গা টুকুও নেই। এখন কিভাবে কি করা যায়?

  • @rajubhanja9325
    @rajubhanja9325 Před 5 měsíci

    Dada ami apnar video niomito dekhi ar khub upokrito hoi .dada ami east midnapur theke bolchi dada ami ekti bari korte chai .but barita mathe hobe .accha niche ki gard wall ki na korleo cholbe .naki kortei hobe

  • @sadekulrsadekul7508
    @sadekulrsadekul7508 Před 5 měsíci +1

    ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে সাটারিংয়ের জন্য কাঠের পাঠা ব্যবহার করব নাকি লোহার প্লেন সিট ব্যবহার করব ?
    আর কোনটার কি কি উপকার ও অপকার আছে এবিষয়ে একটি বিস্তারিত ভিডিও চাই

  • @sujaydas4867
    @sujaydas4867 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bountyvideo7082
    @bountyvideo7082 Před 6 měsíci

    ভাই আমার নাম মোঃ ফরহাদ হোসাইন
    আমি বাংলাদেশ থেকে বলছি।
    আমি এক জন্য রড মিস্টিরী।
    আমি আপনার ভিডিও গুলো সব সময় দেখি।
    কারন আপনার ভিডিও গুলো।থেকে অনেক কিছু শেখার আছে।
    আর আরেকটা কারন হলো আপনি সত্য কথা বলেন
    তাই আপনাকে অনেক ভালো লাগে
    ভাই একটা বিষয় আপনার কাছ থেকে জানার ছিলো
    আমরা ছাদে রড বাধার পরে যখন ইলেকটিক মিস্টিরী
    ছাদে পাইব ডুকায়। তখন তাদের পাইব ডুকানোর সুবিধার খেতরে। রড বাকিয়ে বাকিয়ে পাইব ডুকায়।
    এতে দেখা যায়। আমরা যখন L/4 বা L/3 তে কেয়ারিং
    তুলি। সে টার সুন্দরজো এবং সাইজ দুটোই নষ্ট হয়ে যায়।
    আমি আপনার কাছে জানতে চাই।
    রড বাকিয়ে বাকিয়ে পাইব ঢুকানোর কারনে।
    ছাদে কতো টুকো খতি হতে পারে।
    নাকি খতি নেই।

  • @Rakibsk-de4vq
    @Rakibsk-de4vq Před 6 měsíci +1

    ধন্যবাদ দাদা🙏 খুব সহজ ভাষায় ভিডিও গূলি আমাদের মাঝে আনার জন্য
    দাদা আমার একটি কথা জানার আছে যে বাইরে পালাসটার করার সময় যে খানে ড্যম ঢাল্ই দিই সেখানে ১ ইনচি মতো পালাসটার বাদ দিয়ে করলে ভবিষ্যতে কখনো দেওয়ালে ড্যম আসবে না কথাটা কতোটা যুক্ত পূণ্য বললে খুব্ই উপকৃত হবো ! আর সঠিক নিয়মটি জানাবেন

  • @mitra.satisfying3708
    @mitra.satisfying3708 Před 6 měsíci +1

    Sika latex sbr ki concrete (column and slab) a babohar kora jabe?

  • @dhrubakumarshil1991
    @dhrubakumarshil1991 Před 6 měsíci +1

    কাপলিং এর মাধ্যমে রড জয়েন এর ব্যাপারে একটি ভিডিও বানান।

  • @mdrocky7595
    @mdrocky7595 Před 6 měsíci +1

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।আপনার ভিডিও আমি দেখি এবং অনেক কিছু শিখেছি। আমি আপনার কাছে কাপলিং এর ব্যাপারে জানতে চায়। দয়া করে এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবেন।

  • @user-fr5ws7ic1p
    @user-fr5ws7ic1p Před 6 měsíci

    দাদা ৬ টি কলমের ২ রুমের ১টি ৩ তলা বাড়ির ভিডিও দাও কম খরচেরplz plz plz

  • @user-xu3vr2un3p
    @user-xu3vr2un3p Před 6 měsíci +1

    O sa daron. Dada amer bare dryen ny.lke vaby bare pane gulo ber korte pare.jyga olpo, rasta 3 fit usu 350 kilo meter por dryen.

  • @skmozammel8912
    @skmozammel8912 Před 6 měsíci +3

    স্যার,দোতলা বাড়ির ফাউন্ডেশন এ ছয় ফুট গর্ত করা হয়েছে।এখন প্রশ্ন হলো pcc এর নিচে বালি কত ইঞ্চি দিতে হবে ?

  • @dipuroy2774
    @dipuroy2774 Před 5 měsíci +1

    আমার ছাদের কিছু কলামের রড ২.৫-৩ ফিট করে রাখা হয়েছে। এখন কলামের জন্য রড কিভাবে লেপিং করতে হবে? বললে উপকৃত হতাম🙏

    • @kumarconstruction
      @kumarconstruction Před 5 měsíci

      ভিডিও আছে

    • @dipuroy2774
      @dipuroy2774 Před 5 měsíci

      @@kumarconstruction ভিডিওতে বলা হয়েছে যে মাঝ বরাবর লেপিং দিতে। কিন্ত যদি রড ছোট থাকে তাহলে কি করনিও সেটা কথাও পাইনি।

  • @flairbf
    @flairbf Před 5 měsíci +1

    আমার ১২ টা কলামের। দু দিগের কর্নার এর ৩ টি পিলার সম্পুর্ন ৬ টি ১২mm রড - ছাদ কেটে নিয়ে গেসে। মিস্ত্রি বলসে ২ ইঞ্চহি কলাম ফাটিয়ে, ঝালাই করে দিবে। আরেকটা ইঞ্জিয়ার বলল
    * ইপক্সি এনকোর * করতে। কি করলে ভালো হয় দাদা। 0:02
    মিস্রতি ব

  • @gamingsoutrik1974
    @gamingsoutrik1974 Před 6 měsíci

    Dada barir fronter kichu design ar siri gharer kichu design niye akta video korun na pls

  • @Khairul7785
    @Khairul7785 Před 5 měsíci +1

    Lapping length কত হওয়া ভালো

  • @nafiulislam1393
    @nafiulislam1393 Před 6 měsíci +1

    দাদা এই ভুলটাত আমার বাড়িতে করেছে

  • @nafiulislam1393
    @nafiulislam1393 Před 6 měsíci

    দাদা আপনার সকল সাজেশন মেনে।।। ইট গাথুনি দিচ্ছি।।।। দাদা গাথুনিতে কি কোন কেমিক্যাল ব্যবহার করতে হবে কি?।। যদি বলতেন।। উপকৃত হতাম।।।। বাংলাদেশ থেকে

  • @koushiksaha8948
    @koushiksaha8948 Před 6 měsíci

    Pukurer upor ki kore bari banate hobe ata niye akta video dao..

  • @RkRRajkumar-raj
    @RkRRajkumar-raj Před 6 měsíci +1

    Dada 3 tola niye 1 atka vedio niye asho

  • @udaychandramondal4771
    @udaychandramondal4771 Před 5 měsíci

    Sir l need your help to extent my roof 4feet l position in a place.

    • @kumarconstruction
      @kumarconstruction Před 5 měsíci

      ডেসক্রিপশন বক্সে WhatsApp আছে

  • @debayanmajumdar3494
    @debayanmajumdar3494 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SinghaViews
    @SinghaViews Před 6 měsíci +1

    দাদা নমষ্কার 🙏
    সমস্যা হচ্ছে যে, খরচ কমানোর জন্য আমি ১২ টি কলমের পরিবর্তে নয়টি কলম দিয়ে বাড়িটি বানাতে চাই। এতে অবশ্য দুটি কলমের মধ্যখানের দুরত্ব তেরো-চৌদ্দ ফুট। কিন্তু মিস্ত্রী বলে এতে ঘর দুর্বল হবে কেননা চার দেয়ালে তিনটি করে কলম পেলেও ছাদের মধ্যে খানে একটিমাত্র পাবে।

  • @shahamirulislamemon9624
    @shahamirulislamemon9624 Před 6 měsíci

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি সব সময় আপনার ভিডিও দেখেছি এবং অনেক কিছু শিখেছি, তবে একটা জিনিস ভেবে পাচ্ছি না যে, ছাদ ঢালাই করার সময় প্রতি ব্যাগ সিমেন্ট এ কত টুকরি খোয়া এবং কত টুকরি বালি দিব? ❤

  • @feelings3378
    @feelings3378 Před 6 měsíci +1

    Septic tank related ekta sommosha chilo,, jai somadhan somporke bolle khub upokrito hobo
    Bortomaan e amader ekta notun ghor toiri hocche ,, jar *4 te column and beam Septic tank er moddhe ache*
    Mistri cement slurry diye puro tank ta waterproofing koreche ebong bolche ete kono osubidha hbe na
    Kono osubidha hbe ki? R jdi hoi tahole tank ta waterproofing korar ki aar kono upay ache?
    *Somadhan thakle bolben pls*

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      ভিডিও আছে তো

    • @feelings3378
      @feelings3378 Před 6 měsíci

      @@kumarconstruction but sir, septic tank er waterproofing somporkito video ache ki??
      R jehutu septic tank ta already construct hoye giyeche, tai column gulo k tikiye rakhar kono upay ache ki? Naki septic tank ta venge felte hbe?

  • @pannahalder5865
    @pannahalder5865 Před 6 měsíci +1

    দাদা ৪ তলা বাড়ি ব্যাপারে কিছু বলেন।

  • @sobarjonnovedeo2992
    @sobarjonnovedeo2992 Před 6 měsíci +1

    ভাই কেমন আসেন আমি বাংলাদেশতেকে বলতেচি
    আমি ২০২০ সালে বিল্ডিংগের কাজ সুরুরকরে চি সুদু কলম ওটিয়ে বন্দকরে রেকে চি একন আমি কাজ করতে চাই কিন্তু রড গুলি জংগ এসেচে একন কি করলে ভাল হই
    এক জন ভলেচিল পিলারের মাতা বেংগে আর কিচু রড বের করতে একন রড বের করা আচে ২ পিটেরু বেসি দইয়া করে জানা বেন

  • @martechinc786
    @martechinc786 Před 6 měsíci +1

    Dada ami bol pure flate plastar kori chiken mes lagano sotik niom ki

  • @MDABUSALEHMUSAJANGI
    @MDABUSALEHMUSAJANGI Před 6 měsíci +1

    দাদা আপনার ভিডিও যতই দেখি ততই শিখি

  • @deepdebnath9361
    @deepdebnath9361 Před 6 měsíci +1

    Dada amader paser akta 2tola bari hocche...brick ghatni complete hye gache but akhn dkte pacchi sei brick gulor Gaye sada sada hye gache...jemon jama te ghamer dag hy thik temon...ata hbr karon ki??? Houya ta ki normal naki kno problem??

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci +1

      সল্ট এর পরিমান বেশি থাকলে হয়

    • @deepdebnath9361
      @deepdebnath9361 Před 6 měsíci

      Dada bolchi 2nd floor brick wall korar age ki DPC dauyar drkr ache??

  • @rajibbiswas40
    @rajibbiswas40 Před 6 měsíci +1

    জয় বাবা লোকনাথ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tanmoymahapatra.1828
    @tanmoymahapatra.1828 Před 6 měsíci +1

    sir bolchi 1500 squre ft chhade 8mm, ar 10 mm bar dile koto inchi dhalai dite hobe. ?

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      ৫ ইঞ্চ

    • @tanmoymahapatra.1828
      @tanmoymahapatra.1828 Před 6 měsíci

      @@kumarconstruction sir, 1.4-1/2.dile kono problem hobe?. 2.8ar10mm koto distance badhbo.? 3. room distance 13/13 ft. tahole chhader load bim- 4te 12mm. 2 ta 16 mm. deyar plan korechi. ebar apnar dicission bolun?

  • @sintuparamanick6390
    @sintuparamanick6390 Před 6 měsíci

    দাদা আমি উলুবেড়িয়া থেকে রোজ আপনার ভিডিও দেখি। একতলা ছাদের উপর কি নিয়মে সিঁড়ির রড বের করে রাখলে পরবর্তী সময়ে দুইতলা তে ওই রড ব্যাবহার করা যায় এই নিয়ে আপনি যদি একটা ভিডিও দেন তাহলে খুব ভালো হতো ।।।।

  • @hasanoorrahaman8843
    @hasanoorrahaman8843 Před 6 měsíci +1

    Sir amar chade 1100sqft tinshed debo cost koto hote pare material tata er use korbo bhabchi.
    Chhad ta ground lavel thake 50 ft uncho
    Ti jantechaichi tin shed er height koto hobe

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      ১৭০ টাকা প্রতি বর্গফুট ধরে চলতে পারেন

  • @subhradipsaha9977
    @subhradipsaha9977 Před 6 měsíci +1

    dada amar pase bari dekhlam 2 tola 10 inch gatchni diye no colum no wall beam kintu 2tolachad dhalaiye somoy chade rod chere ekhon tin tola korche sei rod e ekhon colum dicche eta ki thik

  • @suaibthebot829
    @suaibthebot829 Před 6 měsíci +2

    দাদা আমি যদি কর্ণার সাইড ও মাঝের কলাম সব (১০×১৪) ১৬ মিলি রড দিই বেইজ (৫×৫) ১৬ মিলি রড দিই তহলে কি তিন অথবা চার তলা করা যাবে

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      আরো ডিটেলস জানা দরকার

  • @The.AmitVlog
    @The.AmitVlog Před 6 měsíci +1

    ⭐⭐⭐দাদা একটু rebaiding সম্বন্ধে বল বাড়ির Lington দেওয়ার আগেই পুরো পিলার যদি ছাদ অবধি তুলে নেওয়া যায় এবং পরে Rebaiding মাধ্যমে lington দেওয়া হয়। সেটা কতটা সঠিক ???

  • @user-ni3nb2ny4s
    @user-ni3nb2ny4s Před 6 měsíci +1

    Sir sika rustoff 100 লাগানোর কত ঘন্টা পর sika rastop মানে laquit ও পাউডার এর মিশ্রণটা লাগাতে হবে,এবং লাগানোর কত ঘন্টা পর ঢালাই করা যাবে,প্লিজ জানাবেন sir

  • @sekharpolley1230
    @sekharpolley1230 Před 6 měsíci +1

    দাদা আপনি কেমন আছেন,
    আমার বাড়ি হাওড়া, আমি আপনা ভিডিও দেখে দেখে বাড়ি বানাচ্ছি,, আমি বুঝতে পারছি না কালাম,টাপিন আর ছাদ স্কয়আর মাফবো কীকরে??? মিস্টিরি যদি আমাকে বোলে তোমার এতো স্কয়ার ফুট টোটাল কাজ হয়েছে,কি করে বুঝবো একটু আপনি বোলে দেবেন তাহলে আমি উপক্রিত হোতাম ❤❤❤❤

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      ডেসক্রিপশন বক্সে WhatsApp আছে

  • @sidhantapatra5346
    @sidhantapatra5346 Před 6 měsíci +1

    Dada ami contractor ami ei ta jante chai moram mati te mini column diye bari banate pari ki plzz ei topic r ekta video baan in details

  • @B--Respect1999
    @B--Respect1999 Před 5 měsíci +1

    Apanake whatsap massage korechilam But Replay asheni sir

  • @TastyTable012
    @TastyTable012 Před 6 měsíci

    দাদা 2 তলা বাড়ির জন্য পিলার এব‌ং বিমে কত mm রড ব্যবহার করব?

  • @apurbanaskar7740
    @apurbanaskar7740 Před 6 měsíci

    দাদা, দয়া করে রিপ্লাই দেবেন। ভূ-অভ্যন্তরে জল প্রবেশ করাতে চাই *"এক লক্ষ লিটার"* প্রতিদিন। কুয়ো, সেপটিক ট্যাংক বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে যদি এর কোনোরকম ব্যবস্থা থাকে দয়া করে আমাকে বলুন...।

  • @agniveer4438
    @agniveer4438 Před 6 měsíci +1

    জীবনে কোনদিন বাড়ি বানালে আপনাকেই দেব বাড়ির ডিজাইন করতে ।

  • @srabonroy-vw5nu
    @srabonroy-vw5nu Před 6 měsíci +2

    দাদা ১২ এম এম রড দিয়ে ১২ টা কলামে কত করচ হবে প্লিজ বলবেন ❤❤❤❤❤

  • @sdflims9446
    @sdflims9446 Před 6 měsíci +1

    Dada ami hisab kore dekha6i amr 6adar opore utha mane 6ad dhalai ar por rood ta 2 feet bariya thakbe ami ta hola kothai lapping ta krobo

  • @PritamPatra_4830
    @PritamPatra_4830 Před 6 měsíci +1

    ❤❤❤দাদা 2 তালা বাড়ির 10/10-এর টাইবিমের জন্য কত mm রড় প্রয়োজন?

  • @freekite2961
    @freekite2961 Před 5 měsíci

    দাদা,রড় দুই ফুট থাকলে করনীয় কি???

  • @DurgacharanSarkar-ky9if
    @DurgacharanSarkar-ky9if Před 6 měsíci +1

    দাদা 10/12 পিলারে 6 টা 12mm রড ও 10/12 টাই বিমে 6টা 12mm এবং 8 mm বিং 6 ইঞ্চি দূরে বেঁধে কলামের ভেতর ভেতর 13/13 ফুট দুরে দিয়ে 2 তলা করা যাবে ? 4.5/4.5 গভীরতা ও বেসের জালটা 12mm রড 5 inch দূরে দূরে হবে।

  • @sandeepdas190
    @sandeepdas190 Před 6 měsíci

    দাদা আমি দক্ষিণ ২৪ পরগণা থেকে বলছি। আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি। নতুন বাড়ি শুরু করেছি। ভিতের উচ্চতা বেশি হওয়ার জন্য আপনার কথামত দুটো টাইবিম দিয়ে মেঝে ঢালবো প্ল্যাব করেছি। সেইমত দেওয়াল তুলেছি। এবার ভিতরের অংশে বালি ভরিয়ে পরের টাইবিম আর মেঝে ঢালব। এখন আমার প্রশ্ন এই যে যদি ভীতরের অংশ বালি বা মাটি দিয়ে ভর্তি না করে উপরের টাইবিম আর মেঝে ঢালি সেক্ষেত্রে কি কোন অসুবিধা হবে? আমার তিনতলার ভিত। মাটির ৩.৫ফুট নীচে ফাউন্ডেশন আছে। প্লিজ সময় করে যদি উত্তর দেন খুব উপকৃত হব

  • @instantshortnews9177
    @instantshortnews9177 Před 6 měsíci +2

    ভাই আমার বাড়ির থেকে রোড ৩ ফুট উঁচু আমি টাই বিম কোথায় দিব আসা করি সমাধান দিবেন 😢

    • @reverberatemusics
      @reverberatemusics Před 6 měsíci

      আপনার জমির লেভেল থে একটু নিচে(১ফুট নিচে) একটা বিম (GL Beam) আর road থেকে ২ ফুট উপরে আর একটা বিম ( PL Beam) দিতেই হবে।

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      এই নিয়ে ভিডিও আছে যোগাযোগ করুন

  • @dirghangiamit9997
    @dirghangiamit9997 Před 6 měsíci

    তিন বছরের পুরানো ভালো একটা বাড়ী কিনেছি কিন্তু বাড়ির ছাদের রড গুলো গোড়া থেকে কাটা (চুরি গেছে) এখন দোতালা বানাতে ওখান থেকে পিলার কি ভাবে তোলা যায় একটু যদি প্লিজ বলে দেন। 🙏🙏

  • @krishnafishcentre6905
    @krishnafishcentre6905 Před 6 měsíci

    দাদা ভাই আমি ৪ তোলা বাড়ি বানাবো. আপনি যদি a to z একটু বলেন?

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci +1

      👍👍

    • @krishnafishcentre6905
      @krishnafishcentre6905 Před 6 měsíci

      @@kumarconstructionপ্লিজ দাদা ৪ তোলা বাড়ির a to z একটা ভিডিও ইউটিউবে এ ছাড়লে ভালো হয়। বা আমায় জদি বলেন কেমন করবো।আসলে দাদা ভাই বাড়ী হচ্ছে তো যদি দেন তো হেল্প হবে❤️

  • @shyamalchandrakhatua1651
    @shyamalchandrakhatua1651 Před 6 měsíci +1

    দাদা, ছাদের বিম আগে ঢালাই করে তার পর ছাদ ঢালাই করলে কি কি অসুবিধা হতে পারে?

  • @MoharilSekh
    @MoharilSekh Před 6 měsíci +1

    Da da 10 mm rad dia rad bandh lam chade dhalai kato inchi karbo 5 inchi

  • @user-hx7tc2rr3z
    @user-hx7tc2rr3z Před 5 měsíci

    আমি আপনার সাথে কথা বলতে চাই আমার বাড়ি বাংলাদেশ মালদ্বীপ প্রবাসি

  • @SurprisedAirplaneWindow-jd6qi
    @SurprisedAirplaneWindow-jd6qi Před 6 měsíci +1

    দাদা আমার বাড়ির ছাদের ওপর কালমের রড ছাদের গোড়া থেকে জং ধরে ভেঙে গেছে এখন আমার কি করনীয় একটু বলবেন প্লিজ😢 এটি নিয়ে ভিডিও বানান

  • @sujitsarkar4946
    @sujitsarkar4946 Před 6 měsíci +1

    দাদা মাঝখানে টাই বীম এর নিচে গাতনি না দিলে কি হবে?

  • @KHONDOKARCONSTRUCTION
    @KHONDOKARCONSTRUCTION Před 6 měsíci

    দাদা 10 mm রড দিয়ে কি দুই তলা বাড়ি করা যায়

  • @saifulbabukhan1484
    @saifulbabukhan1484 Před 5 měsíci

    আমার দেশের ইঞ্জিনের এবং মিস্ত্রিরা বলে কলম বাড়ির গাঁথুনি কোন মূল্য নাই। কথাটা কি ঠিক?

  • @gobindapaul6440
    @gobindapaul6440 Před 6 měsíci

    স্যার/দাদা....প্রথম তোলার ছাদ দেওয়া হবে। দ্বিতীয় তলা আনু মানিক 5 বছর পরে করা হবে। দ্বিতীয় তলার জন্য সিঁড়ির রড কত দিন পর্যন্ত ঢালাই না দিয়ে রাখা যাবে।

  • @SMRazab
    @SMRazab Před 6 měsíci

    দুটো রড জোড়া লাগানোর সময় একটা রড একটু বাকায়ি তারপর বাইন্ডিং করা হয় কেনো,?

  • @rbboys.786neha7
    @rbboys.786neha7 Před 6 měsíci

    দাদা আমি কলোমে ৪টা ১২ mm রড দিছি এখানে ১তালা ছাদ হবে।

  • @sandippatra8771
    @sandippatra8771 Před 6 měsíci

    হ্যা দাদা, বাঁদরের মাথায় চুল বাড়লে বাঁধবে কি করে

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      এখানে এসো বুঝিয়ে দেবো

  • @Husain786Vlogs
    @Husain786Vlogs Před 6 měsíci

    দাদা আপনার সাথে একটু দরকার ছিল।কিভাবে যোগাযোগ করবো ?

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci

      ডেসক্রিপশন বক্সে WhatsApp আছে

    • @Husain786Vlogs
      @Husain786Vlogs Před 6 měsíci

      @@kumarconstruction আপনি Answer দিচ্ছেন না তো

  • @shubhankar_mukherjee
    @shubhankar_mukherjee Před 6 měsíci +1

    দাদা নমস্কার, আমি বেশ কিছুদিন ধরেই আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগে।
    আমার একটা প্রশ্ন আছে, আমি বাড়ি তৈরি শুরু করছি, আমার বাথরুম যে জায়গায় হচ্ছে সেখানকার মাটি বেশ স্যাঁতসেঁতে আমি ওই জায়গাটি waterproofing করতে চাই। সবে কলাম দিয়েছি এরপর কি ভাবে বিম বা দেওয়াল গাঁথব সেটা বলে দিলে উপকৃত হব। আর কি পরিমান কেমিকেল, বালি, সিমেন্ট পাথর নেবো সেটাও বলবেন।
    অগ্রিম ধন্যবাদ। 🙏🙏

  • @chirosobujtv1798
    @chirosobujtv1798 Před 6 měsíci +1

    দাদা আমার ঘরের কাজ চলছে ইনশাআল্লাহ , বাংলাদেশ থেকে দুবাই প্রবাসী । তোমার ডিসিশন মোতাবেক কাজ করতে ছি আমি কন্টেন্টার কে ভিডিও কল করে করে সব বলে দিচ্ছি । এবং সব সময় ভিডিও কল দিয়ে ধরে থাকি । বিবি এবং মা এবং ছেলে পুলে দের কে বলেছি পুরাক্ষন আমাকে কল এ রেখো । বাব বার তো বাড়ি করবো না । তাই এমন ডিসিশন । ওঁরা বিরক্ত কন্টেন্টার ও বিরক্ত। বাড়িতে মোবাইল তিন টা এখানে আছে দুইটা । চার্জ শেষ হওয়ার সম্ভাবনা নেই । কন্টেন্টার বলে এতো কৃটিকেল জিনিস গুলো আমি কোথায় থেকে শিখছি । আমি যে ইঞ্জিনিয়ার কিশোর কুমার এ অনলাইন ছাত্র । ওঁরা তো তা জানে না ।

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci +1

      আমার নাম ইঞ্জিনিয়ার কিংশুক কুমার 😆

  • @md.faruktalukder6459
    @md.faruktalukder6459 Před 6 měsíci

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, যদি মিস্ত্রি ল্যাপিং করার জায়গাতে ২০ ইঞ্চির মত রাখে কিন্তু সেখানে ইঞ্জিনিয়ার বলেছে ৩০ ইঞ্চি রাখতে হবে যেহেতু ৭ তলা বিল্ডিং। কিন্তু মিস্ত্রি তো ২০ ইঞ্চি রেখে দিয়েছেন তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি ঝালাই করবো নাকি জিআই তার দিয়ে বাধবো । পরামর্শ দিলে উপকৃত হব।

    • @kumarconstruction
      @kumarconstruction Před 6 měsíci +1

      ওয়েল্ডিং করে এক্সট্রা কিছুই সাপোর্ট আসবে না

  • @nikhutcomputer4142
    @nikhutcomputer4142 Před 6 měsíci +1

    ❤❤‍🩹

  • @nikhutcomputer4142
    @nikhutcomputer4142 Před 6 měsíci +1

    🧱

  • @tiktoksamsul9516
    @tiktoksamsul9516 Před 5 měsíci

    Thanks dada