শাকিব-মিমির 'উরাধুরা' প্রকাশ, শেষ দৃশ্যে প্রীতম ও রাফীর চমক! | Shakib Khan | Toofan | Rf Point

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • বিশেষ দিনে শাকিবের ‘উরা ধুরা’ গান | Shakib Khan | Toofan | Rf Point
    শাকিব-মিমির 'উরাধুরা' প্রকাশ, শেষ দৃশ্যে প্রীতম ও রাফীর চমক! | Laage Ura Dhura
    #LaageUraDhura
    #ToofanSong
    #ShakibKhan
    #MimiChakraborty
    #ChanchalChowdhury
    #RaihanRafi
    #rfpoint
    শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে ভক্তদের জন্য প্রকাশ পেল বিশেষ গান। তুফান সিনেমার লাগে উরা ধুরা গানের সম্পূর্ণ অংশ অনলাইনে এলো ২৮ মে সন্ধ্যা ৬টায়। তাতে শাকিব খানকে পাওয়া গেছে দারুণভাবে। নাচে গানে জমিয়ে দিয়েছেন সুপারস্টার।
    গানের টিজার এসেছিল আগেই। এবার পুরো গানে পাওয়া গেলে জমকালো সেট, শাকিব খানের এন্ট্রি। আকর্ষণ হিসেবে আছেন গানের কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক প্রীতম হাসান। তিনিও শরীর দুলিয়েছেন শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে। গানের শেষে পাওয়া গেছে নির্মাতা রায়হান রাফিকেও।
    গানটির কিছু অংশের কথা ও সুর পরিচিত লাগতে পারে শ্রোতাদের। বিষয়টি স্পষ্ট করা হয়েছে গানটির ক্রেডিট লাইনে। বলা হয়েছে গানটির কিছু অংশ রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানটি থেকে নেয়া হয়েছে এবং এর অনুমতিও নেয়া হয়েছে।
    গানের ভিডিওটিতে সবার উপস্থিতি এবং শাকিব খানের লুক দেখে ধারণা করা হচ্ছে, গানটি সিনেমায় নাও থাকতে পারে। গানটি তৈরি করা হয়েছে প্রচারের অংশ হিসেবে। গানটি ফেসবুকে শেয়ার করে নির্মাতা রাফি লিখেছেন, যে গান কেড়ে নেবে সবার রাতের ঘুম।
    শাকিব খানের ফেসবুক পেজে শেয়ার করা গানের মন্তব্যে একজন লিখেছেন, পুরাই ‘উরাধুরা, মাথানষ্ট! নাচ-গান, শাকিব খান, পুরাই তুফান! আরেক দর্শকের মন্তব্য এমন- রাজত্ব চলবে আরো ২৫ বছর, এই গান তার প্রমাণ। প্রীতম হাসানের প্রশংসা করে একজন লিখেছেন, এক কথায় অসাধারণ। প্রীতম ভাইকেও দারুণ লেগেছে।
    তুফান সিনেমাটি আসছে কোরবানি ঈদে। এর টিজার দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছিল। এবার গানেও দর্শক-শ্রোতারা কেমন প্রতিক্রিয়া দেন, সেটাই দেখার অপেক্ষা।
    Copyright:
    ================
    RF POINT
    ⚠️ANTI-PIRACY WARNING⚠️
    Any unauthorized reproduction, redistribution or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the RF Multimedia Limited Or CZcams copyright rule.
    আমাদের ভিডিও কপিরাইট মুক্ত নয় ,তাই দয়া করে কেউ ডাউনলোড করে আপনার ফেইসবুক, ইউটিউবে যেকোন সোশ্যাল মিডিয়া তে আপলোড দেয়া থেকে বিরত থাকুন........
    👉 Subscribe to RF POINT:
    / @rfpointofficial
    👉 Facebook : rajuanalif0?...
    👉 Page : / rf.point.ent. .
    For any Business Information or Copyright issue, please contact with us :
    alifbds31@gmail.com
  • Hudba

Komentáře •