রাডার কি? কিভাবে কাজ করে? যুদ্ধ বিমান কিভাবে রাডার ফাঁকি দেয়?/ what is radar/ How does radar work?

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2022
  • রাডার :--
    ---------
    রাডার হচ্ছে এমন এক পদ্ধতি যা তরিতচৌম্বক তরঙ্গ ব্যাবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান জানতে পারে।
    রাডার কিভাবে কাজ করে:-
    ------------------------------
    রাডার প্রতিধ্বনি সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে কাজ করে থাকে। রাডার এক ধরনের সূক্ষ শব্ধ উৎপন্ন করে । সেই শব্ধ আকাশে ছড়িয়ে পড়ে। যদি কোনো বিমান উড়তে থাকে তবে সেই শব্ধ বিমানে বাধা পেয়ে ফায়ার আসে। ফিরে আসা শব্ধ রাডারের গ্রাহক ধরে ফেলে এবং পরীক্ষা করার পরে বিমানের আকার এবং অবস্থান সম্পর্কে জানতে পারে। এভাবেই রাডার কাজ করে থাকে ।
    রাডার ফাঁকি দেয়ার কৌশল/ স্টেল্থ প্রযুক্তি:--
    --------------------------------------------------
    স্টেল্থ প্রযুক্তি ব্যাবহার করে রাডার ফাঁকি দেয়া সম্ভব তার মানে এই নয় যে রাডারে ধরা পড়ে না। রাডার ঠিকই ধরতে পরে কিন্তু আকৃতি ছুট হবার জন্যে এর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে না। রাডার কনফিউজ হয়ে পড়ে এটি কি শত্রু বিমান নাকি সাধারণ বিমান। স্টেল্থ প্রযুক্তি বুঝতে গেলে রাডার ক্রস সেকশন বুঝতে হবে । রাডার ক্রস সেকশন হলো রাডারে বস্তুটিকে কত বড় দেখাবে। স্টেল্থ প্রযুক্তির ক্ষেত্রে এই ক্রস সেকশন কমিয়ে ফেলা হয় যাতে অনেক ছুট দেখা যায় । তাছাড়াও স্টেল্থ প্রযুক্তি এমন উপাদান ব্যাবহার করা হয় যাতে করে রাডার থেকে নিক্ষিপ্ত তরঙ্গ শুষণ করে নিতে পারে অথবা তরঙ্গের প্রতিফলন হতে না পারে। এভাবেই স্টেল্থ প্রযুক্তি ব্যাবহার করে যুদ্ধ বিমান বা জাহাজ রাডার ফাঁকি দিয়ে থাকে ।।
    ধন্যবাদ ।।।
    -------------

Komentáře •