গাড়ির ইঞ্জিন চেঞ্জ কখন এবং কেন করবেন | Why & When You Have To Change The Engine Of Your Car

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2021
  • ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সামনে আরো নতুন নতুন ভিডিও আনব আপনাদের জন্য। আপনারা অবশ্য কমেন্ট করে আমাকে কিছু মতামত দিতে পারেন যে ভিডিও গুলো কেমন লাগছে এবং কিভাবে আরো ভালো করা যায়।
  • Auta a dopravní prostředky

Komentáře • 9

  • @ronerone1134
    @ronerone1134 Před rokem

    আসসালামু আলাইকুম ভাই।আমার গাড়ি হুদাই একসেন্ট ২০১৩ মডেল। আমার গাড়ির এসি চালালে গাড়ি চলতে চায়না। ভার লাগে। আমি ইগনেশন কয়েল আর স্পার্ক প্লাগ লাগাইছি। বাটার ফ্লালাই পরিস্কার করছি। কিন্তু কাজ হয়নি। আমার গাড়ি এর আগে হিট হয়েছিল। তারপর ইঞ্জিনের কাজ করাই। হেড নতুন লাগানো হয়েছে। কিন্তু গাড়ি হতে ভালো সার্ভিস পাইনা। আর এসি চলা অবস্থায় গাড়ি মনে হয় নকিং করে। কম্পিউটার করিয়েছি গিয়ার আর ইঞ্জিন কোনো সমস্যা ধরা পরেনি। গাড়ি টা ধাক্কাও মারে প্রায় সময়। দয়া কর জানাবেন। কি কারণে এমন হয়। যদি ইঞ্জিন পরিবর্তন করি তাহলে কি এই সমস্যা হতে মুক্তি পাবো কিনা জানাবেন। আমি সৌদী আরব থেকে।

  • @MdRidoy-xh2fl
    @MdRidoy-xh2fl Před 2 lety +2

    আপনার সাথে কাজ করাজাবে

  • @usa5443
    @usa5443 Před 2 lety +1

    ভাই সে তো বড় বাটপার,কারন সে একটা ইঞ্জিন বলেছে দেড় লাখ টাকার মতো লাগতে পারে, 50 হাজার টাকার মধ্যে রিকন্ডিশন ইঞ্জিন পাওয়া যায় এভেলেবেল ধোলাইখালে, তো ভাই অনর্থক মিথ্যা কথা বলে কাস্টমারদের সাথে প্রতারণা করবেন না

    • @sujonsannamat6337
      @sujonsannamat6337  Před 2 lety +1

      হ্যাঁ ভাই হোন্ডা সিভিক এই মডেলের ইঞ্জিন গিয়ার এসেম্বিলি রিকন্ডিশন আপনি 50000 টাকায় যদি দিতে পারেন তাহলে আপনার ফোন নাম্বারটা দেন আপনার সাথে যোগাযোগ করে আমিও কিছু ইঞ্জিন নিব

    • @usa5443
      @usa5443 Před 2 lety

      @@sujonsannamat6337 ভাই আমি যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই আপনাকে আমি হেল্প করতাম কিন্তু আমিতো ভাই আমেরিকা থাকি, কিন্তু আমার আত্মীয়-স্বজন তারা ইঞ্জিন চেঞ্জ করেছে ধোলাই খাল থেকে এই খরচের মাঝে, সেজন্যই আমি আপনাকে বললাম, তো আপনার যদি সত্যিই লাগে তাহলে আপনি দয়া করে ধোলাইখাল জান অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ইঞ্জিনগুলো ধন্যবাদ

    • @sujonsannamat6337
      @sujonsannamat6337  Před 2 lety +1

      @@usa5443 Thanks