টব/ড্রামের মাটি তৈরী করবেন যেভাবে || How can u ready your potting mixture in rooftop garden

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • #টবে_মাটি_ তৈরী #potting_mixture #ড্রামের_মাটি_তৈরী
    ড্রাগনের হাতপরাগায়নঃ
    • হাত পরাগায়নের মাধ্যমে ...
    এক গাছে প্রচুর আঙ্গুর ধরাবেন যেভাবে
    • এক গাছেই প্রচুর আঙ্গুর...

Komentáře • 411

  • @samiulislam3501
    @samiulislam3501 Před 3 lety +35

    আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও অনুযায়ী আমার ছাদের পেয়ারা গাছ হার্ড প্রুনিং করেছিলাম। এখন অনেক ফল এসেছে । আল্লাহ্ আপনার মঙ্গল করুন (আমীন)

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 3 lety +7

      অালহামদুলিল্লাহ।

    • @AbdulKader-in6op
      @AbdulKader-in6op Před 3 lety

      @@krisokerdorpon8573.. আপনার নাম্বারটা পেতে পারি।

    • @mahbubhasan6896
      @mahbubhasan6896 Před 3 lety +1

      @@krisokerdorpon8573 স্যার, এই নিয়মে মাটিতে গাছ রোপন করা যাবে?

    • @ShahadotHossen-mc4lk
      @ShahadotHossen-mc4lk Před 2 měsíci

      ​@@krisokerdorpon8573 vaiya apnar namber ta pawa jabe😊

    • @ShahadotHossen-mc4lk
      @ShahadotHossen-mc4lk Před 2 měsíci

      ​@@krisokerdorpon8573vaiya apnar namber ta pawa jabe 😊

  • @explaintv24
    @explaintv24 Před 2 lety +17

    সবকিছুর আগে আমাদের উচিত আল্লাহর হুকুম রাসুলের তরিকা মতো নিজেকে পরিচালনা করা,তাতেই আছে প্রকৃত সুখ শান্তি ও কামিয়াবি💕💕

  • @bangladeshikitchentour-momotaj

    আসসালামু আলাইকুম ,আমি আপনার একজন নিয়মিত দর্শক , শুধুু আমি না আমার ফ্যামিলির সবাই আপনার ভক্ত । আপনি বাংলাদেশের ঘরে ঘরে মানুষকে গাছের এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে উপকার করছেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

  • @kabirhossain7235
    @kabirhossain7235 Před 3 lety +18

    আসসালামু আলাইকুম আমার দেখা আপনি বাংলাদেশের সেরা এবং স্মার্ট ইউটিউবার ভাল থাকবেন স্যার আল্লাহ হাফেজ

  • @salimmuhammad-nt5pe
    @salimmuhammad-nt5pe Před 22 dny

    bai আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও অনুযায়ী আমার ছাদের পেয়ারা গাছ হার্ড প্রুনিং করেছিলাম। এখন অনেক ফল এসেছে । আল্লাহ্ আপনার মঙ্গল করুন (আমীন)

  • @mohammadtanvir702
    @mohammadtanvir702 Před rokem +1

    আসসালামুয়ালাইকুম
    ভাই কিছু দিন আগে আপনার এই মাঠি প্রস্থুত দেখে সর্ব প্রথম মাঠি প্রস্থুত করি আর সর্বপ্রথম গাছ লাগায় আলহামদুলিল্লাহ এখন আমার একটি ছাদ বাগান আছে এবং সেখানে ৮০+ ফলের গাছ আছে এবং প্রথিটাতে এখন ফল আছে, ধন্যবাদ আপনাকে।❤

  • @MIHTitu
    @MIHTitu Před 2 lety +5

    অসংখ্য ধন্যবাদ কৃষিবিদ মামুন ভাই।
    অনেক প্রয়োজন ছিল এমন একটা ভিডিও'র।

  • @solaimankhan4357
    @solaimankhan4357 Před 2 lety +11

    অসংখ্য ধন্যবাদ স্যার, এত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করারর জন্য।

  • @abdulbari6091
    @abdulbari6091 Před 3 lety +6

    মাটি তৈরির বিষয়টি দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ.

  • @Absars
    @Absars Před 3 lety +1

    স‍্যার আপনাকে আল্লাহর জন‍্য ভালোবাসি।আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন আমিন।

  • @hasanjamal3995
    @hasanjamal3995 Před 2 lety +2

    ভালো ভালো তথ্য গুলো জানতে পেরে, অনেক অনেক ধন্যবাদ

  • @mrinal2844
    @mrinal2844 Před 3 lety +28

    হায়রে শহরে মাটির যে কি অভাব🔥🔥🔥🔥

    • @mdsaed4494
      @mdsaed4494 Před 3 lety +1

      ভাই কি যে বল্মু এই দুঃখ্যের কথা

    • @habibullahnirob3031
      @habibullahnirob3031 Před 3 lety +2

      কিনতে পাওয়া যায় না

    • @magnumj4381
      @magnumj4381 Před 3 lety +1

      শহরে যদি মাটির প্রাচুর্য থাকে তাহলে আর সেটা শহর থাকলো কই। মাটির সাথে থাকতে হলে গ্রামে চলে আসুন ভাই।

    • @miniteachingeducation8610
      @miniteachingeducation8610 Před 2 lety

      Mashallah onek sondor hoise ❣️❣️❣️❣️

  • @AminulIslam-uv2mi
    @AminulIslam-uv2mi Před rokem

    আসসালামু আলাইকুম ভাই আপনার প্রতিটি ভিডিও আমি দেখি আমার খুব ভাল লাগে।

  • @tipusultan-jr3nj
    @tipusultan-jr3nj Před měsícem

    আলহামদুলিল্লাহ ❤অনেক সুন্দর

  • @jhornasfashionablehouseban4207

    আসসালামু আলাইকুম ভাইয়া খুব সুন্দর ভিডিও

  • @garden--23
    @garden--23 Před rokem +2

    আপনার উপস্থাপন খুবই চমৎকার

  • @anjumunara3100
    @anjumunara3100 Před 2 lety +1

    আপনার জন্য দোয়া ও শুভকামনা। আমি ছাদে বাগান করি।

  • @ShaimonVlogs-bs3zo
    @ShaimonVlogs-bs3zo Před 27 dny

    সুন্দর করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে

  • @agrogarden375
    @agrogarden375 Před rokem

    বড় ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা

  • @monowarhossain1600
    @monowarhossain1600 Před 3 lety +1

    আসসালামু আলাইকুম। কেমন আছেন জনাব। তথ্য মুলক ভিডিও র জন্য ধন্যবাদ

  • @md.anwarulislamjuwel8538
    @md.anwarulislamjuwel8538 Před 3 lety +2

    Very clear details in easy language

  • @Bangladesi__MOM__blogger
    @Bangladesi__MOM__blogger Před 3 lety +1

    দারুন একটি ভিডিও শেয়ার করেছেন ভাইয়া

  • @polligramlokal
    @polligramlokal Před rokem +1

    খুব সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে

  • @anupkantidas3816
    @anupkantidas3816 Před 3 lety

    Dada ami India theke bolchi upnar video gulu khob darun, upni khob sundor kore bhujia den , mashallah

  • @shahadathossain5458
    @shahadathossain5458 Před 3 lety +1

    আপেল গাছ রোপণ ও চাষ পদ্ধতি, মাটি পস্তুত এবং গাছের পরিচর্যা এটা নিয়ে একটা পোষ্ট দিবেন তাহলে অনেক উপকৃত হব

  • @Sobujer_Sondhan_BD
    @Sobujer_Sondhan_BD Před 10 měsíci

    Thanks for your video I have been friend to you ❤

  • @farhadahmadshajal4463
    @farhadahmadshajal4463 Před 3 lety +5

    স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

    • @redewanratulredewanratul9750
      @redewanratulredewanratul9750 Před rokem

      আসসালামু আলাইকুম মাটি থেকে পোকা বা কেরা কেঁচো দুর করবো কি ভাবে

  • @asmsultan6346
    @asmsultan6346 Před 3 lety +1

    আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 Před 2 lety +1

    আপনার কাছে অনুরোধ রইল, পেঁপে ও কাঠাল চাষের (অধিক ফলন পেতে)ভিডিও পোস্ট করার জন্য।
    নমস্কার।

  • @biletherbaganbari
    @biletherbaganbari Před 3 lety +1

    মাশাআল্লাহ চমৎকার শেয়ারিং ভাই।

  • @md.sihabrayhan9151
    @md.sihabrayhan9151 Před 3 lety +4

    আচ্ছালামুয়ালাইকুম স্যার!
    আমি নতুন ছাদ বাগান করতে চাই। আমি যে সকল বিষয়গুলো জানতে চাচ্ছি তা হলো:
    ১। বাগান শুরু করার আদর্শ সময়(সিজন) কখন?
    ২। প্রথমে কি কি গাছ দিয়ে শুরু করা উচিত?
    ৩। ভাল মানের চারাগাছ সংগ্রহ করবো কিভাবে?
    অগ্রিম ধনবাদ।

  • @partoflife3937
    @partoflife3937 Před 2 lety +1

    আলহামদুলিল্লাহ উপকার হয়েছে

  • @sabinayesmin1397
    @sabinayesmin1397 Před rokem +1

    Hi Mamun, well done, best wishes to you dear batch mate

  • @shawpnofoodsbitan1482
    @shawpnofoodsbitan1482 Před 2 lety

    আপনার ভিডিও দেখে উপকৃত হয়।

  • @anushreerani2119
    @anushreerani2119 Před 3 lety +1

    ভাই বারোমাসি শাকশজ্বি কি কি ছাদে লাগানো যায় জানালে উপকার হতো

  • @Nijerkothauk
    @Nijerkothauk Před 2 lety

    Excellent From London.

  • @mamunhaider1505
    @mamunhaider1505 Před 11 měsíci +1

    ধন্যবাদ ভাই ❤❤❤

  • @agriculture360.
    @agriculture360. Před 3 lety +2

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভইয়া❤️❤️❤️

  • @sadiqrahman1475
    @sadiqrahman1475 Před rokem +2

    ১.শুকনো মাটি ৪০%
    ২. শুকনো গোবর ৪০%
    ৩. ১০% কোকোডাস্ট বা নারকেলের ছোবড়া
    ৪. বালু ১০%
    ৫. ১ কেজি নিম ভাংগা খৈল
    ৬. ১ চা চামচ কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক
    ৭. ২ মুট টিএসপি এবং এমওপি

  • @thebeautifullifeinalqurana8933

    মাশা আল্লাহ্

  • @FamilyWisher
    @FamilyWisher Před rokem

    অসাধারণ ভিডিও

  • @marufahmed7071
    @marufahmed7071 Před 3 lety +2

    Anak Anak Valo laglo... Thanks Vai

  • @masudkhan5877
    @masudkhan5877 Před 5 měsíci

    Good knowledge brother

  • @HMHasan-fn9bx
    @HMHasan-fn9bx Před rokem

    মাশা-আল্লাহ
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ
    জাযাকাল্লাহ

  • @tareqsikder319
    @tareqsikder319 Před 3 lety +4

    চমতকার উপস্থাপনা, ভাই।

  • @mmkamruzzaman
    @mmkamruzzaman Před 3 lety +1

    আসসালামু আলাইকুম ..
    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন .. ধন্যবাদ। একটা জিনিস জানার ছিলো .. আসলে হাফ ড্রাম এ কয় বস্তা মাটি দিতে হয় জানলে ভালো হত। আপনি বলেছেন ৪০% কিন্তু সেটা কয় বস্তা সেটা বুঝতে পারছি না ... আর যদি মাটি তৈরী করার পর গাছ দিয়ে দেই অথবা ৫/৭ দিন পর রোপন করি তাতে কি কোনো সমস্যা হবে?

  • @sumayasheikh6399
    @sumayasheikh6399 Před rokem

    সব চেয়ে উত্তম পাথর বালি।

  • @Jasmin-pl3nv
    @Jasmin-pl3nv Před 3 lety

    ভাই টবে কীভাবে পীচ ফলের চাষ করে এই নিয়ে একটা ভিডিও করেন

  • @traditionwithchanchal8713

    ভাইয়া আমি ছাদ কৃষি তে খুবই আগ্রহী কিন্তুু ছাদের উপর যেনো চাপ না পরে এর জন্য কি ভাবে অল্প মাটি দিয়ে ছাদ বাগান করতে পারি এই নিয়ে অনুগ্রহ করে একটা পরামর্শ দিন।

  • @melonhaldar7286
    @melonhaldar7286 Před 3 lety +1

    very good many many thanks from kolkata India

  • @user-bd5xi2wh7j
    @user-bd5xi2wh7j Před 3 měsíci

    আমি বাগানের মাটি ছাড়া শুধু ভার্মিকম্পোস্ট দিয়ে সার মাটি তৈরি করবতে চাই। মোট ৫০ কেজি মাটি রেডি করতে কোন কোন সার কতটুকু করে নিব? উপকরন আর পরিমানটা বলে দিলে উপকার হত❤

  • @sajidurrahman4694
    @sajidurrahman4694 Před 2 lety

    খুব ভালো লাগছে।

  • @hasanalmamun3396
    @hasanalmamun3396 Před 2 lety +1

    Masaallah Vaya Thanks

  • @sumapaul6767
    @sumapaul6767 Před 2 lety +1

    So much thanks Sir....

  • @himalibsonowal
    @himalibsonowal Před 7 měsíci

    Good information ❤❤❤❤

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 Před rokem +1

    Mashaallah 🍒💝

  • @rifatrafi8425
    @rifatrafi8425 Před 3 lety +1

    ১০০ নাম্বার লাইকার❤️

  • @mohibulhaq6135
    @mohibulhaq6135 Před 2 lety

    মিশ্র জৈব সার উপাদান ভিত্তিক (উপাদান গুলো কোন খাদ্য সরবরাহ করে তা উল্লেখ করারপূর্বক) তৈরীর ভিডিও করার জন্য অনুরোধ করছি।

  • @mahbubhasan6896
    @mahbubhasan6896 Před 3 lety +3

    স্যার, মাটিতে চারা রোপনের সময় কি আমি এই পদ্ধতি অনুসরন করতে পারব? নাকি ভিন্ন পদ্ধতি হবে।

  • @MasudRana-wu9cz
    @MasudRana-wu9cz Před 2 lety

    SIR APNEY BEST

  • @narayansaha4002
    @narayansaha4002 Před 2 lety

    নমস্কার স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ।
    নারায়ণ সাহা, চিকনদন্ডী ব্লক।

  • @zamanbonsaigarden8011
    @zamanbonsaigarden8011 Před 3 lety

    খুব ভা‌লো লাগলো

  • @nurulhasan4074
    @nurulhasan4074 Před 3 lety

    আসসালামুয়ালাইকুম। আপনার ভিডিওগুলো খুব উপকারী। অনেক ধন্যবাদ।
    আমার অন্য একটা বিষয় জানার ছিল, ঢেড়শ গাছ সম্বন্ধে।
    আমার ছাদে ঢেড়শ গাছ অনেক লম্বা হয়ে গিয়েছে, ৪ ফুটেরও বেশি, কিন্তু শাখা কম বেড়িয়েছে। তাই আশানুরূপ ফল পাচ্ছি না।
    ভালো ব্রাঞ্চিং ও ফলের জন্য কি আমি মাথাটা কেটে দিবো?

  • @raton_garden
    @raton_garden Před rokem

    খুব সুন্দর

  • @ahmadhoissanemad2577
    @ahmadhoissanemad2577 Před rokem

    Jajakallahu khairan

  • @mdshakirhossen1212
    @mdshakirhossen1212 Před měsícem +1

    ভাই নারকেলের ছোবরার পরিবর্তে গাছের গুড়া দিলে হবে

  • @dilrubashopna5288
    @dilrubashopna5288 Před 3 měsíci

    ধন্যবাদ ভাইয়া,

  • @toru4657
    @toru4657 Před 3 lety +1

    কোকো পিটের পরিবর্তে কাঠের গুঁড়া ব্যবহার করতে পারবো কি ভাই ? জানালে উপকৃত হব ।

  • @SDchannel99
    @SDchannel99 Před 3 lety +1

    হযরত কেমন আছেন......আমি কোথায় থেকে ভিয়েত নামের নারিকেল গাছ সঠিক ভাবে নিতে পারিব যদি বলেন .....please

  • @munnistyle5625
    @munnistyle5625 Před 2 měsíci +1

    এই মাটিতে আমগাছ, পেয়ারা গাছ লাগানো যাবে?

  • @ekramkhan9530
    @ekramkhan9530 Před 3 lety +4

    কোকপিটের বদলে কী ধানের কুড়া ব্যাবহার করা যাবে??

  • @mdzahirol9791
    @mdzahirol9791 Před 3 lety +1

    খুব ভালো বিডিও

  • @mamunhaider1505
    @mamunhaider1505 Před 11 měsíci

    Masha allah ❤

  • @mdimamuddin5885
    @mdimamuddin5885 Před 2 lety

    nice sar

  • @mdekramulhoque6110
    @mdekramulhoque6110 Před 3 lety +6

    স্যার হাটহাজারী থেকে বলছি।কোকোপিট এর পরিবর্তে কাঠের গুড়ো ব্যাবহার করা যাবে?কোকোপিট সহজলভ্য নয়।আর পাওয়াটাই মুশকিল।

    • @sojolsikder6730
      @sojolsikder6730 Před 3 měsíci

      কাঠের গুড়া না দিয়ে ধানের তুষ দিবেন

  • @rslahmed3871
    @rslahmed3871 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? স্যার মাটির সাথে যে বালি যোগ করা হল সেটা কি ধরনের বালি? ঢালাই বড় বালি? দেয়াল আস্তরের চিকন বালি? নাকি ভিট ভরাট করা হয় সে বালি???

  • @MdNasir-yt6xw
    @MdNasir-yt6xw Před 3 lety

    আচ্ছালামু আলাইকুম, কেমন আছেন? আশাকরি ভাল আছেন।লিচু গাছ কি ভাবে লাগাব এটার একটি ভিডিও করবেন। ধন্যবাদ আপনাকে।

  • @FaizaKamal
    @FaizaKamal Před 3 lety +1

    সাথে সাথে মাটি বানিয়ে গাছ লাগানোর জন্য কি কি মিক্স করতে হবে? কোকো পিট এর পরিমান বেশি দিলে কোনো সমস্যা হবে?

  • @sajidurrahman4694
    @sajidurrahman4694 Před 2 lety +1

    খুব ভালো লাগছে। ♥️

  • @Abujaforsaleh
    @Abujaforsaleh Před 3 lety +2

    স্যার, কোন গাছের জন্য কোন সাইজের টব প্রয়োজন এটা নিয়ে একটা ভিডিও করেন।

  • @mahbubhasan6896
    @mahbubhasan6896 Před 3 lety +8

    স্যার, মাটিতে মাল্টা গাছ লাগানোর সময় মাটির সাথে কেকো পিট ব্যাবহার করা যাবে?? জানালে খুবই উপকার হত। ধন্যবাদ।

    • @ShadKreshi
      @ShadKreshi Před rokem +1

      জি পারলে অবশ্যই দিবেন,

  • @doradorami230
    @doradorami230 Před 11 dny

    কেরেট এর নিচে যে বস্তা দিলের সেই বস্তাও কি ড্রামের মতো ফুটা করে দিয়েছিলেন?

  • @taniasayeem7886
    @taniasayeem7886 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম,এভাবে মাটি তৈরি করলে মাটির উর্বরতা কতদিন থাকবে বা আবার জৈব সার কতদিন পর দিতে হবে?

  • @sultanarahesultanarahe9695

    ২/৩ দিন পর গাছ লাগানো যাবে?

  • @imamhasan1105
    @imamhasan1105 Před 3 lety

    জাজাকাল্লাহ খাইরান মুহতারাম

  • @unknown-ex4ix
    @unknown-ex4ix Před 3 lety +1

    ভাইয়া সিমিটের খালি বেগে মাটি & সার দিয়ে কি চারা রোপন করা যাবে কি??please janaban

  • @zahidhasan1355
    @zahidhasan1355 Před 3 lety

    ভাই আঙ্গুর এর মাটি তৈরী করার জন্য ভিডিও দেন

  • @rodromollah9987
    @rodromollah9987 Před 3 měsíci

    আসসালামু আলাইকুম
    আঙ্কেল আপনি যদি মাটি তৈরি করার একটা লিস্টি দিলে ভালো হতো

  • @mdta-seenarafatnabil7036
    @mdta-seenarafatnabil7036 Před 3 lety +1

    অনেক ধন্যবাদ।😇😊তবে পর্যাপ্ত পরিমান কোকোডাস্ট কোথায় পাওয়া যাবে জানালে খুব উপকৃত হতাম।

    • @litonabdullah3121
      @litonabdullah3121 Před 3 lety

      উপকারী তথ্যের জন্য ধন্যবাদ
      শুকনো গোবর দিলে হবে নাকি গোবর সার দিতে হবে?

  • @MdAbdu-bz3sp
    @MdAbdu-bz3sp Před rokem +1

    ❤❤❤❤❤❤❤

  • @silpimajumder9295
    @silpimajumder9295 Před 3 lety +1

    Nice.

  • @rabiulislamofficial200
    @rabiulislamofficial200 Před 3 lety +1

    Alhamdulillah, kub valo

  • @shirinsultana3650
    @shirinsultana3650 Před rokem

    ধন্যবাদ ভাই।

  • @NoorAlam-we1om
    @NoorAlam-we1om Před 3 lety +1

    আনেক কিছু সিখলাআ বাই 🌼🌼🌼

  • @mahmudalabiba9858
    @mahmudalabiba9858 Před 3 lety +1

    আচ্ছালামুআলাইকুম স্যার। Soil charger কিভাবে তৈরি করতে হয় জানাবেন স্যার। Soil charger ভারতের একটি উন্নত মানের গাছের পরিপূরক জৈব সার কিন্তু বানাবো কিভাবে কোথাও খুঁজে পেলাম না। একটু কষ্ট করে জানাবেন। ধন্যবাদ।

  • @Tamuscrafts
    @Tamuscrafts Před rokem

    Masallah ❤️❤️

  • @monsurelahi8909
    @monsurelahi8909 Před rokem +2

    Tenk you 🥰🥰

  • @tahminaakter7156
    @tahminaakter7156 Před 3 lety

    সার আমরা নতুন বাগানি মাটি তৈরি করতে সারের সঠিক পরিমাণ বলে দিলে আমাদের জন্য অনেক উপকার হয়।কোন মাপার যন্ত্র ছাড়া কত কেজি মাটিতে কত টুকো সার দিতে হবে। এ নিয়ে একটা ভিডিও করলে খুব উপকার হত।একটা ছোট ক্যারেটে কত কেজি মাটি ধরে আর সেই অনুযায়ী কতটা সার মেশাতে হবে আর্জেন্ট একটু বলবেন প্লিজ

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 Před 3 lety

    Dhonnobad vhai

  • @mostafanaiem9668
    @mostafanaiem9668 Před 3 lety +1

    স্যার, আসসালামু আলাইকুম!
    হটিকালচার সেন্টারের একটি ভিডিও আপলোড দিয়েন যাতে মানুষ গাছ কিনতে আগ্রহী হন। কেননা আজকাল নার্সারিতে খুব একটা ভাল মানের বা জাতের গাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় তাও অনেক ব্যয়বহুল যা সবাই পক্ষে কিনার সামর্থ্য নেই।