প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় ১৮ -১৯ এপ্রিল, ২০২৪ ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত হয়।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে বেসরকারি খাতকে এই ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
    দেশের বিভিন্ন জাতের প্রাণিসম্পদ প্রদর্শনের জন্য প্রদর্শনী ময়দানে প্রায় ২৫টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল স্থাপন করা হয়। এর মধ্যে সাতটি প্যাভিলিয়ন সরকারি কর্তৃপক্ষের জন্য বরাদ্দ করা হয়।
    মেলায় ঢাকা, কুমিল্লা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, বেনাপোল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ অন্যান্য জেলা থেকে বিডিএফএর মোট ৫৫ হাজার সদস্যের মধ্যে ৩ হাজারের বেশি কৃষক মেলায় যোগ দেন।
    আয়োজকদের মতে, প্রদর্শনীটি তৃর্ণমূল পর্যায়ের কৃষকদের জন্য মেগা কোম্পানিগুলোর সাথে একই জায়গায় তাদের পশু-পাখি উৎপাদন ও বিক্রি করার একটি দুর্দান্ত সুযোগ সৃষ্টি করবে।
    আজকের এই ভিডিওতে মেলায় আগত অনেক সুন্দর সুন্দর ষাড়,মহিষ,ভেড়া,ছাগল,উট,দুম্বা,বিভিন্ন প্রজাতির কুকুর বিড়াল ও নানান জাতের পাখি দেখাব। এই পর্বে দেখাব বিভিন্ন প্রজাতির ষাড় গরু। আশাকরি আপনাদের অনেক ভাল লাগবে।
    #LivestockServicesWeekandExhibition2024 #livestock #cow #goat #horse #camel #dog #cat #pets #birds #brahmacaow #cattle #exibution #agargoan #dhaka #starlingcreation #starling111#entertainment

Komentáře • 6