আমরা কেন ভুল সিদ্ধান্ত নেই? জেনে নিন কারণ ও সমাধান। Prof. Dr. Anisur Faroque

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • আজকের ভিডিওর বিষয়: আমাদের বড়ো বড়ো সিদ্ধান্তগুলি কেন ভুল হয়? পরিত্রাণের উপায়
    আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বিহেভাইয়োরাল ইকোনমিকস এর একটি থিওরি ও বাস্তব জীবনের কিছু সিদ্ধান্তে র উদাহরণ দিয়ে দেখিয়েছি কেন আমরা সিদ্ধান্ত গ্রহণে ভুল করি। আমাদের সিদ্ধান্তগুলি কেন ভুল হয়।
    সেই ভুল সিদ্ধান্তগ্রহণ থেকে বেচে থাকার অব্যর্থ এক উপায় নিয়ে আলোচনা করেছি।
    #আত্ম-উন্নয়ন #motivation #সিদ্ধান্ত #ভুল #মনোবিজ্ঞান #selfhelp #mistakes #brain

Komentáře • 48

  • @faizur-uc3gf
    @faizur-uc3gf Před měsícem +1

    নেগেটিভ চিন্তা করি না, মাথায় পেইন হয়। তাই পজেটিভ চিন্তা করি। আপনার লেকচার শুনে আমার লাভ-ক্ষতি বা কিছু অর্জন সেটা আমার মেধা বা চিন্তা চেতনার উপর নির্ভর করবে। আপনার সুরত, ব্যক্তিগত বিষয়, কালচার, ইত্যাদি আমি সেদিকে কেন যাবো, ১৪ মিনিটের লেকচার শুনে আমি কি অর্জন করেছি সেইদিকে তাকালে মনে হয় আমার লাভ। আমার কোনো সিদ্ধান্ত গ্রহণে আপনার মুল্যবান কথা আমাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      আপনাকেও ধন্যবাদ খোলা মনে শোনার জন্য।

    • @faizur-uc3gf
      @faizur-uc3gf Před měsícem +1

      ​@@Dr.AnisFaroqueDr. Anisur R. Faroque ধন্যবাদ স্যার, আমি অধমের মন্তব্য আপনি পড়েছেন।❤

  • @user-nb6bx4nf9i
    @user-nb6bx4nf9i Před měsícem

    সার আপনি সঠিক বলছেন। যারা আপনার সাবস্কৃইবার তারা সবাই চিন্তাশীল মানুষ। তাদের জ্ঞান আছে। তাড়া ভালমন্ড বুঝতে পারে। বাকি যারা খারাপ মন্তব্য করে বা সাবস্কারইবার হবে না তাড়া আগে থেকেই দিশিসান নিয়েই রাখছে। সঠিক পথের সন্ধান ওরা পাবে না। ওদের সিদ্ধান্ত ভুলি হবে

  • @powertrong9418
    @powertrong9418 Před měsícem

    সমাজের বেশিরভাগ মানুষ সালাম দেয় অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, শান্তি কামনার্তে না। এটা অনেকটা হ্যালো বলার মতো

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      কথা তো ঠিকই বলেছেন। শান্তি কামনা সেখানে নেই।

  • @shaikhaslam8409
    @shaikhaslam8409 Před 17 dny

    Salamalikum Hi what is the meaning of Masjid in Bengla? I know you are very good in Bengla

  • @mohsinbhuyan259
    @mohsinbhuyan259 Před měsícem

    Salam salam salamun alaikum,

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před měsícem +1

    ❤salamunalaykum❤

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      ওয়ালাইকুম সালাম।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      ওয়ালাইকুম সালাম।

  • @user-td8pp7wb9v
    @user-td8pp7wb9v Před měsícem

    আপনি চিনতায় যে ইসলাম বিদদেশি এটাই তার পোরমান।
    একজন মুসলিম তার কথা শুরু করবে সালাম দিয়ে।

  • @user-ko2st9ew3s
    @user-ko2st9ew3s Před měsícem

    সালাত কায়েম করো বলতে কি বোঝায় কোরআন এর আলোকে জানতে চাই

  • @raseldewan9600
    @raseldewan9600 Před měsícem

    স্যার একটি প্রশ্ন আছে। দূর্নীতির টাকা যদি মসজিদে দান করা হয় সেটাকি জায়েজ হবে? ধন্যবাদ

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +2

      এক আলেম বলেছিলেন, গু এর মধ্যে আবার পাক কী? আমি বলবো, দুর্নীতির টাকার মধ্যে আবার পাক কী?

  • @silverlining6051
    @silverlining6051 Před měsícem

    স্যার, আপনার জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক - আপনার স্টুডেন্টরা আপনার কাছ থেকে প্রতারিত হচ্ছে। আপনি যদি marketing, international business, and entrepreneurship --- এইসব বিষয়ে ফুল ফোকাস দিতেন তাহলে তাদের জন্য অনেক ভালো হতো। আপনি ধর্ম নিয়ে রিসার্চ করতে বসায় ঐদিকে আপনার কন্সেন্ট্রেশন কমে গেছে বা নেই। ধর্ম নিয়ে রিসার্চ আপনি করতেই পারেন। কিন্তু যেকোনো একটা নিয়ে থাকলে সেটা সমাজের উপকারে আসে। ২ নৌকায় পা দিলে আসলে কিছুই হয় না। ধর্ম শিক্ষার ব্যাপারে আমাদের যথেষ্ট মোল্লা, মৌলভী রয়েছে--- তারা তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন। এখন, আপনার যদি মনে হয় মোল্লা-মৌলভি সাহেবদের শিক্ষা আমাদের জন্য যথেষ্ট নয়-- এবং আপনাকেই এই গুরু দায়িত্ব নিতে হবে; তাহলে প্রফেসর পদটি ছেড়ে দিন এবং ঐখানে যোগ্য কাউকে দায়িত্ব নেবার সুযোগ দিন।

    • @Godblessyou864
      @Godblessyou864 Před měsícem +1

      @silverlining6051 কি কন নিজেই বুজেন না। একজন বিদেসি প্রফেসকে আপনি উপদেস দিচ্ছেন কাজে ফোকাস করতে। লল। উনি কাজ না করে খান?
      আমি একটু গুগলে সাচ করে দেখলাম স্যারের শত শত পাবলিকেশন। আপ্নি ভাই একটু কইররা দেখান

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +2

      আমার জ্ঞাত, অজ্ঞাত কোনো সারেই স্টুডেন্টরা প্রতারিত হচ্ছে না। প্রথমত, আপনার ধারণা নেই যে, বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো আমাদের মতো রিসার্চারদেরকে প্রফেসর পদে পদোন্নতি দেয় রিসার্চ করার জন্য। স্টুডেন্ট পড়ানোর জন্য নয়। আমি তিন মাস টিচিং করি তাও একটা কোর্স, সেখানেও টিচিং এসিস্ট্যান্ট আছে হেল্প করার জন্য। কোম্পানি ভিজিটর আসে সেমিনার দিতে। সেই তিন মাসের কোনো সপ্তাহে একটা ক্লাস থাকে, কোনো সপ্তাহে থাকেই না। আমার জবের ৮০% ই রিসার্চ। আর আমাদের চুক্তি করা আছে যে, প্রতি বছর কয়টা সায়েন্টিফিক পেপার পাবলিশ করতে হবে, এবং সেটা বিশ্বের সবচেয়ে সেরা জার্নালে। তো ফাকি মারা বাংলাদেশে চিন্তা করা যায়। এখানে নয়। আর আমি ধর্ম নিয়ে রিসার্চ করছি সেটা আমার সামাজিক কন্ট্রিবিউশান হিসেবে বিশ্ববিদ্যালয় কাউন্ট করে। সেটাকে মূল্যায়ন করে। তাই বিশ্ববিদ্যালয়ে বসে ভিডিও বানাতে পারি। আমার একাডেমিক রিসার্চ আউটপুট ইউনিভার্সিটি যা চায়, তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ। তাই সারা বিশ্ব থেকে এপ্লাই করা ৩৫ জনের মধ্য থেকে একমাত্র আমি ইউনিভার্সিটি অব ভাসাতে ২০২২ সালে এসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করি।

    • @silverlining6051
      @silverlining6051 Před měsícem

      @@Dr.AnisFaroque ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে গুছিয়ে লিখার জন্য। বিশ্বাবিদ্যালয় যে আপনার ধর্ম নিয়ে রিসার্চ করাটাকে সামাজিক কন্ট্রিবিউশন হিসেবে দেখছে সেটার কি কোন লিখিত প্রমান দেখাতে পারবেন? থাকলে সেটার লিংক দিলে পড়ে দেখবো।

    • @silverlining6051
      @silverlining6051 Před měsícem

      @@Godblessyou864 আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। একজন বিদেশী প্রফেসরকে উপদেশ হোক বা রিকুয়েস্ট হোক কিছু বলা যাবে না এমন তো কোন কথা নেই; তাই না? আর আমি কাজে ফোকাস দিতে বলিনি --- আমি বোঝাতে চেয়েছি যেকোনো একটিতে ফোকাস দিতে। আর আপনার জ্ঞাতার্থে জানাতে চাই --- কোরআন এর ব্যাখ্যা হাদিস-তাফসির থেকে আমরা পাই। কোরআনের ব্যাখ্যা দেবার একমাত্র যোগ্য ব্যাক্তি হলেন রাসুল (সাঃ)। যদি কোন আয়াতের ব্যাখ্যা না থাকে তাহলে কোন প্রফেসরের অধিকার নাই যে নিজের একটা মনগড়া ব্যাখ্যা দিয়ে দিবেন। আশা করি বোঝাতে পেরেছি।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      @@silverlining6051 www.timeshighereducation.com/campus/how-can-universities-build-social-impact-through-better-relationships
      সব বিশ্ববিদ্যালয়ের একই নিয়ম। social impact is a criterion of high profile professor
      আপনি যেভাবে প্রমাণ চেয়েছেন ব্যাপারটা খুবই ইনসালটিং। তবুও আমি দিলাম। কারণ বিদেশের বিশ্ববিদ্যালয় কিভাবে চলে, আর তারা কীভাবে র‍্যাংকিং এ আসে, সেটা বাংলাদেশে বসে জানার কথা না। আমি আমার আগের বিশ্ববিদ্যালয়ের (LUT) লিংক দিয়েছি। বর্তমান বিশ্ববিদ্যালয়েরটা কুইক সার্চে খুজে পাইনি। সবাই একই নিয়ম ফলো করে। আর আমার ধর্ম নিয়ে বই লিখা, ফেইসবুক ইউটিউবিং করা, এটা একেবারে ডাইরেক্ট সোস্যাল কনট্রিবিউশন, যেটা ইন্টারনাল বার্ষিক ইভালুয়েশনে রিপোর্ট করি। ইন্টারনাল ডকুমেন্ট তো ডিনের স্বাক্ষরিত এবং কনফিডেনসিয়াল যেটা আমি দেখালাম না সেই কারণে। কিন্তু লিংক থেকে স্পষ্ট বুঝার কথা। তারপরও সন্দেহ থাকলে আপনি আমাকে আমার ইমেইল এড্রেস এ যোগাযোগ কইরেন। সেই ডকুমেন্টটাও শেয়ার করবো তখন, যেখানে উল্লেখ করেছি আমার সোস্যাল ইমপ্যাক্ট হিসেবে ধর্ম নিয়ে বই লিখা, ফেইসবুক ও ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করা।
      www.lut.fi/sites/default/files/media/documents/Tenure-track-recruitment-and-advancement-criteria.pdf

  • @abdullahchowdhury5207
    @abdullahchowdhury5207 Před měsícem

    ইসলাম আরবীয় ধর্ম !