আজ থেকে এক হাজার - নচিকেতা || Aaj Theke Ek Hazar by Nachiketa || Bangla Music Archive

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন নতুন-পুরোনো বাংলা গান।
    --
    --
    Nachiketa (born Nachiketa Chakraborty) is an Indian Bengali singer-songwriter and composer who is known for his modern Bengali lyrics and album song known as 'Briddhasrom'. He achieved fame in the early 1990s, with the release of his debut album Ei Besh Bhalo Achi. He started composing and performing as a student of Maharaja Manindra Chandra College in North Kolkata,Shyambazar, an affiliated college of the University of Calcutta. In 1993 his first album Ei besh bhalo achi was released; it was an instant hit. At the initial stage he had a huge youth fan following, but gradually he has touched listeners from all age groups. The colloquial language immediately hit the stagnancy of Bengali music in the early 90s. Following the path of Kabir Suman (the then Suman Chattopadhay), Nachiketa changed the age-old concept of Bengali lyrics. Now, he is very famous singer and songwriter and composer from the city of joy. His songs are truly touched by many people's lives
    ---
    This is a non-commercial bangla music archive channel for listening purpose only. We are not the copyright holder of any songs. All credit goes to the original copyright holder. If you have any valid complain about any music please let us know.
    ___
    This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Hudba

Komentáře • 247

  • @Shreya1147
    @Shreya1147 Před 2 lety +179

    আজ থেকে 50 বছর পর যখন পরের প্রজন্ম শুনতে আসবে এই গান তখন তারা দেখতে পাবে আমাদের পছন্দ কেমন ছিলো.. আমরাও কৈশোর থেকেই শুনতাম এই মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান❤️❤️❤️❤️

    • @dancingstardustu8681
      @dancingstardustu8681 Před rokem +3

      Je bhabe aamra 70,s er Gane suni

    • @ferozmrobiul8090
      @ferozmrobiul8090 Před rokem +2

      Yes 😢😢 this is reality 😢😢

    • @ghoshmitracreations1203
      @ghoshmitracreations1203 Před rokem +2

    • @oushnikmitra498
      @oushnikmitra498 Před rokem +1

      Darun darun darun

    • @robiuls2051
      @robiuls2051 Před 11 měsíci +1

      হয়তো তারা আমাদের পছন্দ বুঝবে কিন্তু কিন্তু তাদের কাছেই পছন্দের কোনো মূল্য থাকবে না

  • @sweetyroyvoiceofheart
    @sweetyroyvoiceofheart Před 11 měsíci +24

    আমি তখন class vii এ পড়ি,ট্রেনে করে মায়ের সঙ্গে মামাবাড়ি থেকে বাড়ি ফিরছি। খুব ভীড় ট্রেনে কোনোরকমে আমি জানলার কাছে গিয়ে দাঁড়াতে পারলাম,মা অন্য row তে জায়গা পেল। আমার সামনে একটি ছেলে বসেছিল,মে কিছু সময় পর উঠে আমাকে বসতে দিল এবং তার কিছু সময় পর সে আমার কাছ থেকে জল চেয়ে খেল। এভাবে একটু আধটু চোখাচোখি হতে হতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমার স্টেশন আসার চারটে station আগে সে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে এই গানটি আমার সামনে দাঁড়িয়ে সে গেয়ে গেল। গানটার অর্থ সেদিন বুঝি নি। কিন্তু এখন যখন বুঝলাম তখন ...... ঘটনাটা হয়তো এমন কিছু না তবে এই গানটি যতবার শুনি সেই sweet train journey memory তে ফিরে ফিরে আসে।😊

    • @asifiqbal4923
      @asifiqbal4923 Před 4 měsíci

      আজ থেকে অনেক শীত বসন্ত আগে হঠাৎ আমার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। তার সাথে এক দুবার কথা হয়েছিল। আমাকে চিনে সে, আমাকে তার ভাল লাগে ..একথা জানিয়েছিল। আমি খুবই চাপা স্বভাবের ছিলাম। তখন মানুষের হাতে হাতে ফোনের এত প্রচলন ছিল না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম সে কিভাবে আমার নাম্বার পেয়েছিল, বলে নি। আমি অনেক ভেবে ও বের করতে পারিনি..কিভাবে সে আমার নাম্বার পেয়েছিল। আমি জানতে চেয়েছিলাম দেখা করতে চাইলে দেখা করবে কিনা ।সে বলেছিল করবে। কিন্তু তার সাথে আমার কোনদিনই দেখা হয়নি। আমিই কোন কারণে খুব আগ্রহ দেখাই নি। হারানো দিনের মত সেই নাম্বার টি হারিয়ে গেছে, সেও হারিয়ে গেছে। কোন এক সুখ-স্মৃতি হিসেবে সে আজ ও আমার মনে বেঁচে আছে, থাকবে চিরকাল। হয়তো হঠাৎ দেখা হবে সেই পুরোনো শহরে আবার ।সে চিনতে পারবে যে আমিই সেই , শুধু জানতে পারবো না আমি যে সে ই রাজশ্রী আমার। যেখানেই থাকো , ভালো থেকো তুমি...

    • @Swapnil-lg4ni
      @Swapnil-lg4ni Před 4 měsíci

      সেই গায়কটি আমি ছিলাম

  • @SayaniDas-xp6fr
    @SayaniDas-xp6fr Před 3 měsíci +10

    আজ হঠাৎ করে গান টা মনে এসে গেলো... এখন রাত এগারো টা বাজে.. কেউ কি শুনছো এখন....,!!😊

  • @Apitaf999
    @Apitaf999 Před 2 lety +19

    সত্যিই ভাগ্যবান আমরা যারা ৯০ এর দশকে জন্মেছি। এমন অদ্ভুত সুন্দর সব গান শুনে আমাদের মেধা-মনন শাণিত হয়েছে। Love ❤️ from Bangladesh 🇧🇩.

  • @ahadjubraz1691
    @ahadjubraz1691 Před 2 lety +14

    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    সঙ্গে সেই স্মৃতি ভার,
    রঙচটা সেই গীটার,
    সঙ্গে সেই স্মৃতি ভার,
    রঙচটা সেই গীটার,
    সেই অহংকার আগুন, সেই জোয়ার-
    হয়তো সব থাকবে সেই
    আগেকার মতই,
    পাবো কী দেখা রাজশ্রী তোমার?
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    হয়তো পথের ধারে,
    পাবো বারে বারে,
    আমার শৈশব কৈশোর মলিন।
    হয়তো পথের ধারে,
    হয়তো পথের ধারে,
    পাবো বারে বারে,
    আমার শৈশব কৈশোর মলিন।
    পাবো মায়ের আঁচল,
    প্রিয়া বধুর কাজল,
    অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন।
    থাকবে একলা চলা,
    থাকবে একলা চলা,
    নয়তো সঙ্গে বলা,
    থাকবে হাজার পাগলামী আমার।
    হয়তো সব থাকবে সেই
    আগেকার মতই,
    পাবো কী দেখা রাজশ্রী তোমার?
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    হয়তো সন্ধ্যা এসে,
    প্রকৃতির আদেশে,
    নিথর কৃষ্ণ-নীল রঙ ছড়াবে।
    হরবোলা এক পাখি,
    থামিয়ে ডাকাডাকি,
    হঠাৎ স্তব্ধতার গান শোনাবে।
    ফিরবো সেই পথেই আবার,
    সঙ্গে সাত সাগর বাধার,
    ফিরবো সেই পথেই আবার,
    সঙ্গে সাত সাগর বাধার,
    সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার।
    হয়তো সব থাকবে সেই
    আগেকার মতই,
    পাবো কী দেখা রাজশ্রী তোমার?
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    সঙ্গে সেই স্মৃতি ভার,
    রঙচটা সেই গীটার,
    সঙ্গে সেই স্মৃতি ভার,
    রঙচটা সেই গীটার,
    সেই অহংকার আগুন, সেই জোয়ার-
    হয়তো সব থাকবে সেই
    আগেকার মতই,
    পাবো কী দেখা রাজশ্রী তোমার?
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।
    আজ থেকে এক হাজার
    শীত-বসন্ত শেষে,
    এই পথেই যদি আসি আবার।

  • @ferozmrobiul8090
    @ferozmrobiul8090 Před rokem +15

    আজ থেকে ৪০ বছর পর হয়তো আমি থাকবো না৷😔 হয় ত এই গান ঠিকই থাকবে। প্রিয় শিল্পী প্রিয় গান!😒 প্রিয় মানুষ! কোথায় হারিয়ে যাবো আমরা 🤔😔 চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে! 😔😔😓😓😓

  • @samarendrabalo8658
    @samarendrabalo8658 Před 4 lety +48

    নচিকেতার কালজয়ী একটা গান , যতই সময় যায় ততই ভালো লাগে।

  • @tourofmathematics4959
    @tourofmathematics4959 Před 2 lety +53

    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে আপনি রাজর্ষির দেখা পাবেন কিনা বলতে পারছি না , তবে আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে পরবর্তী প্রজন্ম এই গান শুনতে এলে বুঝবে নচিকেতার মাহাত্ম্য 🥰🔥

    • @koushiksaha3558
      @koushiksaha3558 Před 6 měsíci

      Rajorshi na Rajoshree.... female

    • @achinpakhi484
      @achinpakhi484 Před 15 dny

      রাজর্ষি নয় 'রাজশ্রী' বলা হয়েছে।

  • @budhadityachatterjee8127
    @budhadityachatterjee8127 Před 2 lety +6

    এই গানটা একসঙ্গে সেই সব সময়ের কথা বলছে যেখানে আমাদের বড় হওয়া, প্রেমে পড়া, প্রেমের বিচ্ছেদ, এই সব কাটিয়ে আমরা জীবন এর স্রোতে নিজেরা ভেসে চলেছি, মাঝে মাঝে চোখ বন্ধ করলে সেই সব হারানো দিনের কথা মনে পড়ে যায়.... শুধু মধুর স্মৃতি, অতীত! যাকে আমরা আঁকড়ে ধরতে চাই আবার

  • @srideepchakraborty
    @srideepchakraborty Před 2 lety +31

    নচিকেতার এসব অমূল্য গানগুলি চিরকাল বেঁচে থাকবে মানুষের অন্তরে ❤❤❤❤

  • @sarminsultana2883
    @sarminsultana2883 Před 2 lety +23

    কল্পনাও এতো সুন্দর করে ভাবা যায়.....

    • @subhamoysarkar7923
      @subhamoysarkar7923 Před 2 lety

      একদম ই তাই এত শুন্দর মুহূর্ত গুলো অনুভব কোরতে খুব ভালোলাগে ❤️❤️❤️

    • @ferozmrobiul8090
      @ferozmrobiul8090 Před 4 měsíci

      Aj theke 60 years pore apni amr cmnt ta jodi pore chokhe jol asbe ei diner kotha mone kore😢😢

  • @WahidSadikarafat
    @WahidSadikarafat Před 2 lety +19

    বর্তমানের অতিআধুনিক প্রজন্ম হয়তো কখনই বুঝবেনা আমাদের ৯০ এর দশকের গানের সঠিক মর্ম। তবে যারা সত্যিকারের সঙ্গিতপ্রেমি তাদের কাছে এগুলো অমুল্য রতন। হাজার হাজার শীত বসন্তে বেচে থাকবে কালজয়ী এই গানগুলো।

  • @uddipangoswami8539
    @uddipangoswami8539 Před rokem +4

    Onek bochor por Ei bhor 4 te samay e ei gaan sune aabar onek chokher jol nosto korlam..salute tomai gurudeb...🙏🏻🙏🏻🙏🏻

  • @loveyouphysicsabhijitsanya8066

    আমি আজ সব হারিয়ে দাঁড়িয়ে আমার ফেলে আসা স্বপ্ন গুলোর সামনে। আমি আবার আসবো ফিরে সেই চায়ের ভারে জমা জলের স্থানাকে। সেই পুরোনো গন্ধ গানের মাঝে। পৃথিবী হয়তো ভুলে গেছে অভিজিৎ সান্যাল কে। কিন্তু আমি ফেলে এসেছি সেই স্বপ্ন গুলো। দাহ তো করিনি। আমি আসবো। আসবো সেই পুরোনো অভিজিৎ কে নিয়ে।

    • @sayankumardas8977
      @sayankumardas8977 Před 3 lety +3

      Swapno ta ki jana holo na.....kintu seta sotti hoye uthuk ei shubhechha tukui roilo. Good luck mate👍👍👍👍

  • @rimjhimsensharma6039
    @rimjhimsensharma6039 Před rokem +12

    আমাকে অবাক করে দাও তুমি দাদা কি অসাধারণ চিন্তা শক্তি তোমাকে ইশ্বর দিয়েছেন।

  • @etctv7230
    @etctv7230 Před 4 lety +11

    অসাধারণ একটা গান...
    প্রথম শুনেছি একটা বন্ধু আর ক্লাস টিচারের কাছে...
    আজও শুনিয়েছেন ক্লাস টিচারের কাছে।
    😍😍😍নচিকেতা স্যার....অসাধারণ একটা গান😍😍

  • @sumangoon283
    @sumangoon283 Před rokem +3

    সত্যি আপনি যদি শুধু শিল্পী হয়ে থেকে যেতেন কতই না ভালো হতো...... আপনার প্রতি এক আলাদা সন্মান থাকতো.. আজও আছে শিল্পী হিসেবে.. অনেক ভালোবাসি গায়ক নচিকেতা কে ❤...

    • @Jayshree_goon
      @Jayshree_goon Před rokem

      সত্যি তাই.... কেনো যে ইনি রাজনীতি তে আসলেন ।

  • @piyalipaul7820
    @piyalipaul7820 Před 3 lety +16

    এই গানটা ছোটবেলায় দিদির মুখ থেকে শুনে শুনে মুখস্থ করেছিলাম.... ☺️☺️

  • @skchandan5197
    @skchandan5197 Před 3 lety +13

    গানটার লেখকের কোনো তুলনা হয় না।উফফ কি কল্পনা❤️❤️❤️❤️

    • @biswajitghosh956
      @biswajitghosh956 Před 2 lety

      বাবু তুমি তো নেড়ে। জানোনা হজরত কাটা তোমাদের এসব শুনতে বারণ করে দিয়ে গেছে। আর তুমি যখন নেড়ে আবার চন্দন নামটা রেখেছ কেন?হিন্দু মেয়ে পটাতে সুবিধা হয় বুঝি!

    • @iam2049
      @iam2049 Před 2 lety

      এটাই নচিকেতা চক্রবর্তী

  • @KaziMafizurRahaman1977
    @KaziMafizurRahaman1977 Před 3 lety +3

    পরিবার থেকে অনেক দূরে আছি। সাড়ে তিন বছরের ছেলেটা, আর আমার মা প্রায় ৪০০ কিমি দূরে। লকডাউনে যেতেও পারছি না। গানটা শুনে চোখ দিয়ে অজান্তেই দু'ফোটা পানি পড়ল। ভীষণ নিঃসংগ লাগছে!!

    • @uaktikazi5135
      @uaktikazi5135 Před 3 lety +1

      সময় বড়ই অদ্ভুত ব্রো!
      আল্লাহ যেন আপনার মন পবিত্র রাখেন।
      শুভ কামনা রইলো।

  • @SharifUllah-do9tu
    @SharifUllah-do9tu Před měsícem

    গানটা শুনে হৃদয়টা যে কি বলতে চায়,কোথায় যে হারিয়ে যায় , কি যে করতে চায় ,ভাবনার ভীতর থেকেও ভেবে পাইনা। ধন্যবাদ নচিকেতা॥

  • @silverboyltd9093
    @silverboyltd9093 Před 4 lety +58

    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার।। সেই অহংকার আগুন সেই জোয়ার,
    হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার
    হয়তো পথের ধারে পাব বারে বারে আমার শৈশব কৈশর অমলিন ।।
    পাব মায়ের আচল প্রিয়া বধুর কাজল অগভির ধানসিড়ির দিন… প্রতিদিন…
    থাকবে একলা চলা নয় তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামী আমার…
    হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    হয় তো সন্ধ্যা এসে প্রকৃতির আদেশে নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে ।।
    ঘর ভোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে…
    ফিরব সেই পথে আবার সঙ্গে সাত সাগর বাধার ।। সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার…
    হয়ত সব থাকবে সেই আগেকার মতই, পাব কি দেখা রাজশ্রী তোমার…
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার ।। সেই অহংকার আগুন সেই জোয়ার,
    হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…

  • @kabir9122
    @kabir9122 Před 4 lety +23

    কন্ঠে যেন যাদু মাখা।
    শ্রদ্ধা ♥♥♥

    • @biswajitghosh956
      @biswajitghosh956 Před 2 lety

      আরে নেড়ে তোদের এগুলো শোনা বারণ।হজরত কাটা বলেগেছে।

  • @avishekmukherjee8879
    @avishekmukherjee8879 Před rokem +8

    I used to drive a lot through country roads & village roads during my trips in USA with this song in loop. Such an extraordinary creation in his magical voice!! Takes me to a different state of mind 😊👍!!

  • @Pranab23
    @Pranab23 Před 2 lety +10

    ধন্য সেই রাজশ্রী যার জন্য এই গান😊

    • @papiasultana8988
      @papiasultana8988 Před rokem +2

      হয়তো কাছে থাকতে মূল্যই পায়নি সেই রাজশ্রী।🙂🙂

    • @nurzannat-shima
      @nurzannat-shima Před rokem

      ​@@papiasultana8988মূল্যহীন কারও জন্য এমন গান লিখা যায় না

  • @sadymohammadnasim9149
    @sadymohammadnasim9149 Před 2 lety +4

    প্রতিটা লাইন কি ভীষনভাবেই না নাড়া দেয় ভেতরটা🍁🖤

  • @md.salauddinonu62
    @md.salauddinonu62 Před rokem +1

    আমি এই গানটি প্রথম শুনেছি তার কন্ঠে। সে ছিল আমার প্রথম ভালোবাসা কিন্তু আজ সে কোথায় আছে বা কেমন আছে আমি কিছুই জানিনা অনেক খোজ করেও আমি আর তাকে পাইনি। জানিনা কত শীত বসন্ত শেষে আমি তাকে খুজে পাব।

  • @shilpabanerjee4263
    @shilpabanerjee4263 Před 5 lety +13

    tumi osadharon...sob generation thik ek e vabe tomay valobasbe😍

  • @hosanZ
    @hosanZ Před 3 lety +12

    একটা গান পরপর কয়েক বার শুনলে ভাললাগাটা অার থাকেনা। ব্যতিক্রম কেবল এ গানটাই...

  • @sayanchakraborty6356
    @sayanchakraborty6356 Před 5 lety +11

    নচি দাদা তুমি সেরার সেরা

  • @nishathazariasma1901
    @nishathazariasma1901 Před 3 lety +5

    আহা কি সুন্দর গান🥰🥰
    অতীতে ফিরে যেতে মন চায়।

  • @rameshman1024
    @rameshman1024 Před měsícem

    Gaan ta khubi sundor first gaan ta sunle chillam 2005 E gaan ta khubi priyo amr .

  • @ghoshmitracreations1203
    @ghoshmitracreations1203 Před 4 lety +18

    Love you so much Nachi da.... you are our love ... the nostalgic icon of Bengal

  • @user-wl8cp2ot2p
    @user-wl8cp2ot2p Před 5 měsíci +1

    salute bangla music king
    i am from BANGLADESH

  • @villagegirlsonkini8097
    @villagegirlsonkini8097 Před 4 měsíci +1

    ❤❤❤ গান টা শুনলে মন টা শান্ত হয়ে যাই ❤❤❤

  • @YusufAli-xl9sz
    @YusufAli-xl9sz Před 3 měsíci +1

    হয়তো পথের ধারে পাব বারে বারে আমার শৈশব কইসরমলিন।

  • @arindambanerjee377
    @arindambanerjee377 Před 3 lety +3

    Ata amar fav song @Nachiketa tumi amar sob tuku soisob jure royecho

  • @sanketbanerjee8561
    @sanketbanerjee8561 Před měsícem

    Nachiketa manei antorer vetorer theke asa gaan ja jiboner sob poristhiti ke define kore...
    Gaan ta khub i valo laglo....
    Nachi da amar soisob theke sesh obdi amar mone thakbe

  • @sayfullahbaharshojib6911
    @sayfullahbaharshojib6911 Před 2 lety +5

    আমার সবচেয়ে প্রিয় গান এটা...

  • @putulstories
    @putulstories Před měsícem

    যে গান পুরনো হবে না কখন ❤️

  • @avijitdebnath2416
    @avijitdebnath2416 Před 2 měsíci

    সত্যই পূরোনো দিন গুলো যদি ফিরে পেতাম কি ভালো হতো.............

  • @MdSagorahmed-fz6kz
    @MdSagorahmed-fz6kz Před 2 lety +1

    Hotat korei gan ta mone pore galo...aj thake 5 year age suncilam.
    Purono diner kotha mone pore galo.🤍🤍🔟

  • @sudiptasen1766
    @sudiptasen1766 Před rokem +1

    Kichu kichu gan sotti mon chuye jay❤️

  • @smritidevi4117
    @smritidevi4117 Před 3 lety +9

    ২০২১ শুরু করলাম এই গান শুনে❤❤❤

  • @bikrambez2352
    @bikrambez2352 Před 4 lety +5

    অনবদ্য সৃষ্টি,,,,

  • @golpodaduvlogs
    @golpodaduvlogs Před 8 měsíci +1

    এবারে কালীপুজোয় বাড়ি যেতে পারিনি দাদা। দুটো বন্ধু আমার আসেনি বাইরে থেকে আমি যাচ্ছিনা। তিনজনে ভিডিও কলে মদ খাচ্ছি আর তোমার গান শুনছি।

  • @royalkumar2246
    @royalkumar2246 Před 3 měsíci

    অনার্স মাস্টার্স শেষ করেছি, এখন কর্মজীবন কিন্তু সে হলের কথা এখনো মিস করি। আর আমার থাকা হবে না হলে কিন্তু তুমি হয়ত হলের সামনের রাস্তা দিয়ে যাবে হেটে মনের ভুলে।
    যতই বিদেশে থাক দেশে ফিরলে হেঁটে যেও আমার ৩০৫ নাম্বার রুমের সামন দিয়ে।।

  • @biswajitghosh956
    @biswajitghosh956 Před 2 lety +3

    সবকিছুই হারিয়ে যাচ্ছে।বুড়িয়ে যাচ্ছে সবকিছু।

  • @miraseal6941
    @miraseal6941 Před 9 měsíci

    আমার শিল্পী যুগে যুগে সবার হৃদয়ে বাস করবে স্যালুট জানাই আমার প্রিয় শিল্পী ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Er.SouravSERly
    @Er.SouravSERly Před měsícem

    2023 er CZcams music jokhn year recap dilo, tokhn dekhi ei gaan ta naki ami 5000+ times sunechi ❤❤❤

  • @animeshmondal2216
    @animeshmondal2216 Před 2 lety +1

    আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে.. রাজশ্রী ❤️

  • @niluison7298
    @niluison7298 Před rokem +1

    কত বসন্ত যে শুতে পাবো গানটা জানি না ❣️❣️ তবে ২০২৩ এ আবার শুনলাম, কেউ দেখলে দেখুন না দেখলে নাই,, আমি ভালোবেসেই যাবো❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @MonirHossain-wl9wg
    @MonirHossain-wl9wg Před 2 lety +6

    নচিকেতা মানেই আশুন 😍

  • @zubaeribnkhair2441
    @zubaeribnkhair2441 Před rokem

    নচিকেতার গাওয়া অনেক গান অনেক বছর ধরে শুনি,এ গান টা অনেক দেরী করে শোনা হলেও হৃদয়ে গেঁথে গেছে দ্রুত।

  • @samparoy7520
    @samparoy7520 Před měsícem

    Hoyto sob thakbe sei ager motoi .....💫

  • @kishorbadboybrothers9736
    @kishorbadboybrothers9736 Před 5 lety +3

    Osadharon gan Ami to ghumer ghorero gan ta geye uthi

  • @lamonlamonn192
    @lamonlamonn192 Před 2 lety +2

    আপনার গান মানেই
    আমার কাছে মন ভালো করার ঔষধি।

  • @rajarajamix5980
    @rajarajamix5980 Před 3 měsíci

    মনটা জুরিয়ে গেলো।❤😊

  • @goodlevel413
    @goodlevel413 Před 4 lety +2

    Onk valobasa r valo lagar ekta song.. Nostal

  • @saptarshisinhanit
    @saptarshisinhanit Před 3 lety +18

    Touching the unspoken feelings of my heart, which even i didnt know were there
    😯😲😇
    Beautiful.

  • @nishitpal395
    @nishitpal395 Před 13 dny

    আজ থেকে থেকে 100 বছর পর মানুষ নচিকেতার গান শুনবে তখন হয়ত আমরা এই পৃথিবীতে থাকব,থাকবে আমার 😢 কমেন্টস গুলো।

  • @uddiptabhatia3756
    @uddiptabhatia3756 Před 5 lety +6

    Ei holo Nachiketa 👍

  • @miltondasrony6679
    @miltondasrony6679 Před 3 lety +2

    আমার ভীষণ প্রিয় একটা গান। 💝💝💝💝💝💝

  • @ROY-tz4wp
    @ROY-tz4wp Před 5 lety +35

    আমি আবার আসবো এই গান টা আমারই জন্য। যত সময়ই লাগুক আমার কিছু একটা অসম্পূর্ণ কাজ রয়ে গেছে।

    • @somnathsenapati7376
      @somnathsenapati7376 Před 4 lety +1

      Ki kaj ?

    • @priyankamondal569
      @priyankamondal569 Před 4 lety +3

      জানার ইচ্ছেটা থেকে গেলো কি কাজ। হয়ত আমাদের সকলেরই কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে আজীবন

    • @muktaroy9227
      @muktaroy9227 Před 3 lety +1

      যখন আমার কমেন্ট এ কমেন্ট পরবে আপনার (ROY )তাহলে ভাববো কাজ শেষ হয়েছে।

    • @majorkeanu3240
      @majorkeanu3240 Před 2 lety

      You prolly dont care at all but does anybody know of a way to get back into an Instagram account?
      I somehow lost the account password. I would appreciate any assistance you can give me

    • @tapasmalakar5813
      @tapasmalakar5813 Před 2 lety

      আর দাদা আমি একবার যেতে পারলে এক হাজার দশ হাজার নয় এই পৃথিবীর মৃত্যু হলেও আমি আর আসবো না!

  • @somdandapat8730
    @somdandapat8730 Před 4 lety +5

    Ai gaan ta akta darun anuvuti. Jeta ar kono gaan a paoa jai na. Fantasty

  • @abhishekmaitra2232
    @abhishekmaitra2232 Před rokem

    Kichhu natun dayyo naa dada
    Tummi parbee
    Kii sundoor
    Ammi tommar sanghee surru thekee achii
    Durgabari manne achhe tommarr
    Gaan manne tummi arr kii aaj kaal
    Tomathe surru arr tummi sesh dada
    Superb composition
    Ok take care love y a lot

  • @DIPANJANBELTALI
    @DIPANJANBELTALI Před 10 měsíci

    এই সকল গানে নচিকেতা অমর হয়ে থাকবে যুগ যুগ ধরে।

  • @diptakundu8661
    @diptakundu8661 Před 2 měsíci

    অনবদ্য 🥰

  • @sawyonsarker6992
    @sawyonsarker6992 Před 5 měsíci +1

    অসাধারণ ❤💚👌

  • @fslahammed9690
    @fslahammed9690 Před 2 lety +1

    ধন্যবাদ প্রিয় শিল্পী 💌

  • @Moto_rush-Jr
    @Moto_rush-Jr Před 4 dny

    Hoyto ami thakbo na kintu pochonder gaan gula roye jabe . Cancer last stage 😢

  • @samannaychakraborty
    @samannaychakraborty Před 4 lety +9

    Filled with love and nostalgia. 💟💟

  • @BDNEWSANDENTERTAINMENT
    @BDNEWSANDENTERTAINMENT Před 2 lety +9

    After long 13/14 years later listening this song again. Totally nostalgia

  • @69tubeB
    @69tubeB Před 3 lety +1

    নচি দা জিন্দাবাদ। তুমি চিরদিনের, চিরকালের।

  • @sheebendranarayanmondal4512

    Who the 53 person who dislike such a beautiful song and wonderful lyrics!!

  • @itsjony4474
    @itsjony4474 Před rokem

    হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু অসাধারণ গানের মধ্যে এটিও একটি প্রিয় গান 💚❤️

  • @bappanath1403
    @bappanath1403 Před rokem +3

    নচিকেতা স্যার মানেই একরাশ আবেগ দিয়ে ভালোবাসাই পরিপূর্ণ ইতিহাস

  • @rajurick3917
    @rajurick3917 Před 3 lety

    Darun. Darun.onek fele asa somoi jake r fire paoa jaina.but tomar ei gaan sunle mone hoi sob paoa hoye geche.ekkothai onobodyo t omar ei gaan.

  • @AzmaeenIslam-sf4kd
    @AzmaeenIslam-sf4kd Před 2 lety +1

    KI ROKOM ZENO HOYE JAY MONTA. ABEGEE SORIR TA TANDA HOYE JAY AMAR....

  • @unicorngirl748
    @unicorngirl748 Před 4 lety +3

    খুবি শনদর গান টা

  • @SouravDas-mk6pz
    @SouravDas-mk6pz Před rokem

    হয়তো পথের ধারে পাবো বারে বারে আমার শৈশব কৈশোর অমলীন❤️

  • @khairulchowdhury3798
    @khairulchowdhury3798 Před rokem +1

    The superb lyric and the wonderful voice made it a classy!

  • @DollyDutta-uv4kd
    @DollyDutta-uv4kd Před 5 lety +2

    Nachidar gangulo mon chue jai

  • @Munshisyl007
    @Munshisyl007 Před 2 měsíci

    হাজারবার শুনছি সেই ১০ থেকে

  • @rumunme1149
    @rumunme1149 Před 2 lety

    Sar r gan golo sobsomay moner maje jayga kore nice.

  • @dipakkayal7953
    @dipakkayal7953 Před 2 lety

    আজ থেকে বহুবছর পর আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে আমাদের পছন্দ, আমাদের সময়ের কৃষ্টি কালচার কেমন ছিল।
    আমরাই মনে হয় খুব লাকি সময়ে জন্মেছি আমরা হেমন্ত, মান্না,সতীনাথ, পঞ্চম দা,থেকে কিশোর কুমার, লতাজী, শানুদের মতো প্রতিভাবান শিল্পীদের গান শুনতাম।03:08:2022

  • @user-dw1ex5qc7q
    @user-dw1ex5qc7q Před 2 lety

    গুরু, তোমার দর্শন সত্যি তুলনাহীন৷

  • @69playstation
    @69playstation Před 2 lety

    স্মৃতি রেখে গেলাম.........❣️❣️❣️❣️❣️

  • @wahidsaker3191
    @wahidsaker3191 Před 4 měsíci

    Amar priyo gan

  • @nusratjahankeya1853
    @nusratjahankeya1853 Před 4 lety +3

    Mon chuye gelo... Love this song ❤️❤️

  • @faridulalam4455
    @faridulalam4455 Před měsícem

    আজ থেকে ৫০-৬০ বছর পর ই আমি অতীত কাল হয়ে যাবো। তখন আমারই কোন প্রজন্ম গানটি শুনে আমার মতই চিন্তা করবে....

  • @goutamsarkar964
    @goutamsarkar964 Před 6 měsíci

    দারুন কল্পনা❤️

  • @sarmisthadas401
    @sarmisthadas401 Před 2 měsíci

    Excellent

  • @rajashridas2790
    @rajashridas2790 Před 3 lety +1

    Ami Rajashri sotti legend nachi da ganer proti ta line Mone chuye Jaye😘😘 sotti Bhalo lagche Rajashri character niye uni ato sundor gan kore gechen

  • @prabirghosh3176
    @prabirghosh3176 Před 4 lety +2

    Darun

  • @subhayanchowdhury
    @subhayanchowdhury Před 5 lety +2

    Jiboner protichhobi ei gaanta amar

  • @pallabibiswas5356
    @pallabibiswas5356 Před 3 lety +4

    You are my constant love ❣️#Sudipto

  • @skantitapos5512
    @skantitapos5512 Před 5 lety +8

    best song ever

  • @mdbabu8632
    @mdbabu8632 Před rokem

    Ami tader jonno bolte chay duya kore akto somoy hole ay gan ti sune jeyo..

  • @rayhanislam1268
    @rayhanislam1268 Před 3 lety +1

    osadharon