Koto Din Dekhi Na Mayer Mukh । কতদিন দেখি না মায়ের মুখ । Khalid Hasan Milu

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 156

  • @faisalalamsamrat5421
    @faisalalamsamrat5421 Před 2 lety +45

    প্রতি দিন রাতে যখন ঘুমানোর সময় মায়ের কথা মনে পড়ে। হেডফোন লাগিয়ে গান টা শুনি। আর চোখ দিয়ে পানি ফেলতে থাকি।

  • @user-nr1qk5pb1r
    @user-nr1qk5pb1r Před rokem +18

    মা আমার কলিজা, বাবা আমার প্রান , ২ দুই জনই ফাঁকিদিয়ে পর পারে চলে যায়। আললা তাদের ভালো রেখো।

  • @hasanmhamud9849
    @hasanmhamud9849 Před měsícem +3

    তিনটি প্রেমে কোন কষ্ট নাই -
    -আল্লাহর সাথে.!
    - রাসুল (সঃ) এর সাথে.!
    - মা-বাবার সাথে.!❤️❤️

  • @user-dm5jd8tt7j
    @user-dm5jd8tt7j Před 9 měsíci +5

    খালিদ হাসান মিলু ও সঙ্গীতাঙ্গন কাঁপানো এক ট্র্যাজেডি |
    ১২ টি অ্যালবাম, পাঁচ হাজারটির মত গান, ২৫০ টি সিনেমায় প্লে-ব্যাক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার - খালিদ হাসান মিলুকে মনে রাখার অনেক কারণই আছে। অথচ, রোগ শোকে ও আর্থিক অনটনে একটা সময় পরিবার নিয়ে বেঁচে থাকাটাই ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল তাঁর জন্য।
    হানিফ সংকেতের সৌজন্যে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে উঠে এসেছিল সেসব দিনের গল্প।
    সেই অবস্থায় ইত্যাদিই তাঁকে সুযোগ দিয়েছিল। সুযোগ্য ছেলে প্রতীককে নিয়ে তিনি মঞ্চে উঠেছিলেন। দর্শক-শ্রোতাদের আবেগের জলধারায় ভাসিয়েছিলেন। যদিও, সেই লড়াইটা খুব বেশিদিন স্থায়ী হয়নি। লিভার সিরোসিসে ভুগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি চলে যান না ফেরার দেশে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তাঁর চলে যাওয়াটা ছিল বিশাল এক ট্র্যাজেডি।
    খালিদ হাসান মিলু জন্মগ্রহন করেন ১৯৬২ সালে ৩ এপ্রিল পিরোজপুরের আদর্শপাড়াতে। মিলুর বাবা মোদাচ্ছের আলী মিয়া ছিলেন স্থানীয় ‘গুনাইবিবি’ পালা গানের সাথে জড়িত। বাবা গানের মানুষ হিসেবে ছোট্ট মিলুরও ছিলো গানের প্রতি বিশেষ এক ঝোঁক। এর কারণে তাঁর গানের প্রতিভাও বিকশিত হয় দ্রুত। বাবার হারমোনিয়াম দিয়েই মিলুর গানের সাধনা শুরু।
    তিনি ওস্তাদ রবীন দাস,সুরেশ দাস সহ আরো কয়েকজনের কাছে সংগীত বিষয়ে তালিম নেন। তার তালিম নেয়া তখন পূর্নতা পায় যখন তিনি ১৯৭৮ সালে খুলনা বেতারে তালিকাভুক্ত শিল্পি হন। খুলনায় তিনি ‘স্পার্টান’ একটি ব্যান্ডও গঠন করেন।
    সংগীতে নিজেকে আরো বিকশিত করতে খালিদ হাসান মিলু ১৯৮৩ সালে ঢাকায় চলে আসেন। সে বছরই আকবর কবির পিন্টু পরিচালিত আলী হোসেনের সুরে ‘কালো গোলাপ’ ছবিটির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে গান করেন।
    খালিদ হাসান মিলু এদেশের দর্শক শ্রোতাদের কাছে প্রথম আলোচিত হন ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ও আনোয়ার পারভেজের সুরোরপিত ‘চাঁদনী’ ছবিটির অভাবনীয় সাফল্যের পর। ছবিতে তার গাওয়া গান দর্শক শ্রোতারা দারুণ ভাবে গ্রহন করে।
    তার ঠিক দুই বছর পর অথাৎ ১৯৯৩ সালে ‘মৌসুমী’ চলচ্চিত্রের ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তায় নিয়ে যায়। এর প্রেক্ষিতে তিনি গাইতে থাকেন একের পর এক সব চলচ্চিত্রে।
    ১৯৯৪ সালে শাহাদাত হোসেন পরিচালিত ও জালাল আহমেদের সুরোরপিত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির ‘ভালোবাসা ভালোবাসা মানেনা কোন পরাজয়’ গানটির মাধ্যমে পান শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৭ সালে মোরাম্মদ হান্নান পরিচালিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘প্রানের চেয়ে প্রিয়’ ছবির ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’ গানটি অমর হয়ে থাকার মতই একটি গান।
    মিলু শুধু চলচ্চিত্রেই প্লেব্যাক নয়, ১৯৮০ সালে প্রথম ‘ওগো প্রিয় বান্ধবী’ অ্যালবাম-সহ ১২ টি সলো অডিও ও বহু মিক্সড অ্যালবামে কাজ করেছেন তাঁর উল্লেখ্য যোগ্য একক আলবামের মধ্যে ‘প্রতিশোধ নিও’, ‘নীলা’, ‘শেষ ভালোবাসা’, ‘শেষ খেয়া’ অন্যতম।
    শুধু গান নয়, তিনি ছিলেন বেশ সুদর্শন। অবলীলায় সিনেমায় নায়ক হতে পারতেন। তবে, সে পথে পা বাড়াননি।
    তবে, ভিষণ স্টাইলিশ ছিলেন। কথা কম বলতেন, তবে ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন - এক কথায় নিপাট ভদ্রলোক। প্রায়ই ইত্যাদি-তে তাঁকে দেখা যেত। চিত্রায়নেও বরাবরই তার নায়কোচিত দর্শন প্রশংসিত হত।
    ১৯৯১ সালে বিটিভিতে প্রচারিত ‘গ্রামকথা’ নাটকে নুরুজ্জামান শেখের লেখা ও বদরুল আলম বকুলের সুরে মিলুর গাওয়া সেই হৃদয়স্পর্শী গান ‘কতদিন দেখিনা মায়ের মুখ’ গানটি যেনো আমাদের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয়!
    খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরী দুই ছেলে প্রীতম হাসান ও প্রতীক হাসান। দু’জনই গায়ক ও মিউজিক কম্পোজার। দু’জনই সঙ্গীতাঙ্গনে বেশ প্রতিষ্ঠিত। দুই ভাই এক সাথে হলে কি করতে পারেন সেটা ‘বিয়াইন সাব’ কিংবা ‘গার্লফ্রেন্ডের বিয়া’ মিউজিক ভিডিওগুলোতেই দেখা গেছে। এই দু’জনের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন, বেঁচে থাকবে খালেদ হাসান মিলুর ঐতিহ্য!

  • @forhadblog1790
    @forhadblog1790 Před 2 lety +32

    প্রবাসে থেকে এ সব গান শুনলে অনেক কষ্ট লাগে😭😭😭😭😭

  • @mirzazaman5061
    @mirzazaman5061 Před rokem +19

    মা নাই আজ ছয় বছর। মায়ের কথা যখন খুব বেশী মনে তখন এই গান টা বার বার শুনি আর নিরবে চোখের পানি মুছে ফেলি। 😢😢

    • @simonhasan4189
      @simonhasan4189 Před 11 měsíci

      😢😢😢😢

    • @NefurKhan-pn5pv
      @NefurKhan-pn5pv Před 9 měsíci

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💝💝

  • @farhadkhan3845
    @farhadkhan3845 Před 2 lety +36

    আমার পুরো পৃথিবী একদিকে,,,,
    আর আমার মা একদিকে,,,,,,,,,,,
    এই পৃথিবীতে মা-ই আমার সর্গ ,,,,,,,,,,,,
    মা-ই আমার জান্নাত ,,,,,,,,,,,,
    I love you Maa 🥰🥰🥰

  • @tareqtareq4477
    @tareqtareq4477 Před 2 lety +60

    খুব কষ্ট হচ্ছে প্রবাসে থেকে মায়ের গান শুনে😭😭😭😭

    • @tajulislam157
      @tajulislam157 Před rokem +2

      ওঔওওওওঔওওঔঔঔওওওওওওওওওওওওওঔওঔওওঔওঔওওঔওঔওওওওঔঔঔঔঔওঔঔঔঔঔঔওওওওঔ

    • @rubelmadbor6153
      @rubelmadbor6153 Před 9 měsíci

      🇧🇩❤️🥹😢

    • @mahbuburrahman9678
      @mahbuburrahman9678 Před 7 měsíci

      😢

    • @lokmanhossain6889
      @lokmanhossain6889 Před 6 měsíci

      ​@@tajulislam157😊ধধধদ😊

    • @lovelyarian1435
      @lovelyarian1435 Před 3 měsíci

      😢😢😢 আমার ও খুব কষ্ট হচ্ছে মা য়ের জন্য প্রবাস থেকে 😢😢😢

  • @rrproduction1546
    @rrproduction1546 Před 2 lety +30

    প্রিয় শিল্পী ওপারে ভালো থাকুন

  • @skentertainmentbd6125
    @skentertainmentbd6125 Před rokem +8

    আজ আট মাস হয়ে গেছে মাকে দেখি না আর হয়তো কোনদিন দেখতে পারবো না৷
    ওপারে ভালো থেকো মা
    ওপারে দেখা হবে মা
    আল্লাহ আপনি আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন
    আমিন

  • @ranahamid5888
    @ranahamid5888 Před rokem +11

    আমি একজন প্রবাসী। অনেক মনে পড়ে বাবা মাকে

  • @user-iu6um5xr7t
    @user-iu6um5xr7t Před rokem +12

    মা আমার পৃথিবী, মা আমার সফলতা ✍️

  • @asrafulalam4523
    @asrafulalam4523 Před rokem +6

    এসব গান শুনলে নিজের অজান্তেই ছেলেবেলায় হারিয়ে যাই,, আর বুক ফেটে কান্না আসে

  • @jewelmir7531
    @jewelmir7531 Před 2 lety +19

    আমি প্রবাসী, তাই এই গানে অশ্রু ঝরে 😭😭😭😭

  • @abulbashar8980
    @abulbashar8980 Před rokem +13

    পৃথিবীর কোন কিছুই মায়ের সাথে তুলনা করা যায় না।

  • @shohagrana5750
    @shohagrana5750 Před rokem +8

    মায়ের মত আপন কেউ নেই😊

  • @mdraselkhan5074
    @mdraselkhan5074 Před rokem +11

    আমার মতো লাখো প্রবাসির বুক ফাটা কষ্টের গান😢😢😢😢😢😢

  • @mdhelal6681
    @mdhelal6681 Před rokem +7

    এই গান গুলি শুনে সত্যি মা কে অনেক মিস করি এই দূর প্রবাসে

  • @hm.alamin5946
    @hm.alamin5946 Před 9 měsíci +1

    কতদিন দেহিনা মায়ের মুখ
    হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান
    হায়রে পরান হায়রে পরান ।
    হায়রে আমার গাঁয়ের বাড়ি
    সারি সারি গরুর গাড়ি
    মরা নদীর চর।
    দীঘির জলে হাসের খেলা
    ঘরের চালে দুপুর বেলা
    রঙ্গিলা কইতর।।
    উঠানে চরাইনা সোনার ধান
    হায়রে পরান, হায়রে পরান ।
    কতদিন ধরিনা ডোবায় মাছ
    করিনা সেই মরা নদীর মিঠা পানি পান
    হায়রে পরান, হায়রে পরান ।
    হায়রে আমার রখাল হিয়া
    কাজলা গরুর গোসল দিয়া
    মাঠে নিয়া যায়।
    বিহাল বেলা বাঁশের বনে
    ঝিকিমিকি রইদের সনে
    মন মিলাইতে চায়।।
    ভুলিতে পারেনা মাটির টান
    হায়রে পরান, হায়রে পরান ।
    কতদিন রাহিনা চানের খোজ
    দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান
    হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।
    হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।
    ---------
    খালিদ হাসান মিলু

    • @bp.eyasin9611
      @bp.eyasin9611 Před 7 měsíci

      গানটির লেখক কে?

  • @iqbalhosen9914
    @iqbalhosen9914 Před rokem +5

    গান টা‌ প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনি 🥺🥺🥺

  • @MdShamim-ti3jl
    @MdShamim-ti3jl Před 2 lety +9

    আমার জনপ্রিয় শিল্পী

  • @rakibrb528
    @rakibrb528 Před 2 lety +13

    মায়ের মত কেউ হয় না

  • @abdullahalharun3800
    @abdullahalharun3800 Před 2 lety +7

    আহা! কী শুনিলাম!

  • @farhadkhan3845
    @farhadkhan3845 Před 2 lety +8

    মা - ও মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি,,,, 🥰❤️🥰

  • @jakhirhasan4414
    @jakhirhasan4414 Před rokem +6

    গানটা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাবে

  • @rakibrb528
    @rakibrb528 Před 2 lety +6

    খুবই প্রিয় একটা গান

  • @mdferdousrubelmdferdousrub1185

    গান সুনে মনটা জুরিয়ে গেছে। হায়রে পরান কত দিন দেখিনা মায়ের মুখ

  • @user-ys6pr9nm6j
    @user-ys6pr9nm6j Před 3 měsíci +1

    আহ মায়াবী সেই গান,,,,

  • @Sharbato1234
    @Sharbato1234 Před 2 lety +8

    মায়ের মত আপন এই পৃথিবীতে নাই🌿💢🌿💢🌿

  • @AnwarHossain-fo3kb
    @AnwarHossain-fo3kb Před 2 lety +8

    এই ধরনের গান গুলো শুনলে মনটা জুড়িয়ে যায়,,

  • @NurNobi-cn8dg
    @NurNobi-cn8dg Před 6 měsíci +1

    হে আললাহ আপনি আমার মাকে পরপারে ভালো রাখেন আমিন ।

  • @user-mt4fh8xg6z
    @user-mt4fh8xg6z Před 10 měsíci +1

    মা না থাকা টা অনেক কস্টের, এই সমস্ত গান শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসে।

  • @MdRobiulIslam-hw6yu
    @MdRobiulIslam-hw6yu Před 10 dny

    আমার শুনা সব চেয়ে সুন্দর একটা গ্রামের গান এর চেয়ে সেরা গান আর হতে পারে না... ঢাকায় থাকলে বুঝা যায় গ্রাম কি 🥹😭😭😭

  • @rahmanmoti
    @rahmanmoti Před 26 dny +1

    অসাধারণ দরদী গান
    প্রিয় শিল্পী মিলু
    গানটা 'প্রেমের কসম' ছবিতে ব্যবহৃত হয়েছিল।

  • @RoshniAkter-
    @RoshniAkter- Před 11 měsíci +1

    মা বাবার থেকে যে সন্তান দূরে থাকে তারা যানে এই গানের মর্ম
    বাবা মা শুশুর বাড়ি আছি যখন মনে হয় মা সাথে কাটানো দিন গুলি ভুক ফাটা কান্না আসে
    স্বামী যেনো না শুনে কান্নার আওয়াজ নিসচুপ কান্না আহারে কলিজা টা চুরমার করে দেই 😭😭
    মা সাথে কাটানো দিন গুলি ভিষণ মনে পরে 😭😭😭
    বিয়ে হওয়ার পর এভাবে একটা মেয়ে দূরে সরে থাকতে একটা মেয়ে কখনো বিয়ের আগে বুঝেনাহ 😭😭

  • @mdmanikhosen8115
    @mdmanikhosen8115 Před 2 měsíci

    অনেক সুন্দর গান, আমার কাছে বেশ ভালো লাগে

  • @manik-1
    @manik-1 Před měsícem

    যার মা নাই / বা দূরে থাকে সে জানে মা কত আপন। মায়ের আদর না পাওয়া মানুষ টা কৈ। বট বৃক্ষের মত মা সন্তান কে আগলে রাখে

  • @MstmomuakterMstmomeakter

    ২০২১ সালে আমার মা মারা যায় ক্যানসার রোগ হয়ে,,,, তখন আমার বারে বারে এই গানটি শুনত আজ হঠাৎ আমার ছোট বোন গানটি শোনার জন্য বায়না করল,,,,,

  • @shimulnaskar9657
    @shimulnaskar9657 Před měsícem

    গানটা যতবার শুনে ততবারই ভালো লাগে

  • @jndishavlogsinflorence4477

    মা নাই আজকে ৭বছর হয়ে গেলো,আসলে মা-বাবাকে অনেক মনে পরে,খুবই অস্থির লাগে তাদের কথা মনে পরলে,এত কষ্ট লাগে এই কষ্ট মৃত্যু পর্যন্ত থাকবে,এই কষ্ট শেষ হবার নয়,মা-আব্বার মত এত মধু এত ভালোবাসা আর যেন কোথাও পাবো না কোনদিন,আল্লাহ্ তাদের অনেক শান্তিতে রাখুক আমিন,আব্বা আর মা এদের ছাড়া দুনিয়াটা খুব কষ্টের যন্ত্রনাদায়ক,এমন কোনদিন নাই যে যন্ত্রনা না লাগে যে এই মা-আব্বা আর নাই এবং তাদের আর কোনদিনও কাছে পাবো না,তাদের আদর পাবো না💔💔💔

  • @user-yk7cp1sb2h
    @user-yk7cp1sb2h Před 8 měsíci +1

    ..one of the best singers of Bangladesh

  • @sumonakawsher2963
    @sumonakawsher2963 Před rokem +2

    আমার মা জখন বেচে ছিল কতো বার এই গানটা শুনাইছি আমি আমার মাকে আর এখন একা একা গাই চোখ দিয়ে পানি পারে ভিসন মনে পারে মা তোমাকে তুমি কি বুঝতে পারো মা?

  • @akaskolomedia
    @akaskolomedia Před 5 měsíci

    আমি গান শুনছি আর চোখ দিয়ে পানি জরছে। কি মধুর কন্ঠ,

  • @MdMdkinG-cx7ns
    @MdMdkinG-cx7ns Před 9 měsíci

    এ গানটি শুনলে দেশের কথা মনে পড়ে যায়, প্রবাস জীবন।

  • @mdabumusa1980
    @mdabumusa1980 Před 10 měsíci

    অসাধারণ,,, 😢 মনে পরে মা কে,,,, আজ মা নেই।

  • @kamalahmed8793
    @kamalahmed8793 Před 4 měsíci +1

    জানিনা মায়ের স্নেহ ভালোবাসা কেমন হয়,জন্মের দুই বছরের মাথায় মাকে হারিয়েছি। কি দুর্ভাগ্য আমার যে মা আমাকে জন্ম দিলো তাঁকেই মা বলে ডাকতে পারিনি😭😭😭।চোখের জল ফেলে কি আর সেই দুঃখ মোচন হবে

  • @MdRazzqk-xf6ms
    @MdRazzqk-xf6ms Před 11 měsíci +1

    মা ছাড়া এই পৃথিবীতে কেহ আপন নাই

  • @hoshneyara495
    @hoshneyara495 Před 8 měsíci

    নিজের জন্মস্থান জরিয়ে থাকে প্রতিটি মানুষের কত সৃতি!আমার বাংলা দেশ.. আমাদের বাংলাদেশ প্রবাসি মানুষ দের প্রাণ! বিবাহিতরা বউয়ের সাথে কথা বল্লে মন ভালো হয়ে যাবে,, হায়রে প্ররাণ!!

  • @eleaskhan2603
    @eleaskhan2603 Před 7 měsíci

    আমার এই পৃথিবীর থেকে চলে গেছে আজ গানটা সুনে মায়ের কথা অনেক মিস করতেছি

  • @MdAhad-po4ro
    @MdAhad-po4ro Před měsícem

    এই গান শুলো আমার হৃদয়ের মাঝে আঘাত করে কারন আমি প্রবাসি,

  • @user-sg4ov5vm3e
    @user-sg4ov5vm3e Před 11 měsíci +1

    স্রৃতির পাতায় তাকালে কস্টে বুকটা ফেটে যায়,,, তার পরো আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল আছি

  • @atiksekh4855
    @atiksekh4855 Před 10 měsíci +1

    মা ছারা পৃথীবি অনদো কার।দেখলে মায়ের মুখ দুর হয় সব দুখ।বৌ চলে গেলে বৌ পাবে মা চলে গেলে মা পাবেনা।সবাই মায়ের খেয়াল রেখো।

  • @shahporan2888
    @shahporan2888 Před 2 měsíci

    আহ! কি মায়াবী

  • @user-kg8ji6jt9t
    @user-kg8ji6jt9t Před 8 měsíci

    পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ নেই হয়না কখনো বাবা মারা গেছে মা আছে আলহামদুলিল্লাহ মা ছাড়া কিছুই নেই জীবনে আমার মৌ যশোর থেকে

  • @mdalaminmondol531
    @mdalaminmondol531 Před rokem +2

    আমার অনেক প্রিয় একটা গান

  • @jhuntubarua4806
    @jhuntubarua4806 Před 10 měsíci +1

    মা তুমি নেই আজ ৮বছর হয়ে গেলো। তোমাকে খুব বেশি মনে পরে।তোমাকে খুব ভালোবাসি।😭😭😭😭

  • @SharminAkther-ei6sz
    @SharminAkther-ei6sz Před 5 měsíci +1

    মাকে হারিয়েছি ১২ বছর হল 😭😭😭

  • @sujonforazi1
    @sujonforazi1 Před 8 měsíci

    এই গানটা প্রবাস নামক জেল খানা থেকে অনেক কাদায়😢😢

  • @RuhulAmin-du3qo
    @RuhulAmin-du3qo Před rokem +1

    সারাজীবন গান টা থাকবে হয়তো আমি থাকবো না তবে কমেন্টা হয়তো সারাজীবন থাকবে। লাইক পাইলে নোটিফিকেশন আসবে তখন আবার গানটা শুনবো 29-06-2023

  • @emon351
    @emon351 Před rokem

    london asci aj 4 month holo ai ghan sune desh k khub miss korteci nijer desher moto kothao nai

  • @mdhabib3921
    @mdhabib3921 Před 7 měsíci

    খালিদ হাসান মিলুর প্রতিটা গান রুচি সম্মত।আর এখন গায় কি গায় সে নিজেও জানেনা।

  • @armollah8413
    @armollah8413 Před 4 měsíci

    মা তোমাকে অনেক মিস করি এই প্রবাসে এসে ❤

  • @shahidulislamshahid8399
    @shahidulislamshahid8399 Před 9 měsíci

    প্রবাস জীবন আসলেই কষ্টের অনেক কিছু মিস করি

  • @user-vu9rd6lk1v
    @user-vu9rd6lk1v Před 2 měsíci

    মা নেই কিছু নেই শুধু ধু ধু মরুভূমির মত জীবনটা,

  • @meenabegum4058
    @meenabegum4058 Před 4 měsíci

    Asomoye Maa-Baba hariyesi zoog zoog par holo ! Nijey o akhon parer kheyar opekkha korsi ! Protidin chookh vijey Maa'r jonno, Baba'r jonno ! Allah aamar Maa-Baba k Zannatul Ferdaus dan koroon ! Valoo thakun sober Maa-Baba!

  • @mdalaminislam9795
    @mdalaminislam9795 Před rokem

    Ma Amar ma!! onk shundoor gaan

  • @mdallialli3081
    @mdallialli3081 Před 8 měsíci

    আমার মায়ের কথা মনে হলে মন চায় উরাল দিয়ে চলে যাই,,হায়রে প্রবাস😢

  • @akhiakter6601
    @akhiakter6601 Před 2 lety +2

    I almost cry...

  • @aminrahman1348
    @aminrahman1348 Před rokem +1

    May Allah keep you in Jannat.

  • @DipaMedia
    @DipaMedia Před 4 měsíci +1

    আমার প্রিয় গান

  • @mdsumonislam207
    @mdsumonislam207 Před měsícem

    মা গো অনেক দিন হয়ে গেলো তোমাকে দেখিনা

  • @MdJasim-ji2be
    @MdJasim-ji2be Před rokem

    আমার মানুষ টা গান যখন সুনি তখন খুবই ভালো লাগে

  • @user-zx4yk7jp2x
    @user-zx4yk7jp2x Před 2 měsíci

    আসসালামু আলাইকুম৷ তিন দিন থেকে মাকে দেখি না ১৫ দিন৷ ছিলাম মায়ের৷ কাছে৷ কে৷ বিয়া৷ বাইর করছে কা আর৷ কিছু৷ দিতে৷ পারে নয়

  • @sahinkazi7907
    @sahinkazi7907 Před rokem

    এই গান শুনলে খুব মিস করি প্রিয় গ্রামকে

  • @user-lc4tm1vg3k
    @user-lc4tm1vg3k Před 8 měsíci +1

    এই গানটি প্রবাসি জিবনের জন্য

  • @isratakdomtikhoinijahannba5937

    Just awesome

  • @GolamHossenRatanChowdhury
    @GolamHossenRatanChowdhury Před 2 měsíci

    প্রিয় শিল্পী কত দিন দেখিনা তোমার মুখ! 😂😂😂😂।

  • @user-bh7vw6ef9o
    @user-bh7vw6ef9o Před 5 měsíci

    আজ ১৪টা বছর মাকে দেখিনা বাবাও মারাগেছে বাবা মা ছাড়া দুনিয়া অন্ধকার বাবা মা ছাড়া কেউ ভালোবাসেনা

  • @shaifulislam3053
    @shaifulislam3053 Před měsícem

    এসব গান চলবে সারা জিবন

  • @isratakdomtikhoinijahannba5937

    Mind-blowing

  • @antormehedihasan8890
    @antormehedihasan8890 Před rokem

    aha maa,onek kichu bolte mon chay,but bolte parina.sudhu allahor kache ektai dowa kori Allah apne ar jai koren karo maa ke tule nian na.maa nai jar jogot a kichu nai tar.

  • @joharapatoary4969
    @joharapatoary4969 Před rokem

    Maa o m a a a a a tumar ason aji kothin vabe shunno❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @kashamhossen1059
    @kashamhossen1059 Před 8 měsíci

    গানটা শুনলে মায়ের কথা ভিশন মনে পরে পভাস জিভন

  • @ArifulIslam-wz4xc
    @ArifulIslam-wz4xc Před 11 měsíci +1

    এই গানটি লিখেছেন যে তিনি একটা মাটির মানুষ

  • @rahdowanhossan3539
    @rahdowanhossan3539 Před 2 lety +2

    Ma ma ❤❤❤❤❤💕💕💕💔💔💔💔💔💚💜💛💓💓💛

  • @BabulSordar-ox4pm
    @BabulSordar-ox4pm Před 4 měsíci

    Are oi vai kali probas tekei apnader kosto hoi janen to oi aktai. Ar je sontan kokono makei dake nai tar ki hoi. Ato abeg neye taken kan apnara bastobe asen boss

  • @M7nnbb-iz3lx
    @M7nnbb-iz3lx Před 3 měsíci

    😢😢😢😢😢😢
    আহ মা

  • @user-sg3pl4tw6y
    @user-sg3pl4tw6y Před 6 měsíci

    একাএকা লাগে জখন গান সুনি

  • @ratishchy9340
    @ratishchy9340 Před 2 lety +2

    Nice Song

  • @NefurKhan-pn5pv
    @NefurKhan-pn5pv Před 9 měsíci +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rokibulhasansiyam5795
    @rokibulhasansiyam5795 Před 6 měsíci

    ওরে মা কোথায় হারিয়ে গেলে তুমি খুব বেসি মনে পারে তুমাকে যানি আর কোন দিন দেকতে পাবো না তুমার ঔসুনা মৃখ

  • @user-cd7xy3zx1d
    @user-cd7xy3zx1d Před měsícem

    যার মা নাই সে বুজে মা কি

  • @zahifdddfddrahman8263
    @zahifdddfddrahman8263 Před 7 měsíci

    মা মা মা মা মা মা মা মা মা মা মা মা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা

  • @md.zahidulahsanzahid24
    @md.zahidulahsanzahid24 Před 9 měsíci

    Legend never die ❤.

  • @mdazizulislam8340
    @mdazizulislam8340 Před rokem

    অাহ কি স্বাদ গানে

  • @mdjahedahmedchowdhury4658
    @mdjahedahmedchowdhury4658 Před 4 měsíci

    মা আমার পৃথিবী

  • @mohammadalauddin2098
    @mohammadalauddin2098 Před rokem

    সম্পুর্ন গান একটা জীবন কাহিনী।

  • @mdmunnuhossain4247
    @mdmunnuhossain4247 Před 2 lety +2

    Nice song

  • @Ebnebillal
    @Ebnebillal Před 2 měsíci

    kokila pakhi ta ke ?

  • @mdmunnuhossain4247
    @mdmunnuhossain4247 Před 2 lety +1

    Love you boss