আনন্দপথ-৪৬২ মন্ত্র দীক্ষা, নাম দীক্ষা ও জপের পদ্ধতি।Initiation hy Mantra or Name & system of Japa

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2022
  • #anup_b_acharya
    #anandapath_462
    #spiritual_motivational_talks_bangla
    মন্ত্র দীক্ষা, নাম দীক্ষা ও জপের পদ্ধতি।
    Initiation hy Mantra or Name & system of Japa
    অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। আগ্রহী এক শিষ্যের গুরুর কাছে দীক্ষার পর চলে সাধনার অভ্যাস।
    অনেক রকম দীক্ষার মধ্যে বেশি প্রচলিত দুই জাতীয় দীক্ষা - মন্ত্র দীক্ষা ও নাম দীক্ষা। এই দুটির করাই এখানে আলোচনা করা হয়েছে। সঙ্গে রয়েছে জপ করার কয়েকটি পদ্ধতি। সবটা শুনে দেখুন কেমন লাগে।
    আনন্দপথ ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।
  • Komedie

Komentáře • 188

  • @pronabbiswas8082
    @pronabbiswas8082 Před 6 měsíci +2

    একদম স্যার আমার গুরু আমাকে 10 বছর অপেক্ষা করিয়েছে। আমাকে নানা ধরনের প্রাণায়াম অভ্যাস করিয়েছে। তারপর গত দোলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন।

  • @aindrilabasu8365
    @aindrilabasu8365 Před rokem +3

    খুব সুন্দর বোঝালেন। আজকাল প্রকৃত গুরু মেলে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি বলেই এতো সুন্দর বোঝালেন। অনেক গুরু এই বোঝানোর জন্য ভেট প্রত্যাশা করেন সেটাও আমার অভিজ্ঞতা বলে। আপনার মত এতো সত্যিকারের আধ্যাত্মিক মানুষ বিগত দশ বছরে আমি দেখিনি। দীক্ষা নিতে গেলে কি পরিমান উপহার সামগ্রী নিয়ে যেতে হবে তার দুপাতা ফর্দ আছে আমার কাছে। টাকা ও সোনা সহ। নিজের অভিজ্ঞতা। আমি আর ওপথে পা বাড়াই নি। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে বসে আছি।

  • @simasaha9285
    @simasaha9285 Před rokem +5

    আজ আপনি বীজ মন্ত্রে র কি সুন্দর সরল ভাবে উদাহরণ দিলেন খুব সহজেই বুঝতে পারবে করতেও পারবে।আজকের কর গোনা পদ্ধতি অনেক কে দেখেছি কিন্ত সঠিক ভাবে জানতাম না তাই এটা আপনার কাছে আমি দেখলাম ও জানলাম। খুব ভাল লাগল। প্রণাম নেবেন।

  • @kalyanibanerjee8825
    @kalyanibanerjee8825 Před rokem +1

    সশ্রদ্ধ প্রণাম ।সবিস্তারে ব্যাখ্যা খুব ভালো ভাবে জানলাম ।উপকৃত হলাম ।আভূমি প্রণাম আচার্য দেবকে ।

  • @user-un1xy5lf8s
    @user-un1xy5lf8s Před rokem +2

    খুব ভালো লাগলো। আপনার বোঝানোর পদ্ধতিটা খুব সুন্দর

  • @anupentertainmentworld7448

    জয়গুরু জয়গুরু জয়গুরু
    খুব ভালো লাগলো

  • @ranendramohanchakraborty1817

    Correct কর গোনার দরকার কি? সারাদিন তাঁর নাম করে যাব। কর গোনার দিকে মন থাকলে মন দিয়ে নাম করতে পারব না। খুব মূল্যবান কথা বলেছেন।

  • @saswatidey6142
    @saswatidey6142 Před rokem +1

    ভীষন উপকৃত হলাম ও সমৃদ্ধ হলাম ৷

  • @tribenibanerjee8215
    @tribenibanerjee8215 Před 11 měsíci

    শুভ অপরাহ্ন শ্রদ্ধেয় পূজ্যপাদ আপনার মহামূল্যবান আলোচনার সর্বশেষে উল্লিখিত অহরহ জপের পদ্ধতি টি বিশেষ গ্রহনযোগ্য।প্রণাম ।ভালো থাকবেন ।

  • @nibeditaacherjee4836
    @nibeditaacherjee4836 Před rokem +1

    Khub khub upakrita halam. Khub sudar alochona. Pranaam neben .

  • @lakhinapon7360
    @lakhinapon7360 Před rokem +4

    প্রনাম নেবেন ঠাকুর, সমৃদ্ধ হচ্ছি নিয়মিত।

  • @binapanibanerjee5278
    @binapanibanerjee5278 Před rokem

    খুবই ভালো লাগল বিস্তারিত জানতে পেরে আপনার বোঝানো। প্রণাম জানাই ।

  • @samareshroy3570
    @samareshroy3570 Před rokem +2

    খুবই সুন্দর!

  • @aviseksarkar9763
    @aviseksarkar9763 Před rokem +3

    অসাধারণ বাবা। অন্যতম সেরা শিক্ষামূলক ভিডিও ছিল এটি। বাবা, একটি প্রশ্ন, বিনীতভাবে জানতে চাইছি, অপরাধ নেবেন না, কেউ যদি ক্রিয়া দীক্ষা নেন, তবে কি তিনি চাইলে নামদীক্ষা অথবা মন্ত্রদীক্ষা নিতে পারেন? সেক্ষেত্রে কি যার কাছ থেকে মন্ত্রদীক্ষা নেবেন, তাকে কি আগে জানিয়ে দিতে হবে যে ক্রিয়া দীক্ষা আছে, না কি তিনি জিজ্ঞাসা না করলে বলা যাবে না? দয়া করে যদি এই সংশয়গুলো পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করেন, তাহলে আমার মতো অনেকেই উপকৃত হবেন। আদ্যাশক্তি মহামায়া আপনার মঙ্গল করুন। ওঁ ক্রীং কালিকায়ৈ নমঃ🙏

  • @badhonrudra
    @badhonrudra Před rokem +3

    সুস্পষ্ট এবং হাতে কলমে শিখিয়ে দিলেন। নিঃস্বার্থ ভাবে এতটা করে যাচ্ছেন আমাদের জন্য,
    প্রনাম আপনাকে 🙏🌺🌿।
    পুজার একটা গুরুত্বপূর্ণ অংশ ধুপ, প্রদীপ, পুষ্প, চামর দিয়ে "আরতি"। আরতি করলে মন মুহুর্তে আনন্দ লাভ করে। এই আরতির মহিমা, তাৎপর্য এবং ভক্তি লাভে এর প্রয়োজনীয়তা আছে কতটুকু, সে বিষয়ে আলোচনা করলে কৃতার্থ হব ( যদি যুক্তিযুক্ত মনে করেন)।
    🙏🏼🌺🌿

  • @bandanapatra7202
    @bandanapatra7202 Před rokem +1

    খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏🙏🙏

  • @manjusreebhowmik9401
    @manjusreebhowmik9401 Před 5 měsíci

    ভীষন ভাল লাগল ।অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏

  • @pinushooterphotography
    @pinushooterphotography Před rokem +2

    নাম জপের পদ্ধতি জেনে সমৃদ্ধ হলাম। 🙏🙏

  • @uttamghosh5760
    @uttamghosh5760 Před rokem +2

    Thank you very much for your information Acharya Dev

  • @balaimondal7477
    @balaimondal7477 Před rokem +1

    Khub valo laglo apnar kotha gulo

  • @sudeshnamondal5002
    @sudeshnamondal5002 Před rokem +1

    Darun laglo❤️🙏❤️

  • @bandanachatterjee7343
    @bandanachatterjee7343 Před rokem +1

    Ki sundor bhabe bujhie dilen.🙏🙏🙏

  • @basabipurkayastha96
    @basabipurkayastha96 Před rokem +2

    Khub valo laglo 🙏

  • @sibanisarkar5937
    @sibanisarkar5937 Před rokem

    প্রণাম, মূল্যবান উপদেশ, খুব ভালো লাগলো.

  • @sampaganguly3520
    @sampaganguly3520 Před rokem +1

    খুব সুন্দর ভাবে বোঝালেন, প্রণাম জানাই

  • @seemasaha9994
    @seemasaha9994 Před rokem +2

    Khub valo laglo. Apni Amar pronam neben 🙏

  • @parthomittro9393
    @parthomittro9393 Před rokem

    খুব সুন্দর ভাবে ব্যাখা করলেন। খুব ভালো লাগলো। আমার নমস্কার নিবেন।

  • @sajalbhattacharjee8874
    @sajalbhattacharjee8874 Před 6 měsíci

    সুন্দর ভাবে বুঝিয়েছেন। নমস্কার। 🙏

  • @khokanray6736
    @khokanray6736 Před rokem +1

    উপকৃত হলাম

  • @nemaijash9817
    @nemaijash9817 Před rokem +1

    খুব ভালো লাগলো

  • @saswatisanyal3754
    @saswatisanyal3754 Před rokem +3

    এই ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।🙏🙏

  • @milidatta52
    @milidatta52 Před rokem

    Onek dhonyobad.. Bhalo Bhabe bujhlam

  • @nepalchandradas423
    @nepalchandradas423 Před rokem +2

    প্রনাম নেবেন ঠাকুর, 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @tapatisikdar5388
    @tapatisikdar5388 Před rokem +1

    Pronam janai.apner alochana khub upoker palem.

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 Před rokem +1

    Apni khub shundar kore bujhalen.

  • @ajitadhikary4730
    @ajitadhikary4730 Před rokem +1

    মুগ্ধতা

  • @user-tk2cg6jk5k
    @user-tk2cg6jk5k Před 4 měsíci

    Guru ji radhe radhe darun bolechen

  • @brihaspatiyadav8691
    @brihaspatiyadav8691 Před rokem

    Pranam nevin Thakur khub Sundar bhabhi bhujia chan Amar khoob bhalo laglo joyguru Joy Radhe gobindo

  • @babuldash7622
    @babuldash7622 Před 11 měsíci +1

    বাংলাদেশ থেকে শুনছি ভাল লাগছে

  • @BasudebAdhikary-hz2pb
    @BasudebAdhikary-hz2pb Před 8 měsíci +1

    দাদা কে আমার ভক্তি পূর্ণ প্রণাম । আপ নার ভিডিও আমি রোজ দেখি ।

  • @jessicaroy8531
    @jessicaroy8531 Před rokem +1

    God bless you.Nomoshker

  • @DKBhowmik2
    @DKBhowmik2 Před rokem +2

    নমস্কার, কি দারুন হৃদয়গ্রাহি আলোচনা করলেন । এত কম সময়ের মধ্যে এতো সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ।🙏🙏🙏❤️❤️❤️

    • @atanusfx
      @atanusfx Před rokem +1

      ঐটি নিজে নিজে হবে। কালে কালে আপনার সাথে প্রকৃত গুরু র সাক্ষাৎ হবেই।

    • @pijuschakoborti666
      @pijuschakoborti666 Před rokem

      ❤️

  • @bhadraneebhattacharjee2689

    আজকে আমি বুঝতে পারছি, বাবা লোকনাথ সত্যিই কৃপা করে আপনার এই আলোচনা গুলি পাইয়ে দিয়েছেন। আচার্য ঠাকুর🙏, আমি জ্ঞান হয়ে পর্যন্ত আমার অস্তিত্ব ও উৎপত্তি সম্পর্কে জানতে উৎসুক ছিলাম। আপনার আলোচনা আমাকে অনেক অনেক জিজ্ঞাসার উত্তর দিয়েছে। জপ সম্পর্কে জানতে পারলাম। আমি কিন্তু " জয় বাবা লোকনাথ " বলে সারাদিন জপ করি, আপনি যেমনটি বলেছিলেন। আচ্ছা, তাহলে তো আপনিও আমার লৌকিক গুরুদেব, তাই নয়? এই ভাবে জপ করে, আমি ফল পাবো কি❓ দ্বিতীয় প্রশ্ন, আমি লাভবান হলাম বুঝতে পারবো কিভাবে❓ তৃতীয় প্রশ্ন, সাধারণত এই ভাবে জপের ফলটি কি❓ বোধহয় জানার আগ্রহ তে আমি ভুল কিছু লিখে ফেললাম। আমার অনিচ্ছুক ভুলের জন্য, মার্জনা ভিক্ষা চাইছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। স্বার্থ হীন ভাবে, আমাদের মঙ্গলের জন্য আপনি একটি দৃষ্টান্তমূলক ভালো কাজ করে যাচ্ছেন। আপনার শ্রীচরনে শতকোটি সশ্রদ্ধ প্রণতি জানাই🙏🙏🙏🙏🙏🙏

  • @BMStudioBD
    @BMStudioBD Před rokem

    অপুর্ব গুরুজি

  • @RupaSarkar-do3lu
    @RupaSarkar-do3lu Před 14 dny +1

    দাদা আপনার এই ভিডিও আমি প্রথম পেলাম 🙏🙏আপনার কাছথেকে আমার একটি বিষয় জানবার আছে 🙏🙏দয়াকরে একটু শোনার মত প্রকাশ করবেন 🙏🙏

  • @mithunroy5241
    @mithunroy5241 Před rokem +1

    কথাগুলো সত্য বলেছেন।আমরা একটা ভুল করেচি মনে হয়

  • @saswatidey6142
    @saswatidey6142 Před rokem

    ধন্যবাদ ও প্রনাম🙏🙏

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai Před rokem +1

    Koti koti pronam neben Dada

  • @Seshbelai60
    @Seshbelai60 Před rokem +1

    নমস্কার সদা ভালো থাকুন।আর আপনার
    কথাগুলো খুবই আনন্দদায়ক।

  • @amitbasu6097
    @amitbasu6097 Před 4 měsíci

    Anek thanks sir,

  • @amritalalmajumder4809
    @amritalalmajumder4809 Před 6 měsíci

    আপনি ভালো বলেছেন।

  • @sephalidas5778
    @sephalidas5778 Před rokem +2

    Pranam baba.

  • @bipuldev9956
    @bipuldev9956 Před 10 měsíci +1

    প্রনাম গুরু ❤❤❤

  • @kantithapa6744
    @kantithapa6744 Před rokem +2

    Pranam 🙏

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 Před rokem +2

    আপনার আলোচনা খুবই ভালো লাগলো গুরুদেব কেউ যদি না। গননা করেন তাহলে কি কোনো দোষ হয় আর যেকোনো সময়ে কি জপ করা যায় আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @SukumarHalder-oz7dq
    @SukumarHalder-oz7dq Před 2 měsíci

    Hare krishna

  • @tandrasaha423
    @tandrasaha423 Před rokem

    Hare Krishna🙏🙏🙏

  • @basudab6423
    @basudab6423 Před 5 měsíci

    জয় গুরু

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Před rokem +1

    Joy guru,pronam 🙏🏻🙏🏻

  • @somamanik5221
    @somamanik5221 Před rokem +1

    👏👏👏

  • @ranendramohanchakraborty1817

    সুকৃতি না থাকলে কিছুই হবে না। নমস্কার এবং ধন্যবাদ।

  • @gourkumar8992
    @gourkumar8992 Před rokem

    প্রণাম 🙏🙏🙏

  • @harekrishnahareram1844
    @harekrishnahareram1844 Před rokem +1

    Joy Shree Radha krishna

  • @rajadas5825
    @rajadas5825 Před rokem +1

    Pranam

  • @anilpramanik1596
    @anilpramanik1596 Před 2 měsíci

    হরে কৃষ্ণ

  • @user-mn7cj8by5k
    @user-mn7cj8by5k Před 8 měsíci +3

    পিতা পরম গুরু মাতা জীবনের প্রথম গুরু। ঈশ্বর প্রথম থেকেই আমাদের দীক্ষিত করেছেন।

  • @manoranjanbarman5725
    @manoranjanbarman5725 Před rokem +1

    Dhanyabad Khub valolaglo

  • @kaushikpaul3020
    @kaushikpaul3020 Před 9 měsíci +1

    Nabadip dham theke Kom khorochay kon guru kachay dikha nebo ektu janaben please , khub upokar hoto

  • @SurprisedEyeglassFrames-ro5ud

    Joygurujoyguru

  • @archanaduttasarkar501
    @archanaduttasarkar501 Před měsícem

    JOY GURU JOY MAA

  • @asheshalder3441
    @asheshalder3441 Před rokem

    আপনার কথা খুব সুন্দর আপনি ভালোভাবেই বুঝিয়েছেন আমার একটা কথা ছিল আপনার কাছে এই জপ করতে গেলে কোন দিক নির্নয় করতে হয়?

  • @arghabanerjee252
    @arghabanerjee252 Před rokem +1

    🙏❤

  • @rituseth6248
    @rituseth6248 Před rokem +2

    🙏🏼🌹🙏🏼

  • @ranendramohanchakraborty1817

    ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন নিয়মের নিগড়ে নিজেকে না বাঁধাই ভাল। প্রণাম নেবেন।

  • @soumendranathdatta9703
    @soumendranathdatta9703 Před rokem +5

    দেখা মাত্র যখন আমার গুরু বলে মনে হবে, ওনার সঙ্গে দেখা হবে কেমন করে।আপনি অনুগ্ৰহ করে জানাবেন।

  • @malabasu5940
    @malabasu5940 Před rokem +1

    🙏🙏

  • @mrinalinikundu6130
    @mrinalinikundu6130 Před rokem +1

    🙏🙏🙏

  • @biswanathbiswas640
    @biswanathbiswas640 Před 3 měsíci

    খুবই ভালো লাগলো

  • @rinadas7661
    @rinadas7661 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @sujatadas7039
    @sujatadas7039 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏👌

  • @prasantaghosh60
    @prasantaghosh60 Před rokem +1

    বুঝতে পারলাম। ভালো লেগেছে। একটা বিষয়ে জানতে চাই তা হল শুধু জপের সংখ্যা গোনার জন্য নয়, আপনিতো বলেই দিলেন যে না গুনে নিরন্তর জপ করতে পারলে সেটা সবচেয়ে ভাল। আসলে আমি জানতে চাই আমাদের হিন্দুদের নানান ক্রিয়া কর্মে এই ১০৮ এই সংখ্যাটি বার বার আসে। কেন? এর শাস্ত্রসম্মত বা বিজ্ঞান সম্মত কোন ব্যাখ্যা যদি থাকে, জানতে চাই।🙏

  • @ashishganguly2706
    @ashishganguly2706 Před rokem +2

    গায়েত্রী মন্ত্র নিয়ে আলোচনা চাই।দাদা

  • @mithanpatar3078
    @mithanpatar3078 Před rokem

    রাধে রাধে আপনার চরণে প্রনাম আমি কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে মমতা পাতর রাধে রাধে🌹🌹🦚🦚🌹🌹🦜🦜

  • @niveditabakshi5823
    @niveditabakshi5823 Před rokem +1

    🙏🙏🙏❤️🙏

  • @subhramaiti5674
    @subhramaiti5674 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @madhumitam5955
    @madhumitam5955 Před rokem +1

    🙏🌻💐🙏🌻💐🙏🌻💐🙏🌻💐

  • @arupkumardatta3543
    @arupkumardatta3543 Před 7 měsíci

    Bhalo bolechen. Guru sisya ke 6 mas dekhben Tadrup Sisya Guru ke 6 mas dekhben. Tobei Dikha neo ucchit. Kar jop, Mala jop pratham aboysthay. Porer dhaoe sudhu Dhyan. Namasker.

  • @jayashreechatterjee7657
    @jayashreechatterjee7657 Před rokem +1

    আলোচনা খুব ভালো লাগলো। আমিও গুরুদেব সন্ধান করছি । আপনার সাথে যোগাযোগ করা যাবে কি?

  • @krishnabhattacharya3898
    @krishnabhattacharya3898 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @purnendusinha2819
    @purnendusinha2819 Před rokem +1

    আলোচনাটা খুবই হৃদয়গ্রায়ী হয়েছে । এ ব্যাপারে আমার একটি প্রংশ্ন , দয়াকরে এর উত্তর দিয়ে বাধিত করবেন । গুরু দীক্ষা দিলেন ,দিয়ে দীক্ষা মন্ত্র ডপ করতে বললেন ১০৮ বার বা ১০০০ বার বা যতবার করতে পারি । কিন্তু আমার প্রংশ্নটা হল যে, ষোল নাম বত্রিশ অক্ষরের হরি নাম ব্যতীত অন্য কোন নাম দিয়ে মালা জপ হয় কি? গুরুমন্ত্র দিয়ে মালা জপ হয় কি ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem

      যেকোনো মন্ত্রেই মালা জপ করা যায়।

  • @goridebi8087
    @goridebi8087 Před rokem +1

    Dakha te kothey dikka montra niwa jay, kothey Valo pabo seta bujtecina,baba 1tu janaben kothey Kar theke Nile Valo hbe

  • @Mrityunjoybasu
    @Mrityunjoybasu Před rokem +1

    Osadharon alochona...ojopa ki Jodi alochona koren??

  • @subhadipghoshhazra21
    @subhadipghoshhazra21 Před rokem +1

    Sir mantra ki Kane gupta vabe deoya kei mantra dikksha bole???.. R sir jodi kau kauke Guru rupe manen ba mene esechen bohudin kintu officially vabe Shastrio vidhi mene hoini emon obostai sei Guru Jodi sei manus te k kono devi ba dev mantra dan ei obostai eirokom ta ke ki dikkhsya bole??.. Kon dorner porjai er modhye pore???.. R je jop ti se korche tahole setai ki tar nijjoso ishto mantra ba isto devi???..r sei Guru r theke jodi poroborti kaale jodi shastrio vidhi mene jodi dikkshya na hoi ba pai taholel ki hote pare???.. Mane kono koti hoi?? Sei obostai ki koronio Sir bolben..Jodi ektu bujiye bolen kono video te....khubi upokrito hobo...pronam neben...plz reply deben sir Jodi video nao Koren... Subhadip ghosh Hazra

  • @prof.dr.subhasishroychowdh2182

    Shuntey shuntey thik mon ey hocchey University classroom ey Addhatikotar ekta class hocchey
    Prochur prochur enriched hocchi
    Khub valo amader jonno 👏👏
    Dada doya korey sudhu ekta confusion clear korey deben 🙏
    Kono Deb / Debir beej er jaygay taar Gayatri montro jop korley ki upokaar hoy ?
    Ektu guide korben
    Valo thakben
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shamisthabhattacharya6662
      @shamisthabhattacharya6662 Před rokem

      যা করলে আপনার মন তৃপ্ত হয়,শান্তি পায় আপনি তাই করতে পারেন।সচ্চিদানন্দ ঈশ্বরের নাম হলো মিছরির রুটি, তা সে উল্টেই খান আর সিধে করেই খান মিষ্টি লাগবেই

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 Před rokem +1

    Aj Apni Onek jinish bujhalen. Shunechi dibobani hoy ta ki. Bolte paren.

  • @ranjanghosh1858
    @ranjanghosh1858 Před 9 měsíci

    রাধে রাধে

  • @kallolbala
    @kallolbala Před rokem +2

    কোন কোন সাধনায় কয়েক লক্ষ জপ করতে বলা হয়। জপের সংখ্যা কম বা বেশি হলে কি অসুবিধা হয় ??

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem +1

      যত বেশি করা যায়, ততই উপকার।

  • @dipnarayankonar2917
    @dipnarayankonar2917 Před 11 měsíci

    Pronam

  • @tankeswarchakraborty9860

    Show the process of two times, seven times, nine times

  • @jayantaganguly2448
    @jayantaganguly2448 Před 2 dny

    108 বারের জপে 100 সংখ্যা জপ বুঝলাম কিন্তু 8 বারের জপে অঙ্গুলী পর্ব সঠিক হল কী?