বাইকের হর্ন, ফগ লাইট ইত্যাদিতে কেন" রিলে " ব্যাবহার করা উচিত এবং এর ওয়ারিং ডায়াগ্রাম।

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • বাইকের হর্ন, ফগ লাইট ইত্যাদিতে কেন" রিলে " ব্যাবহার করা উচিত এবং এর ওয়ারিং ডায়াগ্রাম।
  • Auta a dopravní prostředky

Komentáře • 26

  • @mdreeadhassan2404
    @mdreeadhassan2404 Před 12 dny +1

    আপনার থেকে একটা ডিজিটাল সিকিউরিটি ডিভাইস নিয়েছি। আলহামদুলিল্লাহ ভাল সার্ভিস পাচ্ছি এবং জিনিসটা বাইককে নিরাপত্তা দিচ্ছে

    • @RVBD
      @RVBD  Před 12 dny +1

      ভাই❤️❤️

  • @apelmhamudmaruf9285
    @apelmhamudmaruf9285 Před 14 dny +1

    এতে ব্যাটারী দুই দিক থেকে খরচ হচ্ছে। রিলে অন করতে ও হর্ণ বাজতে।

    • @RVBD
      @RVBD  Před 14 dny +2

      রিলে অন অফ এর জন্য যতটুকু ব্যাটারি খরচ হয় সেটা এতটাই নগন্য যা আপনার মত জ্ঞানী মানুষকে বোঝানো আমার জন্য মুশকিল হয়ে যাবে।
      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @monwarhussain2476
    @monwarhussain2476 Před 15 dny +1

    ❤❤❤

  • @shanto1017
    @shanto1017 Před 15 dny +1

    1st view

    • @RVBD
      @RVBD  Před 15 dny +1

      ভাইয়া অনেক অনেক ধন্যবাদ।
      যদি আপনার বাইকে কখনো অতিরিক্ত কোন হরণ অথবা প পপ হন অথবা বাড়ি কোন ফগলার যদি ব্যবহার করে থাকেন অবশ্যই রিলে ব্যবহার করবেন

  • @Md.MustafijurRahman-n2x
    @Md.MustafijurRahman-n2x Před 9 dny +1

    ভাই আসসালামুআলাইকুম সিকিউরিটি ডিভাইজটা দারাজ থেকেনিয়েছি।কিন্তু আমার বাজাজের ডিসকভার ১২৫।এখানে স্পাক্ ফ্লাগ ২টা এখন আমি কিভাবে ইনস্টল করবো।জানালে উপকারিতো হবো।
    ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন।আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ।

    • @RVBD
      @RVBD  Před 9 dny +1

      Whatsapp 01539339303

  • @babluchowdhury8673
    @babluchowdhury8673 Před 15 dny +1

    New bike e egula lagale ki batareyr prob hobe?

    • @RVBD
      @RVBD  Před 15 dny +1

      কোন প্রব্লেম নাই।
      তবে লাগানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ফুয়েল ইনজেকশন সিস্টেমের বাইকের ক্ষেত্রে এই সাবধানতা আপনাকে বেশি পরিমাণে নিতে হবে।
      ফুয়েল ইনজেকশন সিস্টেমের বাইকে যদি কখনো কোথাও ব্যাটারির পজিটিভ সাথে বডি আর্থিং এর শর্ট সার্কিট হয় সে ক্ষেত্রে একেক সময় একেক রকম ফিউজ রয়েছে যেগুলো কোন একটা পুরে যেতে পারে।
      এক্ষেত্রে অবশ্যই বাইকের যে কোন কাজ করার সময় মূল চাবি বন্ধ রেখে কাজ করবেন।
      আর এই ধরনের রিলেশন করে আপনি যাবতীয় যাই ব্যবহার করেন না কেন সবকিছুই এসসিসি কানেকশন থেকে পাওয়ার দিবেন।
      এতে করে আপনি যা কিছুই চালাবেন না কেন সবকিছু চাবি অন করার পর ব্যাটারি থেকে ভোল্ট নেবে।

  • @user-gu4jg2hc1h
    @user-gu4jg2hc1h Před 15 dny +1

    Security device lagale ki relay lagano proyojon ache?

    • @RVBD
      @RVBD  Před 14 dny +2

      ব্যাপারটা ঠিক সেরকম না।
      রিলে অনেক কাজে ব্যবহার হয়ে থাকে এবং একেক রিলের কাজ এক এক রকম।
      অলওয়েজ অন রিলে, অলওয়েজ অফ রিলে সহকারে বিভিন্ন ধরনের রিলে বাজারে পাওয়া যায়।
      একে গ্রিলের কাজ সম্পূর্ণ এক এক ধরনের হয়ে থাকে।
      ভিডিওতে দেখানোর রিলেগুলো হচ্ছে যে কোন কিছু অন অফ করার ক্ষেত্রে ভারী লোড যাতে সেই ডিভাইসের উপরে না পড়ে সেটার জন্য এই রিল এগুলো ব্যবহার করা হয়।
      আবার কিছু কিছু রেলে রয়েছে যেগুলো জিপিএস টেকার এর সাথে থাকে সেগুলোর কাজ হচ্ছে সম্পূর্ণ লক এবং আনলক করে রাখা।
      আসলে এ বিষয়গুলো আপনাকে গভীরভাবে বুঝতে গেলে আগে কয়েকটি রিলে হাতে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে তাহলে আপনি নিজেই বুঝা যাবেন তখন যদি আপনি কোন প্রবলেমে পড়েন সেটা টুকটাক আমি সলিউশন করে দিতে পারব।
      কিন্তু আপনি রিলে সম্বন্ধে মোটেও অভিজ্ঞতা না নিয়ে কখনোই এগুলো সম্বন্ধে বুঝবেন না তাই আগে বিভিন্ন ধরনের রিলে নিয়ে অনুগ্রহ করে একটু গবেষণা করুন।
      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      এই কমেন্ট ভয়েস এসিস্টেন্ট দিয়ে টাইপ করা যার কারণে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে

  • @aliajgarsihad9909
    @aliajgarsihad9909 Před 14 dny +1

    আমার ফেজার ভারসন ১
    দুইটা এলিডি লাইট লাগানো সাথে ডাবল হর্ণ ও আছে।
    লাইট জ্বালানো অবস্থায় হর্ণ বাজালে লাইটের আলো কাপে।
    এর কারণ কি?

    • @RVBD
      @RVBD  Před 14 dny +1

      ব্যাটারি দুরবল
      অথবা আপনার বাইকের আর্মেচার থেকে কম ভোল্টেজ উৎপন্ন হয়

    • @aliajgarsihad9909
      @aliajgarsihad9909 Před 14 dny +1

      @@RVBD নতুন ব্যাটারি।
      একবার চুরি হইছিলো তারপর থেকে এরকম

    • @RVBD
      @RVBD  Před 14 dny

      আপনার ব্যাটারি ভোল্টেজ আগের চেক করুন এবং বাইক বন্ধ অবস্থায় ব্যাটারি ভোল্টেজ কত এবং বাইক স্টার্ট অবস্থায় ব্যাটারি ভোল্টেজ কত।।
      এটা চেক করার পরে আসলে বুঝতে পারবেন সমস্যাটা ঠিক কোথায়।

  • @s.mfirozkobir7263
    @s.mfirozkobir7263 Před 14 dny +1

    ভাই,,,একটা সমস্যায় পড়েছি,,,হেল্প করেন,,,আমি গত পরশু , আমার বাইকে ফগ লাইট লাগায়ছি । কিন্তু সমস্যা হচ্ছে,,বাইকের চাবি অফ অবস্থায়,, ফগ লাইটের সুইস অন করলে ফগ লাইট জ্বলে 😢,,,এখন ধরেন কোথায় বাইক রেখে দিলে , ছোট পোলাপান বাইকের সুইচ চাপাচাপি করে,,দেখা যাচ্ছে ফগ অন করে রাখলো,, আর ব্যাটারি ডাউন হয়ে গেলো😑,,,,তাই এখন এর সমাধান কি ? একদম পিচ্চি আর লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি,😢

    • @RVBD
      @RVBD  Před 14 dny +1

      এই সমস্যা সমাধানের জন্য আপনার ফগ লাইটের সাথে যে পজেটিভ তার রয়েছে সেটি সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করা রয়েছে।
      আপনি সেই লাইনটিকে ঘুরিয়ে চাবিরঘাটের যে লাইনে চাবি অন করার পরে বলতে যাচ্ছে সেই লাইনের সাথে দিয়ে দিন।। তাহলে চাবি বন্ধ করলে আপনার লাইটগুলো বন্ধ হয়ে থাকবে আর সুইস দিলেও তখন আর কাজ করবে না

    • @s.mfirozkobir7263
      @s.mfirozkobir7263 Před 14 dny +1

      @@RVBD ও আচ্ছা ,,, এখন আমি যদি ব্রেক সুইসের পজিটিভ লাইনের সাথে সংযোগ দেই,,তাহলে কি কোনো সমস্যা হবে ? কারণ চাবি ওন করলে তো ওখানে পাওয়ার আসে ? আবার আমার দুইটা ফগ,,,এক একটা ৪০ ওয়াট ১০০০০ লুমেন,,,দুইটা মিলে ৮০ ওয়াট,,,এখন এত ওয়াট কি , ব্রেক সুইসের ওই পজিটিভ তার কি টানতে পারবে ?

    • @RVBD
      @RVBD  Před 14 dny

      @s.mfirozkobir7263 ভাই আমাকে কল দেন whatsapp 01539339303

  • @mursalinmainuddin4758
    @mursalinmainuddin4758 Před 14 dny +1

    Company keno daye na

    • @RVBD
      @RVBD  Před 14 dny +1

      কোম্পানি ১ টা হরন দেয়।
      আবার কোম্পানি হরন বা বাতি যেটাই দেয় সেটার অনুপাতে ই চাপার লাইটের বা হরনের সুইচ এর লোড এম্পিয়ার ক্যাপাসিটি নিরধারন করে সুইচ বানিয়ে দেয়
      যখন আমরা অতিরিক্ত কোন লাইট বা হর্ন ব্যবহার করি সে ক্ষেত্রে আমাদের স্ট্রোকের সুইচ সেই লোড নিতে পারে না বিধায় আমাদেরকে রিলে ব্যবহার করতে হয়।
      আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন?