100 years old bus route of Kolkata কলকাতার ১০০ বছর পুরনো বাস রুট

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • হাওড়া কলকাতা জুড়তে চলেছে মেট্রো রুটে। যদিও এখানে এতদিন আর সেই হাওড়া কলকাতারই সবথেকে পুরনো ৫২ এবং ৫৬ নম্বর বাস রুট পার করল ১০০ বছর। ১৯২৩ সালে বিধানসভায় বিল পাশ করে এই বাস রুট চালু হয়েছিল। ১৯২৪ সালে তৎকালীন ব্রিটিশ শাসিত সরকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ৫২ এবং ৫৬ নম্বর রুট চালু করে। প্রথমে বালি থেকে হাওড়া এই রুটে বাস চললেও, প্রয়োজনের তাগিদে বালি হাওড়া ছাড়িয়ে দিনে দিনে রুটের দৈর্ঘ বাড়তে থাকে। রাম চৌধুরি তার নিজের জমিতে বাস স্ট্যান্ড দিয়ে এই ৫২ রুটের বাসটি চালু করেন। এখন তার ২৭ তম জেনারেশন ভোলা চৌধুরি এই বাস চালাচ্ছেন। এক সময় এইসব রুটে কাঠের বাস চলত। কিন্তু এখন তা একটিতে গিয়ে ঠেকেছে। আধুনিকতার ফেরে এবার তাও বন্ধ হয়ে যাবে। সেটিকেই ঘিরে নস্টালজিক বাঙালি। তাই শহরের হেরিটেজ রক্ষায় তৎপর হয়ে এই শেষ কাঠের বাসটিকেই যাতে রক্ষা করা যায় সেই চেষ্টা করছেন কালেক্টর সৌভিক রায়।

Komentáře • 3