টবে থাই জলপাই গাছে বাম্পার ফলন পেতে আমি যা করেছি. Thai Olive Plant care in pot. Sea weed extract

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2020
  • টবে থাই জলপাই গাছে বাম্পার ফলন পেতে আমি যা করেছি. Thai Olive fruit Plant care in pot. how to use Sea weed extract for organic gardening
    ► Music Credit: OurMusicBox (Jay Man) Track Name: "Purple Skies" Music By: Jay Man @ Official "OurMusicBox" CZcams Channel: / ourmusicbox License for commercial use: Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0) creativecommons.org/licenses/... Music promoted by NCM goo.gl/fh3rEJ .....................................................................
    #টবে_জলপাই_গাছ
    #thai_olive_plant
    #Sea_Weed_Exract

Komentáře • 87

  • @user-ed7rc7de8z
    @user-ed7rc7de8z Před 4 lety +3

    অসাধারণ একটা ভিডিও
    এতে সঠিক তথ্য উদঘাটন করা হয়েছে
    পুরো ভিডিও টি দেখে গেলাম এবং শিখে নিলাম

  • @smritiranjannath4057
    @smritiranjannath4057 Před 4 lety +2

    খুবই প্রয়োজনীয় একটি তথ্য জানা গেল। ধন্যবাদ 👌👍👌

  • @ranjanbiswas1329
    @ranjanbiswas1329 Před 3 lety +1

    Thanks DADA, very good information.

  • @dipakhalder706
    @dipakhalder706 Před 11 měsíci +1

    Bandhu Amar bari 24Pgs(s) kultali,maipit ai claymet sweet oliv plant hobe?Plece know?

  • @gayetribiswas3182
    @gayetribiswas3182 Před 2 lety +1

    Dada ami biovita-x ar seaweed liquid 2ml 1liter jolar anupatay use kori but use korar por plant ar pata puray jachhe....ki korbo bolun....

  • @sokherbagan3434
    @sokherbagan3434 Před 4 lety +1

    খুব সুন্দর
    #SokherBagan

  • @shahanaakhter6563
    @shahanaakhter6563 Před rokem +1

    Amar gachae anek Olive hoychae , Akon agolo dea ki korbo? Olive golo anek kossti

  • @PpPp-ro4hm
    @PpPp-ro4hm Před 2 lety +1

    Dada Amar two year jalpari no flower which fertilizer use please tell me

  • @dr.nazmulahsan4417
    @dr.nazmulahsan4417 Před rokem

    দাদা,
    আমার ছাদ বাগানের আজকের ছবি।
    দয়া করে যদি আপনার মূল্যবান পরামর্শ আশাকরি।
    আগাম ধন্যবাদ। আমার কাছে সি উইড ও সাফ এ্যান্টিফাঙ্গাল আছে।
    এ গুলো ছাড়া আরো কোন পরিচর্যা প্রয়োজন? দয়াকরে জানালে খুশী হবো।
    গত বছর এই একই অবস্হার পর সব ফলই ঝরে গিয়েছিল।

  • @knowledgehub816
    @knowledgehub816 Před 4 lety

    seeweed kodin 6ara use korte hoi

  • @duttaraypinaki
    @duttaraypinaki Před 3 lety

    সাগরিকা

  • @farzanaakter7105
    @farzanaakter7105 Před 2 lety +1

    ভাইয়া আমার গাছে ফুল এসেগেছে তা আমি এখন কি করব

  • @shiulisarkar8326
    @shiulisarkar8326 Před 2 lety +1

    Jol pai gache r phol hocche ekhon??

  • @CHOTAN100
    @CHOTAN100 Před 4 lety +1

    Khub upokar pelam. Bedana gache ki ki sar debo. Matite mas tinek holo lagiyechi. Bes jhapalo hochchilo. Ekhon dekhchi patagulo ektu kunkre jachche ar mukhgulo kalo kalo hoye jachche. Ghachta ektu bado houeche tabe dal gulote ekhono serakam jor pachchena. Pl. Ektu guide korben.

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      নিশ্চয়ই. যেকোনো ভালো কোম্পানির মাকড় নাশক বিকেলে স্প্রে করবেন. মাকড়ের আক্রমণের কারণে বেদনার পাতা কুঁকড়ে যায়. তার কয়েক দিন পর coper oxy chloride group এর fungicide ব্যবহার করবেন. এতে পাতা কালো হবার সমস্যা দূর হবে.
      সার প্রয়োগের ব্যাপারে আমি বিস্তারিত ভিডিও আপলোড করে রেখেছি. একটু সময় করে দেখে নিতে পারেন. ধন্যবাদ

    • @CHOTAN100
      @CHOTAN100 Před 4 lety

      @@GardenerFriend asonkho dhonyobad.

  • @gitapatra812
    @gitapatra812 Před 4 lety +1

    Dada, sabeda gacher paricharja r phool dhore rakhar upore ekta vdo korle upakrita habo, thanks.

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      একই ভাবে sea weed extract ব্যবহার করুণ. আমার জলপাই এর পাশেই সবেদা রাখা আছে. একই সময় একই স্প্রে করেছিলাম. কিছু ফল হয়েছে. আরো ফুল আসছে. পরবর্তী কোনো ভিডিও তে আপডেট দেবো. ধন্যবাদ

  • @sushamasarkar9542
    @sushamasarkar9542 Před 3 lety +3

    অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওর জন্য। আমার ছয় বছর বয়সী গাছ প্রত্যেকবার কুঁড়ি ঝরে যায় ।এবার ফুল ফুটেছিল, ছোট্ট ফল ও হয়েছিল কিন্তু সব ঝরে গেলো ।খুব দুঃখ ও কষ্ট পাচ্ছি।
    আর আমার আমড়া গাছের ও এক ই বয়স। কান্ড বেশ মোটা অনেক বড় গাছ কিন্তু একবার ও ফুল আসেনি। কি করতে হবে একটু জানাবেন প্লিজ।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety +1

      ছয় বছর এ ফল হয়নি?
      কলমের গাছ নাকি বীজের?
      মাটিতে না টবে?

  • @muhammadmuniruzzaman8440

    আমার থাই জলপাই গাছটি খুব ঝোপালো ও সুন্দর কিন্তু ফুল আসছেনা, করণীয় জানতে চাই।

  • @smshobug4750
    @smshobug4750 Před 3 lety +1

    Dada ami bd theka dakse goti kolom tree koto din laga foll dita

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety

      মোটামুটি ভাবে বছর খানেক

    • @smshobug4750
      @smshobug4750 Před 3 lety

      @@GardenerFriend ধন্যবাদ

  • @abiraaqsa500
    @abiraaqsa500 Před 4 lety +1

    Vai apnar ei tob ti koto enci ? Janale upokar hobe coz ami o 1ti jolpai gac lagate cai plzz ans me .

  • @noorhossainmondol8043
    @noorhossainmondol8043 Před 3 lety

    দাদা চেরি গাছে প্রচুর ফুল সব ঝরে যাচ্ছে please help

  • @suchandrabanerjee8549
    @suchandrabanerjee8549 Před 4 lety +1

    seeweed extract dile ki r Kolar NPK jatiyo khawar dite hobena?

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety +1

      Organic সার সময় বুঝে সবরকম দিতে পারেন. কোনো অসুবিধা নেই. ধন্যবাদ

  • @dipankarpradhan1475
    @dipankarpradhan1475 Před 4 lety +1

    Ei video ta amar khub kaje lagbe karon amar misti jolpai gacheo prochur ful aseche......

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      আপনার কাজে লাগলে সেটাই আমার ভিডিও তৈরীর সার্থকতা. ধন্যবাদ

  • @JagadishRoy
    @JagadishRoy Před 3 lety

    জলপাই চারা কোন নার্সারীতে পাওয়া যাবে? দাম কেমন

  • @kolkatarchadbagan1090
    @kolkatarchadbagan1090 Před 4 lety +1

    Khub valo lglo..tobe dada sagarikar gaye lekha ache 5ml/liter..

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety +1

      5ml/মাটিতে দেবার সময় আমি ব্যবহার করি. স্প্রে করলে পরিমানে কম লাগে. ধন্যবাদ

    • @kolkatarchadbagan1090
      @kolkatarchadbagan1090 Před 4 lety +1

      @@GardenerFriend oh acha..

  • @humayunkhan7156
    @humayunkhan7156 Před 2 lety +1

    এই জলপাই গাছ কি প্রুনিং করতে হয় কখন করতে হয়?

  • @dr.nazmulahsan4417
    @dr.nazmulahsan4417 Před 3 lety +1

    আমার জলপাই গাছে প্রচুর ফুল এসেছিল। কিন্তু একটিও ফল দাড়ায় নি। প্রচুর কালোমাছি ( আাম, কাঁঠালের গন্ধে যে মাছি আসে) ফুলে ফুলে বসেছে, তাতে কী পরাগায়নে ক্ষতি হলো? আগামীতে কি ব্যবস্থা নিতে পারি?
    আপনাকে অনেক ধন্যবাদ।।
    নাভারণ, যশোর, বাংলাদেশ।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety

      মাছি পরাগায়নে ক্ষতি করেনা, আপনার অন্য কোনো কারণে ফুল ঝড়ে গেছে

  • @totantech3160
    @totantech3160 Před 4 lety +1

    ছত্রাক নাশক ও কীটনাশক কি একই সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে?

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      কিছু ক্ষেত্রে করা যায়, তবে আলাদা ভাবে করাই শ্রেয়

  • @rupamdebnath2291
    @rupamdebnath2291 Před 4 lety +1

    বাহঃ কি সুন্দর তোমার গাছের গ্রোথ...
    ভীষণ ভালো লাগে..
    তোমার ভিডিও এর অপেক্ষায় থাকি..
    তোমার কাছে 1টা রিকুয়েস্ট আছে, রাম ভুটান ফল গাছ নিয়ে কোনো ভিডিও তৈরী করলে উপকৃত হবো |
    আর সাগরিকা কি ভোর বেলায় ই স্প্রে করতে হয়? না বিকালে করলেও এক ই কাজ দেয়????
    ধন্যবাদ বন্ধু..

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      সকালে স্প্রে করলে সবথেকে ভালো.
      সকালে সম্ভব না হলে বিকেলে করা যেতে পারে. রামভুটান একটু সময় সাপেক্ষ ব্যাপার. চেষ্টা করবো দ্রুত complete video আনার. Thanks

    • @rupamdebnath2291
      @rupamdebnath2291 Před 4 lety

      @@GardenerFriend ধন্যবাদ.. 😊
      আমি 1টা রাম ভুটান এর গ্র্যাফ্ট গাছ এনেছি, কথাও পাচ্ছিনা কি করে টব এ রোপন করবো, সয়েল প্রিপারেশন কি হবে, যত্ন কি করবো???
      কোনো বুদ্ধি থাকলে দাও, উপকৃত হবো, তোমার ফেসবুকে মেসেজ ও করেছিলাম, পারলে রিপ্লাই করো..
      ভালো থেকো.. 💚

  • @sahajanbadsha9832
    @sahajanbadsha9832 Před 3 lety

    প্রথম বছরে জলপাই ফুল ভেঙে দিলে, পরের বছরে ফল কি ভালো হবে,

  • @quranandmodernscience-qms3526

    ভাই আমার পেয়ারা গাছের পাতাগুলো আগা থেকে গোড়া থেকে শুকিয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে গাছে পটাশ সারের অভাব আমি গাছে পটাশ সার দিয়েছি তারপরও গাছের পাতা শুকানো কমেনি এখন গাছের অর্ধেকের বেশি পাতা শুকিয়ে গেছে এখন আমি কি করতে পারি আর এটা কিসের কারনে হয়েছে একটু কষ্ট করে বললে ভাল হয়।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      Coper oxy cloride জাতীয় ছত্রাক নাশক ব্যবহার করুণ. আর গাছ সুস্থ না হওয়া অব্দি কোনো রাসায়নিক সার দেবেন না. ধন্যবাদ

    • @quranandmodernscience-qms3526
      @quranandmodernscience-qms3526 Před 4 lety

      Thank you

  • @shirshendu01
    @shirshendu01 Před 4 lety +1

    Nice video. Apni kon nursery theke gach kenen?

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety

      ত্রিশূল নার্সারি

    • @sudiptadas7964
      @sudiptadas7964 Před 3 lety +1

      @@GardenerFriend দাদা ত্রিশূল নার্সারি exact location জানালে উপকৃত হব ।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety

      @@sudiptadas7964 coocbehar. Wb
      এতো দূর গাছ নেবার জন্য আসা মুস্কিল. আপনি আপনার এলাকায় খোঁজ নিন. সেটাই ভালো হবে

  • @abdussalamsiddique680
    @abdussalamsiddique680 Před 2 lety +1

    দানাদার সী উইড কি মাটিতে দিতে হবে?

  • @saifurrahaman6208
    @saifurrahaman6208 Před 3 lety +1

    vai eta ki baromashi

  • @dibakarmahata8094
    @dibakarmahata8094 Před 4 lety +1

    খুব ভালো একটি ভিডিও..... আমার জলপাই গাছেও প্রচুর ফুল এসেছে.... আশাকরি ভিডিও টা কাজে লাগবে।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      নিশ্চই কাজে লাগবে. আপনার কাজে লাগলেই আমার ভিডিও তৈরীর সার্থকতা. ধন্যবাদ

    • @dibakarmahata8094
      @dibakarmahata8094 Před 4 lety

      @@GardenerFriend ধন্যবাদ।

  • @ananya123prodhan7
    @ananya123prodhan7 Před 4 lety +1

    এটার নাম বাংলা ও ইংরেজিতে লিখবেন
    প্লিজ......
    আর এটা কোথায় পাওয়া যায়.....

  • @YouTubeofficialArt201
    @YouTubeofficialArt201 Před 2 lety

    pata para j6a

  • @mdsadmansakur497
    @mdsadmansakur497 Před 4 lety +1

    লাউ গাছে পটাশিয়াম কখন দিতে হবে?

  • @pronabworld8313
    @pronabworld8313 Před 4 lety +1

    আপনি যেটা ইউজ করছেন, এই সাগরিকা এটা কোথায় পাবো? অনলাইন ছাড়া কোন দোকান।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety +1

      সার /কীটনাশক বিক্রেতার কাছে পাবেন. আর অনলাইনে iffcobazar.In এ পাবেন

  • @sumanchowdhury7935
    @sumanchowdhury7935 Před 4 lety +1

    Ami sagorika seaweed kinechi. Eta use korle onno kono micronutrients use korar ki Kno darkar achea??
    Aj SOP deachi .. kotodin por seaweed use korte parbo??

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      Sop দেবার দু- তিন দিন পর ই sea weed দিতে পারেন
      Sea weed dile আলাদা ভাবে micro nutrients না দিলেও চলবে. ধন্যবাদ

    • @sumanchowdhury7935
      @sumanchowdhury7935 Před 4 lety

      @@GardenerFriend SOP ba seaweed debar 4 hour pore Jodi bristi hoi tobe ki fol paoa jabe..

  • @dibakarmahata8094
    @dibakarmahata8094 Před 4 lety +1

    দাদা আপনার আর একটি যে জলপাই গাছ আছে , যেটাতে আপনি দুটি ভিডিও করেছেন , ওই গাছটাতে আপনার ফল হয়েছে।

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 3 lety

      হ্যা হয়েছে. ওটা দেশি জলপাই.

    • @dibakarmahata8094
      @dibakarmahata8094 Před 3 lety

      @@GardenerFriend আমার সব ফুল পড়ে গেছে..

  • @jahangirsk5492
    @jahangirsk5492 Před 4 lety

    জাইতুন আর জলপাই গাছ কি এক।

    • @FarakkabadAgro
      @FarakkabadAgro Před 3 lety

      জি না
      এটার পাতা একদম চিকন

  • @mrquiet143
    @mrquiet143 Před rokem

    থাই জলপাই আর দেশী জলপাই আলাদা করে চিনবো কিভাবে?

  • @shiyam..shreyans9258
    @shiyam..shreyans9258 Před 4 lety +1

    দাদা আপনাকে অনেক প্রশ্ন করি কিন্তু কোনো উত্তর তো দেন নি আপনি

    • @GardenerFriend
      @GardenerFriend  Před 4 lety

      নিশ্চয়ই উত্তর দেবো. আসলে অনেক সময় notification আসে না. আমি আন্তরিক ভাবে দুঃখিত.
      বলুন আপনার কি প্রশ্ন?

    • @shiyam..shreyans9258
      @shiyam..shreyans9258 Před 4 lety

      @@GardenerFriend আমি আপনাকে jigasa করে ছিলাম আমার ছাদে বস্তায় একটা পেয়ারা গাছে ফল ধরছে কিন্তু থাকছে না ঝরে যাচ্ছে কেনো?? তার প্রতিকর কী করবো?? আর আমার একটা নীল জবা গাছ চাই. আর papaino মেলন এর গাছ চাই কি ভাবে পাবো জানাবেন আমার no 7980771067

  • @BdGreenTouch
    @BdGreenTouch Před 3 lety +1

    মিষ্টি জলপাই গাছের ফুল কখন আসে?

  • @user-nr5jz8vp3b
    @user-nr5jz8vp3b Před 3 lety +1

    ভাই জলপাই গাছে ফুল আসে কোন মাসে?

  • @amitmandal9122
    @amitmandal9122 Před 4 lety +1

    আপনার ফোন নম্বর দেবেন???