মহাজীবনের যাত্রা || SPIRITUAL JOURNEY || জয়দীপ মহারাজ || JOYDEEP MAHARAJ

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • বহু জিজ্ঞাসা জমা হচ্ছে। দর্শক ও শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উদ্দীপ্ত। আগামী মহালয়ার দিন জয়দীপ মহারাজ কিছু জিজ্ঞাসা ক্রমানুসারে বেছে নিয়ে আলোচনা করবেন রাত ৮’টা থেকে।
    সবাই স্বাগত।
    🙏🏻
    ★ আলোচনার ক্রম ★
    ◉ দেবীপক্ষ 2:58
    ◉ নানাভাবে আমি একাকীত্ব বোধ করছি৷ এই একাকীত্ব কিভাবে কাটাব একটু যদি আলোচনা করেন৷ 10:35
    ◉ মহারাজ পাণ্ডবেরা তাদের জীবনের অন্তিমমুহূর্তে যে মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন সেই পথ কি জ্ঞানগঞ্জ? তাদের যে স্বর্গ বা নরক দর্শনের কথা বলা হয়েছে সেটা কতটা বাস্তব সম্মত আজকের দিনে একটু ব্যাখ্যা করুন৷ 26:11
    ◉ সহস্রার চক্র কি অন্তিম? আমি শুনেছি ৬৬৬ এভাবে মোট ১৮ চক্র আছে৷ কিন্তু সেই চক্রের ক্রিয়াযোগ বা রাজযোগে কোন বর্ণনা নেই৷ আপনার কিছু জানা আছে? 38:44
    ◉ মহারাজ, আমার প্রণাম নেবেন। ভগবান রজনীশ বা ওশো এবং জিড্ডু কৃষ্ণমূর্তির দর্শন নিয়ে যদি কিছু বলেন । আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নেই৷ তাই এখানে এই প্রশ্ন করলাম৷ 46:43
    ◉ মহারাজ আপনার কথায় পেয়েছি মৃত্যুকালে সূক্ষ্মদেহ স্থূলদেহ থেকে বেরিয়ে যায়৷ আত্মা দেহে ঢোকেও না, বেরোয়ও না৷ আত্মা, সূক্ষ্মদেহ, প্রাণ কি আলাদা মহারাজ? 1:03:44
    ◉ সত্যের কাছে সময়ের কি কোন দাম নেই? এটা কি সমাজের তৈরী? সত্য কি সময়ের উর্দ্ধে? রাতদিনের উর্দ্ধে? একটু যদি বলেন মহারাজ৷ 1:08:30
    ◉ রাধাশক্তি, কৃষ্ণশক্তি কি মহারাজ? কৃষ্ণ বাঁশি বাজালে রাধা সমাজ সংসার ফেলে পাগলিনীর মত কেন ছুটে যেত? রাধাকৃষ্ণের মিলন মূলত কি? 1:15:59
    ◉ মহারাজ আত্মা প্রকৃতি, মন ও শরীরের সাথে মিশ্রিত হন কেন? 1:25:40

Komentáře • 46

  • @bipulchanda6372
    @bipulchanda6372 Před 4 měsíci

    চমৎকার। ❤🙏🏻🌹🌻🌷🔱🙏🏻🙏🏻🙏🏻👋👋👋👋ঠাকুরের শ্রী চলনে বিনম্র প্রার্থনা। ঠাকুর আপনাকে সপার্ষদ সর্বাঙ্গ সুন্দর রাখুন
    । 🙏🏻❤🙏🏻🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔱🔱🔱🔱🔱🔱🔱🔱জয়গুরু জয়গুরু জয়গুরু। 🙏🏻জয় মা জয় মা জয় মা। 🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @bipulchanda6372
    @bipulchanda6372 Před měsícem

    গুরু কৃপাহি কেবলম

  • @apurbakuthe9396
    @apurbakuthe9396 Před rokem +3

    Pronam Maharaj 🙏🙏🙏

  • @subratachakraborty7640
    @subratachakraborty7640 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏 . Amader ey mahajiboner jatra samporke khub sundor Bojhalen..

  • @bipulchanda6372
    @bipulchanda6372 Před 11 měsíci

    Jaiguru jaima🙏🙏🙏

  • @soyabe181
    @soyabe181 Před rokem +1

    Rare Wise man

  • @sabyasachidhar9505
    @sabyasachidhar9505 Před rokem +1

    তুমি নিজের জীবনে সাধনায় রত হও মহারাজ শ্রী চরণে প্রণাম নিবেদনে আপনার ও সকল আশ্রমিকদের শারীরিক সুস্থতার প্রার্থনা জানাই

  • @aliviabiswas8141
    @aliviabiswas8141 Před rokem +1

    Apurbo
    🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @subrotabiswas62
    @subrotabiswas62 Před rokem +1

    অপূর্ব অপূর্ব মহারাজ জী।এত সুন্দর বেখ্যান

  • @LATAZ.MAKEOVER22
    @LATAZ.MAKEOVER22 Před rokem +2

    Pranam Maharaj 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 Před rokem +2

    আপনার চরণে আমার প্রণাম।

  • @piyalidutta6462
    @piyalidutta6462 Před rokem +1

    Apni khub valo kore bolen.
    Thank you

  • @dipalidey-vu6rx
    @dipalidey-vu6rx Před rokem

    মহারাজ জী আমার সশ্রদ্ধ প্রনাম নিবেন। আজ তিন দিন হলো এই পর্বটি দেখছি ও শুনছি । তৃপ্তি হচ্ছে না । আমার মনের বন্ধ দরজায় ধাক্কা লাগলো । খুলেছে কি না বুঝতে পারছি না । আমি অজ্ঞান, অবোধ। সর্বদা ঈশ্বর চিন্তায় ডুবে থাকতে চাই কিন্তু পারি না । কে আমাকে পথ দেখাবে। আমার জীবন প্রদীপও নিবু নিবু। বয়স পঁচাত্তর পার হয়েছে। আজ থেকে আরও ৪০ বৎসর আগে যদি এই বোধ জাগতো তবে কি হতো আমি জানি না। এখন শুধু কান্না পায় । আপনাকে বিরক্ত করলাম। ক্ষমা করবেন ।

  • @indiancitizen7954
    @indiancitizen7954 Před 2 měsíci

    🙏

  • @mousumiganguly1224
    @mousumiganguly1224 Před rokem +1

    Pranam maharaj

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 Před rokem +1

    সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর----- এই যে রাধা কৃষ্ণ, শিব কালী,potential energy kinetic energy র বিরহ মিলনের অত্যাশ্চরয খেলা--- তাকে প্রণাম। উপলব্ধি দাও মা,উপলব্ধি দাও-- দেবীপক্ষে এই প্রার্থনা।🙏🙏🙏🙏🙏

  • @payelthakur6135
    @payelthakur6135 Před rokem +1

    Pronam moharaj..

  • @subirkrjha
    @subirkrjha Před rokem +2

    🙏JOY GURU 🙏

  • @sumanamondal-mq1gh
    @sumanamondal-mq1gh Před 10 měsíci

    🙏🏻জয় গূরু❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
    প্রনাম মহারাজ ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @ranendramohanchakraborty1817

    পুণ্য মহালয়া উপলক্ষ্যে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। মহালয়কে শুভ মহালয়া বলা যায় কিনা সেটা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। প্রণাম নেবেন। শুভ রাত্রি।

  • @sreekamolsaha772
    @sreekamolsaha772 Před rokem

    """মহারাজ """
    সশ্রদ্ধ প্রণাম নিবেদন রইল

  • @HasisCreation
    @HasisCreation Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tahominaalam7744
    @tahominaalam7744 Před rokem

    মহারাজ এ-ই জ্ঞানকে
    আধ্যাত্মিকতা জ্ঞান বলে
    অনেক কম হয়,এই জ্ঞান
    হোক সব সময়ে জন্য সব ভাষায়
    সব মানুষের।।

  • @subenkarshee4823
    @subenkarshee4823 Před rokem +1

    Maharaj ponam nin🙏🙏🙏🙏🙏🙏
    Ami subhankar shee.......amar janar bisoy holo- Mahisasur er je poti murti Manabasur ache tar somporke kichu tortho Janan....
    Ponam neben🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramkrishna847
    @Ramkrishna847 Před rokem

    প্রমাণ গুরুদেব,,,🙏

  • @mrtanoy9494
    @mrtanoy9494 Před rokem

    জয় গুরু দয়াময় 🙏🙏🙏

  • @subhajitmanna5420
    @subhajitmanna5420 Před rokem

    হর হর মহাদেব 🌹🚩

  • @manashimajumder7363
    @manashimajumder7363 Před 8 měsíci

    আজ২১ ডিসেম্বর ২০২৩ আপনার আলোচনা শুনছিলাম।ভালো লাগে। আন্তর্জগতে কিভাবে ধ্যান করলে বা কিভাবে সাধন ভজন করলে আনন্দ পাবো?

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Před rokem +1

    👍👍🙏🌺🕉

  • @urmimalaghosh7932
    @urmimalaghosh7932 Před rokem +1

    ঠাকুর বারংবার বলেছেন নির্জনবাসের কথা।

  • @goparay4064
    @goparay4064 Před rokem

    🙏🙏🙏🙏 maharaj

  • @mourasimandal5206
    @mourasimandal5206 Před rokem +2

    প্রণাম মহারাজ,আমি মৌরসী ।আমি জানতে চাই যে এমন তো আমরা বলি অমুক মন্দিরে জাগ্রত দেবী । দূর দূরান্ত থেকে সেখানে লোকে ছুটছে। অনেকের ই হয়তো ইচ্ছা পূরণ ও হয়। আমার প্রশ্ন অন্য মন্দিরে ও তো সেই এক ই ঈশ্বর রয়েছেন।এর রহস্য কি?

    • @nityagopalnanda2006
      @nityagopalnanda2006 Před rokem +1

      Iswar sarbatra but konokono javai prakash besi

    • @sabyasachidhar9505
      @sabyasachidhar9505 Před rokem

      মহারাজ যে আলোচনা করেন সেগুলো যদি একটু অনুবাদন করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আপনার উত্তর দেখুন ঈশ্বর বা দেবদেবী জাগ্রত এই কথাটার মানে হয় আমি জানিনা। শক্তির প্রকারভেদ বলতে পারেন কোন কোন মন্দির বা পিঠস্থানে সাধকেরা যে সাধন করেন তার ফলস্বরূপ সেই সব স্থানে শক্তির কেন্দ্রিকরণ বেশি হয়ে থাকে। এটাই মনে হয় পার্থক্য

    • @souhardyasarkar7416
      @souhardyasarkar7416 Před rokem

      এর রহস্য হচ্ছে, কোনো এক কালে কোনো সাধক-যোগী বা মহাত্মা সেই স্থানের প্রচুর সাধনা করেছেন বা সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেছেন। যেহেতু তিনি নিজে তাঁর শক্তিকে জাগিয়ে তুলেছেন তাই আমরা বলি অমুক দেব-দেবীর মন্দির জাগ্রত।
      আর এই যে আপনি বললেন, দূর-দূরান্ত থেকে লোক ছুটছে! এর কারণ তারা তাদের কিছু জাগতিক কামনা-বাসনা চরিতার্থ করার জন্য সেখানে যাচ্ছে। সেই মহাত্মা কিন্তু সেখানে এক মহৎ উদ্দেশ্য নিয়ে সাধনা করেছিলেন। তাই ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন শক্তির প্রকাশ!
      কার কি ইচ্ছা পূরণ হচ্ছে না হচ্ছে সেটা তো আপনার দেখার কথা নয়, সেটা মহামায়া দেখবে। মহারাজের কথায়,আপনি আপনার সাধনের ডুব দেন।🌺

  • @kamalbanik9344
    @kamalbanik9344 Před rokem

    🙏🙏🙏

  • @nityagopalnanda2006
    @nityagopalnanda2006 Před rokem

    Pronam

  • @sonaliday991
    @sonaliday991 Před rokem

    🙏🙏🙏🙏

  • @krishna.242
    @krishna.242 Před rokem

    Maharaj poject soho school a Jodi class hoy tahola choto thaka Onak pros nar uttar paba amar chala anak kichu Bola ami uttardita parina

  • @anindabanik208
    @anindabanik208 Před rokem

    🙏🙏🙏প্রণাম মহারাজ,,, প্রার্থনা করার সঠিক নিয়ম কি?যদি একটু উপদেশ দিতেন কৃপা করে।

  • @ramenadhikary6441
    @ramenadhikary6441 Před rokem

    ঈশ্বরের ভগবানের ডেফিনেশন কেউ দিতে পারবে না 😜

  • @subrotabiswas62
    @subrotabiswas62 Před rokem

    There is no question of why in spiritual life, there is only ,do or die.

    • @joydeepmaramia176
      @joydeepmaramia176 Před rokem +1

      That may be is true for fundamentalists but not for a genuine SEEKER.

    • @RahulDas-lu4dz
      @RahulDas-lu4dz Před 10 měsíci

      ​@@joydeepmaramia176🙏🙏🙏🙏🙏

  • @urmimalaghosh7932
    @urmimalaghosh7932 Před rokem

    এক পোযার ঘটিতে তিন পোযা দুধ ধরেনা।

  • @sulakshanagoswami2608
    @sulakshanagoswami2608 Před rokem +1

    🙏🙏