সুনির্মল বসু র জীবন কাহিনী | Bengali writer Sunirmal Bose | জীবনী | Bangla

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    শিশুসাহিত্যিক। ১৯০২ সালের ২০ জুলাই বিহারের গিরিডি নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের মালখানগর। সাহিত্যিক ও সাংবাদিক গিরিশচন্দ্র বসু ছিলেন তাঁর পিতামহ এবং প্রখ্যাত বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তাঁর মাতামহ। সুনির্মল পিতার কর্মস্থল পাটনার গিরিডি স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু গান্ধীজীর অসহযোগ আন্দোলনে (১৯২১) যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন।
    কিশোর বয়স থেকে কবিতা লেখা ও ছবি অাঁকার প্রতি সুনির্মলের ঝোঁক ছিল। তিনি কিছুদিন অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট কলেজে ছবি অাঁকা শেখেন। প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, রূপকথা, ভ্রমণকাহিনী, কৌতুক নাটক ইত্যাদি মাধ্যমে শিশু-কিশোর উপযোগী সাহিত্য রচনা করেন। তাঁর কয়েকখানি উল্লেখযোগ্য গ্রন্থ হলো: হাওয়ার দোলা (১৯২৭), ছানাবড়া, বেড়ে মজা, হৈ চৈ, হুলুস্থূল, কথাশেখা, পাততাড়ি, ছন্দের টুংটাং (১৯৩০), আনন্দ নাড়ু, শহুরে মামা, কিপটে ঠাকুরদা (১৯৩৩), টুনটুনির গান, গুজবের জন্ম, বীর শিকারী, লালন ফকিরের ভিটে, পাতাবাহার, ইন্তিবিন্তির আসর (১৯৫০), পাহাড়ে জঙ্গলে ইত্যাদি। ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সঞ্চয়ন তাঁর সম্পাদিত দুটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ। তাঁর রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতার প্রথম খন্ড প্রকাশিত হয়েছে।
    সুনির্মল সমকালের একমাত্র শিশুতোষ পাক্ষিক পত্রিকা কিশোর এশিয়ার পরিচালক ছিলেন। তিনি দিল্লীতে অনুষ্ঠিত প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের শিশু-সাহিত্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ‘ভুবনেশ্বরী’ পদক লাভ করেন। পরের বছর ২৫ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে।
    #biography #history #bengali #sunirmalbose

Komentáře • 20

  • @shyamalkumarmukherjee236
    @shyamalkumarmukherjee236 Před 2 měsíci +1

    এক অবিস্মরণীয় বিস্মৃতপ্রায় শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জীবনের অজানা তথ্য সরবরাহকারী কে আমার শ্রদ্ধা নিবেদন করছি ।

  • @snag434
    @snag434 Před 2 měsíci

    শিশু সাহিত্যিক সুনির্মল বসুর বর্ণময় জীবন কাহিনী জানা ছিল না আজ তোমার প্রতিবেদন থেকে অনেক কিছু জানতে পারলাম বেশ ভালো লাগলো

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Před 2 měsíci

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @basude4330
    @basude4330 Před 2 měsíci

    খুব ভালো লেগেছে।

  • @somnathmitra2448
    @somnathmitra2448 Před 2 měsíci

    ভাল মানে?'ভীষণ ভীষণ ভালো লাগল। ছোট বয়সে ওনার কবিতা পড়েই তো বড়ো হয়েছি।বিশেষ করে একটি কবিতা এখনও মনে আছে কবিতার নাম ভুলে গেছি প্রথম লাইন দুটো "বসে ছিল হিসট্রি নিয়া হটাৎ হোল হিস্টিরিয়া,উঠলো পাকু কেঁপে"------যদি কেউ পুরো কবিতাটি লিখে জানান চিরকৃতঞ্জ থাকবো। শ্রদ্ধেয় কবির শ্রীচরনে শত শত কোটি প্রনাম। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akaisenpaitsubakihiganbana6706

    Salute to the forgotten genious.

  • @someswarchakrabarti4789
    @someswarchakrabarti4789 Před 2 měsíci

    স্বর্গত সুনিরমল বসু এক উঁচু দরের
    শিশুসাহিতিক ছিলেন । ওনার রচিত পুজোর ছুটি নাটকটি আমরা ছোটবেলায় বহুবার করেছি । ওনার মত এত নির্মল সাহিত্য রচনা খুব কম সাহিত্যিক করেছেন । ওনার ছোট ছেলে (অভীক CA) আমার বিশেষ বন্ধু । ওদের ঢাকুরিযার বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি । মাসীমার মুখটা ছিল প্রশানতিতে ভরা । অভীকের কাছে শুনেছি প্রকাশকরা ওনাকে প্রতারিত করত। সত্যিই উনি অতি উঁচুদরের শিশুসাহিতিক ছিলেন ।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před 2 měsíci

      অভীক বাবু র সাথে যোগাযোগ করা যেতে পারে।
      সাক্ষাৎ কার এর জন্য

    • @someswarchakrabarti4789
      @someswarchakrabarti4789 Před měsícem

      @@amiavijitbolchi অভীকের সংগে কিভাবে যোগাযোগ করা যায় জানাবেন । ও কেমন আছে ?

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před měsícem

      সেটা তো আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম

    • @someswarchakrabarti4789
      @someswarchakrabarti4789 Před měsícem

      আমি ভুল বুঝেছি । ওর যে কি হল ? ফোন ধরছে না । হোয়াটস আপ মেসেজের উত্তর দিচ্ছে না । বেচে আছে কিনা বুঝতে পারছি না । খুব চিন্তিত আছি ।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před měsícem

      @someswarchakrabarti4789 achha achha. Khoj nin bhalo kore

  • @avikchakorbatry7657
    @avikchakorbatry7657 Před 2 měsíci

    Subikhayto Sahitwik Byddhadeb Guha mahasay sambhabato onar Bhagne by relationship.