যখন পুরুষ কেঁদে ওঠে

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Do Men Cry Tears ?
    ~ Osama Hassan
    অনুবাদ: "যখন পুরুষ কেঁদে ওঠে"
    অনুবাদকঃ জেহান আলী
    -------------------------------------------------------------------------------------------------
    একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে ?
    তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে ।
    যে প্রশ্ন করেছিল, সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে ? কখন ? কিভাবে ?
    কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে ?
    বৃদ্ধ বললেন, পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো
    এই দুনিয়া ছেড়ে চলে যায়,
    পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
    পুরুষ কাঁদে যখন তার সন্তান, অসুস্থ হয়ে পড়ে,
    পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
    পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান
    তাকে সবার সামনে অপমান করে,
    পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়,
    জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
    পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর
    ভরণ পোষণ করতে ব্যর্থ হয়,
    তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
    পুরুষ কাঁদে,
    যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে,
    ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না,
    একটু আদরও করতে পারে না,
    হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু সে তখনই কাঁদে,
    যখন সে আঁধারের অতলে... যখন ঝুম বৃষ্টি নামে...
    যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...
    পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না,
    যা অন্য কেউ দেখে ফেলবে,
    পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে
    কখনো সেটা একটা দীর্ঘশ্বাস,
    কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
    পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়,
    তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে ।
    এতটুকু বলে
    সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না,
    নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
    হ্যা রে মা !
    ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে ।
    ------------------------------------------------------------------------------
    #যখন_পুরুষ_কেঁদে_ওঠে
    #জেহান_আলী
    #recitation #md.abdurrahim #আবৃত্তি #kobita #premerkobita #biroherkobita
    #sadpoetry #banglakobita #valobasarkobita #banglapoem
    #কবিতাআবৃত্তি #প্রেমেরকবিতা #storyteller #মোঃআব্দুররহিম
    ----------------------------------------------------------------------------------------------
    Please follow me @ www.facebook.c...

Komentáře • 2

  • @dkstechtutorial24
    @dkstechtutorial24 Před měsícem

    আবৃত্তির সাথে কবিতার লাইনগুলোও লিখে দিলে আরো ভালো লাগত❤❤❤

    • @MdAbdurRahim
      @MdAbdurRahim  Před měsícem +1

      সহমত, তবে আমি অতটা দক্ষ নই ভিডিও এডিটিং করাতে । দেখি শেখা যায় কিনা । ভালো থাকবেন ।