তুমি আরেকটি দিন থাকো,,,,,নজরুল সঙ্গীত শিল্পীঃ মোঃ মজিবুর রহমান প্রধানীয়া।

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • ভর্তি চলছে ! ভর্তি চলছে !!
    গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)
    Gurumukhi Academy of Fine Arts(GAFA) শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ,যাত্রাবাড়ী, ঢাকা।
    Call 0192 - 6844783. 0197- 4758985
    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
    বিষয় সমুহ:
    ❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট) ❤️ ২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক ) ❤️যন্ত্র সঙ্গীত ( তবলা,হারমোনিয়াম,, গীটার, কিবোর্ড ) ❤️ ৩. নাচ ( নৃত্য কলা) ❤️৪. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা) ❤️৫.সুন্দর ও দ্রুত হাতের লেখা ❤️৬.যোগ -ব্যায়াম(যোগাসন,প্রাণায়াম,রোগারগ্য)।
    ০৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ও ১৫+ বড়দের সুপ্ত প্রতিভার বিকাশ (নতুন শিক্ষা কারিকুলাম )স্ব-স্ব স্কুলের(শিল্প সংস্কৃতি)পাঠ্যসুচী অনুযায়ী শিশুদের জন্য শিশু কোর্স ২ (দুই) বছর ও বড়দের ৪ (চার) বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং জাতীয় পর্যায়ের কোন শিল্পীর উপস্থিতিতে পরীক্ষা উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়।
    ➡️ এছাড়াও শুধু ছবি আঁকা, নাচ, গান, সুন্দর ও দ্রুত হাতের লেখা,আবৃত্তি/গল্প বলা, মৃৎশিল্প ও ক্রাফ্টিং সপ্তাহে একদিন, প্রতি (বৃহস্পতিবার) মাসে ৪ টি বিশেষ ক্লাস।
    ➡️ এছাড়া ইসলামী সংগীত ,চারু ও কারুকলা, হাতের লেখা কোর্স এর প্যাকেজ ক্লাস সপ্তাহে ১ (এক)দিন বৃহস্পতিবার বিকালে চালু থাকবে।
    একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা-র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সাংস্কৃতিমনা ও সাদা মনের, আদর্শ মানুষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সাপেক্ষে সপ্তাহে একদিন সকল শাখায় ভর্তি নেওয়া হয়।
    আমাদের উপরোক্ত বিষয়ের মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা সহ যোগ্য করে গড়ে তোলা হয়।শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা ও গ্রুপ প্রজেক্ট/প্রেজেন্টেশন করানো হয়।
    পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
    আপনি ও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সাংস্কৃতিবান করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের তথা গাফা''র ।
    ‌➡️ ক্লাসের সময়সূচিঃ
    বৃহস্পতিঃ, শুক্রবার ও শনিবার বিকাল ৩টা-৬টা।
    ‌➡️ ভর্তির নিয়মাবলীঃ
    ১.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
    ২.শিক্ষার্থীর জন্মসনদ/এন,আই,ডি ফটোকপি।
    ৩. ভর্তি ফরম ১০০ টাকা, ভর্তি ফি ১০০০ টাকা , মাসিক বেতন ৫০০ ও ১০০০ টাকা।
    ‌➡️ ঠিকানাঃ
    শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন , ঢাকা-১২০৪।
    ➡️ যোগাযোগঃ ০১৯২৬-৮৪৪৭৮৩ ০১৭১৫-২৫৮৫৬৮/০১৯৭৪-৭৫৮৯৮৫।
    Group link:
    www.facebook.c...

Komentáře • 2