জামিনযোগ্য ও অ-জামিনযোগ্য অপরাধ | Bailable and Non-bailable Offence | ফৌজদারি কার্যবিধি | CrPC

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা অতি-গুরুত্বপূর্ণ বিষয় হলো আসামির জামিন পাওয়া এবং না-পাওয়ার বিষয়টি। এই জামিন পাওয়া কিংবা না-পাওয়ার বিষয়টি মূলত নির্ভর করে অপরাধের প্রকৃতি এবং অভিযুক্ত অপরাধে আসামির সংশ্লিষ্টতা কতটুকু তার উপর। তাছাড়া আইনেও কিন্তু বলে দেয়া আছে যে, কোন অপরাধটি জামিনযোগ্য আর কোন অপরাধটি অ-জামিনযোগ্য। কিন্তু এই সংক্রান্ত বিধানগুলো তো আইন-সংশ্লিষ্ট লোকজন ছাড়া সাধারণ লোকজনের জানার কথা নয়! আর সাধারণ লোকজন জানে না বলেই ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার পর জামিন পাওয়া আর না পাওয়া নিয়ে তারা ভুগতে থাকেন এক অজানা আতঙ্কে। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা এই এপিসোডে আলোচনা করেছি জামিনযোগ্য এবং অ-জামিনযোগ্য অপরাধ সম্পর্কে জানার উপায় নিয়ে। আশা করি এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর এই নিয়ে আর কারোর মধ্যে কোনোপ্রকার সংশয় থাকবে না।
    এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
    উপস্থাপন করেছেন ফাল্গুনী মজুমদার,
    পাঠ করেছেন সজল মিত্র রিচার্ড এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
    #lawtubebd #bailable #nonbailable #crpc
    আইন সম্পর্কে আপডেট পেতে
    ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
    www.youtube.co...
    আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd

Komentáře • 109