রামকৃষ্ণের অলৌকিক কাহিনী | Ramakrishna Paramahansa | Ramkrishna Mission | Dakshineswar |

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • ১৮ ই ফেব্রুয়ারি ১৮৩৬ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর নামক ছোট্ট একটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তিনি তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং শেষ সন্তান ছিলেন। ১৮৮৫ সালে তিনি গলার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যান এবং তাঁকে কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে স্থানান্তরিত করা হয়। এখানে তাঁর শিষ্যরা তাঁর দেখাশোনা করতেন। বাগানবাড়িতে থাকার কয়েক মাস পর ১৮৮৬ সালের ১৬ ই আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান।
    Sri Ramakrishna Paramahansa Dev was brought into the world on 18 February 1836 in an unfortunate Brahmin family in a little town called Kamarpukur in Arambagh Sub-Division of Hooghly Region of West Bengal. He was the fourth and last offspring of his dad Khudiram Chattopadhyay and mother Chandramani Devi. In 1885, he was determined to have throat malignant growth and was moved to a huge manor house in Kashipur. Here his followers cared for him. He left us on August 16, 1886, following a couple of months at Baganbari.

Komentáře • 13